রকেট একাউন্ট চেক করার কোড জেনে নিন
প্রিয় পাঠক আপনি কি রকেট একাউন্ট চেক করার কোড জানেন না? অনেক সময় দেখা যায়
রকেট মোবাইল অ্যাপ ছাড়াও, রকেট একাউন্ট কোড ডায়াল করে লেনদেন করতে হয়। আর সেই
সময় সঠিকভাবে কোড ডায়াল করে টাকা না দিতে পারলে পরবর্তীতে অনেক সমস্যার মধ্যে
পড়তে হয়। তাই আজকে আমি এই পোস্টে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে সঠিকভাবে
আলোচনা করবো। তাই আসুন বিস্তারিত জেনে নিন।
আপনি যদি সম্পূর্ণ আর্টিকেল পড়েন তাহলে, রকেট একাউন্ট নাম্বার পরিবর্তন, রকেট
একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম, রকেট একাউন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম, রকেট একাউন্ট একটিভ করার নিয়ম, রকেট মোবাইল কোড
ব্যবহার করে টাকা পাঠানোর নিয়ম, রকেট থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর নিয়ম,
নগদ টাকা উত্তোলনের উপায়, এই সকল বিষয়ে সঠিকভাবে জেনে নিতে পারবেন।
ভূমিকা
বাংলাদেশের সর্বপ্রথম রকেট মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসে। এরপর নগদ বিকাশ উপায়
আর অন্যান্য সেবা নিয়ে এসেছে। বর্তমান সময়ে ডাচ-বাংলা ব্যাংকের সেবা রকেট
মোবাইল ব্যাংকিং অনেকেই ব্যবহার করে থাকেন। অনেক গ্রাহকেরা রয়েছে যারা এই রকেট
ব্যবহার করে খুবই সন্তুষ্ট বোধ করেন এবং নানা ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
কিন্তু যারা নতুন গ্রাহকরা রয়েছে তারা কিভাবে একটি ছোট বাটন ফোন ব্যবহার করে
কিভাবে তারা রকেট একাউন্ট চেক করার কোড ডায়াল করে ব্যালেন্স বা অন্যান্য পরিষেবা
গুলো দেখবে তা অনেকেই জানেন না। এর পাশাপাশি অনেকে রয়েছে যারা রকেট একাউন্ট
একটিভ করার নিয়ম সম্পর্কেও জানে না। তাই আজকে আমি এই পোস্ট শুধু তাদের
উদ্দেশ্যেই লিখেছি যারা কিনা এই সমস্যার সমাধান খুঁজে বেড়াচ্ছেন। তাই আসুন আর
দেরি না করে আপনার সমস্যার সঠিক সমাধান এই আর্টিকেল মনোযোগ সহকারে পড়ে জেনে নিন।
রকেট একাউন্ট নাম্বার পরিবর্তন
আপনি যদি রকেট অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান, তাহলে সরাসরি রকেটের
কাস্টমার কেয়ার বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে। রকেট অ্যাকাউন্টের
নাম্বার পরিবর্তনের সরাসরি কোনো অপশন নেই, তবে আপনি যদি আপনার বর্তমান রকেট
অ্যাকাউন্ট বাতিল করে নতুন নম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান, সেটি সম্ভব।
কারণ মোবাইল ব্যাংকিং সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয় যে, একবার তৈরি হওয়া
একাউন্টের সাথে বিভিন্ন ধরনের তথ্য সংযুক্ত থাকে। এই তথ্যগুলোকে অন্য একটি নতুন
নাম্বারে স্থানান্তর করা খুবই জটিল এবং সময়সাপেক্ষ।
আপনার রকেট একাউন্ট নাম্বার পরিবর্তন করার সুযোগ থাকলে, অনেক ক্ষেত্রে জালিয়াতি
বা অন্য ধরনের অপরাধ ঘটতে পারে। সেজন্য আপনার একাউন্টের সাথে যুক্ত তথ্যগুলো গোপন
রাখার জন্য একাউন্ট নাম্বর স্থায়ী রাখা হয়।
এক্ষেত্রে আপনি কি করতে পারেন?
আপনি চাইলে নতুন একাউন্ট তৈরি করে সেই নাম্বারে লেনদেন করতে পারেন। বর্তমান
একাউন্ট বর্তমান একাউন্ট নাম্বারটি ব্যবহার করেই আপনি সকল ধরনের লেনদেন করতে
পারবেন। যদি আপনার কোনো বিশেষ সমস্যা থাকে, তাহলে আপনি রকেটের কাস্টমার কেয়ারে
যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন।
মনে রাখবেনঃ আপনার একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আপনার পিন,
পাসওয়ার্ড এবং অন্যান্য গোপন তথ্য কখনোই অন্য কারো সাথে শেয়ার করবেন না।
সন্দেহজনক কোনো লেনদেন লক্ষ্য করলে, তাৎক্ষণিকভাবে রকেটের কাস্টমার কেয়ারে
যোগাযোগ করুন। রকেটের কাস্টমার কেয়ারের নম্বার হলোঃ 16216.
রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম
রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করা খুবই সহজ। আপনি কয়েকটি সহজ ধাপে আপনার বা
অন্য কারো মোবাইল রিচার্জ করতে পারবেন। আসুন তাহলে রকেট একাউন্ট থেকে মোবাইল
রিচার্জ করার নিয়ম জেনে নিন।
ধাপ ১ঃ রকেট অ্যাপ ব্যবহার করে মোবাইল রিচার্জ
- প্রথমে আপনার মোবাইলে ইনস্টল করা রকেট অ্যাপটি খুলুন।
- এরপর অ্যাপের মূল পেজে আপনি বিভিন্ন অপশন পাবেন। এর মধ্যে "মোবাইল রিচার্জ" নামে একটি অপশন থাকবে। সেটিতে ক্লিক করুন।
- এরপর এখানে আপনাকে রিচার্জ করতে চাওয়া নাম্বারটি এবং রিচার্জের পরিমাণ নির্বাচন করতে হবে। আপনার নিজের নাম্বার অথবা অন্য কারো নাম্বার দিতে পারবেন।
- সব তথ্য ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নিন। সব তথ্য ঠিক থাকলে "কনফার্ম" বা "সাবমিট" বাটনে ক্লিক করুন।
- আপনার রকেট পিন দিয়ে পেমেন্ট করুন। পেমেন্ট সফল হলে আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন।
- আর এইভাবে আপনি রকেট অ্যাপ ব্যবহার করে মোবাইল রিচার্জ করতে পাবেন খুব সহজেই।
ধাপ ২ঃ রকেট USSD কোড ব্যবহার করে মোবাইল রিচার্জ
- মোবাইলে *322# ডায়াল করুন।
- এরপর মেনু থেকে ২ নম্বর (Recharge) নির্বাচন করুন।
- আপনি যে অপারেটরে রিচার্জ করতে চান, সেটি সিলেক্ট করুন (যেমন: Grameenphone, Robi, Banglalink, Teletalk)।
- রিচার্জ করতে যেই মোবাইল নম্বারে টাকা পাঠাতে চান, সেটি দিন।
- কত টাকা রিচার্জ করবেন তা লিখুন।
- রিচার্জ নিশ্চিত করতে আপনার পিন নম্বরটি দিন।
- সফলভাবে রিচার্জ সম্পন্ন হলে একটি নিশ্চিতকরণ মেসেজ পাবেন।
উপরে উল্লেখিত ধাপগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই যে কোনো মোবাইল নম্বারে দ্রুত
রিচার্জ করতে পারবেন। তাই যারা জানেন না তারা অবশ্যই আশা করি সঠিকভাবে জানতে
পেরেছেন।
রকেট একাউন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম
প্রিয় বন্ধুরা আপনারা যদি রকেট একাউন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে না
জানেন তাহলে আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন। কারণ আপনাদের সুবিধার জন্য আজকে
আমি রকেট মোবাইল অ্যাপ থেকে টাকা পাঠাতে কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে তা
সঠিকভাবে নিচে আলোচনা করা হলো। তাই চলুন আর দেরি না করে জেনে নিন।
- রকেট মোবাইল অ্যাপ থেকে টাকা পাঠাতে চাইলে প্রথমে আপনার রকেট অ্যাপ ইন্সটল করা থাকতে হবে।
- এরপরে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ ডাটা কানেকশন অন করতে হবে।
- এরপর আপনার রকেট মোবাইল অ্যাপটি ওপেন করুন এবং লগইন করার জন্য মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিন।
- লগইন করা হয়ে গেলে আপনার সামনে রকেটের হোমপেজটি চলে আসবে। সেখানে কয়েকটি অপশন দেয়া থাকবে সেখান থেকে আপনাকে সেন্ড মানি (Send Money) অপশনে ক্লিক করতে হবে।
- এরপর যে ব্যক্তির কাছে টাকা পাঠাতে চান তার রকেট নাম্বারটি দিন।
- এরপর পরিমাণ (Amount) লিখুন, কত টাকা পাঠাতে চান।
- সব তথ্য ঠিক আছে কিনা চেক করে কনফার্ম করুন।
- নিশ্চিত করতে আপনার পিন নম্বরটি দিন।
- সফলভাবে টাকা পাঠানোর পর আপনি একটি নিশ্চিতকরণ মেসেজ পাবেন।
রকেট মোবাইল কোড ব্যবহার করে টাকা পাঠানোর নিয়ম
আপনি চাইলে রকেট মোবাইল কোড ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন। এটি খুবই একটি সহজ
প্রক্রিয়া, যার মাধ্যমে আপনি খুব সহজেই টাকা পাঠাতে পারবেন। এটির সবচেয়ে সুবিধা
হল আপনার কাছে যদি স্মার্টফোন না থাকে বা কোনো নেট কানেকশন না থাকে, যদি ছোট বাটন
ফোন থাকে তাহলে সে ক্ষেত্রে আপনি *322# এই কোডটি ডায়াল করে আপনার ইচ্ছামত যেকোনো
নাম্বারে টাকা পাঠাতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে সেই প্রক্রিয়া গুলো
জেনে নিন।
- ছোট বাটন ফোন থেকে টাকা পাঠাতে চাইলে আপনাকে সরাসরি মোবাইলের ডায়াল প্যাড থেকে *৩২২# ডায়াল করে call বাটনে চাপ দিতে হবে।
- এরপরে আপনার সামনে নতুন একটি পেজ আসবে সেখানে ৮-৯ রকমের অপশন দেখাবে।
- সেখান থেকে আপনাকে Send Money অপশনটি সিলেক্ট করতে হবে। এরপরে যার কাছে টাকা পাঠাবেন তার রকেট নাম্বার দিতে হবে।
- এর পরের পেজে আপনার সামনে Enter Reference নামে একটি অপশন আসবে সেখানে যেকোনো একটি রেফারেন্স দিতে হবে। আপনি চাইলে Reference হিসেবে আপনার নিজের নামও ব্যবহার করতে পারবেন। এতে করে কোনো সমস্যা নেই।
- রেফারেন্স দেওয়া হয়ে গেলে ক্লিক করে পরের অপশনে যেতে হবে।
- এরপর Enter Amount অপশনে টাকার পরিমাণ দিয়ে আপনার নিজের পিন কোডটি দিন। পিন কোডটি দেওয়া হয়ে গেলে আপনি সাথে সাথে একটি কনফার্ম মেসেজ দেখতে পাবেন।
- ব্যাস হয়ে গেল আপনার রকেট একাউন্ট থেকে টাকা পাঠানো। এই ভাবেই আপনি চাইলে খুব সহজেই ছোট বাটন মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন।
রকেট থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর নিয়ম
- প্রথমে আপনার মোবাইলে ইনস্টল করা রকেট অ্যাপটি খুলুন।
- এরপর ব্যাংকে টাকা পাঠানোর অপশন সিলেক্ট করুন।
- এরপর যে ব্যাংকে টাকা পাঠাতে চান, সেই ব্যাংকের নাম ও শাখা নির্বাচন করুন।
- এরপর রিসিভারের ব্যাংক একাউন্ট নাম্বারটি দিন।
- এরপর Enter Amount অপশনে টাকার পরিমাণ দিয়ে আপনার নিজের পিন কোডটি দিন। পিন কোডটি দেওয়া হয়ে গেলে সব তথ্য ঠিক আছে কিনা চেক করে কনফার্ম করুন।
- ব্যাস হয়ে গেল রকেট থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠানো।
রকেট থেকে নগদে টাকা ট্রান্সফার
আপনারা অনেকেই জানতে চেয়েছেন রকেট থেকে নগদে টাকা ট্রান্সফার করা যায় কীভাবে?
কিন্তু বিষয়টি হলো রকেট থেকে সরাসরি নগদ টাকা উত্তোলন করার কোনো সরাসরি পদ্ধতি
নেই। কিন্তু আপনি অবশ্যই অন্যান্য কিছু পদ্ধতি ব্যবহার করে আপনার রকেট একাউন্ট
থেকে নগদ টাকা পেতে পারেন।
নগদ টাকা উত্তোলনের উপায়ঃ
অন্য একজনের রকেট একাউন্টে টাকা পাঠিয়েঃ আপনি আপনার পরিচিত কারো রকেট
একাউন্টে টাকা পাঠাতে পারেন এবং তারপর সেই ব্যক্তি সেই টাকা নগদ হিসেবে উত্তোলন
করে আপনাকে দিতে পারেন।
ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়েঃ আপনি আপনার ব্যাংক একাউন্টে রকেট থেকে টাকা
পাঠিয়ে দিতে পারেন এবং পরবর্তীতে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করতে পারেন।
এজেন্টের কাছ থেকে নগদ টাকা নিয়েঃ অনেক এজেন্ট রকেট থেকে টাকা উত্তোলনের
সুবিধা দেয়। আপনি আপনার নিকটস্থ এজেন্টের কাছ থেকে এই সুবিধা নিতে পারেন।
পরিচিত কারও মাধ্যমেঃ যদি আপনার পরিচিত কেউ থাকে যার উভয় (রকেট এবং নগদ)
অ্যাকাউন্ট থাকে, তাকে রকেট থেকে টাকা পাঠিয়ে দিতে পারেন। সেই ব্যক্তি পরে নগদ
অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে আপনাকে সহায়তা করতে পারে।
এই বিকল্প উপায়গুলো অনুসরণ করে আপনি রকেট থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন।
রকেটের সার্ভিস এবং চার্জ সম্পর্কিত সর্বশেষ তথ্যের জন্য রকেটের অফিশিয়াল
ওয়েবসাইট বা কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। রকেটের কাস্টমার কেয়ারের নম্বার
হলোঃ 16216।
রকেট একাউন্ট চেক করার কোড
প্রিয় বন্ধুরা আপনাদেরকে আজকে আমি রকেট একাউন্ট চেক করার কোড জানিয়ে দেবো। যারা
নতুন ইউজার রয়েছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। রকেট একাউন্ট চেক করার
জন্য অনেকগুলো কোড রয়েছে তার মধ্যে সর্বপ্রথম যে করতে প্রয়োজন সেটি হল *322#
কোড।
এই কোডটি ব্যবহার করার মাধ্যমে আপনি রকেটের যাবতীয় তথ্য জানতে পারবেন যেমনঃ
ক্যাশ আউট, পেমেন্ট, সেন্ড মানি, পে বিল সহ সব ধরণের লেনদেন করতে পারবেন *322#
কোডটি ডায়াল করে। এছাড়াও আপনি চাইলে এই কোডটি ব্যবহার করে আপনার রকেট একাউন্ট এর
মেইন ব্যালেন্স চেক করতে পারবেন।
তবে কিছু বিষয় মনে রাখা প্রয়োজন যেমনঃ
- এই কোডটি শুধুমাত্র রকেট একাউন্টের জন্যই প্রযোজ্য।
- ছোট মোবাইল ফোন গ্রাহকেরা *322# ডায়াল করার পরিবর্তে 16216 নম্বরে একটি খালি SMS পাঠাতে হবে।
- এরপরে আপনাকে রকেট একাউন্টের সঠিক পিন কোডটি প্রদান করতে হবে।
- এরপর আপনার রকেট একাউন্টের বর্তমানে যে ব্যালেন্স রয়েছে সেটা সরাসরি দেখতে পাবেন।
কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
- আপনার রকেট একাউন্টের পিন কোডটি কখনো কারো সাথে শেয়ার করবেন না।
- প্রতিদিন আপনার লেনদেনের এসএমএস চেক করুন।
- যদি আপনার কোন রকমের অস্বাভাবিক লেনদেন লক্ষ্য করেন তাহলে যত দ্রুত সম্ভব রকেট কল সেন্টারে যোগাযোগ করুন। আশা করি রকেট একাউন্ট চেক করার কোড সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছেন।
রকেট একাউন্ট একটিভ করার নিয়ম
প্রিয় বন্ধুরা রকেট একাউন্ট একটিভ করা খুবই সহজ একটি বিষয়। আপনারা যদি আজকের এই
অংশটুকু করতে পারেন তাহলে জেনে হয়তো নিজেই অবাক হবেন যে এতটা সহজ। রকেট একাউন্ট
একটিভ করার নিয়ম অনেকেই বিভিন্নভাবে বলেছে।
- কিন্তু আপনাদেরকে আমি এমন একটি নিয়ম বলবো যেটা খুবই সহজ একটি নিয়ম। তাই আসুন আর কথা না বাড়িয়ে কিভাবে আপনারা রকেট একাউন্ট একটিভ করবেন তা জেনে নিন।
- প্রথমত রকেট একাউন্ট এক্টিভ করার জন্য আপনাকে সরাসরি আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ করে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে রকেট অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন।
- এরপর আপনার রকেট একাউন্ট ওপেন করুন এবং Allow Rocket to access your contacts? অপশনে Allow অন করুন।
- এরপর Allow Rocket to make and manage phone calls? অপশনে আরও একটি Allow অন করুন।
- এরপর আপনার সামনে নতুন একটি পেজ আসবে সেখানে, একটু নিচে লক্ষ্য করলে skip লেখা রয়েছে সেখানে ক্লিক করুন।
- এরপরে আপনার সামনে নাম্বারের অপশন আসবে, সেখানে আপনার যে নাম্বারটি দিয়ে রকেট একাউন্ট খুলবেন সেই নাম্বারটি দিন এবং Next বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার সামনে নতুন একটি পেজ আসবে সেখানে লেখা রয়েছে I Understand এই লেখাটির উপর ক্লিক করুন।
- ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করলে আপনার ফোনে একটি রকেট একাউন্ট থেকে কল আসবে, সেই ফোনটি রিসিভ করে আপনার রকেট একাউন্টের পিন কোডটি দিন।
- এরপর আপনার সামনে নতুন একটি পেজ আসবে, সেখানে আপনার অটোমেটিক নাম্বার এবং OTP কোড সেট থাকবে নিচে আপনাকে পিন কোডটি দিয়ে Verify অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার সামনে আরো একটি পেজ আসবে সেখানে আপনাকে পিন কোডটি দিয়ে Login করুন।
- লগইন করা হয়ে গেলে ব্যাস আপনার একটি রকেট একাউন্ট একটিভ হয়ে যাবে। আর এভাবেই আপনি খুব সহজেই রকেট একাউন্ট একটিভ করতে পারবেন।
আপনারা যারা রকেট একাউন্ট একটিভ করার নিয়ম জানেন না। তারা আশা করি উপরে উল্লেখিত
পদ্ধতি গুলো অনুসরণ করে রকেট একাউন্ট খুব সহজেই একটিভ করতে পারবেন।
তবে আপনার যদি উপরে উল্লেখিত বিষয়গুলো বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে আপনাদের
সুবিধার্থে রকেট একাউন্ট একটিভ করার জন্য কি কি প্রসেস অবলম্বন করতে হবে টা ফটো
আকারে দেখানো হলোঃ
ধাপঃ ১
ধাপঃ ২
ধাপঃ ৩
ধাপঃ ১৪
প্রিয় বন্ধুরা উপরে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই রকেট
একাউন্ট এক্টিভ করার নিয়ম জেনে যাবেন। তাই আশা করি রকেট একাউন্ট একটিভ করার
জন্য আপনাদের আর কোনো সমস্যা হবে না।
লেখকের শেষ কথা | রকেট একাউন্ট চেক করার কোড
প্রিয় পাঠক সম্পূর্ণ আর্টিকেল পড়ে আশা করি রকেট একাউন্ট চেক করার কোড এবং রকেট একাউন্ট একটিভ করার নিয়ম কি সেই বিষয়ে সঠিকভাবে জানতে পেরেছেন। আপনারা যদি আর্টিকেলটি পড়ে একটুও উপকৃত হয়ে থাকেন। তাহলে আমাদের পোস্টের বিষয়ে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন।আর অবশ্যই আপনারা বন্ধুদের সাথে পোষ্টটি শেয়ার করবেন। এই রকম আরো আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। আর সর্বশেষে বলতে চাই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url