বাইক সিকিউরিটি এলার্ম লক দাম সম্পর্কে বিস্তারিত জানুন
বাইক সিকিউরিটি এলার্ম লক দাম, সম্পর্কে আপনাদের যাদের জানা নেই তারা আজকের এই
আর্টিকেল থেকে জেনে নিতে পারেন। এই আর্টিকেলে বাইক সিকিউরিটি লকের নাম এবং দাম
সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
যদি আপনারা সঠিক নাম এবং দাম না জানেন তাহলে চিন্তার কোন কারণ নেই। সম্পূর্ণ
আর্টিকেল মনোযোগ সহকারে করুন এবং বিস্তারিত তথ্য সঠিকভাবে জেনে নিন।পেজ সূচীপত্র
বাইক সিকিউরিটি এলার্ম লক দাম
প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল বাইক সিকিউরিটি এলার্ম
লক দাম কত বাংলাদেশে এই বিষয়গুলো নিয়ে--
বর্তমান সময়ে যেকোনো বাইক, সাইকেল, বাসা-বাড়ি ও দোকান নিরাপত্তা রাখার জন্য
অত্যন্ত কার্যকারী এলার্ম তালা। কারণ এই তালা গুলো ব্যবহার করলে আপনি নিশ্চিন্তে
থাকতে পারবেন। চুরি করার হাত থেকে রক্ষা পাবেন। তাই যে কোন কিছু হোক না কেন
সেটিকে অবশ্যই নিরাপত্তা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ মোটরসাইকেলের টায়ারের দাম কত ২০২৫
তাই নিজের সবকিছু অল্প কিছু টাকার জন্য চুরের কাছে বিলিয়ে না দিয়ে সামান্য টাকা
দিয়ে আপনার টেনশনকে ৯৯% দূর করতে পারেন। আসুন আজকে কিছু সিকিউরিটি এলার্ম লক দাম
বাংলাদেশে কত টাকা হতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানুন।
বাইকের তালার দাম
বাইকের তালার দাম বাংলাদেশে বিভিন্ন রকমের হতে পারে তার কারণ হলো এখানে বিভিন্ন
কোম্পানির তালা রয়েছে যেগুলোর দাম কম বেশি হতে পারে। তবে আজকে আমি আপনাদের
সুবিধার্থে কিছু বাইকের তালার দাম সম্পর্কে জানিয়ে দেব।
যাতে করে আপনারা সকলেই বাজারে গিয়ে কিংবা অনলাইনে সঠিক দামে বাইকের তালা কিনতে
পারেন। আসুন নিচের অংশটুকু থেকে বাইকের তারার দাম বাংলাদেশে কত টাকা হতে পারে তা
জেনে নিন।
- ফোর ডিজিট হেলমেট লক উইথ লক নাম্বার 0000 (রিসেট নাম্বার) -- ২৯০ টাকা
- Kovix ডিস্ক ব্রেক ফর মোটরসাইকেল (Innovative security system) - Black -- ৯৯৯ টাকা
- সিকিউরিটি অ্যালার্ম লক ফর বাইক/ ডোর সিকিউরিটি (বিগ সাইজ) -- ৫৮০ টাকা
- Big Size হাইড্রলিক ডিস্ক লক ফর বাইক, মোটরসাইকেল সিকিউরিটি -- ৮৯০ টাকা
- বাইক ক্যাপস লক -- ১২০০ টাকা
- বিগ সাইজ সিকিউরিটি অ্যালার্ম লক ফর বাইক এন্ড ডোর -- ৬০০ টাকা
- TOLSEN হেভি ডিউটি সাইকেল লক with 2 Iron Keys (12x800mm) 55170 -- ৩৮০ টাকা
- TOLSEN হেভি ডিউটি বাইসাইকেল লক with 2 Iron Keys (12x800mm) 55170 -- ৩৯০ টাকা
- Security Bicycle Alarm এন্টি থেফট প্যাডলক SIZE Big -- ৮৫০ টাকা
- L3 ফিঙ্গার প্রিন্ট প্যাডলক Smart Keyless Tools DIY Door Car Luggage Case Security Lock IP65 Waterproof -- ২২৫০ টাকা
- NE GOLD TOP সিকিউরিটি প্যাডলক -- ১৯৫ টাকা
- সিকিউরিটি এলার্ম লক With 6 Battery - Black -- ৭৫০ টাকা
- সিকিউরিটি এলার্ম লক -- ৪৯৫ টাকা
- বাইক এলার্ম লক -- ৪৯৫ টাকা
- বাইক এলার্ম লক -- ১৫০ টাকা
- 4S Fingerprint Lock পাওয়ার লক উইথ এলার্ম ফর বাইক -- ১৭০০ টাকা
- সিকিউরিটি এলার্ম লক -- ৫৯০ টাকা
- সাইরেন অ্যালার্ম লক (Large) -- ৮৫০ টাকা
- সাইরেন অ্যালার্ম লক (Small) -- ৭২০ টাকা
- সোলেক্স শক অ্যাবসর্বার লক কি মডেল 6019 -- ১,৫২০ টাকা
হাইড্রোলিক তালা দাম
হাইড্রোলিক হাইড্রোলিক তালা দাম, নির্ভর করে বিভিন্ন কোম্পানির ওপর। হাইড্রোলিক
তালার অনেক কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলোর তালা দাম কম বেশি হয়ে থাকে।
তবে, সচরাচর যে কয়েকটি হাইড্রোলিক তালা মোটরসাইকেলে ব্যবহার করা হয় সে সকল
হাইড্রনিক তালার নাম ও দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সকলে
মোটরসাইকেলের হাইড্রোলিক তালার নাম ও দাম সম্পর্কে সঠিকভাবে জেনে যাবেন।
১) বাইকের হাইড্রোলিক ডিস্ক লক সিলভার রঙ মাঝারি আকারের
দামঃ ৩৯০ টাকা/=
২) অক্সফোর্ড এলার্ম ডিক্স লক
দামঃ ৩০০০ টাকা/=
৩) কোভিক্স ডিস্ক লক
দামঃ ২৫০০ টাকা/=
৪) কোভিক্স স্টিল থান্ডার ডিল লক
দামঃ ২০০০ টাকা/=অ
৫) কোভিক্স কে ভি জেড১ ডিস্ক লক
দামঃ ১৭৫০ টাকা/=
৬) সোলেক্স বাইক ডিস্ক লক
দামঃ ১৬০০ টাকা /=
৭) এন্টি অ্যাসিড হ্যাভি ডিউটি বেস্ট ডিস্ক লক
দামঃ ১৪৫০ টাকা/=
৮) চিনলি হাইড্রোলিক লক
দামঃ ৪৫০ টাকা/=
৯) চেনলি হাইড্রোলিক লক ছোট আকৃতির
দামঃ ৩২০ টাকা/=
প্রিয় বন্ধুরা উল্লেখিত যে সকল তালা গুলোর নাম এবং দাম দেয়া হয়েছে সেগুলো
হাইড্রোলিক লক। এই মোটরসাইকেলের লকগুলো আপনারা নিকটস্থ যেকোনো বাজারে
মোটরসাইকেলের যেকোনো জিনিস বিক্রয় করা দোকানে পেয়ে যাবেন।
আশা করি আপনারা সকলেই এই দামগুলো জেনে নিশ্চিন্তে হাইড্রোলিক তালা কিনতে পারবেন।
বাইক সিকিউরিটি এলার্ম লক দাম সম্পর্কে জানার পাশাপাশি আপনারা বাইকের বিভিন্ন
তালার নাম এবং দাম সম্পর্কে জানতে পেরেছেন।
মোটরসাইকেলের তালা কি?
মোটরসাইকেলের তালা হল একটি নিরাপদ মূলক ডিভাইস যা একটি বাইক চুরির হাত থেকে
সুরক্ষিত রাখতে সাহায্য করে। এই মোটরসাইকেলের তালা মূলত খুবই মজবুত ধাতব পদার্থ
দিয়ে তৈরি যার কারণে বাইকের বিভিন্ন অংশে যেমন হাইড্রনিক ব্রেকে, চাকাতে যুক্ত
করা হয়।
এই তালাগুলো একটি বাইক ব্যবহারকারী ব্যক্তিদের অতিরিক্ত নিরাপত্তার আশ্বাস দেয়।
যার কারণে সকলেই যে কোন জায়গায় গেলে বিশেষ করে বাইক যখন পার্ক করা হয় ঠিক তখন
নিরাপত্তা দেওয়া হয়। এই মোটরসাইকেলের তালা গুলো চুরির হাত থেকে রক্ষা করতে
সাহায্য করে। পাশাপাশি মানসিক স্বস্তি প্রদান করে।
বাইক সিকিউরিটি লক
বাইক সিকিউরিটি লক ব্যবহার করার একটি প্রধান কারণ হলো বাইক সুরক্ষিত রাখা। বিশেষ
করে চোরের সংখ্যা এতটাই বৃদ্ধি যে সিকিউরিটি ছাড়া কখনোই কোন কিছু সুরক্ষিত বলে
ধারণা করা সম্ভব নয়।
তবে একটি বিষয় হয়তো অনেকেরই অজানা সেটি হলো, মোটরসাইকেলের যে সাধারণ তালা বা লক
রয়েছে সেগুলোতে মূলত কোন ধরনের এলার্ম থাকে না। একমাত্র সিকিউরিটি লকের মধ্যেই
এলার্ম থাকে।
যদি আপনার বাইকে সিকিউরিটি লক লাগানো থাকে তাহলে কোন ব্যক্তি যদি বাইকে হাত দেয়
তাহলে সাথে সাথেই উচ্চস্বরে এলার্ম বেজে উঠবে। আর তখনই চোর এলার্মের আওয়াজ শুনে
ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করবে।
শুধু তাই নয় বর্তমান সময়ে সিকিউরিটি লক এতটাই উন্নত যে তার মধ্যে একটি ডিভাইস
লাগানো থাকে যেটি অন্য কেউ বাইকে হাত দেওয়া মাত্রই উচ্চস্বরে অ্যালার্ম বেজে
উঠবে পাশাপাশি মোটরসাইকেলের মালিকের মোবাইলে সংকেত চলে যাবে। আর এর ফলে বাইক
চুরির হাত থেকে রক্ষা পাবে।
বর্তমানে মোটরসাইকেল রক্ষা করার ক্ষেত্রে বাজারে বিভিন্ন ধরনের জিপিএস (GPS) লক
বের হয়েছে যাতে করে চোরের হাত থেকে বাইকটি রক্ষা পাওয়া যায়। আপনারা চাইলে
নিশ্চিন্তে সেই সকল প্রয়োজনীয় বাইক সিকিউরিটি লক ব্যবহার করে যেকোনো
প্রয়োজনীয় কাজ নিশ্চিন্তে সেরে আসতে পারবেন।
শেষ কথাঃ বাইক সিকিউরিটি এলার্ম লক দাম
সর্বশেষে আপনাদের একটি কথাই বলব সেটি হল বাইক সবসময় নিরাপত্তা রাখতে অবশ্যই লক
ব্যবহার করবেন। কারণ চোরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার কারণে অনেকেরই এই
অসাবধানতার কারণে লাখ টাকার জিনিস চুরি হয়ে যাচ্ছে। তাই অবশ্যই বাইক সিকিউরিটি
এলার্ম লক ব্যবহার করবেন এবং আপনার বাইক সব সময় নিরাপত্তা রাখবেন। মূল্যবান
তথ্যগুলো আপনারা সকলেই পড়ার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা।
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url