নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন
নগদ একাউন্ট দেখার নিয়ম জানেন না? আপনি যদি নগদ একাউন্ট দিয়ে টাকা লেনদেন করতে
চান তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়টি সম্পর্কে জানা আবশ্যক। আজকের এই পোস্টে
আপনাদের সাথে নগদ একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা
করবো। তাই আসুন জেনে নিন।
আপনি যদি এই আর্টিকেল শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে, উপবৃত্তির টাকা না আসার কারণ, নগদ অ্যাকাউন্ট ব্যবহারের কিছু সুবিধা, নগদ একাউন্ট দেখার কোড, নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম, USSD কোড ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম, কল সেন্টার ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম, এই সকল বিষয়ে সঠিকভাবে জেনে নিতে পারবেন।
ভূমিকা
বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং এর তালিকায় নগদ মোবাইল ব্যাংকিং অন্যতম।
বাংলাদেশের বেশিরভাগ সরকারি ভাতা উপবৃত্তিইত্যাদি নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে
পাঠানো হয়। এছাড়াও অন্যান্য অ্যাকাউন্টের তুলনায় নগদ একাউন্টে লেনদেন করার
সুযোগ-সুবিধা অনেক ভালো। নগদ একাউন্টে দুই রকম ভাবে টাকা দেখা যায়। ১) সরাসরি
নগদ অ্যাপ ব্যবহার করে ২) USSD কোড ডায়াল করে। তাই আপনারা যারা নগদ একাউন্ট
দেখার নিয়ম সম্পর্কে জানতে চান তারা অবশ্যই এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আশা
করি আপনারা এই পোষ্টের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারলে সমস্ত বিষয়গুলো
সঠিকভাবে জানতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক।
নগদ একাউন্ট দেখার নিয়ম
বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় একাউন্ট নগদ। প্রতিনিয়ত নগদ
একাউন্ট এর গ্রাহক দিন দিন বৃদ্ধি হচ্ছে। এই নগদ একাউন্ট যারা নতুন খুলেছেন তাদের
জন্য নগদ একাউন্ট দেখার নিয়ম জানার জরুরী। কারণ তারা নতুন অবস্থায় কোন কিছুই
জানেন না।
তাই যারা নতুন নগদ একাউন্ট খুলেছেন কিন্তু কিভাবে নগদ একাউন্ট দেখবেন তা জানেন না
তারা অবশ্যই এই আর্টিকেলের অংশটুকু মনোযোগ সহকারে পড়ুন। আশা করি আপনারা এই
পোষ্টের মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম জেনে যাবেন।
এই পোস্টে আমরা আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনারা নগদ অ্যাপ ব্যবহার করে টাকা
দেখবেন এবং USSD কোড ব্যবহার করে কিভাবে নগদে টাকা দেখবেন ও কল সেন্টার ব্যবহার
করে কিভাবে টাকা দেখবেন তা A to Z জানিয়ে দেব।
নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম
- আপনারা যদি নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম জানতে চান তাহলে প্রথমত নগদ অ্যাপ খুলুন।
- এরপরে আপনার নগদ একাউন্ট তৈরি করার সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল সেটা দিন এবং গোপন পিন ব্যবহার করে লগইন করুন।
- লগইন করা হয়ে গেলে আপনার হোম স্ক্রিনে নগদ একাউন্টের ব্যালেন্স দেখাবে। সেখান থেকে আপনি খুব সহজেই আপনার নগদ একাউন্টে কত টাকা রয়েছে জেনে নিতে পারবেন।
আপনার একাউন্ট থেকে লেনদেনের ইতিহাস, বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ সহ আরও বিভিন্ন
সুবিধা রয়েছে। আপনি চাইলে নিচের মেনুবার ব্যবহার করে সমস্ত কিছু খুব সহজেই করতে
পারবেন। তবে যাদের কাছে স্মার্টফোন রয়েছে তারা খুব সহজেই নগদ অ্যাপ ব্যবহার করে
টাকা দেখার উপায় গুলো সহজভাবে দেখতে পারবে।
নগদ অ্যাপ ব্যবহার করে শুধু যে ব্যালেন্সই চেক করা যায় তা নয় বরং আপনি নগদ
একাউন্টে থাকা বিভিন্ন সেবা পাবেন। যেমনঃ বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, ক্যাশ
আউট, সেন্ড মানি সহ আরও অনেক কিছু করতে পারবেন।
এর বাইরে ও যদি আপনার নগদ অ্যাপ সম্পর্কে আরো তথ্য জানা থাকে তাহলে সরাসরি নগদের
ওয়েবসাইটে যেয়ে দেখতে পারেন। নগদের ওয়েবসাইটটি হলোঃ
https://nagad.com.bd/। নগদ একাউন্ট
ব্যবহারকারীদের সবচেয়ে বড় যে সুবিধা সেটি হলো যেকোনো সময় যেকোনো জায়গা থেকে
আপনার ব্যালেন্স খুব সহজেই চেক করতে পারবেন।
তাহলে বুঝতেই পারছেন নগদ একাউন্ট আপনার জন্য কতটা সুবিধা জনক। চলুন এবার জেনে নিন
USSD কোড ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম।
USSD কোড ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম
অনেক মুঠোফোন ব্যবহারকারীরা রয়েছে যারা সঠিক পদ্ধতি অবলম্বন না করার কারণে নগদ
একাউন্ট দেখার নিয়ম জানেন না। তাই তাদের জন্য আজকে আমি এই বিষয়টি সঠিকভাবে
আলোচনা করতে চলেছি।
আপনারা যারা মোবাইল ফোন অর্থাৎ মুঠোফোন ব্যবহার করেন তারা USSD কোড ব্যবহার করে
নগদ একাউন্ট দেখতে পারবেন খুব সহজেই। তার জন্য নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করতে
হবে। তাই আসুন আর দেরি না করে জেনে নিন।
ধাপ ১ঃ প্রথমে আপনার মুঠো ফোনের ডায়াল প্যাড থেকে *167# ডায়াল করুন।
ধাপ ২ঃ ডায়াল করা হয়ে গেলে আপনার নগদের মূল মেনুতে প্রবেশ করবেন। তারপর
৭ টিপুন, এতে করে My Nagad অপশনে সরাসরি প্রবেশ করবেন।
ধাপ ৩ঃ এবার ১ টিপুন, এতে করে আপনি সরাসরি Balance enquiry অপশনে চলে
যাবেন।
ধাপ ৪ঃ এখন আপনার নগদ একাউন্ট এর পিন কোডটি লিখুন এবং Send অপশনে ক্লিক
করুন।
ধাপ ৫ঃ ক্লিক করা হয়ে গেলে অল্প কিছু সময়ের মধ্যে আপনার স্ক্রিনে নগদ
ব্যালেন্স দেখানো হবে।
উপরে উল্লেখিত এইধাপগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই নগদ একাউন্টের ব্যালেন্স
দেখতে পারবেন। আশা করি এই পদ্ধতি গুলো অনুসরণ করার পরে আর কোন সমস্যা হবে না।
নগদ একাউন্ট দেখার কোড
নগদ একাউন্ট দেখার কোড হলোঃ *167#. এই কোড ব্যবহার করে আপনি যেকোনো মোবাইল
থেকে খুব সহজেই নগদ একাউন্ট দেখতে পারবেন।
কল সেন্টার ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম
আপনারা যারা কল সেন্টার ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম জানতে চান তারা এই
পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। কারণ এখানে আপনাকে খুব সহজে সঠিক পদ্ধতিতে কিভাবে কল
সেন্টার ব্যবহার করে নগদ একাউন্ট দেখবেন তা তুলে ধরা হয়েছে। তাই আসুন আর দেরি না
করে জেনে নিন।
- প্রথমে আপনাকে সরাসরি কল সেন্টারে ১৬১৬৭ নাম্বারে কল করতে হবে। তবে একটি বিষয় মনে রাখবেন, যে নাম্বারটি দিয়ে কল করছেন সেটি অবশ্যই নগদ একাউন্টের সাথে যুক্ত থাকতে হবে।
- এরপর আপনাকে অপারেটর ভাষা সিলেক্ট করতে বলবে। আপনি সাথে সাথে আপনার পছন্দের ভাষাটি নির্বাচন করবেন।
- এরপর আপনাকে অপারেটররা নগদ কল সেন্টারের মেনু বিকল্প গুলি সঠিকভাবে জানিয়ে দেবে। তখন আপনার অ্যাকাউন্ট বিকল্পটি নির্বাচন করতে হবে।
- এরপর আপনার নগদ একাউন্টের গোপন পিন কোডটি লিখতে বলা হবে। সাথে সাথে সঠিক পিন কোডটি লিখুন এবং পাঠান।
- সঠিকভাবে পিন কোডটি পাঠানোর পর আপনার নগদ একাউন্টের বর্তমান ব্যালেন্স আপনাকে জানিয়ে দেওয়া হবে।
- আপনি চাইলে আপনার সাম্প্রতিক লেনদেনের হিসাব ইতিহাস আরো অনেক কিছু সম্পর্কে অপারেটরকে জিজ্ঞাসা করতে পারবেন।
- আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্য জেনে নেওয়ার পর আপনি কল কেটে দেবেন।
মনে রাখবেনঃ নগদ কল সেন্টার সবসময়ই খোলা থাকে আপনি যেকোনো সময় যেকোনো
মোবাইল অপারেটর থেকে নগদ কল সেন্টারে কল দিয়ে সমস্ত তথ্যগুলো সঠিকভাবে জেনে নিতে
পারবেন।
নগদ কল সেন্টারে কল করার জন্য কোন রকম চার্জ লাগে না। তাই আপনি নিশ্চিন্তে তাদের
সাথে কথা বলে যেকোনো তথ্য সঠিকভাবে জেনে নিতে পারেন।
নগদ অ্যাকাউন্ট ব্যবহারের কিছু সুবিধা
বাংলাদেশের জনপ্রিয় যতগুলো অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে অন্যতম একটি অ্যাকাউন্ট
নগদ। এই একাউন্টে অন্যান্য একাউন্টের মত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। তাই
নগদ একাউন্ট ব্যবহারের কি কি সুবিধা রয়েছে তা যদি না জানেন।
আরও পড়ুনঃ রকেট একাউন্ট চেক করার কোড জেনে নিন
তাহলে আজকে এই আর্টিকেলের অংশটুকু থেকে সঠিকভাবে জেনে নিতে পারেন। তাই আসুন আর
দেরি না করে নগদ অ্যাকাউন্ট ব্যবহারের কিছু সুবিধা জেনে নিন।
নগদ একাউন্টে ঝামেলা মুক্ত লেনদেনঃ আপনি যদি নগদ একাউন্ট ব্যবহার করেন
তাহলে খুব সহজেই টাকা পাঠাতে মোবাইল রিচার্জ করতে বিল পরিশোধ করতে রিসিভ করতে আরো
অনেক কিছু করতে পারবেন। টাকা লেনদেন করার জন্য আপনার কাছে ব্যাংক অ্যাকাউন্ট
থাকার কোন রকম প্রয়োজন নেই। আপনি সরাসরি নগদ একাউন্ট থেকেই সমস্ত কাজগুলো করতে
পারবেন।
সুবিধাঃ নগদ একাউন্ট ব্যবহার করে আপনি অনুদান উপবৃত্তি সরকারি ভাতা পেতে
পারেন। এছাড়াও বিভিন্ন সেবা প্রধান কারীর কাছ থেকে বিশেষ ধরনের অফার এবং ছাড়
পেতে পারেন। যা খুবই ভালো একটি নগদ একাউন্টের সুবিধা।
সহজে এক্সেসঃ নগদ একাউন্ট ব্যবহার করা এবং খোলা খুবই সহজ একটি কাজ। আপনি
ঘরে বসেই একটি নগদ একাউন্ট খুলতে পারবেন। এছাড়া আপনি চাইলে যে কোন নগদ এজেন্টের
মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন এবং পরিচালনা করতে পারবেন।
সুরক্ষাঃ নগদ একাউন্ট পিন কোড, OTP এবং অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য
দ্বারা সুরক্ষিত। আপনার অনুমোদিত লেনদেন থেকে রক্ষা করার জন্য নগদ বিভিন্নভাবে
নিরাপত্তার ব্যবস্থা করে থাকে। তাহলে বুঝতেই পারছেন নগদ একাউন্ট ব্যবহারের সুবিধা
কতটুকু রয়েছে।
উপবৃত্তির টাকা না আসার কারণ
বাংলাদেশে গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সরকার উপবৃত্তি প্রদান করে থাকে।
যাতে করে তারা আর্থিক অভাবের কারণে পড়াশোনা বন্ধ যেন না করে। সরকারের এই
উদ্যোগের লক্ষ্য হলো প্রতিটি ছাত্র ছাত্রীর সুশিক্ষিত এবং শিক্ষার সুযোগ বৃদ্ধি
করা।
কিন্তু মাঝেমাঝে উপবৃত্তির টাকা না আসার কারণে অনেকেই চিন্তার মধ্যে পড়ে যান।
এটি না আসার কারণ হতে পারে আপনার ভুল নাম্বার দেওয়া অথবা অন্য কোনো প্রসেসিং
সমস্যা হওয়ায়। তাই এমন পরিস্থিতিতে আপনাকে উপবৃত্তির ফরম সঠিকভাবে পূরণ করতে
হবে।
এই ফর্মে কোনরকম তথ্য ভুল দিলে কখনোই উপবৃত্তি টাকা আসবে না। তাই সঠিকভাবে ফর্মটি
পূরণ করুন এবং দিন এবং নিয়ম মেনে চলুন তাহলে আশা করি নির্ধারিত সময়ে ও হচ্ছে
টাকা আপনার কাছে পৌঁছে যাবে।
লেখকের শেষ কথা | নগদ একাউন্ট দেখার নিয়ম
প্রিয় পাঠক সম্পূর্ণ আর্টিকেল পড়ে আশা করি নগদ একাউন্ট দেখার নিয়ম সঠিকভাবে
জানতে পেরেছেন। আপনাদের সুবিধার জন্য আজকে আমি এই বিষয়গুলো আলোচনা করেছি।
আপনারা যদি আর্টিকেলটি পড়ে একটুও উপকৃত হয়ে থাকেন। তাহলে আমাদের পোস্টের
বিষয়ে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর অবশ্যই আপনারা বন্ধুদের সাথে পোষ্টটি শেয়ার করবেন। এই রকম আরো আর্টিকেল
পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। আর সর্বশেষে বলতে চাই আর্টিকেলটি শেষ
পর্যন্ত পড়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url