টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা - টাইগার মুরগির ঔষধের তালিকা
টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে আপনার হয়তো এই আর্টিকেলে জানতে এসেছেন? পাঠক আপনাদের সুবিধার জন্যই আজকে আমি এই বিষয়টি সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যারা টাইগার মুরগি লালন পালন করেন তাদের এ বিষয়টি জানা অত্যন্ত জরুরী। তাই আসুন আর দেরি না করে টাইগার মুরগির কি কি ভ্যাকসিন প্রয়োজন তা জেনে নিন।
শুধু তাই নয় এই আর্টিকেলে টাইগার মুরগির ঔষধের তালিকা সম্পর্কেও আলোচনা করেছি। যা আপনাদের টাইগার মুরগি লালন পালন করা সকলের জানা জরুরী। কারণ এই তালিকাটি জানলে আপনি খুব সহজেই টাইগার মুরগিগুলোকে ওষুধ সেবন করে দ্রুত মাংস এবং ডিম উৎপাদন করে লাভজনক হতে পারবেন। তার তাই আর দেরি না করে সম্পূর্ণ আর্টিকেল ধৈর্য সহকারে পড়ুন।
ভূমিকা
বাংলাদেশে এখন টাইগার মুরগি লালন পালন করার চাহিদা বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তার একটাই কারণ সেটি হল এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং অনেক বেশি ডিম দেয় বলে প্রত্যেকটা মুরগি পালনকারীরা টাইগার মুরগী লালন পালন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে টাইগার মুরগী লালন পালন করার আগে আপনাকে কিভাবে টাইগার মুরগী পালন করবেন এবং টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা ও টাইগার মুরগির ঔষধের তালিকা সম্পর্কে জানতে হবে। তাই আপনাদের সুবিধার্থে এই সম্পূর্ণ বিষয়গুলো এই আর্টিকেলে সঠিকভাবে তুলে ধরা হয়েছে। তাই আপনারা চাইলে সম্পূর্ণ আর্টিকেল পড়ে টাইগার মুরগির সমস্ত বিষয়গুলো সঠিকভাবে জেনে নিতে পারবেন। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
টাইগার মুরগি পালন পদ্ধতি pdf
বর্তমান সময়ে টাইগার মুরগি পালন করতে অনেকেই আগ্রহ করেছেন। তাই অনেকেই জানতে চেয়েছেন টাইগার মুরগির পালন পদ্ধতি সম্পর্কে। বাংলাদেশে টাইগার মুরগি পালন করা খুবই সহজ একটি প্রক্রিয়া। এই মুরগি পালন করা এবং সোনালি মুরগি পালন করা প্রায় একই রকম।
যদিও আমাদের বাংলাদেশে টাইগার মুরগি পালন করার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এর একটাই কারণ সেটা হলো টাইগার মুরগি পালন করে অনেকেই অধিক পরিমাণে লাভজনক হচ্ছে। তবে এই মুরগিগুলো পালন করার জন্য আপনাকে অবশ্যই টাকা ইনভেস্ট করে ব্যবসার মাধ্যমে টাইগার মুরগী লালন পালন করলেই তারপরে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন।
সাধারণত অনেকে টাইগার মুরগি পালন পদ্ধতি বুঝতে পারেন না তাই আজকে আমি সঠিক পদ্ধতি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা যারা মুরগি পালনের পদ্ধতি জানতে চান তারা আমাদের সাথেই থাকুন।
- টাইগার মুরগি গরমের সময়ে ব্রিডিং হতে প্রায় ৭ থেকে ৮ দিন সময় লাগে। আর শীতের সময় ব্রিডিং হতে প্রায় ১০ থেকে ১৫ দিন সময় লাগে।
- আপনি চাইলে এই মুরগিগুলো খামারের মধ্যে রেখে পালন করতে পারেন। এছাড়াও চাইলে ছেড়ে দিয়েও লালন পালন করতে পারেন।
- টাইগার মুরগি কেজিতে আসতে প্রায় ৪০ দিনের মতো সময় লাগে। যেখানে দেশি মুরগি এবং সোনালি মুরগিগুলো কেজিতে আসতে প্রায় ৬০ থেকে ৬৫ দিন পর্যন্ত সময় লাগে।
- টাইগার মুরগির ওজন প্রায় ৫ থেকে ৬ কেজি ওজন হয়ে থাকে এবং টাইগার মোরগের ওজন প্রায় ১০ কেজি পর্যন্ত হয়ে থাকে।
- এই টাইগার মুরগি গুলোর ডিম দেওয়ার সম্পূর্ণ সময় আসতে লাগে প্রায় ১৬০ দিন থেকে ১৮০ দিনের মতো।
- এই টাইগার মুরগী গুলো বছরে কমপক্ষে ২০০ থেকে ৩০০টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। আর এজন্যই অনেকে এই মুরগিগুলোকে নেয়ার জন্য আগ্রহ করে।
- শুধু তাই নয় এই মুরগিগুলোর বাচ্চার দাম সর্বনিম্ন একশ টাকা থেকে শুরু করে প্রায় ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে এই দামগুলো সময়ের পরিবর্তে হয়ে থাকে।
- টাইগার মুরগি লালন পালন করার সময় অবশ্যই খামারের আশেপাশে কোন যেন নোংরা আবর্জনা না থেকে সেটিকে লক্ষ্য রাখতে হবে। সব সময় খামার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে মুরগির কোন রকমের রোগে আক্রান্ত না হয়।
- শীতে এবং অধিক শীতে মুরগির খামার ভেতর কোনো রকম ঠান্ডা বাতাস যেন না যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও টাইগার মুরগি যে স্থানে থাকবে সেই স্থান শুকনো ও পরিষ্কার হওয়া উচিত।
- এছাড়াও শীতের কিছুদিন আগে টাইগার মুরগীকে ভ্যাকসিন দিতে হবে যাতে করে কোন রোগ আক্রান্ত করতে না পারে। টাইগার মুরগি পালনের জন্য আপনাকে অবশ্যই উপযুক্ত একটি স্থান নির্ধারণ করতে হবে যেখানে মুরগি আলো এবং বাতাস গ্রহণ করতে পারে।
- এছাড়াও টাইগার মুরগিকে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার গ্রহণ করাতে হবে যেমন প্রোটিন, খনিজযুক্ত খাবার, ভিটামিন, কার্বোহাইড্রেট ইত্যাদি। এই টাইগার মুরগি কোন ধরনের রোগে যেন না আক্রান্ত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং সব সময় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।
টাইগার মুরগির খাবার তালিকা
আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা টাইগার মুরগি পালন করতে চান। কিন্তু টাইগার মুরগির সঠিক খাবার তালিকা কি তা অনেকেই জানেন না। তাই যারা টাইগার মুরগি পালন করেন তাদের অবশ্যই টাইগার মুরগির খাবার তালিকা সম্পর্কে জেনে নিতে হবে।
তার কারণ এতে করে আপনার মুরগি সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে পারবে এবং আপনি খুব দ্রুত অধিক লাভজনক হতে পারবেন। তাই আসুন নিম্নে খাবারের তালিকা দেয়া হয়েছে দেখে নিন।
প্রথম দিনঃ সাধারণত প্রথম দিন অনুযায়ী টাইগার মুরগির বাচ্চার বয়স হবে ৫৬ গ্রাম। দৈনিক বৃদ্ধি হবে ১৪ গ্রাম এবং গড় দৈনিক লাভ ০ হবে। যদি ফিড রূপান্তর অনুপাত করা হয় তাহলে ০.২৩২ এবং দৈনিক খাওয়ার পরিমাণ হবে ১৩। যেহেতু এটি ১ম দিন, তাই এখানে মোট টাইগার মুরগির ফিড গ্রহণের পরিমাণ হবে ১৩ গ্রাম।
দ্বিতীয় দিনঃ দ্বিতীয় দিনে টাইগার মুরগির বাচ্চার বয়স অনুযায়ী ওজন হবে ৭২ গ্রামএবং প্রতিদিন বৃদ্ধি পাবে ১৬ গ্রাম। সেক্ষেত্রে ফিড রূপান্তর হার হলো ০.৪১৭ গ্রাম ও ০ শতাংশ গড় বৃদ্ধি হবে। তাহলে দ্বিতীয় দিনে দৈনিক টাইগার মুরগির খাদ্য গ্রহণের পরিমাণ হবে ১৭ গ্রাম এবং মোট খাদ্য গ্রহণের পরিমাণ হবে ৩০ গ্রাম।
তৃতীয় দিনঃ তৃতীয় দিনে টাইগার মুরগির বাচ্চার ওজন হবে প্রায় ৮৯ গ্রাম। দৈনিক বৃদ্ধির হার হবে ১৭ গ্রাম এবং বৃদ্ধির গড় হবে ০ শতাংশ। তাছাড়া তৃতীয় দিনে এসে খাদ্য রূপান্তরের হার হবে ০.৫৭৩ এবং দৈনিক খাদ্য গ্রহণে পরিমাণ হবে ২১ গ্রাম। অর্থাৎ মোট খাদ্য গ্রহণ হবে ৫১ গ্রাম।
চতুর্থ দিনঃ চতুর্থ দিনের বেলায় এসে টাইগার মুরগির বাচ্চার ওজন হবে প্রায় ১০৯ গ্রাম এবং দৈনিক বৃদ্ধি বিশ গ্রাম হওয়ার পাশাপাশি দৈনিক বৃদ্ধির গড় হবে ০। আর খাদ্য রূপান্তরের হার থাকবে ০.৬৭৯ গ্রামএবং প্রতিদিন খাদ্য গ্রহণ ২৩ গ্রাম হওয়ার পাশাপাশি মোট খাদ্য গ্রহণ হবে প্রায় ৭৪ গ্রাম।
পঞ্চম দিনঃ পঞ্চম দিনে টাইগার মুরগির বাচ্চার ওজন হবে বয়স অনুযায়ী প্রায় ১৩১ গ্রাম। আর প্রতিদিনের বৃদ্ধির হার হবে ২২ গ্রাম। আর খাদ্য রূপান্তরের হার ০.৭৭৩ এবং দৈনিক খাদ্য গ্রহণের পরিমাণ ২৭ গ্রাম। সর্বশেষে পঞ্চম দিনে টাইগার মুরগির মোট খাদ্য গ্রহণের হিসাব করলে প্রায় ১০৫ গ্রাম হয়ে থাকে।
ষষ্ঠ দিনঃ বয়স অনুযায়ী টাইগার মুরগির বাচ্চার ওজন হবে ষষ্ঠ দিনে প্রায় ১৫৭ গ্রাম। আর প্রতিদিন ওজন বেড়ে হবে ২৬ গ্রাম এবং ওজন বেড়ে যাওয়ার হার কোন পরিবর্তন হবে না।
তাছাড়া টাইগার মুরগির খাদ্য রূপান্তরের হার হিসাব করলে ০.৮৪১ গ্রাম হয়ে থাকে এবং দৈনিক খাদ্য গ্রহণের পরিমাণ ৩১ গ্রাম হয়ে থাকে। তবে সরাসরি খাদ্য গ্রহণের পরিমাণ হিসাব করলে ১৩২ গ্রাম।
সপ্তম দিনঃ সর্বশেষ সপ্তম দিনে টাইগার মুরগির বাচ্চার ওজন বয়স অনুযায়ী দাঁড়াবে প্রায় ১৪৫ গ্রাম। তবে সপ্তম দিনে এসে টাইগার মুরগির বাচ্চার বৃদ্ধির হার পরিবর্তন হবে। সেক্ষেত্রে টাইগার মুরগির বৃদ্ধির হার দাঁড়াবে প্রায় ২৬.৪।
এছাড়াও খাদ্য রূপান্তরের হার ০.৯০২ গ্রাম বৃদ্ধি পাবে। আরো ৩৫ টা বৃদ্ধি পাবে প্রতিদিন খাদ্য গ্রহণ এবং সর্বশেষে টাইগার মুরগির বাচ্চার মোট খাদ্য গ্রহণের পরিমাণ হবে ১৬৭ গ্রাম।
টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা
যদি আপনারা টাইগার মুরগিকে সঠিক সময়ে এবং সঠিক নিয়মে ভ্যাকসিন করেন তাহলে আশা করি এই যাদের মুরগিগুলোর কোন ধরনের অসুখ-বিসুখ দেখা দিবে না। ফলে আপনারা খুব সহজে মাংস এবং ডিম উৎপাদন করে অধিক লাভবান হতে পারবেন।
তাই আপনাদের সুবিধার জন্য আজকে আমি আর্টিকেলে টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা নিম্নে আলোচনা করেছি। তাই আসুন টাইগার মুরগির কি কি ভ্যাকসিন করতে হয় তা সঠিকভাবে জেনে নিন।
টাইগার মুরগি কত দিনে ডিম পাড়ে
টাইগার মুরগি যারা লালন পালন করে তাদের মনে একটি প্রশ্ন সব সময় ঘুরপাক খায় সেটি হল টাইগার মুরগি কতদিনে ডিম পাড়ে এবং বছরে কয়টি ডিম পাড়ে? টাইগার মুরগি সাধারণত ৫ থেকে ৬ মাস বয়সের পর থেকেই ডিম দেওয়া শুরু করে। এই জাতের মুরগিগুলো বছরে প্রায় ১৬০ থেকে ১৮০ টি পর্যন্ত ডিম দিয়ে থাকে।
আর এভাবেই একটানা দুই থেকে আড়াই বছর পর্যন্ত টাইগার মুরগি ডিম দিতে থাকে। তবে এই মুরগিগুলোর ডিম দেওয়ার প্রবণতা আস্তে আস্তে অনেক কমতে থাকে। আশা করি টাইগার মুরগি কত দিনের ডিম পাড়ে এবং বছরে কয়টি ডিম পাড়ে তার সঠিকভাবে জানতে পেরেছেন।
টাইগার মুরগির ঔষধের তালিকা
প্রিয় বন্ধুরা আপনারা হয়তো অনেকেই টাইগার মুরগীর ওষুধের তালিকা সম্পর্কে জানতে এসেছেন। আশা করি আপনারা এই পোষ্টের মাধ্যমে টাইগার মুরগির কি কি ওষুধ প্রয়োজন পড়বে এবং প্রয়োজনে সম্পর্কে জানতে পারবেন। তাই আসুন আর দেরি না করে নিচে ওষুধের তালিকাটি দেয়া হয়েছে জেনে নিন।
ক্রমিক নং -- বয়স দিন -- ঔষধের নাম এবং প্রয়োগ বিধিঃ
১) -- প্রথম দিন -- লাইসোভিট বা গ্লুকোজ
২) -- টানা ২ থেকে ৪ দিন -- এমক্সাসিলিন
৩) -- ৩ থেকে ৫ দিনের ভিতর -- আইবি+এনডি লাইভ ভ্যাক্সিন (রানীক্ষেত ও ব্রংকাইটিস)
৪) -- ১০ থেকে ১২ দিনের ভিতর -- গামবোরো লাইভ ভ্যাক্সিন
৫) -- ১২ থেকে ১৪ দিন -- লিভারটনিক ও ভিটামিন
৬) -- ১৮ থেকে ২২ দিনের ভিতর -- গামবোরো লাইভ ভ্যাক্সিন
৭) -- ২৪ থেকে ২৬ দিনের ভিতর -- এনডি লাইভ ভ্যাক্সিন (রানীক্ষেত)
৮) -- ২৪ থেকে ২৬ দিন -- এম্প্রোলিয়াম + সিপ্রো
৯) -- ৩০ তম দিন -- ফাউলপক্স ভ্যাক্সিন।
১০) -- ৩৫ তম দিন -- কৃমিনাষক ঔষধ।
১১) ৪৫ থেকে ৪৮ দিনের ভিতর রানীক্ষেত লাইভ ভ্যাক্সিন (প্রাদুর্ভাব বেশি থাকলে)
১২) ৫০ দিন থেকে নিয়মিত প্রোবায়োটিক + ভিটামিন + লিভারটনিক
টাইগার মুরগির বাচ্চার দাম
আপনাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা টাইগার মুরগির বাচ্চার দাম জানতে চেয়েছেন। তাই আজকে আমি এই আলোচনায় এই বিষয়টি সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন বন্ধুরা আপনারা যদি ১৫ দিনের টাইগার মুরগির বাচ্চা কিনেন তাহলে প্রতি পিস দাম পড়বে ১০০ থেকে ১১০ টাকা।
আর যদি আপনারা এক মাসের টাইগার মুরগির বাচ্চা কিনেন তাহলে প্রতিপিস দাম পড়বে ২৫০ টাকা, ১.৫ মাসের টাইগার মুরগির বাচ্চার প্রতি পিস ৩২০ টাকা এবং ২ মাসের বাচ্চার দাম পড়বে প্রতি পিস ৪২০ টাকা।
লেখকের মন্তব্যঃ টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা
সম্মানিত পাঠক আপনারা হয়তো অনেকেই টাইগার মুরগী লালন-পালন করতে ইচ্ছুক। তবে লালন পালন করার আগে আপনাকে টাইগার মুরগির বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। যা আজকে আমি এই আর্টিকেলে তুলে ধরেছি। আশা করি আপনারা সকলেই টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা এবং টাইগার মুরগির ঔষধের তালিকা সম্পর্কে জানতে পেরেছেন।
যদি আপনারা এই বিষয়গুলো জেনে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আপনার বন্ধুদের মাঝে পোস্টটি শেয়ার করবেন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url