এলাট্রল খেলে কি ঘুম হয়? | স্কিন এলার্জি ঔষধের নাম কি জেনে নিন
এলাট্রল খেলে কি ঘুম হয়? আপনি কি এ বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনাদের জানা না থাকে তাহলে অবশ্যই এই ব্লগ থেকে জেনে নিতে পারেন। কারণ আপনাদের কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তাই আর দেরি না করে আসুন বিস্তারিত তথ্য সঠিকভাবে জেনে নিন।
যদি আপনারা এই আর্টিকেল একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে অনেক বিষয় সম্পর্কে জেনে যাবেন যেমনঃ- স্কিন এলার্জি ঔষধের নাম, এলাট্রল ট্যাবলেট এর কার্যকারিতা, এলাট্রল দিনে কয়টা খাওয়া যায়, এলাট্রল সিরাপ কিসের ঔষধ, এলাট্রল ১০ এর কাজ কি, এলাট্রল এর পার্শ্বপ্রতিক্রিয়া, এলাট্রল ড্রপ এর কাজ কি, এলাট্রল এর দাম।
এলাট্রল খেলে কি ঘুম হয়
অনেকের একটি সাধারণ প্রশ্ন যে এলাট্রল খেলে কি ঘুম হয়? হ্যাঁ এলাট্রল ট্যাবলেট খেলে প্রচুর পরিমাণে ঘুম হয়। কিন্তু এই ওষুধটি ঘুমের ঔষধ হিসেবে তৈরি করা হয়নি। এটি মূলত আপনার অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে অনেক মানুষেরা ঘুমের সমস্যায় ভুগেন যার কারণে অনেকেই এলার্জির সমস্যা না থাকার পরেও এলাট্রল ওষুধটি বা ট্যাবলেট সেবন করেন।
কিন্তু যদি আপনার শরীরে কোনরকম এলার্জি সমস্যা না থাকে তাহলে কখনোই অতিরিক্ত এলাট্রল ওষুধ বা ট্যাবলেট খাওয়া যাবেনা। এতে করে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর যদি কারো এলার্জির সমস্যা থাকে তাহলে অবশ্যই এলট্রল ওষুধ বা ট্যাবলেটটি সেবন করতে পারেন।
এই ট্যাবলেটটি খাওয়ার ফলে আপনার কিছুক্ষণের মধ্যেই চোখে প্রচুর পরিমাণে ঘুম চলে আসে এবং ভালো ঘুম হয়। তবে যে সকল ব্যক্তির এলার্জি সমস্যা রয়েছে শুধু তারাই একমাত্র এ ওষুধটি খাবেন। যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা চাইলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘুমের ওষুধ সেবন করতে পারেন। তাহলে আশা করা যায় আপনারা সকলে বুঝতে পেরেছেন এলাট্রল খেলে কি ঘুম হয় কিনা।
স্কিন এলার্জি ঔষধের নাম
স্কিন এলার্জি ঔষধের নাম, সম্পর্কে যদি আপনাদের জানা না থাকে তাহলে আজকের এই ব্লগ থেকে জেনে নিতে পারেন। কারণ এ ধরনের সমস্যা থেকে মুক্তি করার জন্য কিছু বিভিন্ন ধরনের ক্রিম রয়েছে যেগুলো ওষুধের দোকানে পাওয়া যায়। তবে অনেক রোগীদের ক্ষেত্রে চিকিৎসকরা বেশিরভাগ স্ক্রিন এলার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য পেভিসন ক্রিমটি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন।
কিন্তু এছাড়াও এর বাইরে আরও অনেক ধরনের ক্রিম রয়েছে যেগুলো স্ক্রিন এলার্জি দূর করার জন্য অত্যন্ত উপকারী। তাই আসুন নিচে আমরা আপনাদের সুবিধার্থে স্কিন এলার্জি ঔষধের নাম উল্লেখ করেছি।
উপরে উল্লেখিত যে ক্রিমগুলোর নাম দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তাছাড়া কখনোই এই ক্রিমগুলো ব্যবহার করবেন না। তার কারণ হলো আপনার স্ক্রিনে কি কারনে এলার্জির সমস্যা হয়েছে তা সঠিকভাবে নির্ণয় করে তারপর ডাক্তারেরা সঠিক চিকিৎসা দিয়ে থাকবেন। যদি বিশেষজ্ঞ ডাক্তারেরা আপনার স্ক্রিনের জন্য এই ক্রিমগুলো ব্যবহার করতে বলে তাহলে করবেন নয়তো করবেন না।
এলাট্রল ট্যাবলেট এর কার্যকারিতা
এলাট্রল ট্যাবলেট এর কার্যকারিতা, এই এলাট্রল ট্যাবলেট টি অ্যান্টিহাইস্টামাইন যা সর্দি দূর করতে অনেক বেশি সাহায্য করে। পাশাপাশি খিটখিটে এবং চোখ ও অন্যান্য এলার্জিক উপসর্গগুলোকে দূর করতে সাহায্য করে। যদি আপনারা ইতিমধ্যে কোন অ্যান্টিফাঙ্গাল ড্রাগ এবং এন্টিবায়োটিকের মত ওষুধ গ্রহণ করেন তাহলে কখনোই এলাট্রল ১০ ট্যাবলেটটি গ্রহণ করবেন না।
যদি করেন তাহলে এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আপনার শরীরে। যেমন অনিয়মিত হিট স্পন্দন হতে পারে এছাড়াও হাঁপানি ও অন্যান্য ফুসফুসের রোগ দেখা দিতে পারে। তবে এই ধরনের সমস্যা যদি আপনার দেখা দেয় তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন।
যদি আপনারা Alerzole 10Mg Tablet একটি ট্যাবলেট বা ঔষধটি খালি পেটে এক ঘন্টা আগে খাবারের কিংবা খাবারের দুই ঘন্টা পরে এই ট্যাবলেটটি খাওয়া হয়ে থাকে। তবে অবশ্যই কোন দোষ মিস করবেন না যদি কোন ডোস মিস করেন কিংবা না বান তাহলে অবশ্যই পরবর্তীতে ড্রোসটি গ্রহণ করবেন।
এই এলট্রল ওষুধটির যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে সেগুলো একেবারে বাদ দেওয়া সম্ভব নয়। তবে এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আশা করি এলাট্রল খেলে কি ঘুম হয় এই বিষয়টি জানার পাশাপাশি এলাট্রল ট্যাবলেট এর কার্যকারিতা সম্পর্কে জানতে পেরেছেন।
এলাট্রল দিনে কয়টা খাওয়া যায়
অনেকেই রয়েছে যারা এলাট্রল দিনে কয়টা খাওয়া যায় বা খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম সম্পর্কে জানেন না। যেহেতু আপনারা অনেকেই এ বিষয়টি সম্পর্কে জানেন না সেহেতু আশা করি এই আর্টিকেল আপনার জন্য হতে পারে অনেক গুরুত্বপূর্ণ। তাই আসুন আর দেরি না করে জেনে নিন।
- যাদের ছয় বছর কিংবা এর বেশি বয়স শিশুরা রয়েছে এবং বয়স্করা রয়েছে তাদের ক্ষেত্রে দৈনিক একটি ট্যাবলেট খাওয়া প্রয়োজন। আর এই ওষুধের সিরাপ প্রতিদিন একবার দুই চামচ করে অথবা ১ চামচ প্রতিদিন ২ বার করে খাওয়া যেতে পারে।
- আর যে সকল বাচ্চাদের বয়স দুই থেকে ছয় বছর তাদের জন্য সিরাপ এক চা চামচ প্রতিদিন অথবা ১/২ চা চামচ প্রতিদিন দুই বার করে।
- আর যে সকল বাচ্চাদের বয়স ৬ মাস কিংবা দুই বছরের নিচে তাদের জন্য সিরাপ প্রতিদিন ১/২ চা চামচ।
- আর ১২ থেকে ২৩ মাসের শিশুদের জন্য সর্বোচ্চ মাত্রা ১ মিলি করে প্রতি ১২ ঘন্টা অন্তর অন্তর দেওয়া যেতে পারে। তবে এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এলাট্রল সিরাপ কিসের ঔষধ
এলাট্রল সিরাপ কিসের ওষুধ? এটি মূলত ঠান্ডা জাতীয় রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে এই ওষুধটি সেটিরিজিন হাইড্রোক্লোরাইড (Cetirizine Hydrochloride) দিয়ে তৈরি। এই ওষুধটি প্রস্তুত করে থাকে স্কায়ার-ফার্মাসিউটিক্যাল-লিমিটেড--(SKYR PHARMACEUTICAL LIMITED)।
এলাট্রল ১০ এর কাজ কি
এলাট্রল মূলত আগাছা, ফুলের পরাগ, ঘাস থেকে তৈরি করা হয় যা এলার্জির চিকিৎসার জন্য ব্যাবহার করা হয়। এটি একটি এন্টিহিস্টামিন যা চোখের পানি আসা, পানি পড়া হাসি চোখ লাল হওয়া চোখে চুলকানি ইত্যাদি উপসর্গ দেখা দিলে এই এলাট্রন ওষুধটি সেবন করলে অনেক উপকারে আসে।
এই এলাট্রোল পেরিনিয়াল এলার্জিক এবং সিজনাল রাইনাইটিস জনিত লক্ষণগুলো দূর করতে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এই ওষুধটি এজমার চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি নাকের ফুসকুড়ি উপশম করতে এই ওষুধটি বিশেষভাবে ভূমিকা পালন করে।
এলাট্রল এর পার্শ্বপ্রতিক্রিয়া
এলাট্রল এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে যদি আপনার না জানা থাকে তাহলে এই আলোচনা থেকে জেনে নিতে পারেন। কারণ অনেকেই এই ওষুধ সেবন করেন কিন্তু এর ক্ষতিকর দিক সম্পর্কে না জানলে হয়তো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই আসুন সবার আগে এলাট্রল এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন।
এই ওষুধের মূলত পার্শ্ব প্রতিক্রিয়া কারণে হঠাৎ করে অনেক মানুষের বমি বমি ভাব কিংবা বমি হয়ে যেতে পারে। আবার অনেক সময় পাতলা পায়খানা সমস্যাও দেখা যায়। যে সকল মহিলারা গর্ভ অবস্থায় রয়েছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনমতেই এই ওষুধ সেবন করবেন না। এই ওষুধের আরও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমনঃ-
- পেট ব্যাথা
- মাথা ঘোরা
- মাথা ব্যাথা
- পেটের গন্ডগোল
- ঝিমুনী, মুখ শুষ্কতা
- ঘুম ঘুম ভাব
- ইউরিনারী রিটেনসন
- গলা ব্যাথা
- ঝাঁপসা দৃস্টি, ইত্যাদি।
এলাট্রল ড্রপ এর কাজ কি
এলাট্রল ড্রপ এর কাজ কি? উপরে উল্লেখিত বিষয় মূলত এই এলাট্রল সম্পর্কে আলোচনা করেছি। এলট্রল ওষুধ বা ট্যাবলেট এবং ড্রপ একই কাজে ব্যবহার করা হয়। অনেকেই মূলত ভিন্ন ভাবে প্রশ্ন করে থাকেন। কিন্তু এটি ভিন্ন নয়, এলাট্রল ওষুধ যে উপকারে আসে ঠিক তেমনি এলাট্রল ড্রপ এর কাজও সেই একই রকম কাজে আসে। আশা করি আপনারা উপরে উল্লেখিত বিষয়গুলো পড়লে এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এলাট্রল এর দাম কত
- এলাট্রল এর দাম Alatrol tablet (10mg) ১ পাতা ( ১০ টি ট্যাবলেট ) মূল্যঃ ৩০.১০ টাকা।
- এলাট্রল ৬০ মি.গ্রা সিরাপের বর্তমান বাজার মূল্য হলো-- ৩০ টাকা।
- এলাট্রল পেডিয়াট্রিক ১৫ মি.গ্রা সিরাপের বাজার মূল্য হলো-- ২৫ টাকা।
লেখকের মন্তব্যঃ এলাট্রল খেলে কি ঘুম হয়
প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে এলাট্রল খেলে কি ঘুম হয় এবং স্কিন এলার্জি ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই ওষুধটি যেমন উপকারী ঠিক তেমনি ক্ষতিকর। তাই অবশ্যই এই ওষুধটি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। এবং আপনার শরীর সুস্থ রাখবেন। যদি আপনারা এই আর্টিকেলটি পড়ে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার অন্য বন্ধুদের মাঝে আর্টিকেলটি শেয়ার করবেন। আজকের এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url