চোখের এলার্জি দূর করার দোয়া - চোখের ময়লা বের করার দোয়া

প্রিয় পাঠক আপনি কি চোখের এলার্জি দূর করার দোয়া সম্পর্কে গুগলে সার্চ করে এই পর্যন্ত এসেছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ এখানে চোখের এলার্জি দূর করার জন্য কোরআন শরীফে যে দোয়াটি রয়েছে সেটি তুলে ধরা হয়েছে। আশা করি আপনাদের জন্য খুবই উপকারী হবে।
চোখের এলার্জি দূর করার দোয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন
শুধু তাই নয় এই আর্টিকেল মনোযোগ সহকারে পড়লে চোখের ময়লা বের করার দোয়া সম্পর্কেও জেনে যাবেন। পাশাপাশি চোখের জ্যোতি বৃদ্ধির উপায়, চোখের সমস্যা দূর করার দোয়া, চোখের ছানি দূর করার দোয়া, চোখের দোয়া বাংলা, সহ সকল বিষয়গুলো সঠিকভাবে জেনে যাবেন।পেজ সূচীপত্র

চোখের এলার্জি দূর করার দোয়া

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর দোয়ায় আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে এই আর্টিকেলে হাজির হয়েছি সেটি হল চোখের এলার্জি দূর করার দোয়া। 

অনেকেরই চোখে এলার্জি হয়ে থাকে। তবে এই এলার্জি দূর করার জন্য বিভিন্ন চিকিৎসার সহযোগিতা নেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় চোখের এলার্জি ভালো হয় না। 

তবে চোখের এলার্জি খুব সহজেই দূর করার জন্য আল্লাহ তায়ালা কোরআন শরীফে যে দোয়াটি বর্ণনা করেছেন সেটি আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব।

বন্ধুরা চোখের এলার্জি দূর করার জন্য আপনাদের কিছু আমল মেনে চলতে হবে। তাহলে আপনার চোখের এলার্জি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমলটি হলঃ-

যে ব্যক্তির চোখে এলার্জির সমস্যা রয়েছে, সেই ব্যক্তিকে বাজার থেকে ভালো মানের সুরমা কিনে আনতে হবে। এরপর আল্লাহ তায়ালার যে ৯৯টি নাম রয়েছে তার মধ্যে একটি নাম রয়েছে ‘ইয়া মুকিতু’।

এই নামটি ৩১৩ বার পাঠ করে সুরমার ভিতরে ফু দিতে হবে। এরপর সুরমাটি প্রতিদিন চোখে ব্যবহার করতে হবে।

চোখে সুরমা ব্যবহার করার পাশাপাশি সকালে এবং বিকালে ৭ বার করে ‘ইয়া মুকিতু’ দোয়াটি পড়ে চোখে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার চোখের এলার্জি দূর হয়ে যাবে।

বন্ধুরা যদি আপনারা ওপরে উল্লেখিত দোয়াগুলো সঠিকভাবে পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনি আল্লাহ তাআলার রহমতে চোখের এলার্জি থেকে পরিত্রাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

আসুন এবার আপনাদের এই আর্টিকেলের মধ্যে জানিয়ে দেবো চোখের জ্যোতি বৃদ্ধির উপায়, চোখের সমস্যা দূর করার দোয়া, চোখের ছানি দূর করার দোয়া, চোখের ময়লা বের করার দোয়া ইত্যাদি।

চোখের ময়লা বের করার দোয়া

চোখের ময়লা বের করার দোয়া সম্পর্কে যাদের জানা নেই তারা আজকের এই আর্টিকেলের অংশটুকু থেকে জেনে নিতে পারেন। আমাদের প্রায় সময় যেকোনো জায়গায় চলাফেরা করার সময় চোখে বালুর না পড়ে বা কোন পোকামাকড় করে কিংবা এমন কিছু করছে যা বের হচ্ছে না। তাহলে আপনি যে কাজটি করবেন সেটি হলঃ-

প্রথমে বাম হাতের তালুতে সরিষার তেল নিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলি দ্বারা ঘোষে এই আয়াতটি পড়বেন।
  • আয়াতটি হলোঃ- “সুম্মুন বুকমুন উমইউন ফাহুম লা হিয়ার জিউন”
যদি আপনারা এই আয়াতটি পড়েন তাহলে চোখের ভেতরে ময়লা কিংবা বালু অথবা কোন বোকামাকড় থাকুক না কেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে বের হয়ে চলে আসবে। আশা করি চোখের এলার্জি দূর করার দোয়া সম্পর্কে জানার পাশাপাশি চোখের ময়লা বের করার দোয়া সম্পর্কেও আপনারা সঠিকভাবে জেনে গেছেন।

চোখের জ্যোতি বৃদ্ধির উপায়

যদি আপনারা চোখের জ্যোতি বৃদ্ধি করতে চান তাহলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ জাতীয় খাবার গ্রহণ করতে পারেন। কারণ ভিটামিন এ জাতীয় খাবারগুলো খাওয়ার ফলে চোখের বৃদ্ধি অনেকটাই বেড়ে যায়। 

ভিটামিন এ জাতীয় খাবার গুলোর মধ্যে রয়েছেঃ- কালো কচুর শাক, মিষ্টি পেঁপে, পুঁইশাক, কাঁঠাল, গাজর, মিষ্টি আলু, কলিজা, লাউ শাক, হেলেঞ্চা-শাক, ডিম, পাট শাক, ধনিয়া পাতা এবং মলাঢেলা ছোট্ট ছোট্ট মাছ জাতীয় খাবার। এই খাবারগুলো খেলে আপনার অবশ্যই চোখের জ্যোতি বৃদ্ধি পাবে।

এছাড়াও চোখের জ্যোতি বৃদ্ধির উপায় আরও অনেক রয়েছে। যেমনঃ-
  • চোখ সবসময় বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে চোখের কোন ধূলিকণা না পড়ে।
  • বেশি বেশি কোরআন শরীফ পাঠ করতে হবে। এতে করে আল্লাহর রহমতে আপনার দৃষ্টিশক্তি কোনদিনও কমবে না। বরং যত বেশি কোরআন শরীফ পাঠ করবেন তত বেশি চোখের জ্যোতি বৃদ্ধি পাবে।
  • আবার, কম্পিউটার/ ল্যাপটপ, মোবাইল ফোন ও টিভির ক্ষতিকর তেজক্রিয় রশ্মি থেকে যতটা সম্ভব চোখকে দূরে রাখুন।
  • এছাড়াও ধূমপান পরিহার করার চেষ্টা করুন। পাশাপাশি প্রক্রিয়াজাত ময়দা, সুগার, ট্রান্সফ্যাট এগুলো থেকে চোখকে হেফাজত রাখুন।
  • যদি চোখের অনেক বেশি সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
যদি আপনি আগের মত দৃষ্টিশক্তি ফিরে না পান সেক্ষেত্রে কিছু ব্যায়াম ও খাদ্যভ্যাস পরিবর্তন করলে অবশ্যই আপনার দৃষ্টি শক্তি আবার আগের মত বৃদ্ধি পাবে। চোখের বিভিন্ন ধরনের ব্যায়াম রয়েছে যদি আপনি সঠিক নিয়মে সঠিক সময়ে সেই ব্যায়ামগুলো করতে পারেন তাহলে খুবই কার্যকারী। 

চোখের ব্যায়ামগুলোর মধ্যে রয়েছে সাঁতার কাটা, এরাবিক ব্যায়াম, টেনিস খেলা ইত্যাদি। এই ব্যায়ামগুলো করলে আপনার চোখের জ্যোতি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। 

চোখের সমস্যা দূর করার দোয়া

চোখের সমস্যা দূর করার দোয়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি উম্মতদের শিখিয়ে গিয়েছেন আজকে আমি সেই দোয়া সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। 

চোখের সমস্যার জন্য যে দোয়াটি রয়েছে সেটি শুধু চোখের সমস্যা নাই এমনকি কান মুখের জবান মন ইত্যাদির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। দোয়াটি হলোঃ

বাংলা উচ্চারণঃ “আল্লাহুম্মা ইন্নি, আউজুবিকা মিন শাররি, সাময়ি ওয়া শাররি বাসারি, ওয়া শাররি লিসানি, ওয়া শাররি ক্বালবি- ওয়া শাররি মানয়্যি”।

বাংলা অর্থঃ হে আমার রব! আমি আপনার কাছে আমার চোখের সমস্যা, কানের সমস্যা, জবানের সমস্যা এবং মনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে মুক্তি দান করুন। পাশাপাশি আমার লজ্জাস্থানের অনির্দিষ্ট হতে আশ্রয় চাই। (আবু দাউদঃ হাদিস নাম্বার- ১৫৫১)

এই দোয়াটি আপনি নামাজের পর যখন অজু অবস্থায় থাকবেন তখন তিনবার পড়ে দুই হাত একত্র করে সেই হাতের মধ্যে ফু দিয়ে মোনাজাতের মত করে দুচোখে হাত বুলিয়ে দিবেন। ইনশাআল্লাহ, আল্লাহ তায়ালার আপনার চোখের, কানের ও জবানের সমস্যা দূর করে দিবেন।

চোখের ছানি দূর করার দোয়া

বর্তমান সময়ে চোখের ছানি পড়া প্রায় মানুষের দেখা যায়। বিভিন্ন চিকিৎসা করার পরেও সেই চোখের ছানি ভালো হয় না। তবে আল্লাহ তায়ালা চোখের ছানি দূর করার দোয়া সম্পর্কে কোরআনে বলেছেন।

যদি আপনি সঠিক আমল মেনে দোয়াটি পড়তে পারেন তাহলে অবশ্যই আপনার চোখের পানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হলোঃ-

আরবি উচ্চারণঃ فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيْد

বাংলা উচ্চারণঃ ফাকাশাফনা-আংকা-গিতআকা-ফাবাসরুকাল-ইয়াওমা-হাদিদ।

বাংলা অর্থঃ আমি-তোমার-চোখের-সামনে-থেকে-পর্দা-সরিয়ে দিয়েছে, অতএব তোমার-দৃষ্টিশক্তি হবে প্রখর। (সূরা কফ, আয়াত নাম্বারঃ ২২)

প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আপনাদের মধ্যে তাদের চোখের ছানি পড়ার সমস্যা রয়েছে তারা প্রত্যেক ফরজ নামাজের পর এই উপরে দেওয়া আয়াতটি ৩ বার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে নখে ফুঁ দিয়ে চোখে মুছে দিবেন। 

ইনশাআল্লাহ চোখের ছানি পড়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের আমল করার তৌফিক দান করুক। (আমিন)

চোখের দোয়া বাংলা

আপনারা যারা আরবীতে চোখের দোয়া পারেন না তারা চাইলে বাংলাতেও পড়ে নিতে পারেন। দোয়াটি হলঃ আল্লাহুম্মা ইন্নি- আউজুবিকা মিন- শাররি সাময়ি, ওয়া মিন- শাররি বাসারি, ওয়া মিন- সাররি লিসানি, ওয়া মিন- সাররি ক্বালবি, ওয়া মিন- সাররি মানিয়্যি। 

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আমার চোখের অপকারিতা, কানের অপকারিতা, জবানের অপকারিতা, অন্তরের অপকারিতা এবং বীর্জের অপকারিতা থেকে আশ্রয় চাই। (আবু দাউদ, হাদিস নাম্বার: ১৫৫১)

শেষ কথা | চোখের এলার্জি দূর করার দোয়া

সম্মানিত পাঠক আশা করি আপনারা এই আলোচনার মাধ্যমে চোখের এলার্জি দূর করার দোয়া সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। চোখের এলার্জি দূর করার জন্য আল্লাহ তা'আলা কোরআন শরীফে যে দোয়াটি দিয়েছেন সেটি আপনাদের সঠিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তাই আপনারা সকলেই চোখের এলার্জি দূর করার দোয়াটি জেনে তার উপর আমল চেষ্টা করবেন। তাহলে আল্লাহর রহমতে আপনার চোখের এলার্জি খুব সহজেই দূর হয়ে যাবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪