পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম - ই পাসপোর্ট হয়েছে কিনা চেক
পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম আপনার যদি জানা না থাকে। তাহলে আজকের এই
আর্টিকেল থেকে জেনে নিন। বাংলাদেশে অনেক মানুষের পাসপোর্ট রয়েছে। কিন্তু কীভাবে
চেক করা যায় সেটা সম্পর্কে অনেকেই জানেন না। তাই আশা করবো আপনারা যারা জানেন না
তারা আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
আপনি যদি শেষ পর্যন্ত আমাদের আর্টিকেলটি পড়ে থাকেন। তাহলে অনলাইনে পাসপোর্ট নাম্বার পাওয়া যাবে কি?, ই পাসপোর্ট
হয়েছে কিনা চেক, পাসপোর্ট নষ্ট হলে কিভাবে বুঝবো?, কিভাবে পাসপোর্ট স্টেটাস জানা
যায়?, এই সকল বিষয়ে সঠিকভাবে জেনে যাবেন।
ভূমিকা
বর্তমানে বাংলাদেশে অনেক গ্রাহকের কাছে পাসপোর্ট রয়েছে। তবে কিছু কিছু গ্রাহকেরা
রয়েছে যারা পাসপোর্ট কিভাবে চেক করে জানেন না। আবার পাসপোর্ট চেক হয়েছে কিনা
সেটাও জানেন না। এছাড়াও আরো অনেকেই রয়েছে পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে
কিনা, পাসপোর্টটি ইস্যু হয়েছে কিনা সেটাও জানেন না। তাই আজকে আমি এই আর্টিকেলে
সম্পূর্ণ বিষয়গুলো সঠিকভাবে আলোচনা করব। আপনারা যারা পাসপোর্ট হয়েছে কিনা চেক
করার নিয়ম সম্পর্কে জানেন না তারা আজকের এই আর্টিকেলের অংশটুকু থেকে জেনে নিবেন।
এছাড়াও এই আর্টিকেলে ই পাসপোর্ট হয়েছে কিনা চেক করবেন কীভাবে এ বিষয়েও জানিয়ে
দিবো। চলুন তাহলে আর দেরি না করে জেনে নিন।
অনলাইনে পাসপোর্ট নাম্বার পাওয়া যাবে কি?
একটি পাসপোর্ট নম্বর দ্রুত খুঁজে পেতে সক্ষম হওয়া আপনার সময় ও ঝামেলা থেকে
বাঁচাতে পারে। যখন আপনি কোন ভ্রমণে বুকিং করছেন তখন আপনার খুব দ্রুত পাসওয়ার্ড
নম্বর বের করা খুবই জরুরী। তাই এই সময় আপনি কিভাবে পাসপোর্ট নাম্বারটি খুঁজে
পাবেন তা নিয়ে হয়তো ভাবছেন। তবে আজকে আমরা আপনাকে কয়েকটি উপায় বলে দেব যেগুলো
থেকে আপনি পাসপোর্ট নাম্বার দেখতে পাবেন।
আপনার পাসপোর্ট নাম্বার অনলাইনে দেখার একমাত্র উপায় হচ্ছে আপনি যদি এটি কোন
ওয়েবসাইটে কিংবা কোন বিমান সংস্থার মত কোন ভ্রমণ কোম্পানিতে সংরক্ষণ করেন। তাহলে
আপনি খুব দ্রুত অনলাইনে নাম্বারটি পেয়ে যাবেন। তার জন্য আপনাকে একটি অ্যাপ
ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ডেল্টা অ্যাপ। এই অ্যাপটি ব্যবহার করে মাত্র তিনটি
ধাপে আপনি আপনার পাসপোর্ট নাম্বার খুজে পাবেন।
১ নাম্বার ধাপঃ প্রথমে ডেল্টা অ্যাপটি খুলুন। এরপর একটু লক্ষ্য করে সাইডে
দেখুন প্রোফাইল লেখা রয়েছে সেখানে ক্লিক করুন।
২ নাম্বার ধাপঃ যতক্ষণ আপনি আন্তর্জাতিক ভ্রমণ তথ্য খুঁজে না পাচ্ছেন
ততক্ষণ ট্রল করুন এবং আপনার পাসপোর্ট তথ্য এ ক্লিক করুন। এই অ্যাপটি আপনার
পাসপোর্ট নাম্বার এর শেষের যে ৪টি সংখ্যা রয়েছে সেটা দেখাবে এবং ইস্যু করার দেশ
ও মেয়াদ শেষ হওয়ার দিন এবং বছর দেখাবে।
৩ নাম্বার ধাপঃ আপনার সম্পূর্ণ নম্বর এবং অন্যান্য যে প্রাসঙ্গিক পাসপোর্ট
তথ্য রয়েছে সেগুলো দেখাতে ইন্টারন্যাশনাল ট্রাভেল ইনফো এই বিভাগে ক্লিক করুন।
এরপর আপনি যদি নিচের দিকে স্ক্রোল করতে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার
পাসপোর্ট মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং ইস্যু করার দেশও খুঁজে পাবেন। আশা করি
বুঝতে পেরেছেন।
কিভাবে পাসপোর্ট স্টেটাস জানা যায়?
আপনি যদি পাসপোর্ট স্ট্যাটাস জানতে চান তাহলে খুব সহজেই আপনি সেটা জানতে পারবেন।
বিশেষ করে বাংলাদেশ পাসপোর্ট স্ট্যাটাস জানার জন্য আপনি অনলাইনে খুব সহজে চেক
করতে পারেন। এর জন্য আপনার প্রয়োজন হবে এপ্লিকেশন আইডি এবং অনলাইন রেজিস্ট্রেশন
আইডি। এ দুটির মধ্যে যেকোনো একটি প্রয়োজন। প্রথমত আপনার পাসপোর্ট আবেদনের জন্য
(Online Registration ID) অথবা (Application ID) এবং তার সাথে আপনার পাসপোর্টে
প্রদত্ত জন্মতারিখ দরকার হবে।
- Online Registration ID or Application ID
- Date of Birth
কীভাবে চেক করবেনঃ
- NID BD ওয়েবসাইটে যানঃ https://nidbd.org/epassport-status-check/
- ওয়েবসাইটে দেওয়া ফর্মে আপনার আবেদন ID এবং জন্ম তারিখ সঠিকভাবে লিখুন।
- এরপর I am human চেক বক্সটি টিক মার্ক করুন।
- তারপর "Submit" বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার পাসপোর্টের সর্বশেষ অবস্থা দেখুন।
পাসপোর্ট অফিসে যোগাযোগঃ আপনি সরাসরি পাসপোর্ট অফিসে গিয়েও আপনার
পাসপোর্টের স্ট্যাটাস জানতে পারেন।
মোবাইল অ্যাপঃ কিছু মোবাইল অ্যাপ রয়েছে যার মাধ্যমেও পাসপোর্ট স্ট্যাটাস
চেক করা যায়। আপনি চাইলে মোবাইল অ্যাপ ব্যবহার করেও দেখতে পারেন। Google Play
Store থেকে "E Passport Status check" নামে একটি অ্যাপ খুঁজে নিতে
পারেন।
কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ
- আবেদন ID এবং জন্ম তারিখ সঠিকভাবে দিন, নাহলে সঠিক তথ্য পাবেন না।
- পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন হতে কিছু সময় লাগতে পারে। ধৈর্য ধরে অপেক্ষা করুন।
- যদি কোন সমস্যা হয়, তাহলে পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন।
আশা করি এই তথ্য আপনার কাজে আসবে। আপনার আরো কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে
জিজ্ঞাসা করতে পারেন।
শুভকামনা!
পাসপোর্ট নষ্ট হলে কিভাবে বুঝবো?
আপনার পাসপোর্ট নষ্ট হয়েছে কিনা তা দেখে আপনি বুঝতে পারবেন না। কারণ একটি
পাসপোর্ট তখনই ক্ষতিগ্রস্ত হয় যখন এই পাসপোর্টটি আংশিকভাবে অপাঠ্য হয়ে যায়
অথবা এটিকে টেম্পার করা হয়েছে বলে মনে হয়। যখন আপনার মনে এরকম কোন সন্দেহ হবে
যে পাসপোর্ট নষ্ট হয়ে গেছে তখন যত দ্রুত সম্ভব আপনি আপনার নিকটস্থ পাসপোর্ট
অফিসে যেয়ে যোগাযোগ করতে পারেন। এরপর সেই পাসপোর্ট অফিসের কর্মকর্তারা আপনার
পাসপোর্ট দেখে সঠিক ভাবে নিশ্চিত করবেন।
পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম
পাসপোর্ট হয়েছে কিনা চেক করবেন কীভাবে। এ বিষয়টি নিয়ে আজকের এই আর্টিকেলে
বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই রয়েছেন যারা এ বিষয়টি সম্পর্কে জানেন
না। আপনাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে
কিনা জানেন না। এছাড়াও অনেকেই এটা জানেন না যে পাসপোর্টটি ইস্যু হয়েছে কিনা,
পাসপোর্টটি প্রিন্টিং এর জন্য গিয়েছে কিনা। তাই তাদের জন্য আজকের এই পোস্ট।
তাই আর দেরি না করে সম্পূর্ণ আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ার অনুরোধ রইল।
যদি আপনি অনলাইনে এই পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে চান তাহলে সরাসরি ব্রাউজার
থেকে https://epassport.gov.bd এই ওয়েবসাইটে চলে আসুন। এরপর একটু লক্ষ্য করে
দেখুন Menu Option কোথায় লেখা রয়েছে সেখান থেকে Check Status অপনে ক্লিক
করুন। এরপর Passport Registration ID ও জন্ম তারিখ দিয়ে পাসপোর্ট হয়েছে কিনা
চেক করুন।
অথবা আপনি চাইলে এসএমএস এর মাধ্যমেও পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন।
সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রথমে মোবাইলের মেসেজ অপশনে
EPP<space>Application-ID লিখে 16445 নম্বরে Send করুন। এরপর আপনার
মোবাইল ফোনে এসএমএস আসবে তারপর দেখতে পাবেন পাসপোর্ট হয়েছে কিনা। আশা করি পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছেন।
ই পাসপোর্ট হয়েছে কিনা চেক
যে সকল গ্রাহকেরা ই পাসপোর্ট করার জন্য আবেদন করেছেন এবং বর্তমানে আপনার পাসপোর্ট
কি অবস্থায় রয়েছে সেটা সম্পর্কে জানতে চান তারা চাইলে ঘরে বসেই পাসপোর্ট
স্ট্যাটাস চেক করতে পারবেন। পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা পাসপোর্ট কবে হাতে
পাবেন এবং পাসপোর্ট রিনিউ স্ট্যাটাস জানার জন্য আপনাকে অবশ্যই পাসপোর্ট চেক করতে
হবে। পাসপোর্ট চেক করতে অথবা ই পাসপোর্ট ডেলিভারি চেক করতে নিচের নিয়ম গুলো ফলো
করুন।
বর্তমানে ই পাসপোর্ট চেকিং এর জন্য একটি ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে
epassport.gov.bd. এই ওয়েবসাইটের স্ট্যাটাস পেজ থেকে আপনাকে সবার প্রথমে (Online
Registration ID) অথবা (Passport Application ID) দ্বারা চেক করতে পারবেন। তারপর
আপনি সুন্দর করে পাসপোর্ট এর বিভিন্ন স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন।
যদি আপনি পাসপোর্ট এর স্ট্যাটাস সম্পর্কে না জেনে থাকেন তাহলে অবশ্যই অন্য কোন
দক্ষ ব্যক্তি দ্বারা পাসপোর্ট চেক করে নিতে পারেন। আশা করি ই পাসপোর্ট হয়েছে
কিনা চেক করবেন কীভাবে সেটা সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাসপোর্ট নাম্বার দিয়ে
পাসপোর্ট চেক করবেন কিভাবে? অনেক মানুষ রয়েছে পাসপোর্ট বৈধ না অবৈধ এটা সম্পর্কে
জানতে চান কিন্তু কিভাবে চেক করা যায়, কি যায় না এই নিয়ে আজকের বিস্তারিত
আলোচনা। তাই আশা করি এই আলোচনাটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।
অধিকাংশ ওয়েবসাইট রয়েছে সেখানে দেখতে পাবেন বিভিন্নভাবে পাসপোর্ট চেক করার
নিয়ম সম্পর্কে তুলে ধরা হয়েছে তবে এটা আসলেই চেক করা যায়? হয়তো কারো কারো মনে
হতে পারে নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করা যায় তবে আসলে পাসপোর্ট নাম্বার ব্যবহার
করে পাসপোর্ট চেক করার কোন রকমে সুযোগ নেই। পাসপোর্ট বৈধ কিনা সেটা চেক করার জন্য
কোন রকম সরকারি কোন ওয়েবসাইট বা সার্ভারও নেই। তাহলে আপনি কিভাবে পাসপোর্ট চেক
করতে পারবেন বা কিভাবে জানা যাবে সেটা পাসপোর্ট ধরে ব্যক্তির পাসপোর্টটি আসল না
নকল?
যদি আপনি নতুন পাসপোর্ট আবেদনের স্ট্যাটাস সম্পর্কে জানতে চান তাহলে পাসপোর্ট
স্ট্যাটাস চেক করে দেখতে পারেন কিন্তু আপনি যদি পাসপোর্ট নাম্বার ব্যবহার করে
পাসপোর্ট চেক করতে চান সেক্ষেত্রে সেটা কোনরকম উপায় নেই। শুধু শুধু আপনি অন্য
কোন ওয়েবসাইট কিংবা টোটালি ঘোরাঘুরি করে হয়রানের শিকার হবেন না।
যদি আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে চান তাহলে আপনার নিকটস্থ যে
পাসপোর্ট অফিস রয়েছে সেখানে যেয়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলে
পাসপোর্ট নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করে পাসপোর্ট এর বৈধতা সম্পর্কে জানতে
পারবেন।
লেখকের শেষ কথা | পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম
(আসসালামু আলাইকুম) প্রিয় পাঠক সম্পূর্ণ আর্টিকেল পড়ে আশা করি পাসপোর্ট
হয়েছে কিনা চেক করার নিয়ম এবং ই পাসপোর্ট হয়েছে কিনা চেক এই সম্পর্কে আশা করি
সঠিকভাবে জানতে পেরেছেন। আপনারা যদি আর্টিকেলটি পড়ে একটুও উপকৃত হয়ে থাকেন।
তাহলে অবশ্যই আপনারা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই আর্টিকেলটি
বন্ধুদের সাথে শেয়ার করলে আপনার বন্ধুরা সহ আরও অনেকেই জানতে পারবে।
তাই আর দেরি না করে আপনার বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করুন। এই রকম আরো
আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এই আর্টিকেলটি পড়ে যদি
আপনার কোনো মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে যাবেন।
(ধন্যবাদ)
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url