মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান MCQ ২০২৪
বাংলাদেশের এই প্রথম মেট্রোরেল চালু হয়েছে। তাই অনেক মানুষেরই জানার
আগ্রহমেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান সম্পর্কে। বিশেষ করে বিভিন্ন চাকরি
পরীক্ষায় মেট্রোরেল সম্পর্কে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান বা প্রশ্ন দিয়ে থাকে
আর এর জন্য মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই আসুন
আপনারা সকলেই জেনে নিন।
এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনি মেট্রোরেল সম্পর্কে যাবতীয় তথ্য
সঠিকভাবে জেনে যাবেন। তাদের দেরি না করে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে
পড়ুন।
ভূমিকা
মেট্রোরেল বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ট্রেন। বিশেষ করে ঢাকা শহরের যানজট দূর
করার জন্য এই মেট্রোরেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আধুনিক
সুযোগ-সুবিধা সম্পন্ন স্টেশনগুলো যাত্রীদের জন্য আরামদায়ক যাত্রা নিশ্চিত করে এই
মেট্রোরেল। বাংলাদেশে এই প্রথম মেট্রোরেল হওয়ার কারণে অনেক মানুষেরই আগ্রহ জাগে
মেট্রোরেল সম্পর্কে জানতে। তাই তাদের উদ্দেশ্যে আজকে আমি এই আর্টিকেলে মেট্রোরেল
সম্পর্কে সাধারণ জ্ঞান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তাই আশা করি আপনারা
সকলেই মেট্রোরেল সম্পর্কে জেনে সাধারণ জ্ঞান অর্জন করবেন।
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান MCQ ২০২৪
প্রিয় বন্ধুরা মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান বর্তমান সময়ে জানা খুবই
গুরুত্বপূর্ণ। কারণ এখন সাধারণত স্কুল কলেজ ভার্সিটি এগুলোতে পরীক্ষায় মেট্রোরেল
সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন করে থাকেন। তাই এই প্রশ্নের সঠিক উত্তর দেয়ার জন্য
মেট্রোরেল সম্পর্কে আপনাকে অবশ্যই সাধারণ জ্ঞান থাকা প্রয়োজন।
তাই আপনাদের সুবিধার জন্য আজকে আমি এই আর্টিকেলে মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
তুলে ধরেছি। তাই আসুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সম্পর্কে সাধারণ জ্ঞান।
১) প্রশ্নঃ মেট্রো রেলের অফিসিয়াল নাম?
উত্তরঃ ম্যাস রেপিড ট্রানজিট
(এমআরটি) লাইন – ৬ (Mass Rapid Transit (MRT) line-6 ।)
২) প্রশ্নঃ মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হয়েছে?
উত্তরঃ ২৬ শে জুন, ২০১৬ সালে।
৩) প্রশ্নঃ মেট্রোরেলের যাত্রী পরিবহন শুরু হয় কবে?
উত্তরঃ ২৯ ডিসেম্বর, ২০২২
(উত্তরা-আগারগাঁও)
৪) প্রশ্নঃ মেট্রোরেল প্রথম পর্যায়ে চলাচল শুরু হয়?
উত্তরঃ দিয়াবাড়ী থেকে আগারগাঁও।
৫) প্রশ্নঃ মেট্রোরেলের উদ্বোধনের তারিখ?
উত্তরঃ ২৮ ডিসেম্বর, ২০২২ (মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা)।
৬) প্রশ্নঃ মেট্রোরেলের দৈর্ঘ্য?
উত্তরঃ ২১.২৬ কিলোমিটার। (উত্তরা
থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন)
৭) প্রশ্নঃ মেট্রোরেল সর্বপ্রথম উদ্বোধন করেন কে?
উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। (বাংলাদেশ সরকার)
৮) প্রশ্নঃ মেট্রোরেল ট্রানজিট কোম্পানি গঠিত হয়?
উত্তরঃ ২০১৩ সালের ৩ জুন।
৯) প্রশ্নঃ মেট্রো রেলের প্রথম যাত্রী?
উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।
১০) প্রশ্নঃ মেট্রোরেল চলাচল করবে?
উত্তরঃ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত।
১১) প্রশ্নঃ মেট্রো রেলের প্রথম ড্রাইভার?
উত্তরঃ মরিয়ম আফিজা।
১২) প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মেট্রোরেল চালু হয় কোন লাইনে?
উত্তরঃ (MRT) line-6 (এমআরটি
লাইন-৬)
১৩) প্রশ্নঃ মেট্রোরেলের সর্বোচ্চ গতিসীমা?
উত্তরঃ ১০০ কিলোমিটার।
১৪) প্রশ্নঃ মেট্রোরেল চলাচলের সময়?
উত্তরঃ সকাল ৮টা থেকে রাত ১২ টা
পর্যন্ত (প্রায়)।
১৫) প্রশ্নঃ আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু হয়?
উত্তরঃ শনিবার (৪ই নভেম্বর ২০২৩)
দুপুর ২ঃ৪০ মিনিটে।
১৬) প্রশ্নঃ মেট্রোরেলে প্রতি ঘন্টায় কত বিদ্যুৎ খরচ করবে?
উত্তরঃ ১৩.৪৭ মেগাওয়াট।
১৭) প্রশ্নঃ মেট্রোরেলের প্রকল্প বাজেট কত টাকা ছিল?
উত্তরঃ ২.৮ বিলিয়ন ডলার।
১৮) প্রশ্নঃ বাংলাদেশের মেট্রোরেলের নির্মাতা?
উত্তরঃ জাপান।
১৯) প্রশ্নঃ মেট্রোরেলের বিশেষ পুলিশ ইউনিট?
উত্তরঃ এমআরটি পুলিশ।
২০) প্রশ্নঃ বাংলাদেশের মেট্রোরেলের লোগো ডিজাইনার কে ছিল?
উত্তরঃ আলী আহসান নিশান।
২১) প্রশ্নঃ বাংলাদেশের মেট্রোরেলের প্রথম ধাপে ট্রেন চলবে কয়টি?
উত্তরঃ ২৪টি।
২২) প্রশ্নঃ মেট্রোরেলের প্রকল্পের ধাপ?
উত্তরঃ ৮ টি।
২৩) প্রশ্নঃ মেট্রোরেলের বৈদ্যুতিক উপকেন্দ্র কতটি?
উত্তরঃ ৫টি।
২৪) প্রশ্নঃ RSTP এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Revised Strategic Transport
Plan.
২৫) প্রশ্নঃ মেট্রোরেল কত বিলিয়ন টাকা সাশ্রয় করবে?
উত্তরঃ মূলত ৪.৪ বিলিয়ন।
২৬) প্রশ্নঃ MRT এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Mass Rapid Transit.
২৭) প্রশ্নঃ প্রতিটি মেট্রোরেলের কোচ সংখ্যা কতটি?
উত্তরঃ ৬টি।
২৮) প্রশ্নঃ মেট্রো রেলের স্টেশন সংখ্যা কয়টি?
উত্তরঃ ১৭টি
২৯) প্রশ্নঃ MRT ১ নামক লাইনটির নির্মাণ প্রকল্প অনুমোদিত হয় কত সালে?
উত্তরঃ ২০১৯ সালের ১৫ অক্টোবর।
৩০) প্রশ্নঃ ঢাকায় মেট্রো রেলের লাইনে সংখ্যা কতটি?
উত্তরঃ ৫টি।
৩১) প্রশ্নঃ মেট্রোরেল তৈরি করতে কোন সংস্থা লোন দিয়েছেন?
উত্তরঃ জাইকা।
৩২) প্রশ্নঃ এই প্রকল্পে কত শতাংশ লোন দিয়েছে জাইকা?
উত্তরঃ ৭৫ শতাংশ।
৩৩) প্রশ্নঃ মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস কত মিটার?
উত্তরঃ ২ মিটার।
৩৪) প্রশ্নঃ বাংলাদেশের মেট্রোরেলের যাত্রী পরিবহন ক্ষমতা ঘন্টায়?
উত্তরঃ ৬০ হাজার।
৩৫) প্রশ্নঃ প্রতিটি স্টেশনে মেট্রোরেল কতক্ষণ অবস্থান করবে?
উত্তরঃ ৪০ সেকেন্ড পর্যন্ত।
৩৬) প্রশ্নঃ মেট্রোরেল কে বিদ্যুৎ যোগান দেওয়ার জন্য উপকেন্দ্র সংখ্যা
কতটি?
উত্তরঃ পাঁচটি (সোনারগাঁও, উত্তরা,
তালতলা, পল্লী, বাংলা একাডেমি)
৩৭) প্রশ্নঃ বাংলাদেশের মেট্রোরেলের দৈনিক কত জন যাত্রী চলাচল করতে পারবেন?
উত্তরঃ পাঁচ লাখ।
৩৮) প্রশ্নঃ বাংলাদেশের মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা কত মিটার?
উত্তরঃ ১৩ মিটার।
৩৯) প্রশ্নঃ প্রতিদিন মেট্রোলের যাত্রী ধারণক্ষমতা কতজন?
উত্তরঃ ২,৩০৮ জন।
৪০) প্রশ্নঃ বাংলাদেশের মেট্রোরেলের এক পিলার থেকে অন্য পিলারের দূরত্ব কত
কিলোমিটার?
উত্তরঃ ৩০ থেকে ৪০ কিলোমিটার।
৪১) প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্পের জন্য জাইকা কত টাকা দিয়েছে?
উত্তরঃ ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা।
৪২) প্রশ্নঃ বাংলাদেশের মেট্রোরেলের প্রথম দাগ চালু করা হয় কবে?
উত্তরঃ ২০২০ এর ডিসেম্বর।
৪৩) প্রশ্নঃ মেট্রোরেলের ২১ কিলোমিটার পথ পাড়ি দিতে কত সময় লাগবে?
উত্তরঃ ৪০ মিনিট।
৪৪) প্রশ্নঃ বাংলাদেশের মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব রয়েছে?
উত্তরঃ ঢাকা ম্যাচ ট্রানজিট
কোম্পানি লিমিটেড ( DMTCL)।
৪৫) প্রশ্নঃ মেট্রোরেলের পিলার সংখ্যা কতটি?
উত্তরঃ ৩৭৭ টি।
৪৬) প্রশ্নঃ মেট্রোরেলের দৈর্ঘ্য?
উত্তরঃ ২০.১০ কিলোমিটার। ( উত্তরা
থেকে মতিঝিল)
৪৭) প্রশ্নঃ পরীক্ষামূলকভাবে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কত সালে
মেট্রোরেল চলাচল করায়?
উত্তরঃ ২০২১ সালের ১২ ডিসেম্বর।
৪৮) প্রশ্নঃ বাংলাদেশের মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কোথায় চালু করা
হয়েছে?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক হতে হোটেল
সোনারগাঁও।
৪৯) প্রশ্নঃ ঢাকা মেট্রোরেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তরঃ ২০.১ কিলোমিটার।
৫০) প্রশ্নঃ বাংলাদেশের মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কত কিলোমিটার?
উত্তরঃ ৪.৪০ কিলোমিটার।
৫১) প্রশ্নঃ পৃথিবীর প্রথম মেট্রোরেল সার্ভিস চালু হয় কোথায়?
উত্তরঃ ইংল্যান্ডে।
৫২) প্রশ্নঃ সর্বপ্রথম মেট্রোরেল চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৩ সালে। (ইংল্যান্ডে)
৫৩) প্রশ্নঃ ১৯৮৩ সালের মেট্রোরেলটি ছিল?
উত্তরঃ ইঞ্জিন চালিত মেট্রোরেল।
(এটাই ছিল বিশ্বের প্রথম মেট্রোরেল)
৫৪) প্রশ্নঃ মেট্রোরেলের প্রকল্পের নতুন করে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত
কিলোমিটার?
উত্তরঃ ১.১৬ কিলোমিটার।
৫৫) প্রশ্নঃ বাংলাদেশের মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কি ছিল?
উত্তরঃ Communication Based Train
প্রশ্নঃ Control System. (কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম)
৫৬) প্রশ্নঃ বাংলাদেশের মেট্রোরেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া কত টাকা?
উত্তরঃ সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং
সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা।
৫৭) প্রশ্নঃ বাংলাদেশের মেট্রোরেলের যে স্টেশনগুলো রয়েছে সেগুলো কত তলা
বিশিষ্ট?
উত্তরঃ তিন তলা।
৫৮) প্রশ্নঃ পৃথিবীতে প্রথম মেট্রোরেল চালু হয় কোন শহরে?
উত্তরঃ যুক্তরাজ্যের লন্ডনে ১৮৬৩
সালে।
৫৯) প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংক মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে কত টাকা স্মারক
নোট চালু করেছে?
উত্তরঃ ৫০ টাকা
৬০) প্রশ্নঃ DMTCL মালিকানাধীন কার?
উত্তরঃ বাংলাদেশ সরকার
মেট্রোরেল কি?
মেট্রোরেল হলো আধুনিক শহরের একটি দ্রুতগতির, নিরাপদ এবং পরিবেশবান্ধব গণপরিবহন
ব্যবস্থা। এটি সাধারণত উড়ালপুল বা ভূগর্ভস্থ টানেলে নির্মিত রেলপথের উপর চলে।
মেট্রোরেলের ট্রেনগুলি নির্দিষ্ট স্টেশনগুলোতে থামে এবং বৈদ্যুতিক শক্তিতে চলে।
মেট্রোরেলের সুবিধা
দ্রুত যাতায়াতঃ মেট্রোরেল যানজট এড়িয়ে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছাতে
সাহায্য করে।
আরামদায়ক যাত্রাঃ মেট্রোরেলের ট্রেনগুলি সাধারণত পরিষ্কার এবং আরামদায়ক
হয়।
পরিবেশবান্ধবঃ মেট্রোরেল পরিবেশবান্ধব একটি পরিবহন ব্যবস্থা, কারণ এটি
অন্যান্য যানবাহনের তুলনায় কম দূষণ করে।
সুরক্ষিতঃ মেট্রোরেল সাধারণত অন্য পরিবহন ব্যবস্থার তুলনায় বেশি
সুরক্ষিত।
ঢাকা মেট্রোরেলঃ বাংলাদেশের রাজধানী ঢাকায় মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত
হচ্ছে। এই প্রকল্পটি দেশের সবচেয়ে বড় এবং সর্বাধুনিক পরিবহন প্রকল্পগুলির মধ্যে
অন্যতম। ঢাকা মেট্রোরেলের উদ্দেশ্য হলো ঢাকা শহরের যানজট নিরসন করা এবং দ্রুত ও
আরামদায়ক যাতায়াতের ব্যবস্থা করা।
মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য
- ঢাকা মেট্রোরেলঃ বাংলাদেশের প্রথম মেট্রোরেল সিস্টেম, যা দ্রুত ও আরামদায়ক যাতায়াতের নতুন যুগের সূচনা করেছে।
- মেট্রোরেলের সুবিধাঃ যানজট এড়ানো, সময় বাঁচানো এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার অভিজ্ঞতা।
- মেট্রোরেলের রুটঃ ঢাকা মেট্রোরেল বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করে এবং ভবিষ্যতে আরও রুট উন্মুক্ত হবে।
- মেট্রোরেলের ভাড়াঃ মেট্রোরেলের ভাড়া খুবই সাশ্রয়ী এবং যাত্রীদের জন্য সহজলভ্য।
- মেট্রোরেল স্টেশনঃ আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন মেট্রোরেল স্টেশনগুলো যাত্রীদের জন্য আরামদায়ক যাত্রা নিশ্চিত করে।
- মেট্রোরেল নির্মাণঃ জাপান সরকারের সহায়তায় ঢাকা মেট্রোরেল প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।
- মেট্রোরেলের ভবিষ্যৎঃ ঢাকা মেট্রোরেলের বিস্তারের মাধ্যমে শহরের যানজট নিরসন এবং উন্নয়ন ত্বরান্বিত হবে।
- মেট্রোরেলের ইতিহাসঃ ঢাকা মেট্রোরেল প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ইতিহাস।
- মেট্রোরেলে যাত্রার নির্দেশাবলীঃ মেট্রোরেলে যাত্রা করার জন্য কিভাবে টিকিট কিনবেন এবং কোন কোন স্টেশনে নামবেন, সে সম্পর্কে বিস্তারিত নির্দেশাবলী।
- ঢাকা মেট্রোরেলের অফিশিয়াল ওয়েবসাইটঃ সর্বশেষ তথ্য ও আপডেটের জন্য ঢাকা মেট্রোরেলের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
মেট্রোরেল ১৭টি স্টেশনের নাম জেনে নিন
বর্তমানে এখন ১৭ টি স্টেশন রয়েছে যেগুলো হলোঃ
- আগারগাঁও
- মতিঝিল
- মিরপুর ১০
- মিরপুর ১১
- উত্তরা উত্তর
- পল্লবী
- কমলাপুর
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- কারওয়ান বাজার
- উত্তরা সেন্টার
- বিজয় সরণি
- কাজীপাড়া
- সচিবালয়
- ফার্মগেট
- উত্তরা দক্ষিণ
- শেওড়াপাড়া
- সাহাবাগ
এই হলো মোট ১৭টি স্টেশন। এই মেট্রোরেল চালানোর জন্য প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ
হবে ১৩.৪৭ মেগাওয়াট। আর এর জন্যই সোনারগাঁ, বাংলা একাডেমি, উত্তরা, তালতলা,
পল্লবী এলাকায় পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র থাকবে। আশা করি আপনারা সকলে মেট্রোরেল
সম্পর্কে সাধারণ জ্ঞান সঠিকভাবে জানতে পেরেছেন। নিচে আরো কিছু মেট্রোরেল সম্পর্কে
তথ্য দেয়া হয়েছে সেগুলোও জেনে নিন।
মেট্রোরেল ভাড়া ২০২৪
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান অর্থাৎ আপনাদের মেট্রোরেলের ভাড়া সম্পর্কেও
জানা জরুরি। কারণ আপনি যদি মেট্রোরে কখনো যে থাকেন যদি আপনি ভাড়া না জেনে থাকেন
তাহলে সমস্যার মধ্যে পড়বেন। তাই মেট্রোরেলে ওঠার আগে অবশ্যই সঠিক ভাড়া জেনে
নেওয়া উচিত।
বর্তমানে মেট্রোরেলে ভাড়া সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা। এই ভাড়াটি
নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটার ৫ টাকা করে হিসাব করে। তবে আপনাদের
সুবিধার্থে আরো কিছু ভাড়ার তালিকা নিচে ছক আকারে দেওয়া হলো জেনে নিন।
উপরে উল্লেখিত যে ভাড়া গুলো দেওয়া হয়েছে এগুলো আপনার মেট্রোরেলের ভাড়ার
তালিকা। আশা করি আপনাদের এর পর থেকে মেট্রোরেলের ভাড়া নিয়ে আর কোন সমস্যা হবে
না।
লেখকের শেষ কথা | মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান MCQ ২০২৪
প্রিয় পাঠক সম্পূর্ণ আর্টিকেল পড়ে আশা করি মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
সঠিকভাবে অর্জন করতে পেরেছেন। এই বিষয়টি আপনাদের সুবিধার জন্য আজকে আমি এই
আর্টিকেলে সঠিকভাবে তুলে ধরেছি। তাই আপনারা যদি এই মেট্রোরেল সম্পর্কে জেনে একটুও
উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পোস্টের বিষয়ে একটি কমেন্ট করে জানিয়ে
দিবেন।
আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করবেন। এরকম আরো পোস্ট পেতে
আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করুন। আর সর্বশেষে বলতে চাই আর্টিকেলটি শেষ
পর্যন্ত পড়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url