দাঁতের মাড়ি ফোলা কমানোর ঔষধ | দাঁতের মাড়িতে ঘা এর ঔষধ

দাঁতের মাড়ি ফোলা খুবই ভয়াবহ একটি সমস্যা। দাঁতের মাড়ি ফোলার কারণে প্রচন্ড যন্ত্রণা সহ্য করে থাকতে হয়। তবে এই যন্ত্রণা এড়াতে দাঁতের মাড়ি ফোলা কমানোর ঔষধ কি কি রয়েছে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সুবিধার্থেই আজকের এই আর্টিকেলের অংশটুকুতে দাঁতের মাড়ি ফোলা দূর করার জন্য কোন ওষুধ অনেক বেশি কার্যকারী সেটি নিয়ে আলোচনা করেছি। তাই আর দেরি না করে আসুন আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।
দাঁতের মাড়ি ফোলা কমানোর ঔষধ সম্পর্কে জেনে নিন
যদি আপনারা সম্পূর্ণ আর্টিকেল একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। তাহলে আশা করি আপনারা কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের মাড়ি ব্যথা কমানোর ঔষধের নাম, দাঁতের মাড়ি ফোলা কমানোর ঘরোয়া উপায়, দাঁতের মাড়ি থেকে রক্ত বন্ধ করার ঔষধ, দাঁতের মাড়ি ফোলা ও ব্যথা কমানোর হোমিওপ্যাথি ওষুধ, দাঁতের মাড়িতে ঘা এর ঔষধ এ সকল বিষয়ে সঠিকভাবে জেনে যাবেন। তাই আসুন আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ুন।

দাঁতের মাড়ি ফোলা কমানোর ঔষধ

বেশিরভাগ ক্ষেত্রেই দাঁতের মাড়ি বিভিন্ন কারণে আঘাত পেয়ে ফোলা ফোলা হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি ব্রাশ করার সঠিক নিয়ম না জানার কারণে ব্রাশ ব্যবহারের ফলে বাড়িতে আঘাত পায়। আর এর ফলে দাঁতের মাড়ি ফোলা হয়। এছাড়াও অনেকের শরীরের বিভিন্ন কারণে দাঁতের মাড়ি ফোলা হয় বা কোন কিছুর প্রচুর পরিমাণে আঘাত পেলে দাঁতের মাড়ি ফুলে যায়। তবে এই ফোলা ভাব উপশম করতে- 
  • অ্যাসিটামিনোফেন (টাইলেনল) এবং আইবুপ্রোফেন (অ্যাডভিল) - Acetaminophen (Tylenol) and ibuprofen (Advil),
  • ইন্টাফেনাক ৫০ মি.গ্রা. ট্যাবলেট (Inta Fenac 50 mg Tablet)
এই ওষুধগুলো সেবন করা উত্তম। কারণ এই ওষুধগুলো সেবন করার ফলে নারীর ঘা দ্বারা সৃষ্ট দাঁত এবং মৌখিক যে অস্বস্তিকর রয়েছে সেটি খুব সহজেই দূর করতে সাহায্য করে এই ওষুধগুলো। যদি কোন ব্যক্তি ভালো ফলাফল পেতে চাই, তাহলে এই ওষুধগুলো সেবন করার পাশাপাশি ঘরোয়া প্রতিকার ভাবে লবণ এবং পানি একসঙ্গে গার্গল করার মাধ্যমে দাঁতের মাড়ি ফোলা দূর করতে পারেন। 
মনে রাখবেন দাঁতের মাড়ি ফুলে যাওয়া একটি গুরুতর সমস্যা। এটি সম্পূর্ণভাবে নিরাময় করতে চাইলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায়

অনেকেই জানতে চাই কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায়, বন্ধুরা দাঁতের মাড়ি ফুলে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। অনেকের শরীরে বিভিন্ন সমস্যার কারণে দাঁতের মাড়ি ফুলে যায়, আবার অনেকের ভিটামিন ডি এর অভাবে দাঁতের মাড়ি ফুলে যায়। যদি কোন ব্যক্তির শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে তাহলে সেই ব্যক্তির শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গে সমস্যা দেখা দেবে। 

বিশেষ করে দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁত শিরশির করা, চামড়া পরিবর্তন হওয়া সহ অনেক বড় বড় উপসর্গ দেখা দেবে। ঠিক এই কারণেই প্রত্যেকটা বছরে অন্তত একবার করে হলেও ভিটামিন ডি টেস্ট করা একজন ব্যক্তির উচিত বলে মনে করেন অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞরা।

একজন ব্যক্তির শরীরে ভিটামিন ডি এর অভাব দেখা দিলে অনেক ধরনের সমস্যা দেখা দেয় বিশেষ করে অনেক নারীরা মা হতে অসুবিধা হয় এবং স্বাভাবিকভাবে যে জীবন যাপন করতে হয় সেখানেও অসুবিধায় পড়তে হয়। শুধু তাই নয় হাঁটতে চলতে যে কোন জায়গায় বেশি সমস্যার মধ্যে পড়তে হয় পাশাপাশি চুল পড়া লোক ভেঙ্গে যাওয়া সহ আরো বিভিন্ন ধরনের রোগ শরীরে বাসা দেয়। 
অনেক ক্ষেত্রেই ডাক্তারেরা ভিটামিন ডি নাকি ক্যাভিটি অসুবিধা হয় দেখা যায় এর কারণেই অনেক বড় ধরনের সমস্যা হয়। তাই অবশ্যই সঠিক চিকিৎসা নিন এবং ভিটামিন ডি এর অভাব দূর করুন পাশাপাশি দাঁতের মাড়ি সুস্থ রাখুন।

দাঁতের মাড়ি ব্যথা কমানোর ঔষধের নাম

প্রিয় বন্ধুরা, পূর্বে আমরা আলোচনা করেছি দাঁতের মাড়ি ফোলা কমানোর ঔষধ এবং কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায় এই সম্পর্কে। এখন আপনাদের জানিয়ে দেবো দাঁতের মাড়ি ব্যথা কমানোর ঔষধের নাম কি এ সম্পর্কে। 

বর্তমান সময়ে ছোট বাচ্চাদের দাঁতের মাড়ি ব্যথা অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে। কারণ এখন তারা প্রচুর পরিমাণে আইসক্রিম এবং বিভিন্ন চকলেট খাওয়ার ফলে দাঁতে পোকা দিচ্ছে আর সে কারণে বাচ্চাদের দাঁতের মাড়ি ব্যথা অনেক বেশি দেখা যাচ্ছে। তবে যখন বৃদ্ধ বয়স হয়ে যায় ঠিক তখনও এই দাঁতের ব্যথা অনেক বৃদ্ধ বয়সে মানুষেরা অনুভব করে। 

তবে ছোট বড় যার দাঁতের মাড়ি ব্যথা হোক না কেন তারা অনেকেই চাই দাঁতের মাড়ি ব্যথা কমানোর ঔষধের নাম জানতে। তাই তাদের কথা চিন্তা করে আজকের এই অংশটুকুতে কার্যকারী কয়েকটি ওষুধের নাম দেবো যেগুলো খাওয়ার ফলে তীব্র দাঁতের ব্যথা খুব সহজেই দূর হয়ে যাবে। চলুন তাহলে আর দেরি না করে ওষুধের নাম জেনে নিন।
  • ফ্লুব্লাস্ট ট্যাবলেট (Floplast Tablet)
  • ইটোরিকক্সিব ৬০ মিলিগ্রাম (Etoricoxib 60 mg)
  • ইটোরিকক্সিব ৯০ মিলিগ্রাম (Etoricoxib 90 mg)
  • ইটোরিকক্সিব ১২০ মিলিগ্রাম (Etoricoxib 120 mg)
  • টরী ১২০ মি.গ্রা. ট্যাবলেট (Tory 120 mg Tablet)
  • ফেবিটর ৯০ মি.গ্রা. ট্যাবলেট (Fabetor 90 mg Tablet)
  • দাঁতের মাড়ি ফোলা কমানোর ঘরোয়া উপায়
যাদের দাঁতের মাড়ি ফুলে যায় তাদের ক্ষেত্রে কিছু ঘরোয়া রয়েছে যে উপায়গুলো অবলম্বন করলে আশা করা যায় খুব সহজেই দাঁতের মাড়ি ফোলা কমানো সম্ভব।যেহেতু দাঁতের মাড়ি ফুলে যাওয়া ব্যথা দূর করতে চান সেহেতু আপনাকে অবশ্যই কোন কারণবশত এটি যাতে না ঘটে সেজন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে।
পদক্ষেপঃ- ১ সবার প্রথমে আপনাকে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে খাওয়ার পর ব্রাশ করতে হবে। ( বাধ্যতামূলক) কারন এতে করে আপনার দাঁতের স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং মাড়ির ফোলা ভাব প্রতিরোধ করতে অনেকটা সাহায্য করবে।

পদক্ষেপঃ- ২ ভিটামিন সি ভিটামিন বি ফলিক এসিড ক্যালসিয়াম শহর যত রকমের স্বাস্থ্যকর সুষম খাদ্য রয়েছে সেগুলো প্রতিনিয়ত গ্রহণ করতে হবে। কারণ আপনি খাদ্য তালিকায় যত বেশি স্বাস্থ্যকর শাকসবজি এবং ফল রাখতে পারবেন ঠিক তত বেশি আপনার দাঁত শক্তিশালী ও স্বাস্থ্যকর হবে। আর এতে করে মারি ফোলা দূর হবে।

পদক্ষেপঃ- ৩ প্রচুর পরিমাণে পানি পান করুন। বিশেষ করে কোন কিছু খাওয়ার পরে প্রচুর পরিমাণে পানি পান করুন। কারণ এটি শুধুমাত্র আপনার মুখের খাবারের অবশিষ্ট এবং ব্যক্তিরা গুলো বের করতে সাহায্য না করে এবং মুখে প্লেক গঠনে ঝুঁকি কমিয়ে দিতে সাহায্য করে।

পদক্ষেপঃ- ৪ যখন আপনার দাঁতের মাড়ি ফোলা ভাব থাকবে তখন আপনি কোন মানসিক চাপ না করে প্রতিনিয়ত ভালোভাবে ঘুমাতে হবে। কারণ মানুষের ঘুম দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা আপনার ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করে তোলে যার ফলে শরীরে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে বাধা দেয় আর এতে করে মাড়ি ফোলা ভাব দূর হয়।

পদক্ষেপঃ- ৫ যদি আপনি দাঁতের মাড়ি ফোলা ভাব কোন ভাবেই কমাতে না পারেন সেক্ষেত্রে দ্রুত চিকিৎসার সাহায্য নিন। আর যদি আপনার উপরে উল্লেখিত পদক্ষেপ গুলো অনুসরণ করে কাজ হয় তাহলে নিয়মিত দাঁতের চেকআপ করুন। এতে করে আপনার দাঁত সুস্থ থাকবে এবং মারিফোলার সমস্যা কিংবা খুব বেশি ব্যথা সকল কিছু ডাক্তার খুব সহজেই দূর করে দেবে।

দাঁতের মাড়ি থেকে রক্ত বন্ধ করার ঔষধ

দাঁতের মাড়ি থেকে রক্ত বন্ধ করার জন্য অ্যান্টি ব্যাকটেরিয়াল ব্যবহার করে মুখ ধুয়ে ফেলা এবং এন্টিবায়োটিক জেল অথবা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে সাধারণত দাঁতের মাড়ির রক্ত বন্ধ করা যাই। তবে এই ওষুধগুলো ছাড়াও আপনি খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে দাঁতের মাড়ি থেকে রক্ত বন্ধ করতে পারবেন। 
কিন্তু এখন প্রশ্ন আসতে পারে কিভাবে? তাই আসুন আর দেরি না করে জেনে নিন কিভাবে আপনারা দাঁতের মাড়ি থেকে রক্ত বন্ধ করবেন।
  • সবার প্রথমে আপনাকে নরম টুথপেস্ট ব্যবহার করতে হবে এবং আলতো করে ব্রাশ করতে হবে। তবে টুথপেস্ট অবশ্যই ব্র্যান্ডের হতে হবে।
  • এরপর প্রতিদিন ফ্লস করতে হবে। পাশাপাশি উষ্ণ লবণ এবং পানি ব্যবহার করে মুখ খুলি কুচি করে ধুয়ে নিতে হবে।
  • যদি পারেন তাহলে একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল মাউথ ওয়াশ ব্যবহার করবেন।
এছাড়াও যদি ভিটামিন সি এবং ভিটামিন কে যোগ করতে পারেন তাহলে অবশ্যই আপনার মারি অনেক শক্তিশালী এবং সতেজ থাকতে অনেক বেশি সাহায্য করবে। আর এই ভিটামিন গুলো মূলত পাওয়া যায় সাইট্রাস ফল, শাক, ব্রকলি, সয়াবিন এবং টমেটোতে। 

তবে একটি কথা না বললেই নয় যদি আপনার দাঁতের মাড়ি ব্যথা এড়াতে চান তাহলে চিনে যুক্ত খাবার, ধূমপান, এগুলো এড়িয়ে চলবেন।

দাঁতের মাড়ি ফোলা ও ব্যথা কমানোর হোমিওপ্যাথি ওষুধ

দাঁতের মাড়ি ফোলা ও ব্যথা কমানোর হোমিওপ্যাথি ওষুধ কি তা যদি না জানেন তাহলে চিন্তার কোন কারণ নেই। এই আলোচনার মাধ্যমেই আপনারা সকলে খুব সহজেই জেনে যাবেন। দাঁতের মাড়ি ফোলা ও ব্যথা কমানোর জন্য যে হোমিওপ্যাথি ওষুধ রয়েছে সেটি হল ডলিওসিস D12. এই ওষুধটা দাঁতের মাড়ির ফোলা ও বেদনাদায়ক মাড়ির একটি দরকারি হোমিওপ্যাথিক ঔষধ। এই Doliosis D12 এর উপকারিতা হলঃ-
  • দাঁতের মাড়ি ব্যথা এবং খাবার চিবানোর সময় যে ব্যথা, সেটি থেকে দূরে থাকতে সাহায্য করে।
  • এছাড়াও দাঁতের মাড়ি এবং মুখ প্রচুর পরিমাণে বেদনাদায়ক ও সহজেই রক্তপাত থেকে রক্ষা করে।
  • মুখের হাড়ের যে ব্যথা রয়েছে সেটি মুখের কোনের আলসারের জন্য অত্যন্ত উপকারী এই হোমিওপ্যাথি ওষুধ।
  • এছাড়াও মাড়ির পাশে যে দাঁত রয়েছে সেটির ক্ষয় এবং অত্যন্ত সংবেদনশীল এবং মাড়ির প্রত্যাহার করতে সাহায্য করে।
  • বিশেষ করে মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া দাঁত তোলা এবং অবিরাম রক্ত পড়া এবং দাঁতে ব্যাথা সহ সকল কিছু দূর করতে সাহায্য করে Doliosis D12.
এই ওষুধটি খাওয়ার নিয়মঃ- যখন আপনি খাবার খাবেন ঠিক তার আধা ঘন্টা বা ৩০ মিনিট আগে দিনে ২ থেকে ৩ বার সেবন করবেন। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১ থেকে ২ ফোঁটা সেবন করতে পারেন।

দাঁতের মাড়িতে ঘা এর ঔষধ

দাঁতের মাড়িতে ঘা হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে তবে অনেকের অসচেতনতার কারণে দাঁতের মাড়িতে গা হয়। নিয়মিত ব্রাশ না করার কারণে দাঁতের মাড়িতে ঘা হয় এছাড়াও বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমিত হওয়ার কারণে দাঁতের মাড়িতে ঘা হয়। তবে এই ঘা দূর করার জন্য যে কার্যকারী ওষুধ রয়েছে আজকে আমি সেই সকল ওষুধগুলোর নাম নিয়েই হাজির হয়েছি। 
বন্ধুরা আপনারা হয়তো দাঁতের মাড়ি ফোলা কমানোর ঔষধ এবং কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায় এ বিষয়গুলো উপরে উল্লেখিত আলোচনায় জানতে পেরেছেন। তাহলে চলুন এখন আমরা জেনে নিই দাঁতের মাড়িতে ঘা এর ঔষধ- এর নাম।
  • অ্যামোক্সিসিলিন (Amoxicillin)
  • ক্লোরহেক্সিডাইন (Chlorhexidine)
  • পেরিওচিপ (PerioChip)
  • ডক্সিসাইক্লিন (Doxycycline)
  • পেরিওগার্ড (PerioGard)
  • মেট্রোনিডাজল (Metronidazole)
  • পেরিডেক্স (Peridex)

শেষ কথাঃ দাঁতের মাড়ি ফোলা কমানোর ঔষধ

প্রিয় পাঠক বৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ আলোচনার মাধ্যমে দাঁতের মাড়ি ফোলা কমানোর ঔষধ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনারা যারা উপরে উল্লেখিত আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছেন তারা অবশ্যই অন্যদের মাঝে আর্টিকেলটি শেয়ার করে তাদের কেউ আপনার মত উপকৃত করার চেষ্টা করবেন। পাশাপাশি এই আর্টিকেলে আপনার মতামত কমেন্ট করার মাধ্যমে জানিয়ে যাবেন। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪