রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন
রকেট একাউন্ট খুলতে চাচ্ছেন? এই আর্টিকেলটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে
আপনি খুব সহজেই সঠিক পদ্ধতিতে রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে
পারবেন। তাহলে আর দেরি না করে আসুন আপনারা ঘরে বসে কিভাবে সঠিক পদ্ধতিতে রকেট
একাউন্ট খুলবেন তা জেনে নিন।
আপনারা যদি শেষ পর্যন্ত এই আর্টিকেলটি পড়তে পারেন তাহলে, রকেট একাউন্ট বন্ধ করার
নিয়ম, রকেট একাউন্ট এর পিন পরিবর্তন, রকেট একাউন্ট সুবিধা, রকেট একাউন্ট খুলতে কি
কি লাগে, রকেট একাউন্ট খোলার বোনাস, এই সকল বিষয়ে সঠিকভাবে জেনে নিতে
পারবেন।
ভূমিকা
নগদ বিকাশ উপায় এর মত রকেট একটি জনপ্রিয় বাংলাদেশের সেরা মোবাইল ব্যাংকিং
ব্যবস্থা। বাংলাদেশের সর্বপ্রথম ডাচ-বাংলা ব্যাংক কর্তৃক তৈরি করা মোবাইল
ব্যাংকিং সিস্টেম হলো রকেট মোবাইল ব্যাংকিং সিস্টেম। অনেক গ্রাহকেরা রয়েছে যারা
রকেট একাউন্ট খোলার জন্য আগ্রহ প্রকাশ করেন। কিন্তু কিভাবে সঠিক নিয়মে রকেট
একাউন্ট খোলা যায় সেটা না জেনে থাকলে এই আর্টিকেল থেকে জেনে নিন। এই আর্টিকেলে
আমরা রকেট একাউন্ট খোলার নিয়ম এবং রকেট একাউন্ট বন্ধ করার নিয়ম সহ আরও যাবতীয়
তথ্য জানিয়ে দিব। তাই আসুন আর দেরি না করে জেনে নিন।
রকেট একাউন্ট খুলতে কি কি লাগে
অনেক নতুন ভাই ও বোনেরা রয়েছে যারা রকেট একাউন্ট খুলতে কি কি লাগে সেটা জানেনা।
তাই তাদের উদ্দেশ্যে আজকে আমি এই বিষয়টি সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করব। প্রিয়
ভাই ও বোনেরা রকেট একাউন্ট খুলতে আপনার আহামরি কোন কিছুর প্রয়োজন পড়বে না।
সাধারণত কিছু প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্ট প্রস্তুত করতে হবে। যা নিচে আপনাদের
সুবিধার্থে দেওয়া হলোঃ
- একটি সক্রিয় মোবাইল নম্বর যা আপনার নামে নিবন্ধিত থাকতে হবে।
- রকেট একাউন্ট খোলার জন্য আপনার নিজের বৈধ জাতীয় পরিচয়পত্রের কপি প্রয়োজন পড়বে।
- সাধারণত পাসপোর্ট সাইজের ২ কপি ছবি প্রয়োজন পড়বে।
- যেকোনো মোবাইল ফোন হলেই চলবে শুধু নাম্বারটি চালু রাখতে হবে।
- ইন্টারনেট কানেকশন না থাকলেও চলবে। (কিন্তু থাকলে কোনো সমস্যা নেই)
উপরে উল্লেখিত তালিকায় যে সকল বিষয়গুলো দেওয়া হয়েছে এগুলো যদি আপনার কাছে
থাকে, তাহলে খুব সহজেই আপনি ঘরে বসেই রকেট একাউন্ট খুলতে পারবেন। যদি আপনি নিজের
জন্য রকেট একাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই আপনার NID কার্ড প্রয়োজন পড়বে।
যদি আপনার NID কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার পিতা-মাতার NID কার্ড দিয়ে রকেট
একাউন্ট খুলতে পারবেন। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে ব্যক্তির NID কার্ড
দিয়ে রকেট একাউন্টখুলবেন তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। (বাধ্যতামূলক)
রকেট একাউন্ট খোলার নিয়ম
অনেক নতুন গ্রাহকেরা রয়েছে যারা রকেট একাউন্ট খুলতে চান। কিন্তু কিভাবে রকেট
একাউন্ট খুলবে সেটা সঠিকভাবে না জানার কারণে অনেকেই রকেট একাউন্ট খুলতে ব্যর্থ
হন। তাই তাদের সুবিধার জন্য আজকে আমি এই আর্টিকেলের অংশটুকুতে রকেট একাউন্ট খোলার
নিয়ম সঠিকভাবে জানিয়ে দেবো। তাই আসুন আর দেরি না করে কি কি নিয়ম রয়েছে জেনে
নিন।
আপনি যদি খুব সহজেই ঘরে বসে রকেট একাউন্ট খুলতে চান তাহলে কাস্টমার কেয়ার বা
রকেট এজেন্ট এর কাছে না যে এই খুলতে পারবেন। ঘরে বসে আপনি দুটি পদ্ধতি
অনুসরণ করে রকেট একাউন্ট খুলতে পারবেন। ১)
রকেট একাউন্ট খোলার কোড ব্যবহার করে ২) রকেট মোবাইল অ্যাপ দিয়ে।
মূলত এই দুটি পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজেই একটি রকেট মোবাইল
ব্যাংকিং একাউন্ট তৈরি করতে পারবেন। আশা করি এই বিষয়টি আপনি সঠিকভাবে বুঝতে
পেরেছেন। এই দুটি বিষয় নিয়ে নিস আমরা আরো সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছি।
চলুন জেনে নেওয়া যাক।
কোড ব্যবহার করে রকেট একাউন্ট খোলার নিয়ম
বর্তমান সময়ে অনেকেরই হাতে মুঠোফোন রয়েছে। এই মুঠোফোনে আপনি কিভাবে কোড ব্যবহার
করে একটি রকেট একাউন্ট খুলবেন সেই বিষয় নিয়েই আলোচনা করতে চলেছি। এই মুঠো ফোনের
ডায়াল প্যাড থেকে *৩২২# লিখে ডায়াল করলে রকেট একাউন্ট খোলার অপশন চলে
আসবে। (রকেট একাউন্ট খোলার কোডটি হলোঃ *৩২২#)। সেই অপশনে আপনাকে বিভিন্ন
ভাব অনুসরণ করে রকেট একাউন্ট খুলতে হবে।
ধাপ নাম্বার ১ঃ প্রথমত আপনাকে মোবাইলের ডায়াল প্যাড থেকে
*৩২২# কোডটি ডায়াল করুন।
ধাপ নাম্বার ২ঃ এরপর আপনার সামনে (To activate your ROCKET account Reply
1 to set your PIN) লেখাটি আসবে সেখানে 1 টাইপ করে SEND করুন।
ধাপ নাম্বার ৩ঃ এরপর আপনার সামনে নতুন একটি অপশন আসবে যেখানে লেখা থাকবে
(Enter Your 4-digit PIN) এখানে আপনাকে আপনার পছন্দমত ৪ ডিজিটের পিন কোডটি
বসাতে হবে। এরপর SEND অপশনে ক্লিক করলে আপনার একটি নতুন রকেট একাউন্ট তৈরি হয়ে
যাবে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, এই গোপন পিন কোডটি কখনোই কারো সাথে
শেয়ার করবেন না।
উপরে উল্লেখিত এই ধাপগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই ঘরে বসে আপনার মুঠোফোন
দিয়ে একটি নতুন রকেট একাউন্ট তৈরি করে নিতে পারবেন। এই পদ্ধতি অবলম্বন করে
একাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনাকে সরাসরি মোবাইল ফোন থেকে রকেট মোবাইল অ্যাপটি
ইন্সটল করে নিতে হবে।
এরপর সেখানে আপনার মোবাইল নম্বর, আপনার দেশ এবং গোপন পিন নম্বরটি ব্যবহার করে
অ্যাপের ভিতর ঢুকতে হবে। এরপরে আপনার প্রয়োজন পড়বে বৈধ জাতীয় পরিচয় পত্র ও
ছবি। এ সমস্ত কিছু ঠিক থাকলে আপনার নতুন রকেট একাউন্টটি একটিভ হয়ে যাবে।
এর আগে আপনি সেই নতুন অ্যাকাউন্ট থেকে কোনোভাবেই লেনদেন করতে পারবেন না। আশা করি
রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছেন।
মোবাইল অ্যাপ দিয়ে রকেট একাউন্ট খোলার নিয়ম
প্রিয় বন্ধুরা আপনারা যারা মোবাইল এর ব্যবহার করে রকেট একাউন্ট খুলতে চান তাদের
কিছু ধাপ অনুসরণ করতে হবে। যেই ধাপগুলো আপনাকে সম্পূর্ণ একটি সঠিক অ্যাকাউন্ট
তৈরি করতে সাহায্য করবে। তাই আসুন আর দেরি না করে মোবাইল অ্যাপ দিয়ে রকেট
একাউন্ট খোলার নিয়ম জেনে নিন।
ধাপ ১ঃ প্রথমত আপনাকে যেটা করতে হবে একটি স্মার্টফোন নিয়ে গুগল প্লে
স্টোর থেকে রকেট অ্যাপ ইন্সটল করে নিতে হবে।
ধাপ ২ঃ এরপর সেই রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপটি (Rocket Mobile Banking)
ওপেন করতে হবে।
ধাপ ৩ঃ অ্যাপটি ওপেন করা হয়ে গেলে আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে। এরপর
আপনি যে নাম্বার দিয়ে রকেট একাউন্ট খুলতে করতে চান, সেই নাম্বারটি লিখতে হবে।
(You are not registered to mobile banking. do you want to register) এই লেখাটি
দেখতে পেলে Yes বাটনে ক্লিক করবেন। এরপর Next অপশনে চাপ দিয়ে পরবর্তী ধাপে যেতে
হবে।
ধাপ ৪ঃ এরপর আপনার বৈধ জাতীয় পরিচয় পত্রের সঠিক নাম্বারটি লিখতে হবে এবং
Next বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৫ঃ এরপর আপনার দেওয়া মোবাইল নাম্বারটি কোন অপারেটরের সেটি সিলেক্ট
করতে হবে। অপারেটর সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে Next বাটনে ক্লিক করে পরবর্তী
ধাপে যেতে হবে।
ধাপ ৬ঃ এরপর আপনার মোবাইলে একটি কল আসবে, সেখানে আপনার একটি সিকিউরিটি কোড
কলের মাধ্যমে তারা বলে দেবে। কলটি কেটে গেলে সেই সিকিউরিটি কোডটি বসিয়ে নিচের যে
ফাঁকা বক্স রয়েছে সেখানে আপনার পিন কোডটি লিখতে হবে।
ধাপ ৭ঃ এরপরে আপনাকে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে
সাথে আপনাকে একটি রকেট একাউন্টের ভেতরে নিয়ে যাবে। সেখানে আপনার KYC ভেরিফিকেশন
করতে হবে।
ধাপ ৮ঃ ভেরিফিকেশন করার জন্য আপনাকে সরাসরি রকেট অ্যাপের ভিতর থেকে
নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। তারপরে আপনার অ্যাকাউন্টের ধরন সিলেক্ট করতে হবে।
ধাপ ৯ঃ সিলেট করা হয়ে গেলে আপনার বৈধ জাতীয় পরিচয়পত্রের উপরের যে অংশ
রয়েছে এবং নিচের যে অংশ রয়েছে সেটি ছবি তুলে সাবমিট করতে হবে।
ধাপ ১০ঃ তারপর আপনার সকল তথ্যগুলো ঠিক আছে কিনা সেটা সঠিকভাবে যাচাই-বাছাই
করতে হবে। যদি আপনার তথ্যগুলো সঠিক থাকে তাহলে আপনি পরবর্তী ধাপে যেতে পারেন এবং
ক্যামেরা ওপেন করে আপনার মুখটা সুন্দর করে ক্যামেরার সামনে সেলফি তুলে সাবমিট
করতে হবে।
উপরে উল্লেখিত যে ধাপগুলো দেয়া হয়েছে সেগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনার রকেট
একাউন্ট তৈরি করার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আপনার এই আবেদনটি রকেটে যারা
আবেদন চেক করার কাজে থাকে তাদের কাছে যাবে।
এরপর তাঁরা সঠিকভাবে যাচাই-বাছাই করে অনুমোদন দিলে আপনি একটি রকেট একাউন্ট
ব্যবহার করে লেনদেন করতে পারবেন। আশা করি মোবাইল অ্যাপ দিয়ে রকেট একাউন্ট খোলার
নিয়ম সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছেন।
রকেট একাউন্ট খোলার বোনাস
আপনি যদি সঠিকভাবে একটি নতুন রকেট একাউন্ট খুলতে পারেন তাহলে আপনাকে তারা ১৫ টাকা
বোনাস দিবেন। শুধু আপনি নন যে কেউ নতুন একটি রকেট একাউন্ট খুললে তাকে ১৫ টাকা
বোনাস দেওয়া হয়ে থাকে। তবে এই জন্য অবশ্যই রকেট একাউন্ট রেজিস্ট্রেশন করার পর
KYC ভেরিফিকেশন করতে হবে। তাহলে আপনি বোনাসটা পাবেন।
রকেট একাউন্ট সুবিধা
বাংলাদেশে যতগুলো জনপ্রিয় ব্যাংক রয়েছে তার মধ্যে প্রথম মোবাইল ব্যাংকিং
সিস্টেম হচ্ছে (Rocket Mobile Banking) রকেট মোবাইল ব্যাংকিং। এই রকেট দিয়ে আপনি
নগদে কিংবা বিকাশে সব ধরনের সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। যেমনঃ ক্যাশ আউট,
সেন্ড মানি, পেমেন্ট, ক্যাশ ইন, পে বিল, মোবাইল রিচার্জ, ডোনেশন, ইত্যাদি আরও
অসংখ্য লেনদেন করতে পারবেন।
আরও পড়ুনঃ রকেট একাউন্ট চেক করার কোড জেনে নিন
এছাড়াও এই রকেট একাউন্টের সবচেয়ে বড় যে সুবিধা রয়েছে সেটি হচ্ছে রকেট ক্যাশ
আউট চার্জ অনেক কম। তাহলে বুঝতেই পারছেন রকেট একাউন্ট সুবিধা।
রকেট একাউন্ট এর পিন পরিবর্তন
অনেকে রয়েছে যারা রকেট একাউন্ট এর পিন পরিবর্তন করতে চান। কিন্তু কিভাবে করবেন
সে উপায় না জানার কারণে অনেকেই রকেট মোবাইল ব্যাংকিং একাউন্ট এর পিন পরিবর্তন
করতে পারেন না। তাই আসুন আজকের এই আর্টিকেলের অংশটুকু থেকে জেনে নিন কিভাবে আপনি
রকেট একাউন্টের পিন পরিবর্তন করতে পারবেন।
- প্রথমত আপনাকে মোবাইলে ডায়াল প্যাড থেকে *৩২২# ডায়াল করতে হবে।
- এরপর একটু লক্ষ্য করলে দেখবেন My Account অপশন রয়েছে সেখানে ক্লিক করুন।
- এরপর একটু খেয়াল করলে Change Password অপশনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
- তারপর আপনার বর্তমান যে পিন কোডটি রয়েছে সেটা জানতে যাওয়া হবে, সেটি দিয়ে দিন।
- এরপর আপনার নতুন পিন কোডটি পরপর দুইবার দিয়ে inter করুন।
উপরে উল্লেখিত এই পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনি খুব সহজেই ঘরে বসে রকেট
একাউন্ট এর প্রিন্ট পরিবর্তন করতে পারবেন। তাহলে এতক্ষণে আপনি সঠিকভাবে আশা করি
বুঝতে পেরেছেন।
রকেট একাউন্ট বন্ধ করার নিয়ম
ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমাদের অ্যাকাউন্ট বন্ধ
করতে হয়। যেমনঃ সিম হারিয়ে গেলে, কোন কাজের জন্য পরিবর্তন করতে হলে, সিম
পরিবর্তন করা সহ ইত্যাদি কারণে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা রকেট একাউন্ট বন্ধ
করার নিয়ম সঠিকভাবে না জানার কারণে খুব দ্রুত বন্ধ করতে পারিনা।
তাই এই সমস্যা দূর করার জন্য আপনাদের সুবিধার্থে আজকে আমি সঠিক ভাবে জানিয়ে দেবো
কিভাবে আপনারা রকেট একাউন্ট বন্ধ করবেন সে নিয়ম সম্পর্কে। তাই আসুন আর দেরি না
করে জেনে নিন।
- রকেট একাউন্ট বন্ধ করার জন্য প্রথমত আপনাকে যে নাম্বার দিয়ে রকেট একাউন্ট খোলা রয়েছে সে নাম্বার ও মোবাইল চালুসহ রকেট অফিসে যেতে হবে।
- এরপর আপনার প্রয়োজন পড়বে রকেট একাউন্ট খোলার সময় যে nid card ব্যবহার করা হয়েছিল সেটি নিয়ে যেতে হবে।
- যদি আপনি রকেট একাউন্টে অন্য কারো নামে খুলে থাকেন, তাহলে আপনার সাথে তাকেও রকেট অফিসে নিয়ে যেতে হবে।
- যদি আপনার সকল তথ্যগুলো সঠিক থাকে তাহলে রকেট অফিসের লোক আপনার অ্যাকাউন্ট অল্প কিছু সময়ের মধ্যে বন্ধ করে দিবে।
- যেহেতু আপনার রকেট একাউন্ট বন্ধ করে ফেলবেন সেহেতু আপনার অ্যাকাউন্টে টাকার পরিমাণ জিরো করে রাখবেন।
লেখকের শেষ কথা | রকেট একাউন্ট খোলার নিয়ম
প্রিয় পাঠক সম্পূর্ণ আর্টিকেল পড়ে আশা করি রকেট একাউন্ট খোলার নিয়ম এবং রকেট
একাউন্ট বন্ধ করার নিয়ম সঠিকভাবে জানতে পেরেছেন। আপনাদের সুবিধার জন্য আজকে
আমি এ বিষয়গুলো আলোচনা করেছি। আপনারা যদি আর্টিকেলটি পড়ে একটুও উপকৃত হয়ে
থাকেন। তাহলে আমাদের পোস্টের বিষয়ে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর অবশ্যই আপনারা বন্ধুদের সাথে পোষ্টটি শেয়ার করবেন। এই রকম আরো আর্টিকেল
পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। আর সর্বশেষে বলতে চাই আর্টিকেলটি
শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url