মোটরসাইকেলের টায়ারের দাম কত ২০২৫

সম্মানিত পাঠ্যবৃন্দ আজকে আমি আপনাদের এই আর্টিকেলে মোটরসাইকেলের টায়ারের দাম কত ২০২৫, এ বিষয়টি সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাতে করে আপনারা সকলেই সঠিক টায়ারের দাম জানতে পারেন। তাই আর দেরি না করে আসুন আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
মোটরসাইকেলের টায়ারের দাম কত ২০২৫
যেহেতু মোটরসাইকেলের টায়ারের দাম কত ২০২৫, গাজী টায়ারের দাম ২০২৫, গাজী মোটরসাইকেল টায়ার দাম ২০২৫, টিউবলেস টায়ারের দাম ২০২৫, MRF টায়ারের দাম বাংলাদেশ 2025- এই বিষয়টি জানার জন্য আপনারা অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। সেহেতু আর্টিকেলটি না টেনে ধৈর্য সহকারে পড়ার অনুরোধ রইল। পেজ সূচিপত্র

মোটরসাইকেলের টায়ারের দাম কত ২০২৫

মোটরসাইকেলের টায়ারের দাম মূলত বর্তমানে বাংলাদেশের বাজারে শুরু হয়েছে ২ হাজার টাকা থেকে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত। তবে এই মোটরসাইকেলের টায়ারগুলো আলাদা আলাদা এবং বিভিন্ন কোম্পানির মডেল অনুযায়ী দাম হয়ে থাকে। 

বর্তমান বাজারে আপনি অনেকগুলো মডেলের এবং বিভিন্ন কোম্পানির মোটরসাইকেল এর টায়ার পাবেন সেগুলোর ভালো এবং খারাপ কোয়ালিটি রয়েছে। তবে যদি আপনি একটু ভালো মোটরসাইকেলের টায়ার কিনতে চান সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন টাকার বাজেট থাকতে হবে ৩ থেকে ৪ হাজার টাকা। 

আর এর চেয়েও যদি আপনি আরেকটু ভালো নিতে চান অর্থাৎ টিউবলেস টায়ার যদি নিতে চান সে ক্ষেত্রে আপনার বাজেট রাখতে হবে ৬ থেকে ৮ হাজার টাকা। তবে চিন্তা না করে আসুন বাংলাদেশে বেশ কয়েকটি মোটরসাইকেল টায়ার কোম্পানী রয়েছে যেগুলোর মূল্য প্রায়ই আলাদা আলাদা। 

তাই আপনাদের সুবিধার্থে সে সকল কোম্পানির টায়ারের আলাদা আলাদা দাম গুলো বিস্তারিত আলোচনা করব। যাতে করে আপনারা সকলেই নিশ্চিন্তে এবং খুব সহজেই এই আর্টিকেল থেকে বিস্তারিত জেনে মোটরসাইকেলের টায়ার ক্রয় করতে পারেন।

গাজী মোটরসাইকেল টায়ার দাম ২০২৫

যদি আপনারা কাজী মোটরসাইকেল টায়ার কিনতে চান সে ক্ষেত্রে এই টায়ারটির দাম সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত। ২০২১ সাল থেকে ২৩ সাল পর্যন্ত যেভাবে তুলনা ভিত্তিক মার্কেটের প্রত্যেকটি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। 

ঠিক একইভাবেই ২০২৪ থেকে শুরু করে ২০২৫ সালে এসেও প্রত্যেকটা মোটরসাইকেলের টায়ারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আগে ২ হাজার টাকায় মোটরসাইকেলের টায়ার পাওয়া যেত কিন্তু বর্তমানে ২০২৫ সালে এটির দাম বৃদ্ধি পেয়ে ৩০০০-৪০০০ টাকা হয়েছে। 

তাই যদি আপনি গাজী মোটরসাইকেল টায়ার কিনতে চান তাহলে অবশ্যই আপনার বাজেটের দিকে বিবেচনা করবেন এবং কোন মডেলের গাজী মোটরসাইকেলের টায়ার ক্রয় করবেন সেটি জেনে তারপর কিনবেন।

(Michelin) মিশেলিন মোটরসাইকেলের টায়ারের দাম কত ২০২৫

যদি আপনারা মিসলেন মোটরসাইকেলের টায়ার কিনতে চান সেক্ষেত্রে কিছু তালিকা আপনাদের সামনে দিব যেগুলো থেকে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন 2025 সালে মিশেলিন মোটরসাইকেলের টায়ারের দাম কত। তাই আসুন আর দেরি না করে তালিকার দিকে নজর দিন।

এক নজরে Michelin Tyre এর সমস্ত বিবরণ দেখে নিন 


Michelin টায়ারের নাম

Michelin টায়ারের মূল্য 

Michelin SIRAC STREET Radial Front Tyre T/T 2.75-18

২,৫৫০ টাকা

Michelin SIRAC STREET Radial Rear Tyre T/T 2.75-18

২,৬০০ টাকা

Michelin SIRAC STREET Radial Front Tyre T/T 2.75-17

২,৬৫০ টাকা

Michelin SIRAC STREET Radial Rear Tyre T/T 3.00-17

২,৮০০ টাকা

Michelin CITY PRO Radial Front Tyre T/L 2.75-17

২,৯০০ টাকা

Michelin SIRAC STREET Radial Rear Tyre T/T 3.00-18

৩,০০০ টাকা

Michelin CITY PRO Radial Front Tyre T/L 2.75-18

৩,০০০ টাকা

Michelin CITY PRO Radial Front Tyre T/L 80/100-18

৩,১০০ টাকা

Michelin PILOT SPORTY Radial Front Tyre T/L 90/90-17

৩,২০০ টাকা

Michelin CITY PRO Radial Rear Tyre T/L 3.00-17

৩,২০০ টাকা

Michelin CITY PRO Radial Rear Tyre T/L 2.75-18

৩,৩০০ টাকা

Michelin CITY PRO Radial Rear Tyre T/L 3.00-18

৩,৩০০ টাকা

Michelin PILOT SPORTY Radial Front Tyre T/L 100/80-17

৩,৭০০ টাকা

Michelin SIRAC STREET Radial Rear Tyre T/T 100/90-17

৩,৭৬০ টাকা

Michelin SIRAC STREET Radial Rear Tyre T/T 100/90-18

৩,৭৬০ টাকা

Michelin CITY PRO Radial Rear Tyre T/L 100/90-17

৪,০০০ টাকা

Michelin CITY PRO Radial Rear Tyre T/L 100/90-17

৪,১২০ টাকা

Michelin CITY PRO Radial Rear Tyre T/L 120/80-17

৪,৫৫০ টাকা

Michelin PILOT SPORTY Radial Rear Tyre T/L 140/70-17

৫,০৫০ টাকা

(Maxxis) ম্যাক্সিস মোটরসাইকেলের টায়ারের দাম কত ২০২৫

মোটরসাইকেল চালানো এবং নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো মোটরসাইকেল টায়ার। এই টায়ার মূলত যে কোন যানবাহনের পথের সাথে সংযোগ কেবলমাত্র টায়ার থাকে তা নয়, তার সাথে আরো অন্যান্য সংযোগ কিছু অংশ থাকে। 

তবে উন্নত মানের মোটরসাইকেল টায়ার ব্যবহার করলে জানমনের গতি ও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তাই অনেকেই ভরসা করে উন্নত মানের টায়ারগুলো কিনে থাকে। তবে এখন কথা হল ম্যাক্সিস মোটরসাইকেলের টায়ারের দাম কত? 

বাংলাদেশে অনেক কয়টি ব্যান্ড টায়ার রয়েছে যেগুলো সুনামধন্য। মূলত তারই মধ্যে একটি টায়ার হল ম্যাক্সিস (Maxxis Tyre Bangladesh) এই টায়ারটি মোটরসাইকেলে ব্যবহৃত হয়। 

বর্তমানে Total ৮টি Maxxis টায়ার রয়েছে যেগুলো বাংলাদেশের বাজারগুলোতে পাওয়া যায়। Maxxis টায়ারের মডেল, সাইজ এবং দাম নিম্নে উল্লেখ করা হলো।
  • Maxxis M6302 90/90-17 মুল্য ২,৫০০ টাকা
  • Maxxis M6302 90/90-18 মুল্য ২,৮৫০ টাকা
  • Maxxis M6017 100/90-17 মুল্য ৩,০০০ টাকা
  • Maxxis M6233 100/80-17 মুল্য ৩,৫০০ টাকা
  • Maxxis M6017 100/90-18 মুল্য ৩,৫০০ টাকা
  • Maxxis M6234 140/60-17 মুল্য ৪,৫০০ টাকা
  • Maxxis M6234 130/70-17 মুল্য ৪,৫০০ টাকা
  • Maxxis M6234 140/70-17 মুল্য ৪,৮০০ টাকা
উপরে উল্লেখিত যে সকল টায়ার গুলো দেওয়া হয়েছে এগুলো বাংলাদেশের যথেষ্ট সুনাম রয়েছে। যদি আপনারা মোটরসাইকেলের টায়ার পরিবর্তন করতে চান, তাহলে Maxxis Tyre গুলো খুব সহজলভ্যভাবে মানসম্পন্ন টায়ার ব্যবহার করতে পারেন।

টিউবলেস টায়ারের দাম ২০২৫

টিউবলেস টায়ার কেনার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। কারণ বর্তমান সময়ে টিউবলেস টায়ার অন্যান্য টায়ারের চেয়ে সবচেয়ে ভালো। শুধু তাই নয় এটি বর্তমান 2025 সালের বাজারে অনেক বেশি বিক্রি হচ্ছে। 

টিউবলেস টায়ারের দাম শুরু হয়েছে ২০০০ টাকা থেকে এবং প্রায় ৭ হাজার টাকা পর্যন্ত। তবে টিউবলেস টায়ারের মধ্যে সবচেয়ে ভালো কোম্পানি হলো এম আর এফ (MRF). যারা বর্তমানে বিভিন্ন মডেলের খুবই সুন্দর সুন্দর টিউবলেস টায়ার বিক্রি করছেন মোটরসাইকেলের জন্য। 

আপনারা চাইলে খুব সহজেই মোটরসাইকেলের টায়ারের অনলাইন ওয়েবসাইট থেকে কিনবা নিকটস্থ শহরে বা বাজারে গিয়ে টিউবলেস টায়ার কিনতে পারেন। বর্তমানে ২০২৫ সালে খুবই সুনাম অর্জন করেছে এই টিউবলেস টায়ার। 

তাই আপনাদের অনুরোধ করবো মোটরসাইকেলের জন্য টিউবলেস টায়ার কেনার জন্য। চলুন এবার জেনে নেওয়া যাক MRF টায়ারের দাম বাংলাদেশ 2025 সম্পর্কে।

MRF টায়ারের দাম বাংলাদেশ 2025

এখন আপনাদের জানিয়ে দেবো MRF টায়ারের দাম বাংলাদেশ এ কেমন কি সেই সম্পর্কে। আশা করি আপনারা সকলেই এই নামগুলো জেনে কেনার চেষ্টা করবেন। এতে করে আপনাদের অনেক সুবিধা হবে।
  • MRF Masseter FX 90/90-17 49P টায়ারের দাম- ৩,২৫০ টাকা
  • MRF Masseter FX 100/80-17 52P টায়ারের দাম-৩,৪৫০ টাকা
  • MRF Masseter FX 110/70-17 54H টায়ারের দাম-৩,৫৫০ টাকা
  • MRF Revz FC1 110/70-17 টায়ারের দাম- ৩,৬০০ টাকা
  • MRF Masseter X 100/90-17 55P টায়ারের দাম- ৩,৮০০ টাকা
  • MRF Masseter X 100/90-18 56P টায়ারের দাম- ৩,৮৫০ টাকা
  • MRF Masseter X 120/80-17 61P MCT টায়ারের দাম- ৪,৪০০ টাকা
  • MRF Revz S 130/70-17 62P টায়ারের দাম- ৪,৫০০ টাকা
  • MRF Revz M 140/60-17 63P টায়ারের দাম- ৪,৬০০ টাকা
  • MRF Revz Y 140/60-17 63P টায়ারের দাম- ৪,৯০০ টাকা
  • MRF Masseter X 140/70-17 66H MCT n টায়ারের দাম- ৫,০০০ টাকা
  • MRF Masseter 130/70-17 62P MSR-X টায়ারের দাম- ৫,১০০ টাকা
  • MRF Nylogrip Zapper-C 100/90-17 55P টায়ারের দাম- ১৩,৩০০ টাকা

লেখকের মন্তব্য

প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে মোটরসাইকেলের টায়ারের দাম কত ২০২৫, গাজী মোটরসাইকেল টায়ার দাম ২০২৫, টিউবলেস টায়ারের দাম ২০২৫, মিশেলিন মোটরসাইকেলের টায়ারের দাম কত ২০২৫, ম্যাক্সিস মোটরসাইকেলের টায়ারের দাম কত ২০২৫, MRF টায়ারের দাম বাংলাদেশ 2025, এ সকল বিষয়ে সঠিকভাবে জানতে পেরেছেন। আপনারা যারা এই আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছেন তারা অবশ্যই অন্যদের মাঝে আর্টিকেলটি শেয়ার করবেন। যাতে করে অন্যরাও এই সঠিক তথ্যগুলো জানতে পারে। আর হ্যাঁ নিয়মিত https://www.emamdigitalbd.com/ ওয়েবসাইটটি ভিজিট করবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪