অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম জেনে নিন
প্রিয় পাঠক আপনি কি অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে জানতে
চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আপনাদের সুবিধার্থে আজকে আমি এই
আর্টিকেলে এই বিষয়টি সম্পর্কে সঠিকভাবে আলোচনা করেছি। তাই আপনারা যদি অনলাইনে
ব্যাংক একাউন্ট চেক করতে না পারেন, তাহলে নিচের দেওয়া পদ্ধতি অনুসরণ করে ব্যাংক
একাউন্ট চেক করুন।
এই আর্টিকেলে আপনাদের সুবিধার জন্য, অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম,
সোনালী ব্যাংক একাউন্ট চেক, রূপালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম, মোবাইলে
ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম, ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক, জনতা
ব্যাংক একাউন্ট চেক, এই সকল বিষয়ে সঠিকভাবে আলোচনা করেছি। তাই আসুন আর দেরি না
করে জেনে নিন।
ভূমিকা
অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার প্রক্রিয়াটি সাধারণত ব্যাংকের নিয়ম অনুযায়ী
একটু আলাদা হতে পারে। কেননা বিভিন্ন ব্যাংকের বিভিন্ন নিয়ম-কানুন রয়েছে যে
নিয়মকানুন অনুসরণ করে ব্যাংক একাউন্ট চেক করতে হয়। তবে সাধারণভাবে সব ধাপগুলোই
একই রকম প্রায়ই হয়ে থাকে। আপনি নিজে নিজে ঘরে বসেই অ্যাপ বা ওয়েবসাইট দিয়ে
অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এছাড়াও সমস্ত লেনদেন সহ নানা বিষয় চেক করতে
পারবেন। তার জন্য আপনাকে সবার প্রথমে অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম জেনে
নিতে হবে। আর এই বিষয়টি নিয়েই আজকের এই আর্টিকেল। তাই চলুন আর কথা না বাড়িয়ে
সমস্ত তথ্যগুলো সঠিকভাবে জেনে নিন।
অনলাইনে ব্যাংক একাউন্ট চেক – online Bank Account Check
আপনারা যারা অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করতে চান কিন্তু কিভাবে চেক করা যায়
জানেন না তাদের জন্যই আজকের এই আর্টিকেল। আপনারা চাইলে সরাসরি যেকোনো ব্যাংকে
গিয়ে অথবা ঘরে বসেই এসএমএসের মাধ্যমে যে কোন ব্যাংক একাউন্ট চেক করতে
পারবেন।
যেমনঃ রূপালী ব্যাংক একাউন্ট চেক, সোনালী ব্যাংক একাউন্ট চেক, ডাচ বাংলা
ব্যাংক একাউন্ট চেক, অগ্রণী ব্যাংক একাউন্ট চেক, জনতা ব্যাংক একাউন্ট চেক, এই
সমস্ত ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে নিচে আলোচনা করা হয়েছে। আপনারা
যারা অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করতে জানেন না তারা অবশ্যই নিচের অংশটুকু থেকে
জেনে নিবেন।
অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম – Agrani Bank Account Check
প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই রয়েছেন যারা অগ্রণী ব্যাংক একাউন্ট ব্যবহার করেন।
কিন্তু অনেক গ্রাহকেরা জানেন না যে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম। তাই
আপনাদের সুবিধার্থে আজকে আমি এই পোস্টে এই বিষয়টি সঠিকভাবে আলোচনা করব। প্রথমত
আমাদের জানতে হবে অগ্রণী ব্যাংকের ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কে।
আপনি চাইলে ১) এসএমএস এর মাধ্যমে, ২) এটিএম বুথের মাধ্যমে অথবা ৩) সরাসরি ব্যাংকে উপস্থিত হওয়ার মাধ্যমে, অগ্রণী
ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। সচরাচর এই তিনটি মাধ্যমে অগ্রণী
ব্যাংকের ব্যালেন্স চেক করা যায়। তাহলে চলুন আর দেরি না
করে তিনটি মাধ্যম বিস্তারিত জেনে নিন।
SMS এর মাধ্যমে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
আপনি যদি এসএমএস এর মাধ্যমে অগ্রণী ব্যাংকের ব্যালেন্স চেক করতে চান তাহলে খুব
সহজেই অফলাইনে তা করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে কোন স্থান অথবা যে কোন
জায়গায় নেটওয়ার্ক না থাকার কারণে অনলাইনে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করা সম্ভব
হয় না।
যার কারণে এসএমএসের মাধ্যমে চেক করতে হয়। তো সেই সময় আপনি কিভাবে এসএমএস এর
মাধ্যমে অগ্রণী ব্যাংক ব্যালেন্স চেক করবেন তা অবশ্যই জানা জরুরী।
- প্রথমত আপনি যে নাম্বারে অগ্রণী ব্যাংক একাউন্ট খুলেছেন সেই নাম্বারটি প্রয়োজন পড়বে।
- এরপর আপনার অগ্রণী ব্যাংক একাউন্ট নাম্বারটি প্রয়োজন পড়বে।
- এরপর আপনার ব্যালেন্স জানার জন্য যে কোন সিম অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে BAL <space>Your Account Last 5 Digit টাইপ করুন এবং পাঠিয়ে দিন 01969900059 এই নাম্বারে। (উদাহরণস্বরূপঃ BAL 12345 SEND TO 01969900059)
তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন এসএমএস এর মাধ্যমে ব্যাংক একাউন্টের ব্যালেন্স
চেক করার জন্য আপনার ফোন থেকে ২ টাকা কেটে নেওয়া হবে। তাই
এসএমএস দেয়ার আগে অবশ্যই নূন্যতম দুই টাকা ব্যালেন্স থাকা আবশ্যক।
এই চার্জটি ব্যাংকের এসএমএসের পরিষেবার জন্য ছোট ফি হিসেবে নেওয়া হয়। আশা করি
বিষয়টি সঠিকভাবে বুঝতে পেরেছেন।
আরও পড়ুনঃ রকেট একাউন্ট চেক করার কোড জেনে নিন
তাছাড়া আপনি যদি অগ্রণী ব্যাংক একাউন্টের শেষ ৫টি লেনদেন সম্পর্কে জানতে চান
তাহলে আপনাকে সরাসরি মেসেজ অপশনে গিয়ে টাইপ
করুন STM<space>একাউন্টের শেষ ৫ সংখ্যা এবং
পাঠিয়ে দিন 01969900059 নম্বরে। তাহলে আপনি খুব সহজেই শেষ ৫টি
লেনদেন সম্পর্কে জানতে পারবেন।
ATM বুথের মাধ্যমে ব্যালেন্স চেক
যদি আপনি এটিএম বুথের মাধ্যমে অগ্রণী ব্যাংকের ব্যালেন্স চেক করতে চান তাহলে খুব
সহজেই করতে পারবেন। আর এর জন্য আপনার অবশ্যই মাস্টার কার্ড, ডেবিট কার্ড অথবা ভিসা কার্ড থাকতে হবে। আর এই কার্ডগুলোর মাধ্যমে
আপনি এটিএম বুথে দেওয়ার পরে একাউন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় জানার জন্য অপশন
দেখানো শুরু করবে।
আর তারপর আপনি যেখানে ব্যালেন্স চেক লেখাটি রয়েছে সেখানে ক্লিক করে আপনার পিন
কোডটি টাইপ করলে আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা সরাসরি আপনার চোখের সামনে
দেখতে পাবেন।
সরাসরি ব্যাংকে উপস্থিত হওয়ার মাধ্যমে
যদি আপনি সরাসরি অগ্রণী ব্যাংকে উপস্থিত হওয়ার মাধ্যমে ব্যালেন্স চেক করতে চান
তাহলে যে শাখায় যে আপনি অগ্রণী ব্যাংক একাউন্ট খুলেছেন সেই শাখায় গিয়ে আপনার
একাউন্টের সঠিক তথ্য দিলে একাউন্টে থাকা বর্তমান ব্যালান্স সম্পর্কে আপনাকে
অগ্রণী ব্যাংকের কর্মরত লোকেরা জানিয়ে দেবেন।
তবে তারা আপনার কাছ থেকে অগ্রণী ব্যাংক একাউন্ট নাম্বার এবং একাউন্ট খোলার সময়
যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই নাম্বারটি প্রয়োজন পড়বে। আর এই সবগুলো তথ্য
সঠিকভাবে দিলে আপনি অল্প কিছু সময়ের মধ্যে আপনার অগ্রণী ব্যাংকে বর্তমান
ব্যালেন্স জেনে যাবেন।
সোনালী ব্যাংক একাউন্ট চেক – Sonali Bank Account Check Online
অনলাইনে ব্যাংক একাউন্ট চেক অর্থাৎ আপনি যদি সোনালী ব্যাংক একাউন্ট চেক করতে চান
তাহলে খুব সহজেই চেক করতে পারবেন। ঘরে বসে এসএমএস এর মাধ্যমে আপনি সোনালী ব্যাংক
একাউন্ট চেক করতে পারবেন। আপনার ফোনের এসএমএস অপশনে
যে SBL<Space>BAL টাইপ করুন
এবং 26969 নম্বরে পাঠিয়ে দিন।
অনলাইনে ব্যাংক একাউন্ট চেক অর্থাৎ আপনি যদি এসএমএস এর মাধ্যমে সোনালী ব্যাংক
একাউন্ট চেক করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে মেসেজ অপশনটি ওপেন করতে হবে। এরপর
একটু খেয়াল করলে নিচে Start chat অপশন রয়েছে সেখানে ক্লিক
করুন এবং আপনার নাম, আপনার মোবাইল নাম্বার ও আপনার ইমেইল দেওয়া হয়ে গেলে উপরের
ফিল্ডে (26969) টাইপ করুন।
তারপর Send To অপশনে ক্লিক
করে Text অপশনে SBL BAL লিখে Send করুন। ব্যাস এই পর্যন্ত আপনার কাজ সম্পূর্ণ
হয়ে গেলে, কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার ফোনে একটি এসএমএস এর মাধ্যমে সোনালী
ব্যাংক ব্যালেন্স বর্তমানে কত টাকা রয়েছে দেখতে পাবেন।
রূপালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম – Rupali Bank Account Check
অনলাইনে ব্যাংক একাউন্ট চেক এর পর্যায়ে রূপালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
সম্পর্কে আজকে আপনাদের সঠিকভাবে জানিয়ে দেব। আপনারা অনেকেই রয়েছেন যারা রুপালী
ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন।
কিন্তু যারা নতুন রুপালী ব্যাংক একাউন্ট তৈরি করেছে তারা কিভাবে চেক করবে সেটা তো
অবশ্যই জানা প্রয়োজন। তাই নতুনদের উদ্দেশ্যে রূপালী ব্যাংক একাউন্ট চেক করার
নিয়ম সঠিকভাবে জানিয়ে দেব। তাই আসুন আর দেরি না করে জেনে নিন।
- প্রথমত Google Play Store থেকে Qpay Bangladesh অ্যাপটি ইনস্টল করুন।
- এরপর এই অ্যাপটি ওপেন করে একটি অ্যাকাউন্ট খুলে নিন।
- এরপর অ্যাকাউন্টে কার্ড এড করে নিন।
- কার্ড এড করা হয়ে গেলে তারপর Cards অপশনে ক্লিক করুন।
- ক্লিক করার পরে আপনার সামনে Card Balance নামে অপশন আসবে সেখানে ক্লিক করুন।
- ক্লিক করা হয়ে গেলে আপনাকে সাথে সাথে রূপালী ব্যাংক একাউন্টে বর্তমানে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা চেক করতে পারবেন।
উপরে উল্লেখিত এই পদ্ধতি গুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই ঘরে বসে রূপালী ব্যাংক
একাউন্ট চেক করতে পারবেন। আপনি চাইলে এই রুপালী ব্যাংক একাউন্ট থেকে যেকোনো ধরনের
লেনদেন খুব সহজেই করতে পারবেন। তাই দেরি না করে দ্রুত বিভিন্ন জিনিস লেনদেন করুন।
মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম – Islami Bank Account Check
প্রিয় পাঠক আপনারা যারা মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম জানতে চান
তাদের এই আর্টিকেলে শুভেচ্ছা। ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয়
একটি ব্যাংক। এই ইসলামী ব্যাংকে একাউন্ট নেই এরকম মানুষ খুব কমই রয়েছে।
যারা মুঠোফোনে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করতে পারেন না। তাই সেই সকল ভাইদের
জন্যই আজকে আমি এই আর্টিকেলে সঠিকভাবে এই বিষয়টি তুলে ধরেছি। তাই আসুন আর দেরি
না করে জেনে নিন।
প্রথমত আপনি যদি গ্রামীন সিম ব্যবহার করেন
সেক্ষেত্রে 16259 নম্বরে এসএমএস করলে আপনাকে তারা বর্তমান
ব্যালেন্স দেখিয়ে দিবেন। এছাড়া আপনার যদি গ্রামীণ সিম বাদে অন্য কোন অপারেটরের
সিম হয়ে থাকে তাহলে 26956 নম্বরে এসএমএস করলে আপনাকে বর্তমানে
ব্যালেন্স জানিয়ে দেয়া হবে। তবে আপনাদের সুবিধার্থে আমি নিচে দুটি নিয়মই তুলে
ধরেছি। চলুন জেনে নিন।
মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম (গ্রামীণফোন গ্রাহকদের জন্য)
- প্রথমত আপনাকে মেসেজ অপশনটি ওপেন করে IBBL<space> BAL <space> টাইপ করতে হবে। এরপর 16259 নাম্বারে পাঠাতে হবে।
- অল্প কিছু সময়ের মধ্যে আপনার ফোনে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার বর্তমান ইসলামী ব্যাংক একাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে।
অন্য কোনো অপারেটরের সিম হয়ে থাকলে
- আপনার ফোনের মেসেজ অপশনটি ওপেন করে IBBL<space> BAL <space> টাইপ করতে হবে।
- এরপর 26956 নাম্বারে পাঠাতে হবে।
- অল্প কিছু সময়ের মধ্যে আপনার ফোনে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার বর্তমান ইসলামী ব্যাংক একাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক – Dutch Bangla Bank Account Check
বাংলাদেশের যতগুলো ব্যাংক রয়েছে তার মধ্যে অন্যতম ডাচ-বাংলা ব্যাংক। এখন অনলাইনে
ব্যাংক একাউন্ট চেক করতে এই বিষয়টি জেনে নেব। ডাচ বাংলা ব্যাংক এখন পর্যন্ত কোন
এসএমএস সিস্টেম চালু করেননি।
তাই আপনাকে সরাসরি অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করতে হবে। তাহলে চলুন কিভাবে
ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট চেক করা যাবে জেনে নিন।
- অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার জন্য প্রথমে আপনার ফোন থেকে google play store যেতে হবে এবং সার্চ বারে Nexus Pay লিখে সার্চ করতে হবে।
- এরপর আপনার সামনে এই অ্যাপটি আসলে সরাসরি ইন্সটল করে ওপেন করে নিতে হবে।
- এরপর ওপেন করা হয়ে গেলে অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার জন্য আপনার একটি Nexus Pay কার্ড প্রয়োজন পড়বে। এটা আপনি যে শাখায় যে ব্যাংক একাউন্ট খুলেছেন সেখানে পেয়ে যাবেন।
- এরপর এই কার্ডটি দিয়ে আপনি অ্যাকাউন্ট যুক্ত করে পরবর্তীতে সেই কার্ড দিয়ে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন।
- Nexus Pay অ্যাপে প্রবেশ করার পরে আপনাকে সেই অ্যাপের কিছু নির্দেশনা দিতে পারে সেগুলো এড়িয়ে যেতে পারেন কোনরকম সমস্যা নেই।
- এরপর লগইন পেজ আপনার সামনে আসবে সেখানে Register অপশন পাবেন, সেখানে ক্লিক করুন।
- ক্লিক করা হয়ে গেলে আপনাকে ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে আসা হবে।
- এরপর ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট তৈরি করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটি প্রথমে দিয়ে রেজিস্ট্রেশন করুন। (মনে রাখবেন রেজিস্ট্রেশন করার জন্য আপনার ফোনে একটি OTP আসবে সেটি দিয়ে Confrom করুন)
- এরপর আপনার জাতীয় পরিচয় পত্র তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- এরপর রেজিস্ট্রেশন করা হয়ে গেলে অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করতে সরাসরি লগইন পেজ থেকে মোবাইল নাম্বার এবং Nexus Pay পাসওয়ার্ড দিয়ে ভিতরে প্রবেশ করুন।
- এরপর একটু খেয়াল করলে পেজের কোনায় মেনুবার রয়েছে সেখানে ক্লিক করুন।
- এরপর My Cards অপশনে ক্লিক করুন এবং তার পাশে + Add Cards অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার কার্ডের যাবতীয় সঠিক তথ্য সংযুক্ত করুন এবং 3-Line থেকে Balance Inquiry অপশনে ক্লিক করুন।
- এরপর আপনি অনলাইনে ব্যাংক একাউন্ট চেক অর্থাৎ ডাচ বাংলা একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।
জনতা ব্যাংক একাউন্ট চেক – Janata Bank Account Cheque
অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম জানতে এবার আমরা জেনে নিব জনতা ব্যাংক
একাউন্ট চেক করার নিয়ম। আপনারা যারা জনতা ব্যাংক ব্যবহার করে থাকেন তারা চাইলে
খুব সহজে ঘরে বসে eJanata apps ব্যবহার করে একাউন্ট চেক করতে
পারেন।
আর এর জন্য আপনাকে সরাসরি আপনার মোবাইল ফোন দিয়ে গুগল প্লে স্টোর থেকে eJanata
apps ইন্সটল করে নিতে হবে। ইন্সটল করে কিভাবে ব্যালেন্স চেক করবেন তা নিচে
বিস্তারিত দেওয়া হয়েছে চলুন জেনে নিন।
- অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করতে সর্বপ্রথম অ্যাপটি আপনার ফোন থেকে ইন্সটল করে ওপেন করে নিতে হবে।
- এরপর সেই অ্যাপটি ওপেন করলে আপনার সামনে সরাসরি লগইন পেজ চলে আসবে যেহেতু আমরা প্রথম বার অ্যাপটি ব্যবহার করব তাই শুরুতেই রেজিস্ট্রেশন করে নেব।
- রেজিস্ট্রেশন করার জন্য লগইন বাটনের নিচে থাকা Signup now অপশনে ক্লিক করুন। ক্লিক করা হয়ে গেলে আপনি রেজিস্ট্রেশন পেজ পেয়ে যাবেন।
- এরপর আপনার First name, Last name, Mobile Number, Email Address, Password, Confirm Password দিয়ে SMS অপশন সিলেক্ট করে (i have read and accept the terms and Conditions) টিক দিয়ে Submit বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার ফোনে একটি OTP কোড যাবে সেটি অটোমেটিকে বসে যাবে। একই সাথে আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি চলে আসবে সেটি অবশ্যই সংরক্ষণ করে রেখে দিবেন। পরবর্তীতে সে ইউজার আইডি অ্যাপ লগইন করার ক্ষেত্রে প্রয়োজন পড়বে।
- OTP কোড Confirm হয়ে গেলে আপনার লগইন অপশন আসবে সেখানে ক্লিক করুন।
- এরপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করুন।
- অ্যাকাউন্ট লগইন করা হয়ে গেলে আপনার সামনে (Add account) অপশন চলে আসবে সেখানে ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, একাউন্ট নাম্বার ও জন্ম নিবন্ধনের তারিখ এগুলো দিয়ে Add অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার সামনে Verify yourself অপশন Show করবে সেখানে Tap here বাটনে ক্লিক করলেআপনার ফোনের ক্যামেরা চালু হয়ে যাবে।
- এরপর সেখানে আপনাকে ভেরিফাইড করার জন্য আপনার মুখের ছবি তুলে দিতে হবে।
- ছবি দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে আপনার সমস্ত কাজ শেষ এখন অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করতে আপনি গোপন পিন কোডটি দিয়ে অ্যাপে লগইন করে যাবতীয় লেনদেন করতে পারবেন।
উপরে উল্লেখিত যে পদ্ধতি গুলো দেওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনি
খুব সহজে অনলাইনে ব্যাংক একাউন্ট চেক অর্থাৎ জনতা ব্যাংক একাউন্ট চেক করতে
পারবেন।
লেখকের শেষ কথা | অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
প্রিয় পাঠক সম্পূর্ণ আর্টিকেল পড়ে আশা করি অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার
নিয়ম এবং রূপালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম সঠিকভাবে জানতে পেরেছেন।
আপনাদের সুবিধার জন্য আজকে আমি এই বিষয়গুলো আলোচনা করেছি। আপনারা যদি
আর্টিকেলটি পড়ে একটুও উপকৃত হয়ে থাকেন। তাহলে আমাদের পোস্টের বিষয়ে একটি
কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর অবশ্যই আপনারা বন্ধুদের সাথে পোষ্টটি শেয়ার করবেন। এই রকম আরো আর্টিকেল
পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। আর সর্বশেষে বলতে চাই আর্টিকেলটি শেষ
পর্যন্ত পড়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url