ওয়ালটন ফ্রিজের দাম ২০২৫ - (বর্তমান বাঁজার মূল্য)
সামনে ঈদ, আর এই সময় নতুন নতুন ওয়ালটন ফ্রিজ কেনার জন্য অনেকেই ভিড় জমে। তবে বর্তমানে ওয়ালটন ফ্রিজের দাম ২০২৫ সালে কেমন তা হয়তো অনেকেই জানেন না। যেহেতু জানেন না সেহেতু বর্তমানে ওয়ালটন ফ্রিজের বাজার মূল্য কত টাকা তা বিস্তারিত জানুন।
বিশেষ করে ওয়ালটন ফ্রিজের কোন মডেলের কোন ফ্রিজের দাম ঠিক কত টাকা পড়বে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে আসুন বিস্তারিত জেনে নিন। পেজ সূচীপত্র
ওয়ালটন ফ্রিজের দাম ২০২৫
ওয়ালটন ফ্রিজের দাম 2025 সালে কত টাকা হতে পারে তা সম্পূর্ণ নির্ভর করে সাধারণত মডেল এবং কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যর উপর। এছাড়াও ওয়ালটন ফ্রিজের সেফটির ওপরও নির্ভর করে।
তবে আপনি যেকোনো ওয়ালটন ফ্রিজ কিনতে যান না কেন, এখন বর্তমানে বাজার মূল্য সর্বনিম্ন ৩০ হাজার টাকা। এই টাকা দিয়ে আপনি একটি ভালো কোয়ালিটির ওয়ালটন ফ্রিজ কিনতে পারবেন।
তবে এই ধারাবাহিকতা বজায় রেখে কত সেফটি ফ্রিজের দাম ঠিক কত টাকা এবং ওয়ালটন ফ্রিজের কোন কোন ব্র্যান্ড সবচেয়ে ভালো তা সবকিছু বিস্তারিত আলোচনা করব। তাই তাড়াহুড়া না করে সম্পূর্ণ আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ুন।
ওয়ালটন মডেলের ছোট ফ্রিজের দাম ২০২৫
অনেকেই চিন্তা করে অল্প পুঁজি দিয়ে ভালো ওয়ালটন ব্র্যান্ডের ছোট ফ্রিজ পাওয়া যাবে কিনা? প্রিয় বন্ধুরা আপনারা সকলেই অল্প টাকায় অনেক সুন্দর সুন্দর ওয়ালটন ফ্রিজ রয়েছে।
যেগুলোর দাম অল্প টাকা হলেও আপনি ছোট্ট সংসারে খুব ভালোভাবে এই ফ্রিজগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন ওয়ালটন ব্র্যান্ডের কি কি মডেল রয়েছে এবং কত টাকা দাম বিস্তারিত জেনে নিন।
- WFS-TN3-C2SR-VB-এর বর্তমান মূল্য মূল্য ১৭ হাজার ৯৯০ টাকা।
- WFS-TN3-RBXX-XX-এর বর্তমান মূল্য ১৮ হজার টাকা।
- WFD-1B6-RXXX-XX-এর বর্তমান মূল্য ২৫ হাজার ৯৯০ টাকা।
- WFD-1B6-RDXX-XX-এর বর্তমান মূল্য ২৬ হাজার ৪৬০ টাকা।
- WFD-1B6-GDEL-XX-এর বর্তমান মূল্য ২৭ হাজার ৩০০ টাকা।
- WFD-1B6-GDEH-XX-এর বর্তমান মূল্য ২৭ হাজার ৮০০ টাকা।
- WFD-1B6-GDSH-XX-এর বর্তমান মূল্য ২৭ হাজার ৭৫০ টাকা।
৮ সেফটি ওয়ালটন ফ্রিজের দাম ২০২৫
৮ সেফটি ওয়ালটন ফ্রিজের নাম হলো- (WFD-1F3-GDEL-XX), এটি মূলত ওয়ালটন ব্র্যান্ডের ৮৬০ মডেলের একটি ফ্রিজ। এই ফ্রিজটির দাম হল ৩২ হাজার ৭৯০ টাকা। তবে এই কোয়ালিটির আরও বেশ কয়েকটি ওয়ালটন ফ্রিজ রয়েছে ৮ সেফটির, যার বর্তমান বাজার মূল্য মোটামুটি ২৫ হাজার টাকা থেকে শুরু হয়।
মূলত এই কোয়ালিটির ফ্রিজগুলোর সর্বোচ্চ দাম হয়ে থাকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত। তবে আপনাদের বুঝার ক্ষেত্রে নিচে তালিকা আকারে ৮ সেফটির ওয়ালটন ফ্রিজের দাম 2025 সালে কত টাকা তা দেওয়া হলোঃ
১০ সেফটি ওয়ালটন ফ্রিজের দাম ২০২৫
১০ সেফটির বিভিন্ন কোয়ালিটির ওয়ালটন ফ্রিজ হয়েছে। তবে সবগুলোর মধ্যে দাম কমবেশি রয়েছে। যদি আপনি WFB-2E0-GDSH-XX মডেলের ওয়ালটন ফ্রিজ কেনেন তাহলে এটির দাম পড়বে বর্তমানে বাজার মূল্যে ৪১ হাজার ৬৯০ টাকা।
এটি মূলত ওয়ালটন ব্র্যান্ডের। তবে আপনি চাইলে ১০ সেফটি আরো অনেক মডেলের ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ নিতে পারবেন। যেগুলোর দাম কিছুটা পার্থক্য রয়েছে। তবে পার্থক্য হওয়ার কারণ হলো ক্যাপিলারি, ক্যাপাসিটি, ডিফ্রোস্টিং ও গ্যাস সম্পর্কিত বিষয়গুলোর কারণে।
তবে আপনি চাইলে এই ১০ সেফটির আরো অনেক মডেল রয়েছে যার সর্বনিম্ন দাম ২৯ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে আপনাদের সুবিধার জন্য নিচে আমি দশ সেফটির কয়েকটি ওয়ালটন ফ্রিজের মডেল ও দাম সম্পর্কে আলোচনা করব। আসুন জেনে নিন।
মডেল ১ঃ WCF-1B5-GDEL-XX– Frost-Deep freeze
- দামঃ ২৭,২৯০ টাকা।
মডেল ২ঃ WCF-1D5-RRXX-XX- Frost-Deep freeze
- দামঃ ২৯,১৯০ টাকা।
মডেল ৩ঃ WFB-2E0-GDEH-XX
- দামঃ ৪১,৮৯০ টাকা।
মডেল ৪ঃ WFB-2E0-GDSH-XX
- দামঃ ৪১,৬৯০ টাকা।
মডেল ৫ঃ WFE-2H2-GDEN-XX (Inverter)
- দামঃ ৪৩,৬৯০ টাকা।
মডেল ৬ঃ WNM-2F1-GEHE-XX(Inverter)Type: Non-Frost
- দামঃ ৪৩,৯৯০ টাকা।
মডেল ৭ঃ WFE-2H2-GDEL-XX (Inverter)
- দামঃ ৪৪,৪৯০ টাকা।
মডেল ৮ঃ WFC-3X7-GDXX-XX
- দামঃ ৪৫,৬৯০ টাকা।
মডেল ৯ঃ WFC-3X7-GDEH-XX
- দামঃ ৪৬,৬৯০ টাকা।
১২ সেফটি ওয়ালটন ফ্রিজের দাম ২০২৫
আপনাদের মধ্যে যারা ১২ সেফটি ওয়ালটন ফ্রিজ কিনতে যাচ্ছেন তারা চাইলে বিভিন্ন মডেলের ওয়ালটন ফ্রিজ কিনতে পারবেন। তবে WFK-3D7-GDEL-XX এই মডেলের ওয়ালটন ফ্রিজ কিনতে গেলে বর্তমানে বাজার মূল্যে ৪৯ হাজার ৩৯০ টাকা দাম পড়বে।
তবে আপনি যদি ওয়ালটন ব্র্যান্ডের ৩১৬ প্লাস ক্যাপাসিটির ফ্রিজগুলো কিনতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই বাজেট একটু বেশি থাকতে হবে। অর্থাৎ মোটামুটি ৪৫ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকার মধ্যে থাকতে হবে।
তাহলে আপনি বেশ ভালো কোয়ালিটির ওয়ালটন ফ্রিজ পেয়ে যাবেন। তবে আপনাদের সুবিধার জন্য নিম্নে সঠিকভাবে ফ্রিজের মডেল এবং বর্তমানে দাম কত তা উল্লেখ করা হলোঃ-
১) মডেলঃ WCF-2T5-GDEL-XX-Frost-Deep freeze
- দামঃ ৩৫,৯৯০ টাকা।
২) মডেলঃ WCF-2T5-GDEL-GX-Frost-Deep freeze
- দামঃ ৩৬,৪৯০ টাকা।
৩) মডেলঃ WFE-2N5-GDEL-XX (Inverter)
- দামঃ ৪৫,৭৯০ টাকা।
৪) মডেলঃ WFE-3B0-GDEL-XX (Inverter)
- দামঃ ৪৮,৬৯০ টাকা
৫) মডেলঃ WFK-3D7-GDEL-XX
- দামঃ ৪৯,৩৯০ টাকা
৬) মডেলঃ WFC-3D8-GDXX-XX (Inverter)
- দামঃ ৪৯,৮৯০ টাকা
৭) মডেলঃ WFC-3F5-GDEH-XX (Inverter)
- দামঃ ৫২,৯৯০ টাকা
৮) মডেলঃ WFC-3D8-GDEH-DD (Inverter)
- দামঃ ৫২,৯৯০ টাকা
একটি বিষয় অবশ্যই মনে রাখবেন উপরে উল্লেখিত যে ওয়ালটন ফ্রিজের মডেল গুলো দেয়া হয়েছে সে সকল মডেলের ফ্রিজগুলো আপনি অনেক সময় ডিসকাউন্ট প্রাইজে খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন।
সাধারণত ১০ থেকে ২০% ছাড়ে এই সকল ওয়ালটন ফ্রিজ গুলো বিক্রয় করা হয়ে থাকে। তাই আপনারা অবশ্যই নিকটস্থ বাজারে ওয়ালটন শোরুমে গিয়ে অথবা অনলাইনে ওয়ালটন শোরুম থেকে বিশেষ ছাড়ে এই মডেলের ওয়ালটন ফ্রিজ গুলো কিনে নিতে পারেন।
১৪ সেফটি ওয়ালটন ফ্রিজের দাম ২০২৫
আপনাদের মধ্যে যারা ১৪ সেফটির ওয়ালটন ফ্রিজ কিনতে চান তাদের জন্য WFE-3A2-GDEL-XX এই মডেলের ওয়ালটন ফ্রিজ গুলো অনেক উন্নত। মূলত এই মডেলের ফ্রিজের দাম সর্বনিম্ন ৪৬ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ৬০ হাজার টাকা পর্যন্ত রয়েছে।
বিভিন্ন মডেলের বিভিন্ন ওয়ালটন ফ্রিজ ১৪ সেফটির রয়েছে। এই ফ্রিজগুলো আপনি অনেক সময় ডিসকাউন্ট প্রাইজে থেকেও কমে সংগ্রহ করতে পারবেন। তবে আসুন কোন কোন মডেলের ফ্রিজের দাম কত টাকা তা সঠিকভাবে জেনে নিন।
মডেল ১ঃ WFE-3A2-GDEL-XX
- দামঃ ৪৬ হাজার ৯০ টাকা।
মডেল ২ঃ WFK-3D7-GDEL-XX
- দামঃ ৪৯ হাজার ৩৯০ টাকা।
মডেল ৩ঃ WFE-3A2-GDEN-DD
- দামঃ ৪৯ হাজার ৯০ টাকা।
মডেল ৪ঃ WFC-3F5-GDEL-XX
- দামঃ ৫২ হাজার টাকা।
মডেল ৫ঃ WFC-3F5-GDEL-XX (Inverter)
- দামঃ ৫২ হাজার ৫০০ টাকা।
মডেল ৬ঃ WNH-3H6-HDXX-XX (Inverter)Non-Frost
- দামঃ ৬০ হাজার টাকা।
১৬ সেফটি ওয়ালটন ফ্রিজের দাম ২০২৫
সাধারণত যারা ১৬ সেফটির ওয়ালটন ফ্রিজ কেনার জন্য আগ্রহ করছেন তাদের ওয়ালটন ফ্রিজের কিছু বিষয় সম্পর্কে জানা উচিত। ওয়ালটন ব্র্যান্ডের যে সকল শুরু সেফটির ফ্রিজ রয়েছে সেগুলোর দাম ফ্রিজের ক্যাপাসিটি, রেফ্রিজারেটরের ধরন এবং ক্যাপিলারি সহ আরো বিভিন্ন বৈশিষ্ট্যর উপর সম্পূর্ণ নির্ভর করে।
তবে যদি ১৬ সেফটির ভালো কোয়ালিটি ওয়ালটন ফ্রিজ কিনতে চান সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন দাম পড়বে ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৯৫ হাজার টাকা।
তবে, এখানে কিছু ওয়ালটন ফ্রিজের মডেলের নাম এবং ফ্রিজের নাম দেওয়া হল আপনারা সকলেই জেনে নিন।
- যদি আপনারা WCF-1D5-GDEL-XX-Category: Frost এই মডেলের ১৬ সেফটির ওয়ালটন ফ্রিজ কিনতে চান তাহলে এটির দাম পড়বে ৩০ হাজার ৩৯০ টাকা।
- আবার, WCF-1D5-GDEL-LX-Category: Frost এই মডেলের ১৬ সেফটির ওয়ালটন ফ্রিজের দাম পড়বে ৩০ হাজার ৯০০ টাকা।
- একই কোয়ালিটির WCG-2E5-GDEL-XX-Category: Frost এই মডেলের ওয়ালটন ফ্রিজের দাম পড়বে ৪০ হাজার ৫০০ টাকা।
- আর, WFC-3F5-GDEL-XX (Inverter) এই মডেলের ১৬ সেফটির ওয়ালটন ফ্রিজের দাম পড়বে- ৫২ হাজার ৫০০ টাকা।
- WFC-3F5-GDEH-DD (Inverter) এই মডেলের ১৬ সেফটির ওয়ালটন ফ্রিজের দাম- ৫৬ হাজার টাকা।
- WNH-3H6-GDEL-XX (Inverter)-Non-Frost এই মডেলের ১৬ সেফটির ওয়ালটন ফ্রিজের দাম- ৬১ হাজার ৬৫০ টাকা।
- WNH-4C0-GDEL-XX (Inverter)Non-Frost এই মডেলের ১৬ সেফটির ওয়ালটন ফ্রিজের দাম- ৬২ হাজার ৯৯০ টাকা।
- WNI-5F3-GDEL-DD-Non-Frost এই মডেলের ১৬ সেফটির ওয়ালটন ফ্রিজের দাম- ৯৭ হাজার ৪৫০ টাকা।
- WNR-6E2-GSRE-CXNon-Frost এই মডেলের ১৬ সেফটির ওয়ালটন ফ্রিজের দাম- ১ লক্ষ ৩৫ হাজার ৯৫০ টাকা।
- WNI-6A9-GDSD-DD Type: Non-Frost এই মডেলের ১৬ সেফটির ওয়ালটন ফ্রিজের দাম- ১ লক্ষ ১৫ হাজার ৯৫০ টাকা।
তবে হ্যাঁ আপনারা সকলেই একটি কথা অবশ্যই মনে রাখবেন। ওয়ালটন ফ্রিজ গুলো অনেক সময় ডিসকাউন্ট প্রাইজে দেয়া হয়ে থাকে। বিশেষ করে যখন ঈদুল আযহা এবং ঈদুল ফিতর আসে ঠিক সে সময় ফ্রিজের ডিসকাউন্ট অনেকটা বেড়ে যায়।
এ সময় অনেকেই ওয়ালটন ফ্রিজ ২০ থেকে ২১% ছাড় দিয়ে বিক্রয় করে। তাই আপনারা অবশ্যই সুযোগ বুঝে এই ফ্রিজগুলো কেনার চেষ্টা করবেন।
ওয়ালটন ডিপ ফ্রিজ দাম কত?
অনেকেই ওয়ালটন ফ্রিজ কিনতে চান তবে ওয়ালটন ডিপ ফ্রিজের দাম কত তা সঠিকভাবে জানেন না। বিশেষ করে গৃহস্থালির জন্য উপযুক্ত ওয়ালটন ডিপ ফ্রিজ। তবে এটির দাম নিয়ে অনেকেই বিভিন্ন মতামত করছেন।
তাই আপনাদের সুবিধার্থে আজকে আমি ওয়ালটন ডিপ ফ্রিজ দাম কত টাকা তা জানিয়ে দেবো। যদি আপনারা ওয়ালটন ডিপ ফ্রিজ কিনতে চান তাহলে সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ থেকে ১ লক্ষ ৫০০০ টাকা পর্যন্ত রয়েছে।
তবে এই ফ্রিজগুলো আপনি বিভিন্ন অফারে কিনতে পারবেন। বিশেষ করে ঈদের সময় এই ফ্রিজ গুলোর দাম ২০ থেকে ৩০% ছাড় দেয়।
যাতে করে আমার/আপনার মত গ্রাহকেরা কম টাকাই ভালো মানের ওয়ালটন ডিপ ফ্রিজ কিনতে পারে। যাদের ওয়ালটন ডিপ ফ্রিজ কত টাকা এটি নিয়ে ত্রুটি ছিল আশা করি সঠিকভাবে তাঁরা জানতে পেরেছেন।
লেখকের শেষ কথাঃ ওয়ালটন ফ্রিজের দাম ২০২৫
সম্মানিত পাঠক বৃন্দ আপনার হয়তো অনেকেই বিস্তারিত আর্টিকেল পড়ে ওয়ালটন ফ্রিজের দাম ২০২৫ সালে বাংলাদেশে কেমন বৃদ্ধি হয়েছে এবং কম হয়েছে তা বিস্তারিত জানতে পেরেছেন। আশা করি এখন থেকে আপনারা যে কোন জায়গায় ফ্রিজ কিনতে গেলে ১০-১২-১৪ সেফটির ওয়ালটন ফ্রিজ খুব সহজেই কিনে নিতে পারবেন। কারণ সঠিক দামটা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পেরেছেন।
তাই আপনাদের মধ্যে যারা আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছেন তারা অবশ্যই অন্যদের মাঝে আর্টিকেলটি শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের কোন বিষয়টি জানার আগ্রহ টা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের বিষয়গুলো বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। (ধন্যবাদ)
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url