30000 টাকার মধ্যে ভালো গেমিং ফোন- সেরা ১০টি
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই আর্টিকেলে শুরু করছি 30000 টাকার মধ্যে ভালো গেমিং ফোন নিয়ে বিস্তারিত। তাই আপনারা যারা Free Fire, PUBG Mobile, Call of Duty Mobile- এর মতো গেমগুলো খেলতে চান, তারা অবশ্যই এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
বর্তমান সময়ে গেমিং ফোন নিয়ে অনেকেই বিভিন্ন মতামত প্রকাশ করছেন। ঠিক সে কারণেই যারা গেমিং ফোন কিনতে চান তাদের সুবিধার্থে আজকে আমি দশটি গেমিং ফোন সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনার জন্য হতে পারে দুর্দান্ত ফোন। পেজ সূচিপত্র
30000 টাকার মধ্যে ভালো গেমিং ফোন- সেরা ১০টি
আপনারা যারা 30000 টাকার মধ্যে ভালো গেমিং ফোন খুঁজছেন তাদের ক্ষেত্রে আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু গেমিং ফোন সম্পর্কে বিস্তারিত শেয়ার করব। কারণ অনেকেই সঠিক গেমিং ফোন কোনগুলো তা না জানার কারণে গেমিং ফোন কিনতে পারেনা। তাই সবার আগে গেমিং ফোন সম্পর্কে জানুন এরপর কিনুন।
এই আর্টিকেলে যে সকল গেমিং ফোনগুলো দেয়া হবে এগুলো অবশ্যই আপনার জন্য দুর্দান্ত ফোন হবে। কারণ আমার কর্তব্য আপনাদের যেন ভালো তথ্য দিতে পারি এখানে আমার কোন লাভ নেই। কেউ মনে করবেন না আমি কোন মোবাইলের লিংক শেয়ার করছি।
আমার এক্সপেরিয়েন্স থেকে কোন ফোন গুলো গেমিং ফোন এবং কোন ফোন গুলো নিলে আপনি ভালো গেম প্লে করতে পারবেন সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই আর্টিকেল।
আশা করি আপনারা সকলে সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ দিয়ে পড়লে 30000 টাকার মধ্যে ভালো গেমিং ফোন- সেরা ১০টি সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। চলুন তাহলে জেনে নিন।
- Poco F4 GT
- Realme GT Neo 3
- Redmi Note 11T Pro
- Samsung Galaxy A34 5G
- Samsung Galaxy A32
- Vivo T1 Pro 5G
- Oppo Reno8 T
- Xiaomi Redmi Note 11S
- Infinix GT 10 Pro
- Infinix Note 30 Pro
Poco F4 GT
Poco F4 ফোনটির প্রসেসর হলো Snapdragon 870, গেমিং এর জন্য আপনারা চাইলে এই ফোনটি ক্রয় করতে পারেন। এই ফোনটির পারফরম্যান্স দুর্দান্ত। Poco F4 ফোনটির RAM= 6 এবং ROM= 128GB.
যদি আপনি এই ফোনটির ডিসপ্লের দিকে একটু নজর দেন তাহলে এটির ডিসপ্লে 6.67-inch AMOLED, 120Hz refresh rate, এবং ব্যাটারি 4500mAh.
গেম খেলার জন্য অনেক চার্জের ব্যাপার। আর দ্রুত চার্জ করতে পারলে গেম আরও বেশি খেলা যায়। এটি মূলত যারা গেম খেলে তাদের কথা। তাই তাদের ক্ষেত্রে এই ফোনটি খুবই সুবিধা জনক। কারণ এই ফোনের 67W fast charging.
Poco F4 ফোনটির ক্যামেরা 64 MP main camera, 8MP ultrawide camera, 2MP macro camera, ক্যামেরার দিকে লক্ষ্য করলেও দেখা যাচ্ছে এই ফোনটি দুর্দান্ত। বাজারে এই ফোনটি অফিশিয়াল (Official) ভাবে লঞ্চ করে নাই। এই ফোনটি মূলত আন-অফিসিয়াল (Unofficial).
Unofficial Poco F4 ফোনটির দাম আগে ছিল ২৯ হাজার টাকা কিন্তু বর্তমানে এই ফোনটির দাম একটু কমে হয়েছে ২৮ হাজার 100 টাকা। 30000 টাকার মধ্যে ভালো গেমিং ফোন-এর মধ্যে এটিও দুর্দান্ত ফোন।
Realme GT Neo 3
গেমিং ফোন গুলোর মধ্যে Realme GT Neo 3 ফোনটিও দুর্দান্ত। বর্তমানে এই ফোনটি অনেকেই ব্যবহার করে ভালো রিভিউ দিচ্ছে। কারণ এই ফোনটির প্রসেসর, র্যাম/রম, ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা সবকিছুই ভালো।
Realme GT Neo 3 ফোনটির প্রসেসর- মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ (MediaTek Dimensity 8100) এবং RAM= 8GB, ROM= 128GB.
যদি আপনি এই ফোনটির ক্যামেরার দিকে খেয়াল করেন তাহলে 50MP প্রধান ক্যামেরা, 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা, 2MP ম্যাক্রো ক্যামেরা। (50MP main camera, 8MP ultrawide camera, 2MP macro camera)
আর এই ফোনের ডিসপ্লে হলো 6.7-ইঞ্চি AMOLED, 120Hz রিফ্রেশ রেট, এবং ব্যাটারি 5000mAh, 80W fast charging.
এই ফোনটি মূলত Unofficial. আগে এই ফোনটির দাম ছিল ২৭ হাজার ৯৯০ টাকা।কিন্তু বর্তমানে Realme GT Neo 3 ফোনের দাম বেড়ে ৩০ হাজার টাকা হয়েছে। আপনারা চাইলে Unofficial ভাবে গেমিং এর জন্য এই ফোনটি ক্রয় করতে পারেন খুবই ভালো একটি ফোন।
Redmi Note 11T Pro
Redmi Note 11T Pro এই ফোনটির কথা না বললেই নয়। বর্তমানে অন্যান্য ফোনের চেয়ে এই গেমিং ফোনটি খুবই দুর্দান্ত কাজ করছে। অনেকেই এই ফোনটি ব্যবহার করে ভালো রিভিউ দিচ্ছে।
এই ফোনটি যারা ব্যবহার করছে একমাত্র তারাই বলতে পারবে এই ফোনটির পারফরম্যান্স কতটা দুর্দান্ত। বর্তমানে বাজারে এই ফোনটির দাম ২৪ হাজার ৯৯০ টাকা।
- Redmi Note 11T Pro ফোনটির প্রসেসর হলো MediaTek Dimensity 8100 এবং RAM= 8, ROM= 256 GB.
- এই ফোনের ডিসপ্লে হল 6.6-inch AMOLED, 144Hz refresh rate এবং ব্যাটারি 5080mAh.
- আর এই ফোন ব্যবহার করলে আপনি খুব দ্রুত চার্জ করতে পারবেন। কারণ 67W fast charging.
- Redmi Note 11T Pro ফোনের main camera 64MP, 8MP ultrawide camera, 2MP macro camera
Samsung Galaxy A34 5G
এবার আসুন Samsung Galaxy A34 5G ফোনটি নিয়ে বিস্তারিত জানা যাক। মূলত এই ফোনটি আপনি বাংলাদেশ (Official) এবং (Unofficial) দুটোই পেয়ে যাবেন। এই ফোনটি রিভিউ খুবই ভালো বর্তমানে বাংলাদেশের মার্কেটপ্লেসে এই ফোনটির অফিসিয়াল দাম হল ৳.56,699. আর Samsung Galaxy A34 5G (Unofficial) এর দাম ৳.29,200.
- Samsung Galaxy A34 5G ফোনটির প্রসেসর হল MediaTek Helio G99.
- RAM হল 8GB এবং ROM= 256GB.
- Samsung Galaxy A34 5G ফোনটির ডিসপ্লে হলো 6.67”1080 x 2400p.
- ব্যাটারি Li-Po 5000 mAh.
- আর সবচেয়ে মজার বিষয় হলো Samsung Galaxy A34 5G ফোনটির Main Camera 108+2+2 MP camera এবং Main Camera 108+2+2 MP camera
Samsung Galaxy A32
Samsung Galaxy A32 ফোনটি আপনি বাংলাদেশের অফিসিয়াল ভাবে খুব কম বাজেটে ভালো একটি স্মার্টফোন পেয়ে যাচ্ছেন। এই ফোনটির 6GB+128GB এর দাম হল ৳.26,999 এবং 8GB+128GB এর দাম হল ৳.27,999.
- Samsung Galaxy A32 ফোনটির প্রসেসর হল: Mediatek MT6769V/CU Helio G80.
- CPU: Octa-core (2x2.0 GHz Cortex-A75 & 6x1.8 GHz Cortex-A55).
- Display: 6.4 inches (16.26 cm)
- Resolution: 1080x2400 px (FHD+)
- Camera: 64 MP f/1.8, Wide Angle (80° field-of-view), Primary Camera, 8 MP f/2.2, Ultra-Wide Angle Camera, 5 MP f/2.4, Macro Camera, 5 MP f/2.4, Depth Camera
- Image Resolution: 9000 x 7000 Pixels
- Selfie Camera: 20 MP f/2.2, Wide Angle, Primary Camera
- Battery: 5000mAh, 15W wired Quick Charging
Vivo T1 Pro 5G
এই ফোনটি গেমিংয়ের জন্য খুবই ভালো একটি স্মার্টফোন। বর্তমান সময়ে অনেকেই এই ফোনটি ব্যবহার করে ভালো রিভিউ দিচ্ছে। যদি আপনারা এই স্মার্টফোন গেম খেলার জন্য কিনে থাকেন তাহলে অবশ্যই এর কিছু ফিচার আপনার জানা উচিত। সেগুলো হলোঃ-
- প্রসেসর: Qualcomm SM7325 Snapdragon 778G 5G (6 nm)
- CPU: Octa-core (4x2.4 GHz Kryo 670 & 4x1.8 GHz Kryo 670)
- RAM: 6/8GB RAM Snapdragon 778G 5G
- ডিসপ্লে: 6.44-inch AMOLED, 90Hz refresh rate
- ব্যাটারি: Non-removable Li-Po 4700mAh, Fast charging 66W, 1-50% in 18 min (advertised)
- ক্যামেরা: 64MP main camera, 8MP ultrawide camera, 2MP macro camera
- বর্তমানে Vivo T1 Pro 5G এই ফোনটির দাম ৩০ হাজার টাকা।
Oppo Reno8 T
গেমিং এর জন্য Oppo Reno8 T ফোনটিও অনেক জনপ্রিয়। অনেকেই এই ফোনটি ব্যবহার করছেন কেউ গেমিং এর জন্য কেউ আবার এমনিতেই ব্যবহার করার জন্য। তবে বেশিরভাগ গেম খেলার জন্য এই ফোনটি অনেকেই কিনে থাকেন।
তবে যারা নতুন রয়েছে এবং এই Oppo Reno8 T ফোনটি কিনতে চাই তারা অনেকেই জানেনা এই ফোনটির ফিচার সম্পর্কে। তাই আসুন এই ফোনটির বিস্তারিত details সঠিকভাবে জেনে নিন।
- বাংলাদেশে এই ফোনটি অফিসিয়াল নেই। তবে Unofficial রয়েছে। এই ফোনটির বর্তমান দাম 35,800.
- Oppo Reno8 T ফোনটির প্রসেসর হলো MediaTek Helio G99.
- RAM/ROM: 8GB/128GB
- Oppo Reno8 T ফোনটির Main Camera 100+2+2 MP, Front Camera 32 MP
- ডিসপ্লে: Size 6.7 inches, 108.0 cm2 (~89.6% screen-to-body ratio), Resolution 1080 x 2412 pixels, 20:9 ratio (~394 ppi density), Features 120Hz, 500 nits (typ), 800 nits (HBM), 950 nits (peak)
- ব্যাটারি: Non-removable Li-Po 4800 mAh, Charging 67W wired, PD, 100% in 44 min (advertised)
30000 টাকার মধ্যে ভালো গেমিং ফোন এরমধ্যে এটিও একটি সেরা ফোন। যদি আপনারা এই ফোনটি ব্যবহার করেন তাহলে নিশ্চিন্তে গেম খেলতে পারবেন কোনরকম সমস্যা হবে না।
Xiaomi Redmi Note 11S
30000 টাকার মধ্যে ভালো গেমিং ফোন গুলোর মধ্যে Xiaomi Redmi Note 11S স্মার্টফোনটি দুর্দান্ত। এই ফোনটি ব্যবহার করে পাবজি, ফ্রী ফায়ার, কল অফ ডিউটি ইত্যাদি গেম খেলতে পারবেন।
- ফোনটির প্রসেসর হলঃ MediaTek Helio G96.
- RAM/ROM: 6GB/128GB এবং 8/128
- CPU: Octa core (2.05 GHz, Dual core, Cortex A76 + 2 GHz, Hexa Core, Cortex A55)
- ক্যামেরা: Main Camera 108+8+2+2MP, Front Camera 16MP
- Display: 6.43''1080x2400p.
- Battery: Li-Poly (Lithium Polymer) 5000mAh, Fast, 33W: 100 % in 58 minutes.
- Xiaomi Redmi Note 11S ফোনটির দামঃ- ৳.27,999 (Official), ৳.21,500 (Unofficial)
Infinix GT 10 Pro
Infinix GT 10 Pro গেমিং ফোনটি বাংলাদেশে এখনো Official ভাবে আসেনি, এই ফোনটি বর্তমানে Un-Official ভাবে বাংলাদেশে লঞ্চ করেছে। যার বাজার মূল্য 30,000 টাকা।
- এই ফোনটির প্রসেসর হল: MediaTek Dimensity 8050 MT6893
- CPU: Octa core (3 GHz, Single core, Cortex A78 + 2.6 GHz, Tri core, Cortex A78 + 2 GHz, Quad core, Cortex A55)
- RAM/ROM: 8GB/256GB
- ডিসপ্লে: 6.67 inches (16.94 cm),
- Resolution: 1080x2460 px (FHD+)
- ব্যাটারি:Li-Poly (Lithium Polymer) 5000 mAh, 45W wired, PD3 Non-removable
- ক্যামেরা: Main Camera 108+2+2 MP camera,Front Camera 32 MP
Infinix Note 30 Pro
25000-30000 টাকার মধ্যে ভালো গেমিং ফোন কিনতে চাইলে এই ফোনটি আপনাদের জন্য হতে পারে দুর্দান্ত একটি গেমিং ফোন। প্রায় কম বেশি অনেকেই এই ফোনটি ব্যবহার করে বুঝতে পারছেন এই ফোনটি গেমিং এর জন্য কতটা দুর্দান্ত।
- আপনি এই ফোনের প্রসেসর পেয়ে যাচ্ছেন MediaTek Helio G99
- CPU: Octa core (2.2 GHz, Dual core, Cortex A76 + 2 GHz, Hexa Core, Cortex A55)
- RAM/ROM: 8GB/256GB
- ডিসপ্লে: Screen Size-6.78 inches (17.22 cm) Resolution-1080x2460 px (FHD+)
- ব্যাটারি: Li-Poly (Lithium Polymer) 5000 mAh, Fast Charging, 68W: 80 % in 30 minutes Non-removable
- ক্যামেরা: Main Camera 108+2+2 MP camera,Front Camera 32 MP.
- Infinix Note 30 Pro ফোনটির দামঃ- ৳.23,700 (Official)
প্রিয় বন্ধুরা উপরে উল্লেখিত যে দশটি ফোন সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলো 30000 টাকার মধ্যে ভালো গেমিং ফোন। এই ফোনের মধ্যে আপনার যেকোনো একটি স্মার্টফোন বেছে নিয়ে বাজারে গিয়ে গেম খেলার জন্য কিনে নিতে পারেন। আশা করি এই ফোনগুলো আপনার গেম খেলার জন্য দুর্দান্ত কাজ করবে।
লেখকের মন্তব্য
সম্মানিত পাঠক আপনারা যারা এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েছেন তারা আশা করি 30000 টাকার মধ্যে ভালো গেমিং ফোন- সেরা ১০টি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনারা যারা এই আর্টিকেলটি পড়ে সঠিক গেমিং ফোন সম্পর্কে জানতে পেরেছেন তারা অবশ্যই অন্যদের এই আর্টিকেলটি শেয়ার করার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
কারণ অনেকেই গেমিং ফোন কিনতে পারেনা যার কারণে সঠিক গেমিং ফোন কোন গুলো তা আশা করি জানতে পারবে। আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url