বাংলাদেশের ২০টি সেরা অনলাইন ইনকাম সাইট এর তালিকা
অনেক মানুষ রয়েছে যারা অনলাইনে ইনকাম করতে চায় কিন্তু কিভাবে ইনকাম করবে সেই
সাইট গুলো সম্পর্কে সঠিকভাবে জানেন না। তাই আপনারা যারা বাংলাদেশের সেরা অনলাইন
ইনকাম সাইট সম্পর্কে জানেন না তারা আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন। আজকে আমরা
এই আর্টিকেলে এই বিষয়টি সম্পর্কে সঠিকভাবে জানিয়ে দেয়ার চেষ্টা করব। তাই
আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো।
আপনারা যদি আর্টিকেল শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে বিভিন্ন বিষয়ে জানতে পারবেন
যা আপনার ইনকামের জন্য অনেক কাজে দিবে। যেমন- অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট
নিবেন কীভাবে, সরকার অনুমোদিত অনলাইন ইনকাম সাইট, ফ্রি টাকা ইনকাম-ফ্রি অনলাইন
ইনকাম সাইট, রিয়েল ইনকাম সাইট ২০২৪ এই সকল বিষয়ে জানতে পারবেন।
ভূমিকা
বর্তমানে বাংলাদেশে অনেক ভালো ভালো অনলাইন সাইট রয়েছে যেগুলো থেকে অনেক মানুষ
প্রচুর টাকা ইনকাম করছে। এর মধ্যে কিছু অন্যতম সেরা সাইটগুলো সম্পর্কে এই ব্লগে
আলোচনা করব। তাই আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু কোন সাইট
থেকে ইনকাম করলে ভালো হয় এইটা সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। তাই আজকে আমি এই
আর্টিকেলে বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট এবং অনলাইন ইনকাম সাইট বিকাশ
পেমেন্ট কীভাবে নিবেন এই বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে জানিয়ে দেব। তাই কোথাও
ঘোরাঘুরি না করে এই আর্টিকেলের সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার
অনুরোধ রইলো।
রিয়েল ইনকাম সাইট ২০২৪
আপনি কি অনলাইনে আয় করার উপায় খুঁজছেন, তাহলে আপনি একা নন। অনেকেই এখন অনলাইনে
অর্থ উপার্জনের বিভিন্ন উপায় খুঁজছেন। ২০২৪ সালে, অনলাইনে আয় করার আরও অনেক
রিয়াল উপায় রয়েছে। তাই যেগুলো আপনার রিয়েল ইনকাম সাইট সেগুলো অবশ্যই আপনাকে
যাচাই-বাছাই করে কাজ করতে হবে।
কারণ বর্তমান সময়ে google এ অনেক ভুয়া ইনকাম সাইট রয়েছে যেগুলোতে কাজ করার পরে
কোনরকম কাজের পারিশ্রমিক দেওয়া হয় না। তাই আপনার রিয়েল ইনকাম সাইট যেগুলো
রয়েছে সেগুলোতে আপনি কাজ করতে পারেন। যদি আপনার এখন মনে প্রশ্ন আসে যে রিয়েল
ইনকাম সাইট কোনগুলো তাহলে সেই প্রশ্নের উত্তরে আমি বলব রিয়েল ইনকাম সাইট
অনেকগুলো রয়েছে।
যেমন- ইউটিউব একটি রিয়েল ইনকাম সাইট, মার্কেটিং এটিও একটি রিয়েল ইনকাম
সাইট,আর্টিকেল রাইটিং এটি একটি রিয়েল ইনকাম সাইট। এছাড়াও আরো অনেক রিয়েল ইনকাম
সাইট গুগলের রয়েছে। যদি আপনি আরো রিয়েল সাইট সম্পর্কে জানতে চান তাহলে সরাসরি
ইউটিউবে রিয়েল ইনকাম সাইট ২০২৪ লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আশা করি
বিষয়টি সঠিকভাবে বোঝাতে পেরেছি।
ফ্রি টাকা ইনকাম-ফ্রি অনলাইন ইনকাম সাইট
অনলাইনে "ফ্রি টাকা" বা "সহজে টাকা ইনকাম" এর প্রতিশ্রুতি দেওয়া অনেক ওয়েবসাইটই
আছে। এগুলোর অনেকই প্রতারণামূলক হতে পারে। সত্যিকার অর্থে, অনলাইনে আয় করতে হলে
আপনাকে কিছু না কিছু দক্ষতা বা সময় ব্যয় করতে হবে। বর্তমান সময়ে অনলাইনে অনেক
ফ্রী টাকা ইনকাম- অনলাইন ইনকাম সাইট সম্পর্কে হাজার হাজার মানুষ তাদের নিজের
ওয়েবসাইটে লিখে রেখেছে।
কিন্তু আসলেই ওই তথ্যগুলো সত্য নয়। আপনাকে অবশ্যই পরিশ্রম ধৈর্য ও সময় এই তিনটি
কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে হবে। এখানে কেউ আপনাকে ফ্রিতে টাকা দেবে না। আপনি
যে কাজই করতে যান না কেন তার নিয়মকানুন এবং সেই বিষয়ের উপর অভিজ্ঞতা না থাকলে
কোনোভাবেই ইনকাম করা সম্ভব নয়।
সেগুলোতে আপনি কিছু না কিছু দক্ষতা না থাকলে কখনোই অর্থ উপার্জন করতে পারবেন না।
তাই এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে সামনে আগানো ভালো। আশা করি আপনাদের বিষয়টি
ভালোভাবে বুঝাতে পেরেছি।
সরকার অনুমোদিত অনলাইন ইনকাম সাইট
সরকার অনুমোদিত শব্দটি যোগ করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনলাইনে আয় করার নাম
করে অনেক প্রতারণামূলক ওয়েবসাইট রয়েছে। সরকার অনুমোদিত সাইটগুলো সাধারণত নিরাপদ
এবং বিশ্বাসযোগ্য। কিন্তু অনেকেই মনে প্রশ্ন আসতে পারে যে সরকার কোন সাইটগুলোকে
অনুমোদন দেয়? এরকম প্রশ্ন আসতেই পারে স্বাভাবিক। তবে সরাসরি সরকার কোন
ওয়েবসাইটকে অনলাইন ইনকামের জন্য অনুমোদন দেয় না।
বরং, তারা কিছু নির্দিষ্ট শর্ত এবং নিয়মকানুন নির্ধারণ করে দেয়, যা অনলাইন
আয়ের ক্ষেত্রে সবাইকে অনুসরণ করতে হয়। সেজন্য আপনাকে ইন্টারনেটে সার্চ করে
দেখতে হবে সাইটটি সম্পর্কে এবং দেখতে হবে অন্যরা কি বলছে। এছাড়াও সাইটটি কোন
দেশের নিবন্ধিত তা খুঁজে বের করতে হবে এবং সাইটটি আগে কখনো পেমেন্ট দিয়েছে কিনা
সেটা দেখার চেষ্টা করতে হবে।
কিছু জনপ্রিয় এবং নিরাপদ মনে করা হয় এমন অনলাইন ইনকামের পদ্ধতি হলোঃ
- Upwork
- Fiverr
- WordPress.org
- Blogger
- YouTube.com ইত্যাদি।
বাংলাদেশের ২০টি সেরা অনলাইন ইনকাম সাইট
বাংলাদেশে অনলাইনে আয় করার সুযোগ দিন দিন বাড়ছে। তবে, কোন সাইটগুলো নির্ভরযোগ্য
এবং আপনার জন্য উপযুক্ত, তা বুঝতে অনেকেরই সমস্যা হয়। এই আর্টিকেলে আমরা
বাংলাদেশে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য মনে করা হয় এমন কিছু অনলাইন ইনকামের পদ্ধতি
এবং সাইট সম্পর্কে আলোচনা করব। তবে একটি কথা না বললেই নয় সেটি হলো আপনার জন্য
সেরা সাইট হবে আপনার দক্ষতা, আগ্রহ এবং সময়ের উপর নির্ভর করে। তাহলে চলুন আর
দেরি না করে বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট সম্পর্কে জেনে নিন।
বাংলাদেশের ২০টি সেরা অনলাইন ইনকাম সাইট এর তালিকাঃ
- Google Adsense
- YouTube
- Upwork
- Fiverr
- Freelancer.com
- CPA Marketing
- Amazon
- Shohoz.com
- Pa thao.com
- Swagbucks
- Kolotibablo
- Bikroy.com
- TikTok
- Daraz.com.bd
- Prizerebel
- Onlinejano
- Shutter Stock
- Megatypers
- থিমফরেস্ট
Google Adsense: সারা পৃথিবীর মধ্যে অনলাইন থেকে টাকা ইনকাম করার বিশ্বস্ত
ওয়েবসাইট গুলোর মধ্যে রয়েছে গুগল এডসেন্স। যার প্রায় ২ মিলিয়ন এর বেশি মানুষ
এখানে কাজ করে লাখ লাখ ডলার ইনকাম করছেন। এখানে আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব
চ্যানেলে গুগল এডসেন্স এপ্রুভ করানোর পর অ্যাড দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
তবে গুগল এডসেন্সের যে নিয়ম-নীতি রয়েছে সেগুলোর বাইরে কাজ করা যাবে না। তাই এই
বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন।
সাধারণত গুগল এডসেন্স দুই রকমের হয়ে থাকে। ১) হোস্টেড একাউন্ট ২) নন হোস্টেড
একাউন্ট। নন হোস্টেড একাউন্টটি সম্পূর্ণ নিজের তত্ত্বাবধায়নের উপর নির্ভর করে।
আর হোস্টেড একাউন্টটি google এডসেন্সের ১০ ডলার হয়ে গেলে আপনাকে গুগল থেকে পিন
ভেরিফিকেশনের একটি মেসেজ দিবে এরপর সেখান থেকে আপনি আপনার ব্যাংক একাউন্ট এড করে
টাকা ট্রান্সফার করে নিতে পারবেন।এটিও বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট।
YouTube: বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে সহজ ভাবে ইনকাম করার উপায়
হচ্ছে ইউটিউব। এই ইউটিউবে কমবেশি অনেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও
আপলোড করে সেখানে গুগল এডসেন্স মনিটাইজেশন করে অর্থ উপার্জন করে। এছাড়াও এই
ইউটিউবের মাধ্যমে এফিলেট মার্কেটিং করে অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করা যায়।
বাংলাদেশের মধ্যে ইউটিউব একটি বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট। বাংলাদেশের সেরা
অনলাইন ইনকাম সাইট ইউটিউব। তাই আপনি যদি চান তাহলে youtube-এ কাজ করে অনলাইন থেকে
নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।
Facebook: ফেসবুকের কথা বলতে গেলে আমরা সকলেই জানি যে এটা একটি সোশ্যাল
মিডিয়া যেখানে হাজার হাজার মানুষ ফেসবুক ব্যবহার করে প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে
টাকা ইনকাম করছেন। বিশেষ করে ফেসবুকে ব্লগ ভিডিওতৈরি করে অনেকেই টাকা আয় করছেন।
এছাড়াও এফলেট মার্কেটিং সহ ইত্যাদি উপায়ে টাকা আয় করা হয়ে থাকে। আপনিও চাইলে
ফেসবুক থেকে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করে সেখান থেকে অর্থ উপার্জন
করতে পারেন।
Upwork: তারপর ফ্রিল্যান্সিং এর জন্য ভালো একটি ওয়েবসাইট এখানে বিভিন্ন
ধরনের ক্লাইন্ট তাদের কাজের জন্য পোস্ট করে থাকেন। এরপর আপনি যদি সে কাজগুলো
পারেন এবং যদি আপনার কাজের পারিশ্রমিক পছন্দ হয় তাহলে আপনি সরাসরি প্রস্তাব দিতে
পারবেন। এরপর আপনি যদি সেই কাজে সিলেক্টেড হন তাহলে সেই কাজ করে দিলে আপনাকে তারা
কাজের পারিশ্রমিক হিসেবে ডলার দিয়ে থাকে। Upwork বাংলাদেশের সেরা অনলাইন
ইনকাম সাইট হিসেবে বলা যায়।
সেই ডলার আপনি আপনার ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। তবে এখানে
আপনার অভিজ্ঞতা ছাড়া এসে কোন লাভ নেই। এই আপওয়ার্ক একটি বিশ্বস্ত অনলাইন
ওয়েবসাইট। যেখানে প্রতিনিয়ত লাখ লাখ ডলার ইনকাম করে যাচ্ছে বাংলাদেশের
ফ্রিল্যান্সাররা। আপনিও চাইলে একজন ফ্রিল্যান্সার হয়ে আপনাকে কাজ করে অর্থ
উপার্জন করতে পারেন। এই Upwork ও বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম
সাইট।
Fiverr: ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত সাইট হচ্ছে
ফাইবার। যেখানে আপনার প্রতিনিয়ত অনেক দক্ষ ফ্রিল্যান্সাররা কাজ করে হাজার হাজার
ডলার ইনকাম করছে। বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ মানুষ এখন ফাইবারে কাজ করে নিজে
স্বাবলম্বী হচ্ছে। আপনিও চাইলে এই ফাইবার সাইটে আপনার কাজের দক্ষতার গিগ তৈরি করে
সেটা ফাইবারে পাবলিশ করে সেখান থেকে অনলাইনে মাধ্যমে কাজ করে প্রচুর টাকা ইনকাম
করতে পারেন। এই সাইটটিতে আপনি কাজ করতে পারেন নির্দ্বিধায়। এটি খুবই ভালো একটি
সাইট।
Freelancer.com: এটা একটি ফ্রিল্যান্সিং কাজ করার জন্য জনপ্রিয় ও
বিশ্বস্ত সাইট। এখানে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সাররা কাজ করে নিজে স্বাবলম্বী
হচ্ছে। এখান থেকে অনেকেই বিভিন্ন ধরনের বাইরের কোম্পানিতে জব করে প্রচুর টাকা
ইনকাম করছে। এই সাইটে নিশ্চিন্তে আপনি কাজ করতে পারেন। তবে এই সাইটে কাজ করার
জন্য আপনাকে অবশ্যই দক্ষ ফ্রিল্যান্সার হতে হবে। আপনি যে কাজে দক্ষ সেটা
ফ্রিল্যান্সার ডটকমে একাউন্ট তৈরি করে বাইরের ক্লাইন্টকে দেখিয়ে সেখান থেকে কাজ
করে অর্থ উপার্জন করতে পারবেন।
CPA Marketing: CPA পূর্ণরূপ হলো Cost per Action. মানে এখানে যদি আপনি
একটি কাজ করে দেন তাহলে সেখান থেকে আপনি কিছু কমিশন পাবেন। এটি একটি অনলাইন
মার্কেটিং কৌশল যেখানে বিভিন্ন ধরনের কোম্পানি তাদের নিজেদের পণ্য প্রচার করার
জন্য বিভিন্ন বিজ্ঞাপন প্রচারকারীদের সাহায্য নিয়ে থাকে। এই কোম্পানিগুলো আপনাকে
কিছু কাজ দিবে যেমন- অ্যাপ ডাউনলোড,ফর্ম পূরন,ইমেইল সাবমিশম,জরিপ পূরন এই রকম
টাইপের।
এরপর আপনাকে মানুষ যে সেই কাজগুলো করাতে হবে আপনার নিজের ওয়েবসাইটের মাধ্যমে।
ইন্টারনেটে যতগুলো মাধ্যম রয়েছে তার তুলনায় এখানে আপনি খুব সহজেই আয় করতে
পারবেন। এই মার্কেটিং করার জন্য আপনার একটি ওয়েবসাইট লাগবে যেখানে ভালো মানের
ট্রাফিক থাকবে।
তাছাড়া আপনি চাইলে সিবিএ মার্কেটিং দুইও পায়ে করতে পারেন ১) টাকা খরচ করে ২)
ফ্রিতে। এখানে আপনি টাকা ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন আবার ফ্রিতেও ইনকাম করতে
পারবেন। যেটা আপনার ভালো লাগে সেটাই করতে পারবেন। আশা করি বিষয়টি সঠিকভাবে বুঝতে
পেরেছেন।
Amazon: অ্যামাজন একটি আমেরিকান মাল্টি ন্যাশনাল কোম্পানি। এটি একটি
ই-কমার্সের প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এখানে টাকা
ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই একজন দক্ষ হতে হবে। কারণ এখানে নিজের পণ্য বিক্রয়
করে অর্থ উপার্জন করা যায় আবার বিভিন্ন পণ্য এফিলেট মার্কেটিং করেও ইনকাম করা
যায়। তাছাড়া আপনার নিজের বইও প্রকাশ করে amazon এর মাধ্যমে টাকা ইনকাম করতে
পারবেন। তাই সর্বশেষ কথা এখানে আপনাকে ইনকাম করতে হলে একজন দক্ষ ব্যক্তি হতে হবে।
Shohoz.com: বাংলাদেশের মধ্যে অনলাইন মার্কেটপ্লেস এর মধ্যে অন্যতম একটি
বিশ্বস্ত মার্কেটপ্লেস সহজ ডট কম। এখানে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের প্রোডাক্ট
বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন। এই সাইটটি অনেক সুনাম অর্জন করেছে তাই
এখানে আপনি নিঃসন্দেহে কাজ করতে পারেন। আপনি চাইলে আপনার দক্ষতা অনুযায়ী বিভিন্ন
ধরনের প্রোডাক্ট তৈরি করে এই সহজ ডট কমে বিক্রি করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে
পারেন। এটিও বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট ধরা যায়।
Pathao.com: রাইট শেয়ারিং এই ব্যাপারে পাঠাও কুরিয়ার বাংলাদেশের মধ্যে
প্রথম স্থানে রয়েছে। এটিতে বিভিন্ন ধরনের রাইট শেয়ারিং ডেলিভারি পরিষেবা,
মোটরসাইকেল চালানো এবং গাড়ি চালিয়ে অনলাইন থেকে আয় করা হয়ে থাকে। বর্তমানে এই
রাইট শেয়ারিং শুধুমাত্র ঢাকা থেকে চট্টগ্রাম এর সকল বিভাগ গুলোতে চালু রয়েছে।
এটি অনেক ভালো একটি সাইট যেখানে আপনি নিঃসন্দেহে কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে
পারেন। তাই আপনারা যারা ফ্রি টাকা ইনকাম করতে ইচ্ছুক তারা পাঠাও ডটকম এ কাজ করতে
পারেন।
Swagbucks: Swagbucks এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে আপনি কাজ করে
অর্থ উপার্জন করতে পারবেন। এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিয়ে,
ভিডিও দেখে, বিভিন্ন ধরনের জরিপ পূরণ করে, দৈনিক চেকলিস্ট পূরণ করে আপনি আয় করতে
পারবেন। এখানে আপনি এসবি পাবেন। SB হলো- swagbucks special currency. ১০০ এসবি =
১$. আপনি যত বেশি কাজ করবেন তত বেশি এসবি পাবেন। আরে এস বি থেকে যে ডলার হবে সেটা
আপনি পেপালের মাধ্যমে উইথড্র নিতে পারবেন।
Kolotibablo: Kolotibablo এটি থেকে আপনি পার্ট টাইম হিসেবে কাজ করে ইনকাম
করতে পারবেন। যাদের অবসর সময় রয়েছে এবং সে সময় অপ্রয়োজনীয় কোন কাজে ব্যয় না
করে এই সাইটে কাজ করে কিছু টাকা ইনকাম করা যেতে পারে। এছাড়াও আপনি চাইলে এখানে
Captcha লিখে অর্থ উপার্জন করতে পারবেন। আপনি যদি ১ হাজার Captcha সমাধান করতে
পারেন তাহলে আপনি পাবেন ০.৪$.
Bikroy.com: বাংলাদেশের মধ্যে জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস গুলোর মধ্যে
আরেকটি অন্যতম মার্কেটপ্লেস Bikroy.com। যেখানে আপনি বিভিন্ন ধরনের পণ্য বিক্রয়
করে টাকা ইনকাম করতে পারবেন। আপনি চাইলে এই সাইটে নিজের কোন পণ্য অথবা অন্যের কোন
পণ্য ক্রয় করে bikroy.com সাইটে বিজ্ঞাপনের মাধ্যমে সেই পণ্য সেল করে টাকা ইনকাম
করতে পারেন। এটি বাংলাদেশের মধ্যে বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট। তাই আপনি চাইলে
নিঃসন্দেহে এই সাইটে কাজ করে অনলাইনের মাধ্যমে অর্থ উপার্জন করে নিজের ক্যারিয়ার
গড়তে পারেন।
TikTok: আপনি চাইলে টিকটক থেকে টাকা ইনকাম করতে পারেন। tiktok এ বিভিন্ন
ধরনের মাধ্যম রয়েছে যেখান থেকে আপনি খুব সহজে অর্থ উপার্জন করতে পারবেন। টিকটক
প্লাটফর্মে আপনি চাইলেএফএলের মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন।
এছাড়াও আপনি চাইলে আপনার যেকোনো অনলাইন বিজনেস শুরু করে সেখানকার প্রোডাক্টের
মার্কেটিং করে বিক্রি করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে টিকটকে মনিটাইজেশন করেও
খুব সহজে টাকা ইনকাম করতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে প্রতি নিয়ত বিভিন্ন ধরনের
ভিডিও আপলোড করতে হবে।
Daraz.com.bd: বাংলাদেশের আরো একটি বিশ্বস্ত ওয়েবসাইট daraz.com। এখানে
আপনি চাইলে দারাজের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো বিক্রি করার মাধ্যমে অর্থ
উপার্জন করতে পারেন। সেজন্য আপনাকে দারাজের যে এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামে
আপনাকে জয়েন করতে হবে। এরপর আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করে কিংবা সোশ্যাল
মিডিয়াতে প্রোডাক্ট লিস্ট করে খুব সহজেই বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে সেল করে টাকা
ইনকাম করতে পারবেন।
Prizerebel: এই ওয়েবসাইটে আপনি কোনো রকম টাকা ইনভেস্ট না করে টাকা ইনকাম
করতে পারবেন। এখানে আপনাকে সদস্যের জরিপুণ এবং অন্যান্য যে সাধারণ কাজগুলো রয়েছে
সেগুলো সম্পূর্ণ করার জন্য তারা অর্থ প্রদান করে থাকে। এখানে আপনাকে পয়েন্ট
দিয়ে পুরস্কার করা হবে যা উপহার কার্ড কিংবা নগদ অর্থের জন্য রিডিং করা যেতে
পারে।
এই কোম্পানিতে ২০০৭ সালে দশ মিলিয়নেরও বেশি সদস্য ছিল। এরপর ২০২২ সালে তাদের
সদস্যদের $২১ মিলিয়নেরও বেশি পুরস্কার দিয়েছে। তাই এখানে আপনাকে বিভিন্ন ধরনের
টাস্ক পূরণ করতে হবে এবং পয়েন্টগুলো অর্জন করতে হবে। পরবর্তীতে সে পয়েন্টগুলো
আসল টাকা হিসেবে ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও এই সাইটে আপনার বন্ধুকে রেফার
করেও আপনি ২০% ইনকাম করতে পারবেন।
ইবে (eBay): eBay এটি একটি বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট যেখানে আপনি
বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করে এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অর্থ
উপার্জন করতে পারবেন। এই eBay সাইট থেকে আপনি ১০০% পেমেন্ট নিতে পারবেন। এখানে
আপনি নিশ্চিন্তে ইনকাম করতে পারবেন কোনরকম সমস্যা হবে না। তাই আপনারা চাইলে এই
সাইট থেকে ইনকাম করতে পারেন।
Onlinejano: এটি একটি ব্লক সাইট দেখেন আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট লীগে
পোস্ট করে ইনকাম করতে পারবেন। এই সাইটটি কন্টেন্ট রাইটারদের জন্য খুবই ভালো একটি
সাইট। আপনার অবসর সময় নষ্ট না করে এই সাইডে লেখালেখির কাজ করে অনলাইন থেকে অল্প
সময়ে টাকা ইনকাম করতে পারবেন। বিশেষ করে অনেক বেকার ছাত্র-ছাত্রীরা রয়েছে যারা
কোন কাজ পায় না। এই কাজটি আপনি চাইলে পার্টটাইম হিসেবে করতে পারেন।
Shutter Stock: অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করার সবচেয়ে সেরা
ওয়েবসাইট Shutter Stock. এই ওয়েবসাইটটি ভিডিও ফুটেজ, মিউজিক ট্র্যাক এবং
প্রিমিয়াম শর্ট ফটো ইত্যাদির জন্য বিখ্যাত। আপনি যদি ফটোগ্রাফি অথবা ভিডিও
গ্রাফি তেকের করতে চান তাহলে এই মার্কেটপ্লেসটি আপনার জন্য সেরা হবে।
এখানে আপনার তৈরি করা ভিডিও অথবা ফটো খুব ভালো দামে বিক্রি করে টাকা ইনকাম করতে
পারবেন। সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোম্পানি ইউটিউবার ওয়েবসাইটের মালিক এই সাইট
থেকে বিভিন্ন ধরনের ডিজিটাল এজেন্ট গুলো কিনে নেন। তাহলে বুঝতেই পারছেন এই সাইটটি
আপনার জন্য কতটা উপকার হতে পারে।
Ajkerdeal: এটি একটি বাংলাদেশের অনলাইন ইনকাম সাইট যেখানে আপনি চাইলে
বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে এই সাইটে বিক্রি করে আয় করতে পারেন। যদি আপনি
ওয়েবসাইট সঠিকভাবে নিয়ন্ত্রণ কিভাবে করবেন না জানেন বা মার্কেটিং বিষয়ে খুব
দুর্বল হয়ে পড়েন তাহলে অনলাইন ইনকাম করার জন্য ই-কমার্স সাইটটি আপনার জন্য সেরা
হবে। তবে আজকের ডিল থেকে ইনকাম করতে চাইলে প্রথমে আপনাকে একটি মার্চেন্ট একাউন্ট
তৈরী করে নিতে হবে, যেটি সম্পূর্ন ফ্রি।
এরপর এই অ্যাকাউন্টে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। যখনই এই
মার্কেটপ্লেস থেকে আপনার প্রোডাক্টগুলো সেল করা হবে তখন মার্কেটপ্লেস থেকে ১০%
থেকে ১৫% চার্জ কাটা হবে এবং বাকিটা আপনার অ্যাকাউন্টে থাকবে। বর্তমানে এই আজকের
ডিল বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করছে। আপনি চাইলে এখানে একটি অ্যাকাউন্ট
তৈরি করে অনলাইনে মাধ্যমে কাজ করে টাকা ইনকাম করতে পারেন।
অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট
পূর্বে আমরা আলোচনা করেছি বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট তালিকা সম্পর্কে।
এখন আমরা জেনে নিবো অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট কিভাবে নিবেন এই সম্পর্কে।
বর্তমান সময়ে অনলাইন থেকে আয় করার জন্য বেশি পরিশ্রম করতে হয় না শুধুমাত্র
একটু বুদ্ধি থাকলে অনলাইন থেকে খুব সহজেই ইনকাম করা যায়। বর্তমান বাংলাদেশে এমন
অনেক ওয়েবসাইট ও অ্যাপ রয়েছে যেগুলো থেকে আপনি খুব সহজেই অর্থ উপার্জন করতে
পারবেন।
কিন্তু অনেকেই জানেন না অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট নিবেন কিভাবে। আপনি
চাইলে বাংলাদেশী অ্যাপ বা ওয়েবসাইট থেকে ইনকাম করে খুব সহজেই বিকাশ পেমেন্ট নিতে
পারবেন। তাহলে আসুন আর দেরি না করে ওয়েবসাইট ও অ্যাপগুলো সম্পর্কে জেনে
নিন।
ক্যাশ এ্যাপস থেকে এড দেখে ইনকামঃ বাংলাদেশের মধ্যে অ্যাড দেহি ইনকাম করার
জন্য অনেকগুলো অ্যাপ রয়েছে যার মধ্যে খুব জনপ্রিয় একটি ক্যাশ এ্যাপস। এই অ্যাপস
থেকে আপনি প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন। তবে এই
অ্যাপসটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই একটু ব্যাসিক নলেজ প্রয়োজন
পড়বে।
অ্যাপসটি ব্যবহার করার জন্য আপনাকে যেটা করতে হবে অ্যাপসটি ডাউনলোড করতে হবে।
আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর থেকে ক্যাশ অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে নিতে
হবে। এরপর সাইন আপ করে এড দেখে টাকা ইনকাম করে বিকাশ পেমেন্ট নিতে পারবেন।
এই অ্যাপসটি এতটাই জনপ্রিয় যে সকল ছাত্র-ছাত্রী বা বেকার যুবকেরা এই অ্যাপটিতে
কাজ করে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করছে। আপনিও চাইলে তাদের মত ইনকাম
করতে পারবেন। ক্যাশ অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করতে ক্লিক করুন
Cash App download।
অ্যাডওয়ালেট থেকে এড দেখে ইনকামঃ অ্যাড ওয়ালেট এমন একটি ওয়েবসাইট
যেখানে মানুষ প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম করে থাকে। এই ওয়েবসাইট টা অনেক
জনপ্রিয় ওয়েবসাইট যেখানে হাজার হাজার মানুষ এড দেখে আয় করে। আপনি চাইলে এই এড
ওয়ালেট ওয়েবসাইটটি সাইন আপ করে খুব সহজে অ্যাড দেখে অথবা ভিডিও দেখে অর্থ
উপার্জন করতে পারবেন।
শুধু তাই নয় আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে রেফার করেও সেখান থেকে বেশ ভালো টাকা
ইনকাম করতে পারবেন। তাই বেকার বসে না থেকে অবশ্যই পার্টটাইম হিসেবে এই কাজটি করা
আপনার জন্য অনেক ভালো।
আর্ন মানি অ্যাপস থেকে এড দেখে ইনকামঃ এই অ্যাপসটি অনেক বিশ্বস্ত একটি
অ্যাপস। যেখানে বেশিরভাগ মানুষ একটি ব্যবহার করে প্রতি মাসে ১০ থেকে ১৫ হাজার
টাকা ইনকাম করছে। এই অ্যাপসটি সরাসরি গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে
পারবেন। Earn Money App লিখে গুগল প্লে স্টোরে সার্চ করলে আপনি সরাসরি পেয়ে
যাবেন।
সেখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিবেন। এরপর সেই অ্যাপটি আপনার ফ্রেন্ডের
সাথে শেয়ার করে রেফারের মাধ্যমেও ইনকাম করতে পারবেন। তাই আর দেরি না করে
অ্যাপসটি ডাউনলোড করে ইনকাম শুরু করুন। আর্ন মানি অ্যাপসটি এখান থেকে ডাউনলোড
করতে ক্লিক করুন
Earn Money App।
স্লাইড জয় থেকে এড দেখে ইনকামঃ এই অ্যাপটি থেকে আপনি ভিডিও দেখে বা
একদিকে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম করতে পারবেন। Slidejoy App থেকে ইনকাম
করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে গুগল প্লে স্টোর থেকে “Slidejoy App”
ডাউনলোড করে এবং ইন্সটল করতে হবে।
এরপর ইনস্টল শেষে একাউন্ট সাইন আপ করে নিতে হবে। তারপর দেখ আপনার সামনে বিভিন্ন
ধরনের ভিডিও আসবে এবং এড আসবে সেগুলো দেখে ইনকাম করতে পারবেন। স্লাইড জয়
অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করতে ক্লিক করুন
Slidejoy App।
মানি ক্যাশ অ্যাপস থেকে এড দেখে ইনকামঃ এটি একটি ভিডিও দেখে বা এড দেখে
ইনকাম করার অ্যাপস। এখানে আপনি চাইলে প্রতিদিন ৪০০ ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।
এই অ্যাপসটি সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিবেন। এরপর
আপনার জিমেইল দিয়ে সাইন আপ করে বিভিন্ন ধরনের ভিডিও এবং অ্যাড দেখে খুব সহজেই
দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। মানি ক্যাশ অ্যাপসটি এখান থেকে ডাউনলোড
করতে ক্লিক করুন
Money Cash App Download।
লেখকের শেষ কথা | বাংলাদেশের সেরা অনলাইন ইনকাম সাইট
(আসসালামু আলাইকুম) প্রিয় পাঠক সম্পূর্ণ আর্টিকেল পড়ে আশা করি বাংলাদেশের ২০টি
সেরা অনলাইন ইনকাম সাইট এর তালিকা এবং অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট এই
সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছেন। আপনারা যদি আর্টিকেলটি পড়ে একটুও উপকৃত হয়ে
থাকেন। তাহলে অবশ্যই আপনারা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই আর্টিকেলটি
বন্ধুদের সাথে শেয়ার করলে আপনার বন্ধুরা সহ আরও অনেকেই জানতে পারবে।
তাই আর দেরি না করে আপনার বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করুন। এই রকম আরো
আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এই আর্টিকেলটি পড়ে যদি আপনার
কোনো মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে যাবেন। (ধন্যবাদ)
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url