forsage io কত দিন থাকবে? | ফরসেজ থেকে ইনকাম করার উপায়

আপনাদের মধ্যে অনেকেই অনলাইনে বিভিন্ন সাইটে আয় করতে চান কিন্তু কেউ কেউ ইনভেস্ট ছাড়া আবার কেউ কেউ ইনভেস্ট করে। তবে আপনাদের মধ্যে যারা ইনভেস্ট করে আয় করতে চান, তাদের জন্য Forsage.io ওয়েবসাইটটি হতে পারে খুবই জনপ্রিয় ইনকাম সাইট। তবে অনেকের মনে forsage io কত দিন থাকবে? এই বিষয়টি নিয়ে প্রশ্ন। তাই আসুন এই প্রশ্নের সঠিক উত্তর এই আর্টিকেল থেকে জেনে নিন।
forsage io কত দিন থাকবে? বিস্তারিত জেনে নিন
এছাড়াও যদি আপনারা এই আর্টিকেলটি সম্পন্ন করতে পারেন তাহলে, ফরসেজ কি, ফরসেজ একাউন্ট খোলার নিয়ম, ফরসেজ থেকে ইনকাম করার উপায় (Forsage income bangla), ফরসেজ থেকে কত টাকা ইনকাম করা যায়, ফরসেজ কি স্ক্যাম সাইট? এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ে সকল বিষয়গুলো সঠিকভাবে জেনে নিবেন।

ফরসেজ কি

Forsage হলো পৃথিবীর প্রথম Decentralize (ডিসেন্ত্রালাইজ) ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই ঘরে বসে সারা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে একটি স্মার্টফোন ব্যবহার করে প্রতি মাসে ২৫ হাজার টাকা থেকে শুরু করে ২৫ লাখ টাকারও বেশি আয় করতে পারবেন। 

বর্তমান সময়ে এটি খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট। এই সাইটে তিনটি ম্যাট্রিক্স এর মাধ্যমে মূলত কাজ করে থাকে। যারা নতুন অবস্থায় এই একটিতে যোগদান করেন তাদের সাথে সাথেই এই ম্যাট্রিক্সের স্লট পূরণ হয়। 
পরবর্তীতে যে সদস্য একটি লেভেলের স্লট উপর পর্যায়ে থাকে, তাদের নতুন সদস্যরা সেই লেভেলে যুক্ত হওয়ার জন্য কমিশন দিয়ে থাকে। তবে সব মিলিয়ে যদি আপনারা Forsage io ওয়েবসাইটে যোগদান করেন তাহলে অবশ্যই এই একটি সম্পর্কে আপনাকে ভালোভাবে যাচাই-বাছাই করে তারপরে ইনস্টল করা উচিৎ। 

তাই আপনাদের সুবিধার্থে নিচে Forsage io ওয়েবসাইটের যাবতীয় তথ্য সহ্য নিয়ে এই আর্টিকেলে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ দিয়ে পড়লে Forsage oi অ্যাপের যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

forsage io কত দিন থাকবে? | Forsage income bangla

forsage io কত দিন থাকবে? এই বিষয়টি নিয়ে অনেক মানুষের চিন্তাভাবনার শেষ নেই। বর্তমান সময়ে এই বিষয়টি নিয়ে এত বেশি প্রশ্ন এসেছে যা বলার বাইরে। forsage io একটি অনলাইন ইনকাম ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ইনভেস্ট করার মাধ্যমে সুযোগ রয়েছে। 

তবে যদি আপনি অল্প কিছু টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে অবশ্যই ভালো আয় করার সুযোগ পাবেন। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যেগুলো বড় বড় অনলাইন ইনকাম সোর্স রয়েছে সেগুলোতেও কোনরকম ইন্টারেস্ট ছাড়াই আয় করা যায়। 
উদাহরণস্বরূপ- আপওয়ার্ক, ফাইবার,ফ্রিল্যান্সার এই সকল সাইটগুলোতে একটু খেয়াল করলে দেখা যাবে তারা কাজ শেষে কিছু কমিশন নিয়ে থাকে। এই নিয়মটি সম্পূর্ণ অনলাইনে বৈধ একটি নিয়ম। কিন্তু অন্যদিকে যদি আপনারা forsage io এই অনলাইন ভিত্তিক ইনকাম ওয়েবসাইট দেখেন তাহলে এখানে কোন বৈধতা নেই। 

এটি কোন দেশেই অনুমোদিত নয়। সে ক্ষেত্রে বিষয়টা আপনাদের ভেবে নেওয়া উচিত। এটি কোন সময় বন্ধ হয়ে যাবে তার কোন নিশ্চয়তা নেই। শুধু তাই নয় এই কোম্পানি অনেকের কাছ থেকে বিশাল একটি অ্যামাউন্ট ইনভেস্ট করার কথা বলে নিজের কাছে রেখে দিয়েছে পরবর্তীতে এটি নেটওয়ার্কিং মার্কেটিং বলে প্রচার করা হলেও এটিআসলে ক্রিপ্টো নেটওয়ার্কের কোন রুলস ফলো করে না। 

তাহলে বুঝতেই পারছেন এই ওয়েবসাইটটি আপনার জন্য কেমন নির্ভরযোগ্য হতে পারে। এই সাইটে সাধারণত দলের দাম যখন বৃদ্ধি হয় তখন সবাই এই ওয়েবসাইটে ইনভেস্ট করার জন্য আগ্রহী হয়ে পড়ে আর যখন ডলারের দাম কমে যায় তখন বন্ধ হয়ে যায়। 

তবে এটি নির্ধারিত ভাবে বলা যাবে না কতদিন কোম্পানি এই forsage io ওয়েবসাইট লাগবে। তাই বুঝে শুনে সামনে ধাপ বাড়ানো উচিত। আশা করি forsage io কত দিন থাকবে তা সঠিকভাবে জানতে পেরেছেন।

স্মার্টফোন দিয়ে ফরসেজ একাউন্ট খোলার নিয়ম

স্মার্টফোন দিয়ে ফরসেজ একাউন্ট খোলার কিছু নিয়ম রয়েছে। যদি আপনারা আমাদের দেওয়া নিয়ম অনুসরণ করতে পারেন তাহলে আশা করি আপনি সঠিকভাবে স্মার্টফোন দিয়ে ফরসেজ একাউন্ট খুলতে সক্ষম হবেন। তাই আসুন আর কথা না বাড়িয়ে কি কি নিয়ম অনুসরণ করতে হবে তা সঠিকভাবে জেনে নিন।
স্মার্টফোন দিয়ে ফরসেজ একাউন্ট খোলার নিয়ম
১) ক্রিপ্টো-কারেন্সি ওয়ালেট সেটআপ করুন -- যদি আপনারা forsage io প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে চান তাহলে সবার প্রথমে একটি ক্রিপ্টো-কারেন্সি ওয়ালেট ব্যবহার করতে হবে। এটি মূলত স্মার্টফোন কোয়ালিটি সেটআপ এর জন্য।
মেটামাস্ক কিংবা ট্রনলিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করুন অথবা আপনি চাইলে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে মেটামাস্ক অ্যাপটি ডাউনলোড করুন। তারপর অ্যাপটি ওপেন করুন এবং Create a New Wallet নির্বাচন করুন।

নির্বাচন করা হয়ে গেলে আপনার মূল্যবান পাসওয়ার্ডটি দিন এবং আপনার শিট ফিসটি ভালোভাবে সংরক্ষণ করে রাখুন। যাতে করে কোন সময় যদি সমস্যা হয় তাহলে এটি পুনরুদ্ধারের জন্য বিশেষভাবে প্রয়োজন পড়বে।

এরপর আপনার অ্যাকাউন্ট তৈরি করা সম্পূর্ণ হলে ইথেরিয়াম কিনুন অথবা অন্য কোন উপায়ে ওয়ালেটে জমা করুন। যদি আপনি ট্রন নেটওয়ার্কটি ব্যবহার করেন, তাহলে গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে টোন লিংক অ্যাপটি ডাউনলোড করে নিন এরপর সেই অ্যাপটিতে নতুন ওয়ালেট তৈরি করুন এবং সিড ফ্রেজ সংরক্ষণ করে রাখুন।

২) Forsage.io তে যোগদান -- যদি আপনার ওয়ালেট সেটআপ করা হয়ে যায় তাহলে সরাসরি ব্রাউজারে গিয়ে Forsage.io লিখে সার্চ করে ওয়েবসাইটে গিয়ে আপনার কোয়ালিটি বাজারের সাথে কানেক্ট করুন। তারপর মেটামাস্ক কিংবা ট্রনলিঙ্ক ব্যবহার করে আপনার কোয়ালিটি যুক্ত করুন। আপনি চাইলে একটি রেফারেল লিংক ব্যবহার করার মাধ্যমেও সাইট লগইন করতে পারবেন। 

আর এর জন্য আপনাকে অবশ্যই রেফারেল লিংক প্রয়োজন পড়বে। যদি আপনারা রেফারেল লিংক এর মাধ্যমে Forsage.ioওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে আপনার ওয়ালেট থেকে নির্দিষ্ট পরিমাণ ক্রিপ্ট-কারেন্সি দিয়ে একটি স্মার্ট সেন্ট বিনোভ করতে হবে।
উপরে উল্লেখিত বিষয়গুলো সঠিকভাবে করে, নিচের দিকগুলো অনুসরণ করুন। তাহলে আশা করি আপনারা আরো কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন।

৩) স্মার্ট কন্ট্রাক্টে বিনিয়োগ -- Forsage.io স্মার্ট কন্ট্রাক্টের বিভিন্ন স্তর রয়েছে যেগুলোতে বিনিয়োগের সুযোগ দিয়ে থাকে। আপনি যদি নির্দিষ্ট স্তরে অংশগ্রহণ করতে চান তাহলে সে ক্ষেত্রে আপনার ওয়ালের থেকে ক্রিপ্টো কারেন্সি পাঠাতে হবে। যদি আপনার স্তরের বিনিয়োগের পরিমাণ ভিন্ন হয় তাহলে এটি পরবর্তীতে ভবিষ্যতের মুনাফা অর্জন করার সুযোগ করে দিতে পারে। 

তাছাড়াও এটি মূলত নতুন ব্যবহারকারীদের যুক্ত করতে সাহায্য করবে। যদি কেউ এই ওয়েবসাইটে আয় করতে চাই তাহলে আপনি তাদেরকে রেফারেল লিংক দিয়ে আমন্ত্রণ করতে পারেন যার বিনিময়ে আপনি কিছু আয় করতে পারবেন।

ফরসেজ থেকে ইনকাম করার উপায় - Forsage income bangla

পূর্বে আমরা আলোচনা করেছি forsage io কত দিন থাকবে? এই সম্পর্কে। এখন আমরা আলোচনা করব ফরসেজ থেকে ইনকাম করার উপায় সম্পর্কে। অনেকেই মনে করেন ফর শেষ থেকে ইনকাম করা খুবই সহজ কিন্তু একটি কথা না বললেই নয় যদি আপনি এই ওয়েবসাইট থেকে আয় করতে চান তাহলে ইনভেস্ট ছাড়া কখনো আয় করতে পারবেন না। 
ফরসেজ থেকে ইনকাম করার উপায়
যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করে ইনভেস্ট করেন তাহলে আয় করতে পারবেন। আর ইনভেস্ট করার জন্য আপনাকে সর্বনিম্ন বারেলার থেকে ২১ ডলার খরচ করতে হবে। যা বাংলাদেশী টাকায় ১৪০০ টাকা থেকে প্রায় ২৫০০ টাকা। আর হ্যাঁ এই Forsage.io ওয়েবসাইটের মূল ইনকাম হলো রেফার করে ইনকাম।
যদি আপনি ইনভেস্ট করার পরে ওই অ্যাকাউন্ট থেকে অন্যদের রেফার লিংক শেয়ার করে এই ওয়েবসাইট খুলে দিতে পারেন তাহলে তার বিনিময়ে আপনি কিছু কমিশন পাবেন। আর এই কমিশন মাস শেষে অনেক টাকায় রূপান্তর হবে। 

তবে এই ওয়েবসাইটে ইনকাম করতে গেলে কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তার কারণ হলো এই ওয়েবসাইট কোনরকম বৈধ নয়। আর এটি কখন বন্ধ হয়ে যাবে তা বলা সম্ভব নয়। তাই জেনে বুঝে ওয়েবসাইটে কাজ করবেন।

ফরসেজ থেকে কত টাকা ইনকাম করা যায়

অনেকে ই অনলাইনে টাকা আয় করতে চাই কিন্তু কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে হয়তো অনেকেই সঠিক পরামর্শ দিতে পারে না। যার কারণে আপনারা হয়তো গুগলে অনলাইন ইনকামের বিভিন্ন রাস্তা খুজে থাকেন কিন্তু সঠিক দিক নির্দেশনা পান না। 

তবে আপনারা যারা এই পোস্টটি পড়তে এই পর্যন্ত এসেছেন তারা অবশ্যই বিশ্বাসের সাথে সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ুন, তাহলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন কিভাবে ফরসেজ থেকে ইনকাম করা যায়। ফরেস্ট ওয়েবসাইটের মূল ইনকাম হল রেফার করে আয় করা। 
তবে আপনারা যারা প্রতি মাসে ভালো রেফার করতে পারবেন তারা ২৫ হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এই কাজটি করার জন্য তেমন কোন দক্ষতার প্রয়োজন হয় না। 

আপনি অনায়াসে ঘরে বসেই এই ওয়েবসাইট থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন। তাই বসে না থেকে এই ওয়েবসাইটে আপনার জিমেইল দিয়ে লগইন করে অন্যদের রেফার লিংক দিয়ে অন্যদের অ্যাকাউন্ট খুলে দিয়ে আপনি কিছু আয় করুন।

ফরসেজ কি স্ক্যাম সাইট?

বর্তমান সময়ের অনলাইনে আয় করার সবচেয়ে জনপ্রিয় সাইট হলো Forsage.io (ফরসেজ ডট আইও)। এই ওয়েবসাইটের সাথে যারা রয়েছেন তারা দাবি করেন এই ওয়েবসাইট সম্পূর্ণ Block Chain Descent Aliased Site (ব্লক চেইন ডিসেন্ট এলাইজড সাইট) তাই এটি কখনোই বন্ধ হবে না। 

Forsage.io-এর মূল ইনকাম হলো রেফার করে। এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার পরে আপনি যে সকল আয় করবেন সেগুলো নির্দিষ্ট একটি অ্যামাউন্ট হয়ে আপনার একাউন্টে রয়ে যাবে। আপনি সেই একাউন্টের অর্থগুলো মাস শেষে বের করে নিতে পারবেন। তবে আপনারা যারা ইনভেস্ট ছাড়া ইনকাম করতে চান তাদের জন্য এই ওয়েবসাইট না। এটি মূলত ইনভেস্ট করে আয় করার সাইট।
তবে আপনাদের মধ্যে যারা চিন্তা-ভাবনা করছেন যে Forsage.io ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে তারা এটির ওপর রিসার্চ করে ভালোমতো দেখতে পারেন ভবিষ্যতে এই ওয়েবসাইট থাকবে কিনা বা এটি স্ক্যাম করবে কি না। তবে তাদের মতামত অনুযায়ী এটি বন্ধ হবে না চলতেই থাকবে।। আশা করি বুঝতে পেরেছেন।

শেষ কথাঃ forsage io কত দিন থাকবে? | Forsage income bangla

আপনারা যারা ইতিমধ্যে সম্পূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে পড়ছেন তারা আশা করি forsage io কত দিন থাকবে? এবং ফরসেজ থেকে ইনকাম করার উপায় সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যেহেতু এটি ইনকামের একটি সাইট সেহেতু অবশ্যই অল্প কিছু হলেও ঝুঁকিপূর্ণ রয়েছে। এটি কোন দিক থেকেই বৈধ নয় তাই যদি আপনাদের ইনভেস্ট করে আয় করার ইচ্ছা থাকে তাহলে এই ওয়েবসাইট থেকে আয় করতে পারেন। আর যদি ইনভেস্ট ছাড়া অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে লিংকের ওপর ক্লিক করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪