ফটো এডিট করার ভালো এপ্স কোনটি? জেনে নিন

ফটো এডিট করার ভালো এপ্স কোনটি? এই সম্পর্কে আপনি কি জানতে চান? যদি আপনার এই বিষয়টি সম্পর্কে না জানা থাকে তাহলে আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন। কারণ এই আর্টিকেলে আপনাদের সুবিধার্থে ফটো এডিট করার জন্য কোন অ্যাপগুলো সবচেয়ে ভালো সেই অ্যাপ গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার দেরি না করে আসুন আর্টিকেলটির মনোযোগ দিয়ে পড়ুন।
ফটো এডিট করার ভালো এপ্স কোনটি জেনে নিন
এছাড়াও আপনারা জানতে পারবেন ফটো এডিট করা সেরা ৯টি অ্যাপস সম্পর্কেও। তাই আসুন কিভাবে আপনারা সুন্দর করে স্টাইলিশ ফটো এডিট করবেন তা বিস্তারিত এই আর্টিকেল থেকে জেনে নিন।

ফটো এডিট করার ভালো এপ্স কোনটি

বর্তমান সময়ে স্মার্টফোন আসার পরে ছবি তোলা এবং ফেসবুকে শেয়ার করা খুবই সহজে গেছে। এখন আর কেউ ছবি তুলে সরাসরি ফেসবুকে ছাড়ে না। ছবি তোলার পরে প্রত্যেকটা ছবি এডিট করে তারপর সোশ্যাল মিডিয়াতে ছাড়ে। অনেকেই চাই তার ছবি সুন্দর হোক। কিন্তু কীভাবে ছবি সুন্দর করবে তা অনেকেই জানেন না। 

সাধারণত স্মার্টফোনেই অনেকে ফটো এডিট করে ফেসবুক কিংবা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোতে আপলোড করেন। কিন্তু আপনি কি জানেন আপনার ছবি ভালোভাবে এডিট করার জন্য গুগল প্লে স্টোরে সেরা ৯টি অ্যাপস রয়েছে। এই অ্যাপগুলো ব্যবহার করে আপনি আপনার ছবিগুলো আপনার পছন্দ অনুযায়ী এডিট করতে পারবেন। 

যদি আপনি এই সেরা ৯টি এপ্স সম্পর্কে না জানেন তাহলে আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন। কারণ আজকের এই আর্টিকেলে ফটো এডিট করা সেরা ৯টি অ্যাপস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা ফটো এডিট করার ভালো এপ্স কোনটি খুঁজে বেড়াচ্ছেন তারা আসুন ফটো এডিট করা সেরা ৯টি অ্যাপস সম্পর্কে জেনে নিন।

ফটো এডিট করা সেরা ৯টি অ্যাপস

  • Snapseed
  • Picsart AI Photo Editor, Video
  • Photo Editor - Polish
  • Lightroom Photo & Video Editor Adobe
  • নেচার ফটো এডিটর
  • Photo Lab Picture Editor & Art
  • Remini - AI Photo Enhancer
  • Lumii - ছবি এডিটর, প্রিসেট
  • LightX Photo Editor

Snapseed

বর্তমান সময়ে ছবি এডিট করার জন্য খুবই জনপ্রিয় একটি অ্যাপ হলো Snapseed। এই অ্যাপটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ইচ্ছামত ছবি এডিট করে ফেসবুকে কিংবা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোতে ছাড়তে পারবেন। 

বর্তমানে গুগল প্লে স্টোরে এই অ্যাপটি আপনি পেয়ে যাবেন। এই Snapseed অ্যাপটির রেটিং স্টার হলো ৪.৩ এবং ডাউনলোড ১০ কোটি+. বর্তমানের সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকরী অ্যাপ হলো Snapseed. এই অ্যাপটি ডাউনলোড করে আপনার যে কোন ছবি খুব সুন্দর করে এডিট করতে পারবেন। 

তাই আপনারা যারা ছবি এডিট করা অ্যাপ খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য হতে পারে এই অ্যাপটি দারুণ কার্যকারী। ফটো এডিট করার ভালো এপ্স কোনটি যারা খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য এই অ্যাপটি হতে পারে দারুণ কার্যকারী।

Picsart AI Photo Editor, Video

বিশ্বজুড়ে এখন Picsart AI Photo Editor, Video একটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ। এই অ্যাপটি ব্যবহার করে আপনি নিজের ফটো এডিট করতে পারবেন এছাড়াও চাইলে বিভিন্ন ভিডিও এডিট করতে পারবেন। এই অ্যাপটি ব্যবহার করে আপনি দুই ধরনের কাজ করতে পারবেন। 

আপনি চাইলে যেকোনো ধরনের স্টিকার ডিজাইন, দুটো ব্যাকগ্রাউন্ড এবং জনপ্রিয় এডিট এই অ্যাপটির মাধ্যমে করতে পারবেন। Picsart AI Photo Editor, Video একটি আপনার পছন্দের অল ইন ওয়ান এডিটর একটি অ্যাপ। এই একটি সাহায্যে যারা ভিডিও এডিট বা ছবি এডিট করছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন এই অ্যাপটি কতটা কার্যকরী। 

আপনার যত ধরনের প্রয়োজনীয় এডিট দরকার হবে এই অ্যাপটির মাধ্যমে করতে পারবেন। যদি আপনারা এই অ্যাপটি ডাউনলোড করতে চান তাহলে সরাসরি গুগল প্লে স্টোরে (Picsart AI Photo Editor, Video) সার্চ দিলেই এক নাম্বার কিংবা দুই নাম্বারে একটি শো করবে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিবেন। 

এই অ্যাপটির রেটিং স্টার হলো ৪.৩ এবং ডাউনলোড ১০০ কোটি+. তাহলে বুঝতেই পারছেন এই অ্যাপটি কতটা কার্যকারী হতে পারে। ফটো এডিট করার ভালো এপ্স কোনটি যারা জানতে চেয়েছিলেন, তাদের জন্য এই অ্যাপটি হতে পারে অনেক কার্যকারী।

Photo Editor - Polish

আপনারা যারা সুন্দর করে ছবি এডিট করতে চান কিন্তু পারেন না তাদের জন্য Photo Editor - Polish এই অ্যাপটি হতে পারে দারুন কার্যকারী। যদি আপনারা এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন এই অ্যাপটির কার্যকারিতা। 

বর্তমানে গুগল প্লে স্টোরে Photo Editor - Polish অ্যাপটির রেডিং স্টার ৪.৫ এবং ডাউনলোড ১০ কোটি+. একটি সাহায্যে আপনারা খুব সহজেই মুখের যেকোনো দাগ ইডিট এর মাধ্যমে দূর করতে পারবেন এবং মুখটা অনেক সুন্দর করতে পারবেন। 

শুধু তাই নয় পিছনের ব্যাকগ্রাউন্ড সহ আরো বিভিন্ন ধরনের এডিট কাজ এই অ্যাপটির দ্বারা সম্ভব। তাই আর দেরি না করে এই অ্যাপটি ডাউনলোড করে ছবি এডিট করা শুরু করুন।

Lightroom Photo & Video Editor Adobe

ফটো এডিট করা অন্যান্য অ্যাপ গুলোর মতো Lightroom Photo & Video Editor Adobe অ্যাপটিও অনেক জনপ্রিয়। একটি ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোনো ছবি খুব দ্রুত এডিট করতে পারবেন। শুধু তাই নয় অনেক অ্যাপ গুলোতে প্রফেশনাল ভাবে এডিট করা যায় না। 

কিন্তু আপনি চাইলে এই Lightroom Photo & Video Editor Adobe একটি ব্যবহার করে প্রফেশনাল ভাবে ফটো এডিট করতে পারবেন। শুধু যে ফটো এডিট করা যায় তা নয় আপনি চাইলে প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করতে পারবেন। 

বিভিন্ন ফিল্টার এ আই সহায়তা সরঞ্জাম এবং আরো উন্নত বৈশিষ্ট্য গুলো এই অ্যাপটির মধ্যে রয়েছে তাই আপনি খুব সহজেই এই অ্যাপটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে বিভিন্ন স্টাইল তৈরি করতে পারবেন এবং ভালোভাবে ছবিগুলো এডিট করতে পারবেন। 

Lightroom Photo & Video Editor Adobe অ্যাপটি ব্যবহার করে ফটো এডিট এবং ভিডিও এডিট দুটোই করা সম্ভব। এই অ্যাপটি সরাসরি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। বর্তমানে Lightroom Photo & Video Editor Adobe অ্যাপটির রেটিং স্টার ৪.৪ এবং অ্যাপটি ডাউনলোড করা হয়েছে ১০ কোটি+. 

তাই আপনি যদি এই একটি ব্যবহার করে ছবি বা ভিডিও এডিট করতে চান, তাহলে খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে Lightroom Photo & Video Editor Adobe ডাউনলোড করে ছবি বা ভিডিও এডিট করা শুরু করে দিন।

নেচার ফটো এডিটর

অনেকেই ছবির পেছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটি চেঞ্জ করার জন্য বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে থাকে। কিন্তু সেই সকল অ্যাপগুলোতে তেমনভাবে পেছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা সম্ভব হয় না। যদিও সম্ভব হয় তাহলে প্রফেশনাল ভাবে সৌন্দর্য হয় না। 

কিন্তু আপনি যদি ‘নেচার ফটো এডিটর’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনি খুব সহজেই পিছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটি প্রফেশনাল ভাবে চেঞ্জ করতে পারবেন। এই অ্যাপটি শুধুমাত্র আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অনেক বেশি কার্যকারী। 

এই অ্যাপটির মধ্যে এমন কিছু ইফেক্ট রয়েছে যে আপনার ক্যামেরার ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই পরিবর্তন করতে পারবে। এতে করে আপনি খুব সহজেই যে কোন প্রকৃতির ব্যাকগ্রাউন্ড ছবিতে বসাতে পারবেন। শুধু তাই নয় এই অ্যাপটি ব্যবহার করে আকর্ষণীয় স্টিকার বা ফটো ফ্রেম সহ আরো যাবতীয় কাজ করতে পারবেন। 

যদি আপনারা এই অ্যাপটি ব্যবহার করতে চান তাহলে সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে ‘নেচার ফটো এডিটর’ লিখে সার্চ করুন তাহলেই ১/২ নাম্বারে চলে আসবে। সেখান থেকে ডাউনলোড করে আপনার পছন্দ অনুযায়ী প্রকৃতির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন। বর্তমানে গুগল প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং স্টার ৩.৮ এবং ডাউনলোড করা হয়েছে প্রায় ৫০ লাখ+.

Photo Lab Picture Editor & Art

আপনারা যারা ফটো এডিট করতে চান তারা চাইলে Photo Lab Picture Editor & Art একটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপটি ব্যবহার করার ফলে আপনি খুব সহজেই যে কোন ফটো দ্রুত নিজের পছন্দ অনুযায়ী এডিট করতে পারবেন। ফটো ল্যাব অ্যাপটি খুবই স্টাইলিশ এবং মজাদার ফটো ইফেক্টর যা ব্যবহার করে অনেকেই ফটো এডিট করতে পারবেন। 

এখন পর্যন্ত ফটো লেপ পিকচার এডিটর এন্ড আর্ট অ্যাপে ৯০০ টিরও বেশি ইফেক্ট, চমৎকার ফেস ফটো মন্টেজ, ফটো ফ্রেম, অ্যানিমেটেড ইফেক্ট এবং ফটো ফিল্টার আপনার উপভোগ করার জন্য এখানে রয়েছে। তাই আপনারা চাইলে এই অ্যাপটি ব্যবহার করে নিজের ইচ্ছামত বিভিন্ন ফটো এডিট করতে পারেন। 

এই অ্যাপটি আপনারা সরাসরি গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। এই অ্যাপটির রেটিং স্টার ৩.৯ এবং ডাউনলোড করা হয়েছে প্রায় ১০ কোটি+. তাহলে বুঝতেই পারছেন এই অ্যাপটি আপনার জন্য কতটা কার্যকরী হতে পারে।

Remini - AI Photo Enhancer

ফটো এডিট করার জন্য যতগুলো অ্যাপ সম্পর্কে আলোচনা করা হয়েছে তার মধ্যে অন্যতম অ্যাপ হলো Remini - AI Photo Enhancer. এই অ্যাপটি দ্বারা আপনারা যেকোন ঝাপসা, পিক্সেলেটেড, ক্ষতিগ্রস্ত অথবা পুরানো ছবিগুলো খুব সহজেই একটি ক্লিক করার মাধ্যমে হাই ডেফিনেশন ফটোতে পরিণত করতে পারবেন। এই একটি প্রিমিয়াম রয়েছে আবার ফ্রি ভার্সন রয়েছে।
  • যদি আপনারা ফ্রি ভার্সন ব্যবহার করেন তাহলে অ্যাপটি সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
  • এরপর অ্যাপটি ওপেন করে যদি কোন অ্যালাও পেয়ে থাকে তাহলে অবশ্যই এলাও করে দিন। তারপর আপনার সামনে একটি এড আসবে সেটি ক্রস করুন। এরপর আপনার পছন্দ মত একটি ফটোতে ক্লিক করুন।
  • ক্লিক করা হয়ে গেলে আপনার সামনে Enhance Watch on Ad লেখা আসবে সেখানে ক্লিক করুন। তারপর ১৫ সেকেন্ড কিংবা ৩০ সেকেন্ডের জন্য একটি এড আসবে সেটি দেখুন। ব্যাস দেখা হয়ে গেলে আপনার সামনে এডিট করার অপশন চলে আসবে, সেখানে শুধু হালকা করে ডান থেকে বামে নিয়ে গেলেই আপনার এডিট করা শেষ।
  • তবে হ্যাঁ Remini - AI Photo Enhancer অ্যাপটি থেকে এডিট করতে চাইলে আপনার মোবাইল ফোনে ডাটা থাকতে হবে। অর্থাৎ MB সাহায্যে আপনি এই অ্যাপটি থেকে যে কোন ফটো এডিট করতে পারবেন। 
  • তবে আমার জানামতে একসাথে তিনটির বেশি ফটো এডিট করতে পারবেন না। পরবর্তী ১ ঘন্টা পরে আবার ৩টি করে ফটো এডিট করতে পারবেন। ফটো এডিট করার ভালো এপ্স কোনটি সেটি যদি খুঁজে থাকেন, তাহলে আমার জন্য মতে Remini - AI Photo Enhancer অ্যাপটি ফটো এডিট করা সেরা ৯টি অ্যাপস এর মধ্যে অনেক বেশি জনপ্রিয়।

Lumii - ছবি এডিটর, প্রিসেট

আপনারা যারা ফটো এডিট করার কথা চিন্তা করছেন তাদের জন্য Lumii - ছবি এডিটর, প্রিসেট অ্যাপটি হতে পারে খুবই জনপ্রিয়। কারণ এই অ্যাপটি গুগল প্লে স্টোরে ৪.৪ রেটিং স্টার রয়েছে এবং ডাউনলোড করা হয়েছে ৫ কোটি+ তাহলে আপনি বুঝতেই পারছেন এই অ্যাপটি ব্যবহার করা ফলে আপনি কি সুন্দর সুন্দর ফটো এডিট করতে পারবেন। 

শুধু তাই নয় স্টাইলিশ ফিল্টার, ১০০% প্রভাব, HSL রং বাছাইকারি, টেমপ্লেট, সৃজনশীল পটভূমি, ডাবল এক্সপোজার, পাঠ্য এবং স্টিকার, সীমানা ও ফ্রেম, ফিল্টার কাস্টমার করা, প্রো স্তরের বক্ররেখা, সহ আরো বিভিন্ন স্টাইলিশ করা যায় Lumii - ছবি এডিটর, প্রিসেট এই অ্যাপটি ব্যবহার করে। 

আশা করি যে কোন ফটো এডিট করার জন্য আপনাদের এই অ্যাপটি অনেক বেশি পছন্দ হবে। আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।

LightX Photo Editor

অন্যান্য ফটো এডিট করা অ্যাপ গুলোর মধ্যে LightX Photo Editor অ্যাপটিও খুবই জনপ্রিয় একটি অ্যাপ। একটি ব্যবহার করে আপনি খুব সহজেই যে কোন ফটো মুহূর্তের মধ্যেই প্রফেশনাল স্টাইলিশ করে নিতে পারবেন। এই অ্যাপটির মধ্যে এমন প্রফেশনাল কালার এবং ফটো কোয়ালিটি রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই একটি ফটো চমৎকার ভাবে এডিট করতে পারবেন। 

এই অ্যাপটি আপনারা খুব সহজেই গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এটির রেটিং স্টার হল 4.1 এবং ডাউনলোড করা হয়েছে ৫০ লাখ+, আমার জানামতে এই অ্যাপটি আপনার জন্য দারুন কার্যকারী হতে চলেছে। তাই আর দেরি না করে এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সরাসরি আপনার যে কোন ফটো সুন্দরভাবে স্টাইলিশ করুন।

লেখকের মন্তব্যঃ ফটো এডিট করার ভালো এপ্স কোনটি?

সম্মানিত পাঠক আশা করি আপনারা সকলে সম্পূর্ণ আর্টিকেল পড়ে ফটো এডিট করার ভালো এপ্স কোনটি এবং ফটো এডিট করা সেরা ৯টি অ্যাপস সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছেন। আপনাদের মধ্যে যারা এই আর্টিকেলটি করে উপকৃত হয়েছেন, তারা অবশ্যই অন্যদের মাঝে আর্টিকেলটি শেয়ার করবেন। এতে করে আপনার মত তারাও এই বিষয়গুলো সঠিকভাবে জেনে যাবেন। এছাড়াও এই আর্টিকেলটি পড়ে যদি কারো মতামত জানো না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে যাবেন। ( ধন্যবাদ)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪