রকেট একাউন্ট চেক করার কোড - রকেট একাউন্ট ব্যালেন্স চেক
রকেট একাউন্ট চেক করার কোড কি যদি আপনার জানা না থাকে, তাহলে আজকের এই আর্টিকেল
থেকে জেনে নিতে পারেন। কারণ এই আর্টিকেলে রকেট একাউন্ট চেক করার যে কোড রয়েছে
সেটি আলোচনা করার পাশাপাশি আরো বিভিন্ন বিষয়ে সঠিকভাবে আলোচনা করা হয়েছে। তাই
আর দেরি না করে জেনে নিন রকেট একাউন্ট এর যাবতীয় বিষয়বস্তু।
শুধু তাই নয় আপনারা যারা মোবাইল রিচার্জ করতে পারেন না এবং টাকা পাঠাতে পারেন না
তাদের জন্যও এই আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানেও কিভাবে আপনারা সঠিক
নিয়মে নিজের মোবাইলে এবং অন্যদের মোবাইলের টাকা পাঠাবেন এবং রিচার্জ করবেন এই
সকল বিষয়ে আলোচনা করা হয়েছে। তাই আসুন আর দেরি না করে আর্টিকেলটি সম্পূর্ণ
মনোযোগ দিয়ে করুন।
রকেট একাউন্ট চেক করার কোড
বর্তমান সময়ে কেউ আর হাতে টাকা রাখে না প্রায় কম বেশি সবাই বিকাশ, রকেট, নগদ
কিংবা আরো অন্যান্য যে ব্যাংক একাউন্ট গুলো রয়েছে সেগুলোতে রাখে। কিন্তু আপনি
যদি রকেট একাউন্ট চেক করার কোড না জানেন তাহলে কিভাবে আপনি ব্যালেন্স চেক করবেন
তাই না। আপনাদের কথা চিন্তা করে রকেট একাউন্টের কোড নাম্বারটি জানিয়ে দেওয়া
হয়েছে। তাই আসুন আর দেরি না করে জেনে নিন।
রকেট একাউন্ট চেক করার সর্বপ্রথম যে প্রয়োজনীয় কোড রয়েছে সেটি হল *322#। মূলত
এই কোডের সাহায্য নিয়েই রকেটের যাবতীয় কার্যক্রম হয় যেমন:- মোবাইল রিচার্জ,
টাকা উত্তোলন, বিল পাঠানো, টাকা যোগ ইত্যাদি।
তাই আপনারা উপরে উল্লেখিত করতে ব্যবহার করে রকেটের সকল প্রকার কাজ খুব সহজেই কম
সময়ের মধ্যে করে নিতে পারেন। এটি মূলত যাদের বাটন মোবাইল রয়েছে তাদের জন্য। আর
যাদের স্মার্টফোন রয়েছে তাদের জন্য রকেট অ্যাপ-টি যথেষ্ট। সেখানে শুধু
পাসওয়ার্ড দিলেই রকেটের যাবতীয় কার্যক্রম করা যাবে।
রকেট একাউন্ট ব্যালেন্স চেক
রকেট একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য আপনারা *322# কোডটির সাহায্য নিতে পারেন।
এই কোডটি ব্যবহার করে আপনারা রকেট একাউন্টের ব্যালেন্স খুব সহজেই চেক করতে
পারবেন। আরো বিস্তারিত জানতে নিচের অংশটুকু মনোযোগ দিয়ে পড়ুন।
- প্রথমে ফোনের ডায়াল প্যাড টি ওপেন করুন।
- এরপর *322# কোডটি ডায়াল করুন। (যে সিমে রকেট একাউন্ট রয়েছে সেটি সিলেক্ট করে)
- তারপর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে, যার মধ্যে লেখা থাকবে ‘Balance Check’ এটি মূলত ৫ নাম্বার অপশনে থাকবে, সেটি ডায়াল প্যাড ওপেন করে সিলেক্ট করে Send করুন।
- তারপর ডায়াল প্যাডে ১ লিখে Send করুন।
- তারপর আপনার গোপনীয় যে পিন নম্বরটি রয়েছে সেটি দিন এবং Send করুন।
- ব্যাস, আপনার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। আপনি এখন সরাসরি আপনার রকেট একাউন্টে কত টাকা রয়েছে তা জানতে পারবেন। আশা করি রকেট একাউন্ট চেক করার কোড সম্পর্কে জানার পাশাপাশি রকেট একাউন্ট ব্যালেন্স চেক করে কিভাবে সেই সম্পর্কেও সঠিকভাবে জেনে গেছেন।
রকেট একাউন্ট নাম্বার পরিবর্তন
রকেট একাউন্ট নাম্বার পরিবর্তন করতে চাইলে আপনি করতে পারবেন কিন্তু কিছু
নিয়ম-কানুন রয়েছে যেগুলো সঠিকভাবে মানলেই আপনি রকেট একাউন্টের নাম্বার পরিবর্তন
করতে পারবেন। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা রকেট একাউন্টের নাম্বার
পরিবর্তন করতে পারে না।
অনেক সময় বিভিন্ন জরুরী কাজের জন্য কিংবা ফোন হারিয়ে গেলে বা সিম হারিয়ে গেলে
রকেট একাউন্টের নাম্বার পরিবর্তন করতে হয়। তবে কিভাবে আপনি একটি রকেট একাউন্টের
নাম্বার পরিবর্তন করবেন সে সকল নিয়ম কানুন নিচে সঠিকভাবে দেয়া হলো আসুন জেনে
নিন।
- সবার প্রথমে আপনাকে ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে 16216 নাম্বারে কল করতে হবে। (এটি মূলত রকেটের হেল্পলাইন নাম্বার)
- তারপরে, 16216 নাম্বারে ফোন করে সরাসরি আপনার অ্যাকাউন্টের কি কি সমস্যা হয়েছে তুলে ধরুন এরপর তারা আপনার অ্যাকাউন্টের সত্যতা যাচাই করবে এবং যাচাইয়ের পর Account Name, Account Number, Date Of Birth, এইগুলো জিজ্ঞেস করতে পারে। তবে যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে একাউন্ট খুলে থাকেন তাহলে NID কার্ডের নাম্বার চাইবে।
- এই সকল তথ্যগুলো যদি সঠিকভাবে দিতে পারেন, তাহলে আপনার কি কি সমস্যা হয়েছে সেগুলো সঠিকভাবে তারা সমাধান করার চেষ্টা করবে। আশা করি আমার জানামতে সঠিক তথ্য দিলে আপনার একাউন্টের সকল সমস্যা সমাধান করে দিবে।
রকেট একাউন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম
বর্তমান সময়ে অনেকেরই রকেট একাউন্ট রয়েছে। তাইতো রকেট একাউন্ট থেকে টাকা
পাঠানোর জন্য অনেকেই সঠিক নিয়ম জানতে চেয়েছেন। যেহেতু রকেট একটি মোবাইল
ব্যাংকিং সেবা সেহেতু এই টাকা পাঠানোর নিয়ম ও অনেক সহজ।
যারা রকেট একাউন্ট ব্যবহার করেন তারা অবশ্যই জানেন রকেট একাউন্টে টাকা
পাঠানোর নিয়ম এবং তোলার নিয়ম সম্পর্কে। তবে তাদের মধ্যেও অনেকেই জানেন না
কিভাবে রকেট একাউন্ট থেকে টাকা পাঠানো যায়। মূলত রকেট থেকে টাকা পাঠানোর
দুটি উপায়ে রয়েছে। রকেট মোবাইল অ্যাপ ব্যবহার করে।
- রকেট মোবাইল কোড ব্যবহার করে।
- রকেট মোবাইল অ্যাপ ব্যবহার করে।
রকেট মোবাইল অ্যাপ ব্যবহার করে টাকা পাঠানোর নিয়ম
যদি আপনারা মোবাইল অ্যাপ ব্যবহার করে রকেট এর মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে সবার
প্রথমে একটি মোবাইল ফোনে ইন্সটল করা থাকতে হবে। এরপর আপনার রকেট একাউন্টে সচ্ছল
থাকতে হবে।
যাতে করে আপনার ফোন থেকে টাকা অন্যকে পাঠানো যায়। তারপরে মোবাইলে ইন্টারনেট
সংযোগ থাকতে হবে। যদি আপনার ইতিমধ্যে এগুলো থাকে তাহলে আপনাকে যা করতে হবে সেগুলো
হলোঃ-
- প্রথমে ইন্টারনেট কানেকশন বা ডাটা কানেকশন করে রকেট অ্যাপটি Open করতে হবে।
- Open করা হয়ে গেলে, সেখানে আপনার মোবাইল নাম্বার এবং গোপনীয় পিন নাম্বার দিন। তারপর রকেট একাউন্ট Login করুন।
- Login করা হয়ে গেলে আপনার সামনে রকেট একাউন্টের হোম পেজটি চলে আসবে। সেখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে যার মধ্যে থেকে Send Money অপশনটি সিলেক্ট করে পরবর্তী ধাপে যান।
- এরপর আপনি যার কাছে টাকা পাঠাবেন তার রকেট নাম্বারটি দিন এবং কত টাকা পাঠাবেন সেই টাকার পরিমাণটি তুলুন। যেমনঃ- ৫০,০০০
- এরপর টাকার পরিমান তুলে Send বাটনে ক্লিক করুন। ব্যাস, আর কিছুই করতে হবে না সরাসরি আপনার রকেট একাউন্ট থেকে তার একাউন্টে টাকা চলে যাবে। এভাবেই আপনারা রকেট মোবাইল অ্যাপ ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন।
রকেট মোবাইল কোড ব্যবহার করে টাকা পাঠানোর নিয়ম
আশা করি উপরে আপনারা কিভাবে মোবাইল অ্যাপ ব্যবহার করে টাকা পাঠাবেন তার সকল নিয়ম
কানুন সঠিকভাবে জানতে পেরেছেন। এখন জেনে নিন কিভাবে আপনারা রকেট মোবাইল কোড
ব্যবহার করে টাকা পাঠাবেন। বন্ধুরা রকেট মোবাইল কোড ব্যবহার করে টাকা পাঠানো খুবই
সহজ একটি প্রক্রিয়া।
যদি আপনি এই আর্টিকেলের অংশটুকু উপরে জানেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজ। রকেট
মোবাইল কোড ব্যবহার করে টাকা পাঠানোর সবচেয়ে সুবিধা হল আপনি স্মার্ট ফোন ছাড়াই
যে কোন মোবাইলে যেকোনো সময়ে সরাসরি টাকা পাঠাতে পারবেন। চলুন কি কি নিয়মে টাকা
পাঠাবেন তা জেনে নিনঃ-
- রকেট মোবাইল কোড ব্যবহার করে টাকা পাঠাতে চাইলে সবার প্রথমে মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করে *322# কোডটি ডায়াল করে কল করুন।
- তারপর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে যেগুলোর মধ্য থেকে ৫ নাম্বারে লেখা থাকবে Send Money সেই অপশনটি মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে ডায়াল করুন এবং পরবর্তী ধাপে যান।
- তারপর আপনি কার কাছে টাকা পাঠাবেন তার নাম্বারটি তুলুন এবং টাকার পরিমান তুলুন। এর পরের অপশনে আসবে Enter Reference নামে একটি অপশন সেখানে আপনি যেকোনো সংখ্যা কিংবা নিজের নাম ব্যবহার করতে পারবেন কোন সমস্যা নেই।
- রেফারেন্স দেওয়া হয়ে গেলে আপনার গোপনীয় পিন নাম্বারটি ডায়াল করে সরাসরি তার কাছে টাকা পাঠিয়ে দিন। তবে টাকা পাঠানোর আগে অবশ্যই নাম্বার আরো একবার ভালোভাবে চেক করে নিবেন। যাতে করে ভুল না হয়।
- মূলত এই ভাবেই রকেট একাউন্টে টাকা পাঠানো যায়। আপনি যে কোন প্রান্তে থেকে অন্য একটি মোবাইলে বাটন ফোন কিংবা স্মার্টফোন ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন কোন সমস্যা নেই। আশা করি রকেট একাউন্ট চেক করার কোড এবং রকেট একাউন্ট ব্যালেন্স চেক সম্পর্কে জানার পাশাপাশি আপনারা সঠিকভাবে জানতে পেরেছেন রকেট একাউন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম।
রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম
যদি আপনারা রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে চান তাহলে খুব সহজেই অল্প
সময়ের মধ্যে রিচার্জ করতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় খুব দরকারের সময়
মোবাইল রিচার্জ পাওয়া যায় না.
যদি আপনার রকেট একাউন্টে টাকা থাকে তাহলে আপনারা খুব সহজেই দ্রুত মোবাইল রিচার্জ
করে সে দরকারী কাজগুলো সেরে ফেলতে পারবেন। শুধু যে রকেট একাউন্টে মোবাইল রিচার্জ
করা যায় তা নয়, যদি আপনার বিকাশ নগদ এগুলো একাউন্ট থাকে তাহলে সেখান থেকেও
আপনারা দ্রুত মোবাইল রিচার্জ করতে পারবেন।
তবে রকেট একাউন্ট থেকে কিভাবে নিজের মোবাইলে রিচার্জ করবেন এবং অন্যদের মোবাইলে
রিচার্জ করবেন সেই পদ্ধতিগুলোই আজকের এই আর্টিকেলে আলোচনা করব। তাই আর্টিকেলটি না
টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন। আশা করি আপনার জন্যই এই
আর্টিকেলটি অনেক উপকৃত হবে।
নিজের নম্বরে রিচার্জ
- যদি আপনি নিজের নাম্বারে রিচার্জ করতে চান তাহলে সবার প্রথমে *৩২২# ডায়াল করুন। এরপর টপ আপ এর জন্য ১ লিখে ডায়াল করুন।
- ডায়াল করা হয়ে গেলে, আপনার সামনে Self অপশন আসবে সেখানে ১ লিখে সেন্ড করুন। এর মানে হলো আপনি কোন কোম্পানির সিম ব্যবহার করছেন সেটির যে সিরিয়াল নম্বরটি রয়েছে সেটি সেন্ড করতে বলা হয়েছে।
- তারপর আপনি কত টাকা মোবাইলে রিচার্জ করবেন সেই টাকার পরিমাণ লিখুন এবং Send করুন।
- তারপর আপনার সামনে পিন নম্বর স্থান আসবে, সেখানে ৪ ডিজিটের রকেট একাউন্টের পিন নম্বরটি লিখে Send করুন। ব্যাস হয়ে গেল আপনার রকেট অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ।
অন্য যেকোনো নম্বরে রিচার্জের পদ্ধতি
- যদি আপনারা অন্য যে কোন নাম্বারে রকেট একাউন্ট ব্যবহার করে রিচার্জ করতে চান, তাহলে সবার প্রথমে *৩২২# ডায়াল করুন। এরপর টপ আপ অথবা টেলকো সার্ভিস এর জন্য ৩ সিলেক্ট করে send করুন।
- send করা হয়ে গেলে তারপর আবার টপ আপের জন্য একদিকে ডায়াল করুন। এরপর Other অপশনের জন্য ২ লিখুন এবং send করুন।
- তারপর আপনি কোন নাম্বারে মোবাইল রিচার্জ করবেন সে নাম্বারটি ডায়াল করুন এবং send করুন।
- তারপরে কোন সিমে টাকা রিচার্জ করবেন সেটি সিলেক্ট করুন যেমন গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক ইত্যাদি।
- তারপর আপনি কত টাকা সেই নাম্বারে রিচার্জ করবেন সেটার পরিমাণ লিখুন এবং send করুন।
- এরপরে আপনার সামনে পিন নম্বর দেওয়ার অপশন আসবে সেখানে চার ডিজিটের রকেট একাউন্টের পিন নাম্বারটি দিন এবং send করুন।
- যদি আপনার ওপরে দেওয়া তথ্যগুলো ঠিক থাকে তাহলে আপনি সফলভাবে ওই নাম্বারে রিচার্জ সম্পূর্ণ করতে পারবেন। আশা করি আপনারা এই পদ্ধতি অনুসরণ করে এখন থেকে সকলকে রিচার্জ দিতে পারবেন এবং নিজেও নিতে পারবেন।
রকেট একাউন্ট খোলার কোড
রকেট একাউন্ট খোলার কোড হচ্ছে *৩২২#। এরপর রকেট একাউন্টে এক্টিভ করার জন্য ১ লিখে
send করুন।
তারপরে ৪ ডিজিটের একটি পিন নম্বর দিন। যদি আপনার উপরোক্ত প্রক্রিয়া সম্পন্ন হয়
তাহলে একটি এসএমএস এর মাধ্যমে একাউন্ট সম্পর্কিত সকল তথ্য জানিয়ে দেওয়া হবে।
এটি মূলত রকেট একাউন্ট খোলার প্রথম পর্যায়ে।
আর আপনি যদি নিকটস্থ রকেট অফিস বা শাখায় গিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে
প্রয়োজনীয় কাগজপত্র দরকার হবে। যেমনঃ- পাসপোর্ট সাইজের 1 কপি ছবি এবং ভোটার
আইডি কার্ডের (NID) ফটোকপি।
এরপর আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য একটি ফর্ম দেয়া হবে। সেই ফর্মটি সম্পূর্ণ
করুন এবং ফিঙ্গারপ্রিন্ট ও স্বাক্ষর সহ জমা দিন। তারপর আপনার দেওয়া সকল তথ্য যদি
সঠিক থাকে তাহলে ৩ থেকে ৫ দিনের মধ্যেই আপনার একাউন্টে এক্টিভ করে দেওয়া হবে। আর
এটি সরাসরি SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন।
শেষ কথাঃ রকেট একাউন্ট চেক করার কোড
প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ইতিমধ্যে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে রকেট
একাউন্ট চেক করার কোড সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এছাড়াও জানতে পেরেছেন
রকেট একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম, রকেট একাউন্ট নাম্বার পরিবর্তন, রকেট
একাউন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম,রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম
এবং রকেট একাউন্ট খোলার কোড সম্পর্কে। আশা করি আপনারা সকলেই আর্টিকেলটি পড়ে অনেক
উপকৃত হয়েছেন। যেহেতু উপকৃত হয়েছেন সেহেতু একটি কমেন্ট করে আপনার মূল্যবান
মতামতটি দিন। (ধন্যবাদ)
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url