শুধু এলোভেরা মাখলে কি হয় | অ্যালোভেরা চুলে মাখলে কি হয়
আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা চুলের সমস্যা এবং ত্বকের বিভিন্ন সমস্যা কারণে
অনেক পদ্ধতি অবলম্বন করেন তবে আপনারা কি জানেন প্রাকৃতিক উপায়ে শুধু এলোভেরা
মাখলে কি হয়। হয়তো অনেকেই জানেন না। তাই আজকের এই আর্টিকেলে এই বিষয়টি
সম্পর্কে সঠিকভাবে আলোচনা করা হয়েছে। আপনারা পড়লে আশা করি এলোভেরার উপকারিতা
সম্পর্কে জেনে যাবেন।
শুধু তাই নয় এলোভেরা জেল ব্যবহারের নিয়ম সম্পর্কেও বিস্তারিত জেনে যাবেন। তাই
আপনাদের কাছে একটাই অনুরোধ এই আর্টিকেল সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।
ভূমিকা
প্রাচীনকাল থেকেই এলোভেরা ত্বকের ও চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। অনেক
কোম্পানিরা এই অ্যালোভেরার সাথে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রণ করে নাইট ক্রিম
হিসেবে বিক্রি করছেন। তবে আপনারা যদি ভালো ফলাফল পেতে চান তাহলে বাড়িতে
অ্যালোভেরার গাছ লাগিয়ে সেটি সার, পানি দিয়ে বড় করে তাজা এলোভেরা জেল আপনার
ত্বক ও চুলের জন্য ব্যবহার করতে পারেন। মূলত অনেকেই রয়েছে যারা এই পদ্ধতি অনুসরণ
করে ত্বকের যত্ন নেয় এবং চুলের যত নেয় কিন্তু এর মধ্যে আবার কিছু মানুষ রয়েছে
শুধু এলোভেরা মাখলে কি হয় তা অনেকেই জানেন না। পাঠক আপনাদের কোন চিন্তার কারণ নেই। আজকের এই আর্টিকেলে এই
বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা যদি সময় নিয়ে সম্পূর্ণ আর্টিকেল
পড়েন। তাহলে আশা করি এলোভেরা চুলের জন্য এবং ত্বকের জন্য কতটুকু উপকারী তা
সম্পূর্ণ জেনে যাবেন। তাই আসুন আর দেরি না করে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
পতঞ্জলি এলোভেরা জেল ব্যবহারের নিয়ম
পতঞ্জলি এলোভেরা জেলে প্রধান উপাদান হিসেবে অ্যালোভেরা রয়েছে প্রায় ৯০%। এই
অ্যালোভেরা আপনার ত্বকের পুনরুজ্জীবিত করতে সহায়তা করে। এছাড়াও পতঞ্জলির
বিভিন্ন অ্যালোভেরা জেল রয়েছে যা আপনার চুল এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে
বিশেষভাবে ভূমিকা রাখে।
যদি আপনারা পতঞ্জলি অ্যালোভেরা জেল প্রতিদিন ব্যবহার করেন তাহলে আশা করি আপনার
ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো মেরামত করতে অনেক বেশি সাহায্য করবে পাশাপাশি আপনার
ত্বক উজ্জ্বল করতেও সহায়তা করবে। এছাড়াও পতঞ্জলি এলোভেরা জেল ত্বকের বিভিন্ন
সমস্যা দূর করতে সাহায্য করে যেমন-
- দাগ কমায়
- সানটান দূর করে
- ক্ষত নিরাময় করে
- ডার্ক সার্কেল কমায়
- পোড়া আঘাত নিরাময়
- ব্রণ ব্রেকআউট নিরাময়
- প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে
ত্বকের জন্য পতঞ্জলি এলোভেরা জেল ব্যবহারের নিয়ম হলোঃ
১) ফেস প্যাক হিসাবে পতঞ্জলি অ্যালো ভেরা জেল
যদি আপনার ত্বকে ব্রণ প্রবন্তক থাকে
তাহলে আপনি এই পুষ্টিকর ও নিরাময় কারী ফেসপ্যাক পতঞ্জলি এলোভেরা জেল ব্যবহার
করতে পারেন। এটি আপনার ত্বকের শুষ্কতা দূর করে ত্বক হাইড্রেট রাখতে অনেক বেশি
সাহায্য করবে।
- এটি ব্যবহারের নিয়ম হল প্রথমে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
- এরপর পতঞ্জলি এলোভেরা জেল মুখে ভালোভাবে লাগিয়ে রাখুন।
- অন্তত ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত আপনার ত্বকে লাগিয়ে রাখুন।
- এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে আপনার মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন।
- এরপর নরম তোয়ালে দিয়ে আপনার মুখ ভালোভাবে শুকনো করে রাখুন।
২) নাইট ক্রিম হিসাবে পতঞ্জলি অ্যালো ভেরা জেল
আপনারা চাইলে এই পতঞ্জলি অ্যালোভেরা
জেল নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারেন। এটা আপনার ত্বকের গভীর পুষ্টি প্রদান
করতে এবং ত্বকের নিরময় করতে বিশেষভাবে ভূমিকা পালন করে।
শুধু তাই নয় ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করতেও অনেক বেশি সহায়তা করে। এছাড়াও
আপনার মুখ থেকে সূক্ষ্ম রেখা ও দাগ দূর করতেও সাহায্য করে।
- এটি ব্যবহারের নিয়ম হল প্রথমে আপনাকে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে।
- এরপর আপনার মুখমণ্ডলে ভালোভাবে অ্যালোভেরা জেল প্রয়োগ করুন।
- তারপর অন্তত দুই থেকে তিন মিনিট ম্যাসাজ করুন।
- এরপর সারারাত এভাবেই রেখে দিন এবং পরদিন সকালে ঘুম থেকে উঠে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন।
৩) ময়েশ্চারাইজার হিসাবে পতঞ্জলি অ্যালো ভেরা জেল
আপনারা যদি চান তাহলে এই পতঞ্জলি
এলোভেরা জেল ময়শ্চারাইজার হিসেবেও ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করার পরে
আপনার ত্বকের দীর্ঘ সময়ের জন্য হাইড্রেটেড রাখতে সহায়তা করবে।
আপনারা চাইলে প্রতিদিন ময়েশ্চারাইজার পরিবর্তে এই পতঞ্জলি জেল প্রয়োগ করতেও
পারেন কিংবা ময়েশ্চারাইজার সাথে মিশ্রণ করেও ব্যবহার করতে পারেন। যদি আপনারা
পতঞ্জলি এলোভেরা জেল ময়েশ্চারজ হিসেবে প্রয়োগ করতে চান তাহলে প্রথমত আপনাকে
যেটা করতে হবে-
- আপনার মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
- এরপর আপনার মুখে এলোভেরা জেল ভালোভাবে লাগিয়ে নিতে হবে।
- তারপর অন্তত তিন থেকে চার মিনিট পর্যন্ত মেসেজ করতে হবে।
উপরে উল্লেখিত বিষয়গুলো জানার পাশাপাশি আপনারা চাইলে চুলের জন্যও পতঞ্জলি
অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।
পতঞ্জলি এলোভেরা জেল চুলের জন্য বিশেষ উপকারী। যেমন-
- খুশকি দূর করে
- চুল পড়া কমায়
- মেরামত বিভক্ত শেষ
- চুলের বৃদ্ধি প্রচার করে
- আপনার চুল মজবুত করে
এই পতঞ্জলি এ্যালোভেরা জেল আপনারা চাইলে চুলের কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে
পারবেন। যদি আপনার চুল মসৃণ ও চকচকে করতে চান তাহলে এলোভেরা জেল আপনার জন্য
অত্যন্ত উপকারী। আপনি চাইলে একটি সামঞ্জস্যপূর্ণ পেস্ট তৈরি করতে অলিভ অয়েল
কিংবা নারকেল তেল ও একটি ডিম একসঙ্গে মিশ্রন করে মাথার ত্বক এবং চুলে লাগিয়ে
রাখতে পারেন।
এতে করে আপনার চুলের জন্য অনেক উপকারী। কন্ডিশনার হিসেবে চুলের জন্য অ্যালোভেরা
জেল কিভাবে প্রয়োগ করবেন তা হয়তো আপনারা অনেকেই জানেন না। তাই নিম্নে পদ্ধতি
দেয়া হয়েছে জেনে নিন।
- অ্যালোভেরা জেল এবং যেকোনো ক্যারিয়ার তেল একসঙ্গে মিশ্রণ করুন।
- এরপর আপনার চুলে এবং ত্বকে ভালোভাবে সেই পেস্টটুকু লাগিয়ে রাখুন।
- অন্তত দুই থেকে তিন ঘন্টা এভাবেই লাগিয়ে রাখুন।
- তারপর উন্নত মানের শ্যাম্পু ব্যবহার করে আপনার চুল ভালোভাবে পরিষ্কার করুন।
উপরে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করলে আশা করি আপনারা খুব সহজেই ত্বকের এবং চুলের
বিভিন্ন সমস্যা দূর করতে পারবেন। তাই আর দেরি না করে অন্য কিছু ব্যবহার করার আগে
নাইট ক্রিম বা নরমাল ভাবেই পতঞ্জলি এলোভেরা জেল ব্যবহার করে আপনার ত্বক ও চুল
অনেক সুন্দর করে তুলুন।
শুধু এলোভেরা মাখলে কি হয়
এলোভেরা একটি প্রাকৃতিক ভেষজ, যা ত্বক ও চুলের যত্নে বহুল ব্যবহৃত। শুধু এলোভেরা
মাখার ফলে ত্বক আরও কোমল ও উজ্জ্বল হতে পারে, কারণ এটি প্রাকৃতিকভাবে
ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং
অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের প্রদাহ কমায়, যা ব্রণ এবং অন্যান্য ত্বকের
সমস্যার ক্ষেত্রে উপকারী।
এলোভেরা শুধু ত্বককে হাইড্রেটই করে না, এটি রোদে পোড়া ত্বকের জন্যও আরামদায়ক।
এছাড়াও শুধু অ্যালোভেরা মাখলে আরো বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যায় যেমন কাটা
ছেঁড়া আগুনে পুড়ে যাওয়া ক্ষত থেকে শুরু করে ঘা, ব্রণ দাগ এই সমস্ত সমস্যাগুলো
শুধু এলোভেরা জেল মাখলেই নিমিষেই আরাম পাওয়া যায়।
- শুধু এলোভেরার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের হাল ফেরাতে অনেক বেশি সাহায্য করে।
- এছাড়াও ত্বকের কোন সমস্যাও যদি না থাকে তাহলে আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন কারণ প্রতিদিন শুধু এলোভেরা মাখলে ত্বকের জেলা বৃদ্ধি পায় এবং ত্বক সবসময় পুনরুদ্ধার করতে সাহায্য করে।
- ত্বক সুন্দর ও উজ্জ্বলতা বাড়ানোর জন্য শুধু অ্যালোভেরা মাখলে চলবে না। এলোভেরার সাথে অল্প কিছু গোলাপজল মিশ্রণ করতে হবে এবং একটি ফেসপ্যাক তৈরি করে তোকে ব্যবহার করলে আপনার ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পাবে।
- অ্যালোভেরার মধ্যে রয়েছে এন্টিঅক্সিডেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ব্যাকটেরিয়াল ইত্যাদি। যদি আপনারা ত্বকের উপর শুধু এলোভেরা মাখেন তাহলে ত্বকের ক্ষতির নিরাময়ে এবং ত্বকের প্রদাহ কমাতে অনেক বেশি সাহায্য করবে।
- পাশাপাশি আপনার ত্বকের ব্রণ ফুসকুড়ি ত্বকের আরও বিভিন্ন সমস্যা দূর করতেও সাহায্য করে। যদি আপনার ত্বক তেলতেলে থাকে তাহলে শুধু এলোভেরা ব্যবহার করলে পাওয়া যায় অনেক উপকার। তাই রূপচর্চায় প্রাচীনকাল থেকেই এলোভেরার কদর অনেক বেশি। পাঠক আশা করি শুধু এলোভেরা মাখলে কি হয় তা সঠিকভাবে জানতে পেরেছেন।
এলোভেরা জেল ব্যবহারের নিয়ম
আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা এলোভেরা জেল ব্যবহারের নিয়ম সম্পর্কে জানেন
না। তাই আজকে আমি এই আর্টিকেলে আপনাদের এই বিষয়টি বিস্তারিত বিশ্লেষণ করার
চেষ্টা করব। আশা করি অ্যালোভেরা আপনার ত্বকের জন্য কিভাবে ব্যবহার করবেন তা
সঠিকভাবে জেনে যাবেন। তাই আসুন আর দেরি না করে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
মধু ও অ্যালোভেরার জেলঃ যদি আপনার ত্বক তেলতেলে ভাব হয় এবং তৈলাক্ত
ত্বকের ব্রণ হয় তাহলে এটি কমাতে অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন।
অ্যালোভেরা, মধু এবং ভিটামিন ই একসঙ্গে মিশ্রণ করে একটি প্যাক তৈরি করুন এরপর
তাকে ব্যবহার করুন। আশা করি অনেক উপকার পাবেন।
গোলাপ ও অ্যালোভেরার টোনারঃ যদি আপনার ত্বকের শুষ্কতা কমাতে চান তাহলে ঘরে
তৈরি অ্যালোভেরা ও গোলাপের টোনা ত্বকে ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার জেল এবং
গোলাপ জল একসঙ্গে মিশ্রণ করে প্রতিদিন গোসল করার পরে ব্যবহার করলে আশা করি অনেক
ভালো ফলাফল পাওয়া যায়। আপনারা চাইলে এটি ব্যবহার করে আপনার ত্বকের শুষ্কতা দূর
করতে পারেন।
প্রদাহনাশক ফেস প্যাকঃ আপনাদের কারো যদি ত্বকের প্রভাব ও সমস্যা যেমন
একজিমা বা র্যাশের প্রবণতা দেখা দেয় তাহলে এলোভেরার জেল ব্যবহার করতে পারেন।
অ্যালোভেরা স ফেসওয়াশ আপনার ত্বক অনেক শীতল রাখতে সাহায্য করবে পাশাপাশি ত্বকের
লালচে ভাব কমাতেও সহায়তা করবে।
লেবুর সঙ্গে অ্যালোভেরা জেলঃ অ্যালোভেরা ও লেবু দুটোই শক্তিশালী অ্যান্টি
এইজিইং (Anti aging) উপাদান সমৃদ্ধ। এগুলো আপনার ত্বকের আদ্রতা বজায় রাখতে
সাহায্য করে পাশাপাশি দাগ ছোপ কমাতেও সহায়তা করে।
এক টেবিল চামচ এলোভেরা এবং একটি ডিমের সাদা অংশ ও আধা টেবিল লেবুর রস একসঙ্গে
মিশ্রণ করে একটি প্যাক তৈরি করুন এরপর তাকে অন্তত ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে
অপেক্ষা করুন। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। আশা করি অনেক
উপকার পাবেন।
হলুদের সঙ্গে অ্যালোভেরা জেলঃ যদি আপনাদের ত্বক অনেক মোলায়েম ও উজ্জ্বল
করতে চান তাহলে এলোভেরা জেল ব্যবহার করুন। এক টেবিল চামচ এলোভেরার জেল এবং এক চা
চামচ মধু ও এক চিমটি হলুদের গুড়া নিন। এরপর সেগুলোর সাথে কয়েক ফোটা গোলাপ জল
মিশিয়ে সুন্দর করে একটি প্যাক তৈরি করুন।
এরপর আপনার ত্বকে মিশ্রণটি লাগিয়ে রাখুন অন্তত ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত। এরপর
হালকা কুসুম গরম পানি দিয়ে আপনার ত্বক ধুয়ে ফেলুন। এতে করে আপনার ত্বক হয়ে
উঠবে অনেক মূল্যায়ন ও উজ্জ্বল।
টক দই ও অ্যালোভেরা জেলঃ যদি আপনার ত্বকে তৈলাক্ত ভাব হয় তাহলে তুই টেবিল
চামচ এলোভেরা জেল ও এক চা চামচ টক দই একসঙ্গে মিশ্রণ করে আপনার ত্বকে ১০ থেকে ১৫
মিনিট লাগিয়ে অপেক্ষা করুন।
এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন আশা করি আপনার ত্বকের তৈলাক্ত ভাব খুব
সহজেই দূর হয়ে যাবে। আর যদি আপনার ত্বক সুষ্ঠু হয় তাহলে এই মিশ্রনের সাথে এক চা
চামচ মধু মিশ্রণ করবেন তাহলেই হয়ে যাবে।
নারকেল তেল ও অ্যালোভেরা জেলঃ পরিমাণ মতো এলোভেরা জেল এবং কয়েক ফোটা
নারকেল তেল একসঙ্গে মিশ্রণ করে একটি প্যাক তৈরি করুন। এরপর আপনার ত্বকে কিছুক্ষণ
লাগিয়ে রাখুন। এরপর কিছুক্ষণ রেখে আপনার ত্বক পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ফলে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃণ।
তবে আপনার কোন আক্রান্ত স্থানে বা ক্ষতস্থানে এলোভেরা জেল ব্যবহার করবেন না। এতে
করে আপনার সংক্রমণ এবং প্রদাহ বৃদ্ধি পেতে পারে। এলোভেরা ব্যবহারের সবচেয়ে ভালো
উপায় হল তাজা এলোভেরা জেল। যদি আপনারা কোথাও বা আপনার বাড়ি থেকে তাজা এলোভেরা জেল পেয়ে থাকেন, তাহলে এটি
ব্যবহার করতে পারলে অনেক বেশি উপকার পাবেন।
অ্যালোভেরা চুলে মাখলে কি হয়
অ্যালোভেরা চুলে মাখলে অনেক বেশি উপকার রয়েছে তার একটাই কারণ হলো অ্যালোভেরাতে
অনেক পুষ্টিগুণ রয়েছে যা চুলে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। অ্যালোভেরার
পুষ্টিগুণ চলে যত্ন নিতে পারে গভীর থেকে। এই অ্যালোভেরা জেল রয়েছে
অ্যান্টক্সিডেন্ট বিটা ক্যারোটিন ভিটামিন এ ভিটামিন সি যা চুলের পুষ্টি জোগাতে
এবং চুল ঘন করতে অনেক বেশি সাহায্য করে।
এছাড়াও এই অ্যালোভেরাতে এন্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা থাকার কারণে চুলের
স্ক্যাল্পের যেকোনো সংক্রমণ প্রতিরোধ করতে অনেক বেশি সাহায্য করে। তাই আপনারা
চাইলে চুলের যত্নে নিয়মিত এলোভেরা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে
প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও অ্যালোভেরা ব্যবহার করতে পারেন।
অ্যালোভেরা মুখে মাখলে কি হয়
প্রায় আমরা অনেকেই প্রতিদিনই বাইরে কোন না কোন কাজে যেয়ে থাকি। কিন্তু বাইরে
বের হলেই বিভিন্ন ধুলাবালিতে ত্বকের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। শুধু তাই নয়
অনেক ব্যস্ততার কারণেও অনেকে পার্লারে গিয়ে ত্বকের যত্ন নেওয়ার সুযোগ পান
না।
তাই আপনারা চাইলে ত্বকের যত্ন নিতে প্রাকৃতিক উপাদান হিসেবে অ্যালোভেরা ব্যবহার
করতে পারেন। এটি তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আপনারা চাইলেই এই
প্রাকৃতিক উপাদান এলোভেরা বেশি বেশি ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারের ফলে
আপনার ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে, দাগ মুক্ত করতে, ত্বকের ব্রণের উদ্ভব
কমাতে এবং ত্বক মসৃণ রাখতে অনেক বেশি সাহায্য করবে।
পাশাপাশি আপনারা চাইলে নাইট ক্রিম হিসেবেও অ্যালোভেরা ব্যবহার করতে পারেন।
এতে করে অনেক উপকার পাবেন। আশা করি এলোভেরা মুখে মাখলে কি হয় এই বিষয়টি
সঠিকভাবে জানতে পেরেছেন।
লেখকের মন্তব্যঃ শুধু এলোভেরা মাখলে কি হয়
প্রিয় ভিজিটর আশা করি সম্পূর্ণ আর্টিকেল পড়ে শুধু এলোভেরা মাখলে কি হয় এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। অ্যালোভেরার
ত্বকের জন্য এবং চুলের জন্য অনেক বেশি কার্যকারী। তবে অতিরিক্ত ব্যবহার না করে
উপরে উল্লেখিত বিষয়গুলো পড়ে সঠিক নিয়ম অনুসরণ করে এলোভেরা ব্যবহার করলে অনেক
বেশি উপকার পাওয়া যাবে।
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url