লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা - সাদা লজ্জাবতী গাছের উপকারিতা
লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা সম্পর্কে অনেকেরই অজানা। কিন্তু এই গাছটির
শিকড়ের যে স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে তা জানলে আপনারা হয়তো অনেকেই লজ্জাবতী
গাছের শিকড় খাওয়ার চেষ্টা করবেন। তাই আসুন কি কি উপকারিতা রয়েছে জেনে নিন।
সাদা লজ্জাবতী গাছের উপকারিতাও অনেক রয়েছে যদি আপনারা সঠিকভাবে এই আর্টিকেলের
অংশটুকু একদম মনোযোগ দিয়ে পড়তে পারেন তাহলে সাদা লজ্জাবতী গাছের কি কি
স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে তা সম্পূর্ণ সঠিকভাবে জেনে যাবেন। তাই আসুন আর দেরি
না করে জেনে নিন।
লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা
লজ্জাবতী গাছ অনেকে চিনেন আবার অনেকেই চেনেন না। কিন্তু যদি আপনারা এই লজ্জাবতী
গাছের শিকড়ের উপকারিতা সম্পর্কে জানেন তাহলে চমকে যাবেন। এই আর্টিকেলের
অংশটুকুতে থাকছে লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা সম্পর্কে বিস্তারিত।
লজ্জাবতী গাছের বিশেষ উপকারিতা হলো কফ দূর করা, জ্বালাপোড়া দূর করা, ডায়রিয়া
দূর করা, আলসার দূর করা, যৌন রোগ থেকে মুক্তি, নাক ও নাখ থেকে রক্ত পড়া, প্রদাহ
দূর করা ইত্যাদি। শুধু তাই নয়, এই লজ্জাবতী গাছের শিকড়ের আরো বিভিন্ন উপকারিতা
রয়েছে, যা আর্টিকেলের অংশটুকু পড়লে সব জানতে পারবেন। তাই আসুন কি কি উপকারিতা
রয়েছে জেনে নিন।
- লজ্জাবতী গাছের শিকড় অনেক প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাই যারা কাশির সমস্যায় ভুগেন তারা বিভিন্ন ওষুধ খাওয়ার পর যদি ঠিক না হয় তাহলে সকাল এবং সন্ধ্যায় লজ্জাবতী গাছের শিকড় গুড়ো করে খেতে পারেন, এতে করে আপনার কাশি সেরে যাবে।
- এছাড়াও যদি আপনারা লজ্জাবতী গাছের শিকড় ও পাতা একসঙ্গে পিষে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের ত্বকের চামড়া টানটান থাকবে।
- যাদের রক্তপাতের সমস্যা রয়েছে তারা চাইলে লজ্জাবতী গাছের শিকড় ও পাতা ভালোভাবে পেস্ট তৈরি করে খেলে এই রক্তপাতের সমস্যাও খুব সহজে দূর হয়ে যাবে।
- যে সকল ব্যক্তিদের টনসিলের সমস্যা রয়েছে তারা যদি লজ্জাবতী গাছের মূল চিবিয়ে খেতে পারেন তাহলে আশা করা যায় এই টনসিলের সমস্যা থেকেও খুব সহজেই রেহাই পেয়ে যাবেন।
- এছাড়াও যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে অর্থাৎ যদি আপনারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে লজ্জাবতী গাছের শিকড় গুড়ো করে ব্যবহার করতে পারেন আশা করা যায় আপনার ডায়াবেটিস খুব সহজেই নিয়ন্ত্রণে চলে আসবে।
- যাদের যক্ষা রোগ রয়েছে তারাও চাইলে এই লজ্জাবতী গাছের শিকড় খাওয়ার ফলে যক্ষা রোগ দূর করতে পারেন।
- শুধু তাই নয় যদি আপনারা প্রতিদিন লজ্জাবতী গাছের শিকড় গুড়ো করে রস করে পান করতে পারেন তাহলে আপনার শরীরে থাকা বিভিন্ন ধরনের সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে।
তবে এই ওষুধ অবশ্যই বয়স ভেদে খাওয়ানো উচিত। ছোট বাচ্চাদের ধারণা থেকে বিরত
থাকবেন এবং বয়স্কদের ধারণা থেকে বিরত থাকবেন। আর অতিরিক্ত পরিমাণে কখনোই খাবেন
না। যেহেতু এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক ওষুধ সেহেতু বিশেষজ্ঞ আয়ুর্বেদ লোকদের সাথে
পরামর্শ করে সেবন করবেন।
সাদা লজ্জাবতী গাছের উপকারিতা
পূর্বে আমরা আলোচনা করেছি লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা সম্পর্কে। এখন আমরা
আলোচনা করব সাদা লজ্জাবতী গাছের উপকারিতা সম্পর্কে। আমাদের বাড়ির আশেপাশে কিংবা
জঙ্গলে অনেক লজ্জাবতী গাছ দেখা যায়।
কিন্তু এই গাছের কদর অনেকেই জানেন না। যদিও আপনারা অনেকেই চিনে থাকেন কিন্তু
তারপরেও এই লজ্জাবতী গাছের উপকারিতা সম্পর্কে জানেন না। তাই আসুন কি কি উপকারিতা
রয়েছে সাদা লজ্জাবতী গাছের তা বিস্তারিত জেনে নিন।
ক্ষত সারাতেঃ যদি আপনার যেকোনো কারণে যো,নিপথে ক্ষত হলে কিংবা প্রথম
অবস্থায় মাঝে মাঝে বা রোজ অল্প অল্প ভাবে স্রাব চলতে থাকে তাহলে খুবই বাজে গন্ধ
এবং একটু লালচে স্রাব হয়। আর এদের কারণে অনেকেই ভয়ে দ্রুত চিকিৎসার স্বরবর্ণ
হন।
পরবর্তীতে এই ধরনের সমস্যার কারণে ক্যান্সারও হতে পারে কিন্তু যদি আপনি এই
সমস্যাগুলো আয়ুর্বেদিক ভাবে দূর করতে পারেন, তাহলে বিষয়টা কেমন দেখায়? সাদা
লজ্জাবতী গাছের শিকড় এবং সিদ্ধ দুধ দিনে ২ বার খাওয়ার ফলে এ ধরনের সমস্যা থেকে
উপশম পাওয়া যায়। একই সাথে যদি আপনারা লজ্জাবতী গাছের নির্যাস দিয়ে যো.নিপথ
ধুতে পারেন তাহলে ক্ষত সেরে যাবে।
কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতেঃ যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা
সাদা লজ্জাবতী গাছের শিকড় ৭ থেকে ৮ গ্রাম থেঁতো করে সিদ্ধ করে ছেঁকে ওই পানি
খান। তাহলে আশা করি অনেক উপকার পাবেন। এছাড়াও সাদা ফুলের লজ্জাবতীর পাতা এবং
শিকড় একসঙ্গে পিষে রস নির্মিত খেলে পাইলস্ ও ফিস্টুলায় সমস্যা থেকেও আরাম পাওয়া
যাবে।
রক্ত আমাশয় দূর করতেঃ অনেক সময় দেখা যায় কিছু কিছু মানুষের অতিরিক্ত
মসলাযুক্ত খাবার খাওয়ার ফলে কিংবা প্যাকেট জাতীয় খাবার খাওয়ার ফলে ডায়রিয়া
হয় আর এর ফলে রক্তক্ষরণ অতিরিক্ত পরিমাণে শুরু হয়। তবে এ সময় সাদা লজ্জাবতী
গাছের রস পান করে খেলে অনেকটা আরাম পাওয়া যায়।
পেট ফাঁপা বা বদহজম দূর করতেঃ অনেক সময় বিভিন্ন খাবার খাওয়ার ফলে পেট
ফাঁপা বা বদহজমের সমস্যা দেখা দেয়। তবে এ ধরনের সমস্যা এড়াতে সাথে সাথে সাদা
লজ্জাবতী পাতার রস ৫ থেকে ১০ মিলি খেলে জ্বর জন্ডিস এবং সব ধরনের পিত্তজনিত রোগের
সমস্যা থেকে উপকার পাওয়া যায়।
মূত্রনালীর সমস্যা দূর করতেঃ ছোট থেকে প্রাপ্তবয়স্ক মানুষ পর্যন্ত
অনেকেরই অতিরিক্ত পরিমাণে প্রস্রাবের সমস্যায় ভুগেন। কিন্তু এই অতিরিক্ত পরিমাণে
প্রস্রাব দূর করতে অনেকেই বিভিন্ন উপায়ে অবলম্বন করেন। কিন্তু এটি দূর করতে সাদা
লজ্জাবতী দারুণ উপকার করে। যদি আপনি সাদা লজ্জাবতীর পাতা পিষে খেতে পারেন তাহলে
মূত্রনালীর সমস্যা থেকে উপকার পাওয়া যায়।
স্তনের শিথিলতায় সাদা লজ্জাবতীঃ প্রায় সময় বার্ধক্যের সাথে সাথে অনেকেরই
স্তন শিথিল হওয়ার সমস্যা দেখা যায়। কিন্তু এই সমস্যা এড়াতে সাদা লজ্জাবতী
দারুন কাজ করে। যদি আপনি সাদা লজ্জাবতী এবং অশ্বগন্ধার মূল/ শিকড় ভালোভাবে পিষে
পেস্ট তৈরি করে স্তনে লাগিয়ে রাখতে পারেন, তাহলে শীতলতা অনেকটা কমাতে সাহায্য
করবে।
আলসারের সমস্যা দূর করতেঃ যদি আপনারা সাদা সাদা লজ্জাবতী গাছের শিকড়
গুড়ো করে প্রতিদিন পরিমাণ মতো খেতে পারেন তাহলে আলসারের সমস্যা থেকে উপকার
পাবেন।
হাইড্রোসিল থেকে মুক্তি পেতেঃ পুরুষের অন্ডকোষে পানি ভর্তি হওয়ার কারণে
বিভিন্ন ধরনের রোগ শরীরে দেখা দিতে পারে। যা পরবর্তী সময়ে খুবই ভয়াবহ রোগের
লক্ষণ দেখা দিতে পারে। তাই এটি দূর করতে যত দ্রুত সম্ভব সাদা লজ্জাবতী ব্যবহার
করতে পারেন। কারণ সাদা লজ্জাবতী পিঠে অন্ডকোষের ফলাতে লাগিয়ে রাখলে খুব দ্রুত
আরাম পাওয়া যায়।
লজ্জাবতী গাছ খাওয়ার নিয়ম
যেহেতু পূর্বে লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা এবং সাদা লজ্জাবতী গাছের উপকারিতা
সম্পর্কে জানতে পেরেছেন সেহেতু লজ্জাবতী গাছ খাওয়ার নিয়ম কি কি রয়েছে সেটিও
সঠিকভাবে জেনে নিতে হবে। তাই আপনাদের মধ্যে যারা লজ্জাবতী গাছ খাওয়ার সঠিক নিয়ম
জানেন না তারা অবশ্যই এই আর্টিকেলের অংশটুকু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।
কারণ এখানে সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
লজ্জাবতী গাছ সঠিক নিয়মে খেলে শরীরের অনেক উপকার হয়। বিশেষ করে লজ্জাবতী গাছের
পাতা, শিকড়, বীজ, কান্ড সবকিছুই মহা ঔষধি হিসেবে সেই আদিমকাল থেকেই ব্যবহৃত হয়ে
আসছে। এর গুনাগুন অপরিসীম।
মানব দেহের যতগুলো রোগ থাকুক না কেন সব ধরনের রোগ দূর করতে অনেক বেশি সাহায্য করে
লজ্জাবতী। যদি আপনারা লজ্জাবতী গাছের পাতা ভালোভাবে পিষে রস করে কিংবা পানির সাথে
বা সিদ্ধ দুধের সাথে পান করতে পারেন তাহলে আপনার শরীরের বিভিন্ন সমস্যা দূর হবে।
শুধু তাই নয় লজ্জাবতী গাছের শিকড় পানিতে ভিজিয়ে রেখে খেলে তাও অনেক বেশি উপকার
পাওয়া যাবে। অনেকেরই যৌন রোগের সমস্যা রয়েছে আর এ ধরনের সমস্যা এড়াতে লজ্জাবতী
গাছের বীজ প্রতিদিন পরিমাণ মতো খেলে যৌন সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে।
তবে সবচেয়ে উপকার বেশি হবে যদি আপনি লজ্জাবতী গাছের বীজ পাউডার কিংবা তরল করে
প্রাণীর সাথে বা সেদ্ধ দুধের সাথে প্রতিদিন রাতে খেতে পারেন।
সাদা লজ্জাবতী গাছের শিকড় কি কাজে লাগে
সাদা লজ্জাবতী গাছের শিকড় আমাদের বিভিন্ন রোগের সমস্যা দূর করতে সাহায্য করে।
যদি আপনারা পূর্বে সাদা লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা সম্পর্কে জেনে আসেন
তাহলে বুঝতে পারবেন এই সাদা লজ্জাবতী গাছের শিকড় আপনার কি কাজে লাগে।
এটি সাধারণত সেই প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগের সমস্যা দূর করতে মহা ঔষধ হিসেবে
ব্যবহার হয়ে আসছে। সাধারণত সাদা লজ্জাবতী গাছের শিকড় হাত পা জ্বালাপোড়া
নিরাময় অনেক বেশি সাহায্য করে।
যাদের হাত পা জ্বালাপোড়া হওয়ার সাথে সাথে জ্বর হয় তাদের ক্ষেত্রে সাদা
লজ্জাবতীর গাছের মূল এবং পাতা ১০ গ্রাম নিয়ে ৪ কাপ পানিতে সেদ্ধ করুন এক কাপ
হওয়া পর্যন্ত। তারপর থেকে সেবন করুন এতে করে হাত-পা জ্বালাপোড়া হওয়ার পাশাপাশি
জ্বর হওয়ার সমস্যা থেকেও রেহাই পাওয়া যাবে।
পুরুষ লজ্জাবতী গাছ চেনার উপায়
গ্রাম অঞ্চলে কিংবা সাইডে অথবা বাড়ির আনাচে-কানাচে প্রায় সময় দেখা যায় এই
পুরুষ লজ্জাবতী গাছ। মূলত এই গাছটির পাতা স্পর্শ করলেই আশ্চর্যজনক ভাবে বন্ধ হয়ে
যায় যা খুবই চমকে যাওয়ার মত। আবার কিছুক্ষণ পর অটোমেটিক আগের অবস্থায় সতেজ
হয়ে উঠে এই পুরুষ লজ্জাবতীর গাছ।
হ্যাঁ বন্ধুরা আজকে আমি পুরুষ লজ্জাবতী গাছ চেনার উপায় সম্পর্কেই আলোচনা করছি।
এই গাছটির শাখার নিচের দিকে বাগা কাটা হয়ে থাকে এবং এটির পাতা যৌগিক পরক্ষণ। এই
গাছটির ফুল অনেকটা বেগুনি কালারের এবং এটি বারোমাসেই ফুল ও ফল হয়ে থাকে। সাধারণত
জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে পুরুষ লজ্জাবতী গাছের ফুল ও ফল বেশি হয়।
এই পুরুষ লজ্জাবতী গাছের উপকারিতা হলো মালিগা পুরনো ক্ষত অর্শ আমাশয় ইত্যাদি দূর
করতে সাহায্য করে। এছাড়াও এটি রক্ত পরিষ্কার করতেও সাহায্য করে। কমবেশি অনেকেই
পুরুষ লজ্জাবতী গাছ চিনেন আবার অনেকেই চেনেন না। আশা করি এই বিষয়টুকু পড়ে
আপনারা পুরুষ লজ্জাবতী গাছ সঠিকভাবে চিনে যাবেন।
সাদা লজ্জাবতী গাছ চেনার উপায়
সাদা লজ্জাবতী গাছ চেনার মূল উপায় হল সেই গাছের ফুল। এই গাছটি আমাদের বাড়ির
আনাচে-কানাচে কিংবা বিভিন্ন জায়গায় হয়ে থাকে কেউ চেনেন আবার কেউ চিনেন না
কিন্তু এই গাছের বিভিন্ন উপকারিতা রয়েছে। এই গাছটির যে পাতাগুলো রয়েছে সেগুলো
স্পর্শ করলে খুবই আশঙ্কভাবে বন্ধ হয়ে যায় আবার কিছুক্ষণ পর অটোমেটিক আগের
অবস্থায় সতেজ হয়ে যায়।
অনেক সুন্দর একটি গাছ যার নানা ঔষধি গুনাগুন রয়েছে। এই সাদালজ্জাবতীর গাছ একটা
রয়েছে ত্রেকাটা, আরেকটা আছে চৌকাটা। আর সাদা লজ্জাবতী গাছটির চৌকাটা কাটার দার
হল চারটি। অর্থাৎ সাদা লজ্জাবতী গাছের চারিপাশে কাঁটা থাকবে যেমনটা পূর্ব-পশ্চিম
এবং উত্তর দক্ষিণ।
সাদা লজ্জাবতী গাছ খুব কম দেখা যায়। কিন্তু এই গাছটির অনেক উপকারিতা রয়েছে। তাই
সব জায়গায় পাওয়া দুর্ভোগ। আশা করি এখন থেকে আপনারা সাধারণ লজ্জাবতী গাছ সহজেই
জেনে যাবেন।
লেখকের মন্তব্যঃ লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা
আশা করি এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা
সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। সেইসাথে জানতে পেরেছেন সাদা লজ্জাবতী গাছের
উপকারিতা কি কি রয়েছে। বন্ধুরা আপনাদের সুবিধার্থেই এই আর্টিকেলে এ বিষয়গুলো
একদম সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা যারা এ বিষয়গুলো জেনে
উপকৃত হয়েছেন তারা অবশ্যই অন্যদের মাঝে এই আর্টিকেলটি শেয়ার করবেন। আর যদি এই
আর্টিকেলটি পড়ে আপনাদের কোন মতামত বা প্রশ্ন জানানো থাকে তাহলে অবশ্যই কমেন্ট
করে জানিয়ে যাবে। (ধন্যবাদ)
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url