ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া - ইনডেভার 10 এর কাজ কি জেনে নিন

প্রিয় পাঠক আপনি কি ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি এই বিষয়টি সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেল একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। তাহলে আপনি এই বিষয়টি সম্পর্কে সঠিকভাবে জেনে যাবেন।
ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন
এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনি যে যে বিষয়গুলো জানতে পারবেন সেগুলো হলো- ইনডেভার ১০ বেশি খেলে কি হবে, ইনডেভার কেন খায়, ইনডেভার 10 এর কাজ কি, ইনডেভার ১০ কতদিন খেতে হয়, ইনডেভার ১০ দাম কত।

ভূমিকা

প্রিয় ভিজিটর আপনাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা মানসিক সমস্যা কিংবা উচ্চ রক্তচাপে ভুগছেন। তাই আপনাদের এই সমস্যা দূর করার জন্য আজকে আমি এই আর্টিকেলে ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং ইনডেভার 10 এর কাজ কি এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনাদের যাদের উচ্চ রক্তচাপ এবং বুক ধরফর বা মানসিক সমস্যা রয়েছে তাদের জন্য এই আর্টিকেল অনেক উপকৃত হতে চলেছে। তাই আসুন আর দেরি না করে এই আর্টিকেলটি বিস্তারিত জেনে নিন।

ইনডেভার ১০ বেশি খেলে কি হবে

প্রিয় পাঠক আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা ইনডেভার ১০ বেশি খেলে কি হবে জানতে চেয়েছেন। তাই তাদের উদ্দেশ্যে আজকে আমি এই আর্টিকেলের অংশটুকুতে এই বিষয়টি সম্পর্কে সঠিকভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এটি জানার আগে আপনাকে জানতে হবে ইনডেভার ১০ এর মূল কাজ কি। 

সাধারণত এই ইনডেভার ১০ (Endeavor 10) শরীরের ভেতরে বিভিন্ন অংশে কাজ করে থাকে। আমাদের শরীরের জটিল ও কঠিন রোগ প্রতিরোধ করার জন্য এই ওষুধটি অত্যান্ত কার্যকারী। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখা উচিত সেটি হলো কোন ওষুধ খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ সেবন করা। 
ইনডেভার ১০ (Endeavor 10) আমাদের শরীরে কি কি কাজ করে চলুন এবার জেনে নেওয়া যাক। বিশেষ করে আমাদের শরীরের রক্তচাপ বুক ধরফর দুশ্চিন্তা প্রস্রাবের সমস্যা প্রস্রাবে জ্বালাপোড়া মাথাব্যথা মাইগ্রেনের সমস্যা ইত্যাদি। সাধারণত এই সমস্যাগুলো খুব কম বয়সী মানুষ থেকে শুরু করে বয়স্ক সকল মানুষেরই হয়ে থাকে। 

তবে আমাদের শরীরের ব্যাকটেরিয়া কিছু কিছু সময় অনেক উপকার করে এবং কিছু কিছু সময় অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে আর সেজন্যই বিশেষজ্ঞ ডাক্তারেরা ইনডেভার ১০ (Endeavor 10) এই ওষুধটি সেবন করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। 

তবে এর আগে অভিজ্ঞ ডাক্তারেরা রোগীর পরীক্ষা নিরীক্ষা করে এবং রোগীর অবস্থান অনুযায়ী সে ওষুধগুলো খাওয়ানোর নিয়ম সম্পর্কে জানিয়ে দেন। তবে আদিম যুগের যে সকল মানুষগুলোর রয়েছিল তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ছিল কেননা সে সময় খাদ্যতে এত ভেজাল ছিল না। 

আর এখন বর্তমান সময়ে প্রতিটা খাবারে ভেজাল আর সেজন্য ছোট থেকে বড় সকল মানুষেরই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে প্রতিনিয়ত মানুষের বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়। কিন্তু এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই ওষুধটি ইনডেভার ১০ বেশি খেলে কি হবে? তাহলে আসুন জেনে নেওয়া যাক।
আপনি নিশ্চয়ই জানেন কোন কিছু অতিরিক্ত খাওয়া একদমই স্বাস্থ্যের জন্য ভালো নয়। সে ক্ষেত্রে এই ওষুধটিও ঠিক তেমনি। প্রতিটি ওষুধেরই যেমন উপকারিতা রয়েছে ঠিক তেমনি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যদি আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ সেবন করেন তাহলে আপনার উপকারের চেয়ে ক্ষতি আরও অনেক বেশি হতে পারে।

  • চিকিৎসকরা ইনডেভার ১০ (Endeavor 10) ঔষধ বা ট্যাবলেটটি রোগীদের ১ থেকে ৩০ দিন পর্যন্ত খাওয়ার জন্য নির্দেশ দিয়ে থাকেন। যদি এই দিন পার হয়ে যাই তাহলে ওষুধটি কখনোই খাওয়া উচিত নয়।
  • তবে, যদি কোন রোগীর অবস্থা খুবই মারাত্মক হয়ে থাকে তাহলে ৩০ দিনের জায়গায় ৪৫ দিন পর্যন্ত খাওয়া যেতে পারে। এর বেশি কখনোই খাওয়া যাবে না।
  • সাধারণত বিশেষজ্ঞ ডাক্তারেরা রোগীর পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট তৈরি করতে বলে। এরপর সেই রিপোর্ট অনুযায়ী চিকিৎসকরা রোগীর ঔষধ খাওয়ার নির্দেশ দিয়ে থাকেন। তাই সে ক্ষেত্রে ইনডেভার ১০ (Endeavor 10) ঔষধ বা ট্যাবলেটটি খাওয়ানোর সঠিক নিয়ম বলা অসম্ভব। তাই আপনার সুবিধার জন্য এই বিষয়টি সঠিকভাবে জানানো হলো।

ইনডেভার 10 এর কাজ কি

অধিকাংশ মানুষ রয়েছে যাদের মাইগ্রেন ও হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে তারা এই ইনডেভার ১০ (Endeavor 10) এই ওষুধটির সাথে অনেক পরিচিত। যেহেতু বর্তমান সময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস ব্যবহারকারী সংখ্যা বেড়েই চলেছে সেতু এই ইলেকট্রনিক ডিভাইসের কারণে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা সৃষ্টি হচ্ছে আর তার মধ্যেই অন্যতম হচ্ছে মাইগ্রেন।  

প্রতিটা মানুষেরই প্রায় মাইগ্রেনের সমস্যা রয়েছে। এই সমস্যা দিন দিন ভয়াবহ ভাবে বেড়েই চলেছে। তবে এই মাইগ্রেনের সমস্যাটি দূর করতে ইনডেভার ১০ (Endeavor 10) এই ওষুধটি বিশেষ ভাবে ভূমিকা পালন করে। তাই অনেকে জিজ্ঞেস করে ইনডেভার ১০ এর কাজ কি। ইনডেভার ১০ হলো ১০ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ওষুধ। 

এই ওষুধ বা ট্যাবলেটের উপাদান মধ্যে রয়েছে প্রোপ্রানোলল হাইড্রোক্লোরাইড (Propranolol Hydrochloride) যার জন্য একে বিটা ব্লকার (Beta Blockers) বলা হয়ে থাকে। এটি প্রস্তুত করেছে বাংলাদেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুতকার প্রতিষ্ঠান এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড (ACI PHARMACEUTICALS LTD.) আর তাই এই ওষুধের কার্যকারিতা অনেক ভালো। 

ইনডেভার ওষুধ বা ট্যাবলেটটি আপনি দুটি মাত্রায় নিকটস্থ বাজারে ফার্মেসি দোকানগুলোতে পেয়ে যাবেন। ১) ইনডেভার ১০ মিলিগ্রাম, ২) ইনডেভার ৪০ মিলিগ্রাম। এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী। কারণ চিকিৎসক আপনার রোগ পরীক্ষা-নিরীক্ষা করে তারপর এই ওষুধ বা ট্যাবলেটটি খাওয়ার জন্য নির্দেশ দিবেন। এছাড়াও ইনডেভার 10 এর কাজ কি কি রয়েছে চলুন এবার জেনে নিন।

ইনডেভার 10 এর কাজ হলোঃ
  • উদ্বিগ্নতা
  • ডিপ্রেশন
  • বুকে ব্যথা
  • হার্ট অ্যাটাক
  • বুক ধরফর করা
  • এনজিনা পেক্টোরিস
  • প্রাথমিক উচ্চ রক্তচাপ
  • মাথাব্যথা বা মাইগ্রেনের সমস্যা
  • হাইপার টেনশন বা অতিরিক্ত দুশ্চিন্তা
  • অনিয়মিত হৃদস্পন্দন বা হাই ব্লাড প্রেসার
উপরে উল্লেখিত যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলো দূর করতে ইনডেভার টেন দারুন ভাবে সাহায্য করে। তাই আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা আশা করি এই ওষুধটি খাওয়ার ফলে খুব দ্রুত সেরে উঠবেন।

ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

প্রত্যেকটা জিনিসের যেমন উপকারিতা ও অপকারিতা রয়েছে।ঠিক তেমনি ইনডেভার 10 এর উপকারিতার পাশাপাশি ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই আজকে আমি এই আর্টিকেলের অংশটুকুতে আপনাদের সুবিধার জন্য এই বিষয়টি সম্পর্কে সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা এই ওষুধটি দীর্ঘদিন যাবত খাচ্ছেন তারা অবশ্যই সতর্ক হয়ে যান। এই ওষুধের কি কি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে চলন এবার জেনে নেওয়া যাক।
ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া হলোঃ
  • অতিরিক্ত ক্লান্তি অনুভব করা।
  • এলার্জি জনিত সমস্যা হওয়া।
  • ক্ষুধার পরিবর্তন হতে পারে।
  • শ্বাসকষ্টের সমস্যা হওয়া।
  • ডায়রিয়া হতে পারে।
  • চুলকানি জনিত সমস্যা হতে পারে।
  • মাথা ঘুরতে পারে।
  • মেজাজের পরিবর্তন হতে পারে।
  • অবসন্নতা হতে পারে।
  • পেট খারাপের সমস্যা হতে পারে।
  • বমি বমি ভাব হতে পারে।
  • অতিরিক্ত ঘুম হওয়া।
  • পেশী দুর্বলতা হতে পারে।
  • পা ঠান্ডা হয়ে যাওয়া ইত্যাদি।
ইনডেভার ১০ খাওয়ার পরে উপরে উল্লেখিত সমস্যাগুলো হতে পারে। তাই এই ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই সঠিকভাবে নিয়ম-কানুন জেনে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করা করবেন।

ইনডেভার কেন খায়

ইনডেভার কেন খায়, এই বিষয়টি সম্পর্কে আপনারা যারা এই আর্টিকেলে জানতে এসেছেন তারা অবশ্যই আর্টিকেলের অংশটুকু মনোযোগ দিয়ে পড়ুন। মূলত ইনডেভার খাওয়ার প্রধান কারণ হলো উচ্চ রক্তচাপ বা হাই প্রেসার নিয়ন্ত্রণে রাখার জন্য। যদিও এই ওষুধটির প্রধান কাজ হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা। 

কিন্তু বর্তমান সময়ে এই ট্যাবলেটটি এত বেশি ব্যবহৃত হচ্ছে যার ফলে বিভিন্ন ধরনের বুক ধরফর মাইগ্রেশন ইত্যাদিবেশ সাহায্য করছে। বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষেরই মাইগ্রেনের ও উদ্বিগ্নতা সমস্যা হয়েই থাকে। এই সমস্যাগুলো থেকে স্থায়ী ভাবে মুক্তি পেতে চাইলে ইনডেভার ১০ খেতে পারেন।
আশা করি অনেক উপকার পাবেন এর পাশাপাশি যাদের মানসিক সমস্যা রয়েছে অল্পতেই সবকিছু ভুলে যান এবং কোন কিছু ভালো লাগে না বা কোন কিছু করার প্রতি আগ্রহ থাকে না ঘুম ঠিকমতো হয় না এই ইত্যাদি সমস্যা গুলো দেখা যায়। 

সাধারণত এই সমস্যাগুলো নিরাময়ে ইনডেভার ১০ খুবই উপকারী। তবে এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। কেননা একমাত্র ডাক্তার আপনার রোগ দেখে সঠিক চিকিৎসা দিয়ে সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ইনডেভার ১০ খাওয়ার নির্দেশ দিবেন।

ইনডেভার ১০ কতদিন খেতে হয়

সাধারণত ইনডেভার ১০ কতদিন খেতে হয় এটি সম্পূর্ণ নির্ভর করে রোগীর ওপর। রোগী কতটা অসুস্থ রয়েছে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করতে হয়। তবে সাধারণত ইনডেভার ১০ ঔষধ রোগীদের ১ থেকে ৩০ দিন পর্যন্ত খাওয়ার জন্য নির্দেশ দিয়ে থাকেন। 

তবে রোগীর অবস্থা খুবই খারাপ হয় তাহলে সে ক্ষেত্রে ৪৫ দিন পর্যন্ত ইনডেভার ১০ ঔষধটি সেবন করা যাবে। তবে নিজে নিজে ওষুধ না খাওয়াই ভালো। এতে করে আপনার সমস্যা বেড়ে যেতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ সেবন করা উচিত।

ইনডেভার ১০ দাম কত

এই ওষুধ বা ট্যাবলেট টির দাম তুলনামূলকভাবে অনেক কম। আপনার নিকটস্থ যে কোন ফার্মেসি দোকানগুলোতে গেলে এই ট্যাবলেট অল্প দামে সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ হঠাৎ করে সমস্যা হলে আপনি খুব সহজেই এই ট্যাবলেটটি ক্রয় করে সমস্যার সমাধান করতে পারবেন। এই ইনডেভার ১০ প্রতি ট্যাবলেট এর মূল্য ৫০ পয়সা। ১ পাতা অর্থাৎ ১০ টি ট্যাবলেট এর দাম ৫ টাকা।

লেখকের শেষ কথা | ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

বিভিন্ন চিকিৎসকরা রোগীদের ইনডেভার ১০ ওষুধ প্রদান করে থাকেন। তবে অনেক রোগীরা জানেন না ইনডেভার 10 এর কাজ কি এবং ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া কি কি রয়েছে। ইতিমধ্যে হয়তো আপনি এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। 
যদি আমাদের এই আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশে বন্ধুদেরকে আর্টিকেলটি শেয়ার করুন এবং জানিয়ে দিন। এই ধরনের আর্টিকেল পেতে নিয়মিত ওয়েবসাইট ভিজিট করুন। শেষ পর্যন্ত আর্টিকেল পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪