কোন ধরনের গেম খেলে টাকা ইনকাম করা যায় ২০টি উপায় জানুন
কোন ধরনের গেম খেলে টাকা ইনকাম করা যায় এই সম্পর্কে আপনার যদি জানা না থাকে।
তাহলে আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন। বাংলাদেশে এমন অনেক গেম রয়েছে যেগুলো
খেলে ইনকাম করা যায়। কিন্তু কোন ধরণের গেম খেলে ইনকাম করবে সেই সম্পর্কে জানেন
না। তাই আপনারা যারা জানেন না তাদের কাছে আমার অনুরোধ রইলো আর্টিকেলটি মনোযোগ
সহকারে পড়ুন।
আপনি যদি শেষ পর্যন্ত আমাদের আর্টিকেলটি পড়ে থাকেন। তাহলে টাকা ইনকাম করা গেম
পেমেন্ট বিকাশ বাংলাদেশ, গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ, ই-স্পোর্টস থেকে গেম
খেলে টাকা ইনকাম, মোবাইল গেমিং থেকে গেম খেলে টাকা ইনকাম, ফ্রিল্যান্সিং সাইটে
গেম ডেভেলপমেন্ট করে টাকা ইনকাম করুন, এই সকল বিষয়ে সঠিকভাবে জেনে যাবেন।
ভূমিকা
বর্তমানে অনেক গেম বাংলাদেশের রয়েছে যেগুলো গেম খেলে অনেক মানুষ দৈনিক ৪০০-৫০০
টাকা ইনকাম করছেন। আপনি যদি তাদের মত গেম খেলে ইনকাম করতে চান তাহলে অবশ্যই
কিভাবে আপনি গেম খেলে টাকা ইনকাম করবেন সে বিষয়গুলো সঠিকভাবে জানতে হবে। কোন
ধরনের গেম খেলে টাকা ইনকাম করা যায় এবং টাকা ইনকাম করা গেম পেমেন্ট বিকাশ
বাংলাদেশ এ নিবেন কিভাবে সে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তাই আপনারা যারা
গেম খেলে টাকা ইনকাম করতে চান তারা অবশ্যই এই আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন।
গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ
বাংলাদেশে গেম খেলে টাকা ইনকাম করার জন্য অনেকগুলো অ্যাপস রয়েছে। তার মধ্যে কিছু
জনপ্রিয় অ্যাপস রয়েছে যা আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব। আপনি যদি গেম
খেলতে পছন্দ করেন এবং গেম খেলার পাশাপাশি টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই
আর্টিকেল আপনার জন্যই। তাই আর্টিকেলটি না টেনে সম্পূর্ণ করার অনুরোধ রইলো। আসুন
তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক।
বর্তমান সময়ে এখন গেমিং অ্যাপস অনেক রয়েছে। যেগুলো থেকে আপনি টাকা ইনকাম করতে
পারবেন। তবে এর মধ্যে কিছু জনপ্রিয় অ্যাপ হলো- MPL (Mobile Premier League),
Cash & Recharge - Spin To Win, Money Bingo Clash, Taka Income Pro, Qureka
ইত্যাদি। এ সকল বিশ্বস্ত সাইট গুলো গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ। এখানে যে
অ্যাপসগুলো দেয়া হয়েছে তার মধ্যে যেকোন এপ্স থেকে আপনি খুব সহজে গেম খেলে অর্থ
উপার্জন করতে পারবেন।
এই অ্যাপগুলো সাধারণত বিজ্ঞাপন দেখা, অফার সম্পন্ন করা বা নিজের রেফারাল কোড
শেয়ার করার মাধ্যমে ইনকামের সুযোগ দেয়। আপনি যত বেশি সময় গেম খেলবেন এবং তাদের
নির্দেশাবলী অনুসরণ করবেন, তত বেশি টাকা ইনকাম করার সুযোগ পাবেন। আশা করি বিষয়টি
সঠিকভাবে বুঝতে পেরেছেন।
কোন ধরনের গেম খেলে টাকা ইনকাম করা যায়
আপনি কি গেম খেলে টাকা ইনকাম করার কথা ভাবছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গায়
এসেছেন! আজকাল অনেক উপায়ে গেম খেলে অর্থ উপার্জন করা সম্ভব। বাংলাদেশে
বেকারত্বের হার অনেক বেশি থাকার কারণে অনেকেই অনলাইন প্লাটফর্মে এসে অর্থ উপার্জন
করছেন। কেউ কেউ পার্টটাইম হিসেবে কাজ করছেন আবার কেউ নিজের ভবিষ্যতের কথা চিন্তা
করে কাজ করে যাচ্ছেন।
বর্তমানে অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম থেকে গেম খেলে অনেকেই হাজার হাজার টাকা ইনকাম
করছেন। তাই আপনি যদি তাদের মত গেম খেলে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আর্টিকেল
মনোযোগ সহকারে পড়ুন। কারণ এই আর্টিকেলে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি
হচ্ছে বাংলাদেশে কোন ধরনের গেম খেলে টাকা ইনকাম করা যায় ২০টি উপায় সম্পর্কে।
তাহলে চলুন আর দেরি না করে জেনে নিন।
মোবাইল গেমিং থেকে গেম খেলে টাকা ইনকাম
মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করার কিছু জনপ্রিয় সাইট রয়েছে যে সাইটগুলো থেকে
আপনি ইনকাম করতে পারবেন। যেমনঃ
- Bubble Cash
- Swagbucks
- Mistplay
- 8 Ball Pool
- WinnaBowl
Bubble Cash: “Bubble Cash” এই গেমটি কমবেশি অনেকেরই মোবাইলে ইন্সটল করা
থাকে। কিন্তু অনেকে এই গেমটি বিনোদন হিসেবে খেলে থাকে। অনেকেই জানে না এই গেম
খেলে অনলাইনে আয় করা সম্ভব। অনলাইনে ইনকাম করার জন্য আপনাকে প্রথমে গেমটি খেলে
পয়েন্ট সংগ্রহ করতে হবে এবং সেই পয়েন্টগুলো টাকায় রূপান্তর করে পেপারের
মাধ্যমে উইথড্র দিতে পারবেন। এই গেমটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখান
থেকে ইন্সটল করে অনলাইনে মাধ্যমে খেলা শুরু করে অর্থ উপার্জন করুন।
Swagbucks: গেম খেলে টাকা ইনকাম করার যে জনপ্রিয় অ্যাপগুলো রয়েছে তার
মধ্যে অন্যতম একটি অ্যাপ Swagbucks. এই অ্যাপটিতে আপনি বিভিন্ন ধরনের গেম খেলে
অর্থ উপার্জন করতে পারবেন এবং পাশাপাশি বিভিন্ন কাজের জন্য পুরস্কার হিসেবে টাকা
ইনকাম করতে পারবেন। এখানে অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো হলোঃ ভিডিও দেখা,
সাবস্ক্রাইব করা, সার্ভে করা ও ওয়েবে অনুসন্ধান করা। এই ধরনের কাজ করে Swagbucks
থেকে আয় করা সম্ভব।
Mistplay: এই অ্যাপটিতে আপনি বিভিন্ন ধরনের মোবাইল গেম খেলে টাকা ইনকাম
করতে পারবেন। কিন্তু অনেকেই এই অ্যাপটিতে কিভাবে গেম খেলতে হয় এবং অর্থ উপার্জন
করতে হয় সেটা সম্পর্কে জানেন না। তাই কিভাবে আপনি এই অ্যাপটি দিয়ে টাকা ইনকাম
করবেন সেটার প্রসেস দেখিয়ে দেব।
প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
এরপর এই অ্যাপটিতে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা শেষে
আপনার সামনে বিভিন্ন ধরনের গেম চলে আসবে যে সকল গেম খেলে আপনি পয়েন্ট জমা করতে
পারবেন। গুলো আপনি পেপাল একাউন্ট অথবা গিফট কার্ডের মাধ্যমে উইথড্র নিতে পারবেন।
WinnaBowl: গেম খেলে টাকা ইনকাম করার যে জনপ্রিয় অ্যাপ গুলো রয়েছে তার
মধ্যে অন্যতম একটি অ্যাপ হচ্ছে WinnaBowl. এই অ্যাপটি ফুটবল গেম যা ভার্চুয়াল
ম্যাচ খেলে পুরস্কার জিতে টাকা ইনকাম করার সুযোগ প্রদান করে। এই গেমটি আপনি যদি
নিয়মিত খেলতে পারেন তাহলে এর নিয়ম কানুন এবং কৌশল সম্পর্কে সঠিকভাবে জানতে
পারবেন।
এতে করে আপনার অনেক বেশি ম্যাচ জিততে সাহায্য করবে। এই অ্যাপটির মধ্যে বিভিন্ন
ধরনের ফুটবল ম্যাচ রয়েছে সেগুলো খেলার চেষ্টা করুন এবং আপনার জন্য কোনটি সবচেয়ে
ভালো কাজ করে সেটা খুঁজে বের করে টুর্নামেন্ট খেলে অর্থ উপার্জন করুন। এখানে
আপনার কোন রকম টুর্নামেন্ট খেলার জন্য ফি নেই। তাই কোন রকম ঝুঁকি ছাড়াই ইচ্ছামত
গেম খেলে পুরস্কার জেতে টাকা আয় করুন।
8 Ball Pool: এই অ্যাপটিও কম বেশি সকল মানুষের মোবাইল ফোনে রয়েছে ।
কিন্তু তারা জানেই না এই অ্যাপ দিয়ে টাকা আয় করা সম্ভব। অ্যাপটি একটি
প্রতিযোগিতামূলক অ্যাপ যেখানে গেম খেলে টাকা ইনকাম করা যায়। বর্তমান সময়ে 8
Ball Pool এই অ্যাপটি অনেকেই ব্যবহার করে থাকে। এখানে আপনার টুর্নামেন্ট খেলে
টাকা ইনকাম করা যায় যা অনেকেই করছে। তাই আপনি যদি তাদের মত এই অ্যাপটি থেকে টাকা
আয় করতে চান তাহলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে অনলাইনে
টুর্নামেন্ট খেলে আয় করুন।
ফ্রিল্যান্সিং সাইটে গেম ডেভেলপমেন্ট করে টাকা ইনকাম করুন
Freelancer: আপনি যদি একজন গেম ডেভেলপমেন্ট দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি
বিভিন্ন ধরনের গেমিং অ্যাপ তৈরি করে সেগুলো ফ্রিল্যান্সিং সাইটে বিক্রয় করে
প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। যেমন- fiber, upwork, freelancer.com সহ আরও অনেক
ফ্রিল্যান্সিং সাইড রয়েছে যেখানে আপনি গেমিং অ্যাপ বিক্রয় করে টাকায় করতে
পারবেন। তবে এই সেক্টরে এসে আপনাকে অবশ্যই সময় দিয়ে কাজ করতে হবে। এই সেক্টরে
সবাই সফলতা পাই না। তাই আপনি কোন কাজ করতে বেশি পছন্দ করেন সেটার উপর দক্ষ হয়ে
ইনকাম শুরু করুন।
YouTuber: যদি আপনি গেমিং ভিডিও তৈরিতে দক্ষ হয়ে থাকেন তাহলে ইউটিউবে
গেমিং ভিডিও আপলোড করে গুগল এডসেন্স অ্যাপ নিয়ে অনলাইনের মাধ্যমে ঘরে বসে টাকা
ইনকাম করতে পারেন। অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের স্পন্সরশিপের মাধ্যমেও টাকা
ইনকাম করতে পারেন। এই ইউটিউবে অনেকেই গেমিং ভিডিও তৈরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম
করছেন আপনি চাইলে সময় ধৈর্য ও পরিশ্রম দিয়ে কাজ করে অর্থ উপার্জন করতে পারেন।
Twitch streamer: অনেক মানুষ রয়েছে যাদের লাইভ স্ট্রিম করতে অনেক বেশি
পছন্দ। তারা যারা গেম খেলার জন্য লাইভ স্ট্রিমিং করে উপভোগ করেন তারা চাইলে
Twitch এর মাধ্যমে সাবস্ক্রিপশন ফি পেয়ে টাকা ইনকাম করতে পারেন। তাই আপনি কোন
কাজ করতে পছন্দ করেন সেটার উপর দক্ষ হয়ে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করুন।
ই-স্পোর্টস থেকে গেম খেলে টাকা ইনকাম
Call of Duty Mobile: কল অফ ডিউটি এটি একটি জনপ্রিয় গেম যার মাধ্যমে আপনি
বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন। যদি আপনি কল অফ ডিউটি গেমে দক্ষ হয়ে থাকেন
তাহলে আপনি চাইলে একটি পেশাদার ই-স্পোর্টস টিমে যোগ দিতে পারেন। এই টিমগুলো
বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে, এবং বিজয়ীরা প্রাইজ মনি পায়।
এছাড়াও আপনি যদি কনটেন্ট তৈরি করতে পারেন তাহলে অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেমন-
Twitch, YouTube, বা Facebook এগুলোতে আপনি কনটেন্ট তৈরি করে ইনকাম করতে পারেন।
এছাড়াও আপনি Call of Duty-এর উপর ভিডিও টিউটোরিয়াল, গেমপ্লে হাইলাইট, বা রিভিউ
তৈরি করে YouTube-এ আপলোড করতে পারেন। যদি আপনার চ্যানেলটি জনপ্রিয় হয়, তাহলে
আপনি বিজ্ঞাপন রেভেন্যু এবং স্পনসরশিপ থেকে ইনকাম করতে পারবেন।
Garena Free Fire: বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপ
‘Garena Free Fire’. বর্তমানে বেশিরভাগ যুবক ছেলে ও মেয়েরা এই গেমে অনেক টাইম
নষ্ট করে। কিন্তু এর মধ্যে অনেকেই জানেন না যে এই গেমটি খেলে অনলাইন এর মাধ্যমে
টাকা ইনকাম করা যায়। তাই যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন। বর্তমানে এই গেমটি
খেলার জন্য বড় বড় টুর্নামেন্ট দিয়ে থাকে অনেকেই। সেখানে আপনি যদি অংশগ্রহণ করে
টুর্নামেন্ট জিততে পারেন তাহলে অনেক টাকা পুরস্কার পাবেন। এছাড়াও আপনারা চাইলে
ফেসবুক পেইজে অথবা Youtube এ লাইভ স্ট্রিমিং করে অনলাইন থেকে টাকা আয় করতে
পারেন।
Dota 2: এই গেমটি ও অনেক জনপ্রিয় একটি গেম যা অনেক পেশাদার ই-স্পোর্টস
খেলোয়াড়রা খেলে অর্থ উপার্জন করে। এই গেমটি খেলার জন্য আপনাকে অনেক দক্ষতা হতে
হবে এবং পেশাদার যে দলগুলো রয়েছে তাদের সাথে চুক্তি করতে হবে। পেশাদার
ই-স্পোর্টস খেলোয়াড়রা Dota 2 এই গেমটি খেলে টুর্নামেন্ট পুরষ্কারের অংশ, বেতন
এবং স্পনসরশিপ থেকে টাকা ইনকাম করে। এছাড়াও আপনি চাইলে লাইভ স্ট্রিমিং, ইউটিউব,
ফেসবুক কিংবা টিকটক থেকে ইনকাম করতে পারেন।
PUBG Mobile: বাংলাদেশের মধ্যে যতোগুলো জনপ্রিয় গেম রয়েছে তার মধ্যে
PUBG Mobile এই গেমটিও রয়েছে। এই গেমটি অনেক জনপ্রিয় একটি গেম। এই গেম খেলে
অনেকেই টাকা ইনকাম করে আবার অনেকেই ইনকাম করে না। এই গেমটি খেলার জন্য বিভিন্ন
ধরনের টুর্নামেন্ট হয়ে থাকে যেগুলোতে অংশগ্রহণ করে আপনি অর্থ উপার্জন করতে
পারবেন। এছাড়া আপনি চাইলে লাইভ স্ট্রিমিং করেও ইউটিউব ফেসবুক অথবা টিকটক এ ভিডিও
আপলোড করে সেখান থেকেও অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
League of Legends: এটিও বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় গেম। এই গেমটি
খেলে অনেকেই বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করছেন। যদি আপনি এই গেমটির বিস্তারিত
জানতে চান তাহলে অবশ্যই ইউটিউবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন সেখান
থেকে জেনে নিতে পারবেন। এই গেমটি আপনি ইউটিউব, ফেসবুক অথবা টিকটক ব্যবহার করে
অনলাইনের মাধ্যমে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন।
FIFA: ফিফা এটা কি জনপ্রিয় ফুটবল সিমুলেশন। এই গেমটি আপনি ইচ্ছা করলে
বিভিন্নভাবে খেলতে পারবেন। যেমন- টুর্নামেন্টে অংশগ্রহণ করে খেলতে পারবেন, লাইভ
স্ট্রিমিং করে খেলতে পারবেন। আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে খেলতে পারবেন। আশা
করি বিষয়টি সঠিকভাবে বুঝতে পেরেছেন।
Ludo Supreme: এই গেমটি হচ্ছে অনলাইন একটি লুডু গেম। এখানে আপনি বিভিন্ন
ধরনের প্লেয়ারদের সাথে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারবেন। এই গেমটি জিততে
পারলে আপনি সেখান থেকে পুরস্কার হিসেবে টাকা পেতে পারেন। যা আপনি পরবর্তীতে
বিভিন্ন উপায়ে উইথড্র দিতে পারবেন।
Bus Simulator: এটি একটি জনপ্রিয় গেম। সরাসরি বাস সিমুলেটর খেলে টাকা
ইনকাম করার কোনো সরাসরি উপায় নেই। বাস সিমুলেটর মূলত একটি ভিডিও গেম, যেখানে
আপনি বাস চালানোর অভিজ্ঞতা পাবেন। তবে আপনি চাইলে বাস সিমুলেটর খেলার ভিডিও
রেকর্ড করে YouTube বা Twitch-এ আপলোড করতে পারেন। যদি আপনার চ্যানেলটি জনপ্রিয়
হয়, তাহলে আপনি বিজ্ঞাপন রেভিনিউ, স্পনসরশিপ, মেম্বারশিপ ইত্যাদি থেকে আয় করতে
পারেন।
Car Racing: কার রেসিং গেম খেলে টাকা ইনকাম করা সম্ভব। বিশেষ করে, যদি
আপনি এই গেমে দক্ষ হন এবং কিছু কৌশল জানেন, তাহলে আপনি নিশ্চিতভাবেই কিছু আয়
করতে পারেন। কার রেসিং খেলে টাকা ইনকাম করার কয়েকটি উপায় রয়েছে আশা করি সেই
উপায়গুলো সঠিকভাবে এই আর্টিকেলের সাথে থেকে জেনে নিবেন। যেমনঃ ই-স্পোর্টস,
কন্টেন্ট তৈরি।
- ই-স্পোর্টসঃ যদি আপনি কোনো নির্দিষ্ট কার রেসিং গেমে খুব ভালো হন, তাহলে আপনি একটি পেশাদার ই-স্পোর্টস টিমে যোগ দিতে পারেন। এই টিমগুলো বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং বিজয়ীরা প্রচুর পরিমাণে প্রাইজ মানি পেয়ে থাকে।
- কন্টেন্ট তৈরিঃ আপনি আপনার কার রেসিং গেমপ্লে রেকর্ড করে YouTube বা Twitch-এ আপলোড করতে পারেন। যদি আপনার চ্যানেলটি জনপ্রিয় হয়, তাহলে আপনি বিজ্ঞাপন রেভিনিউ, স্পনসরশিপ, মেম্বারশিপ ইত্যাদি থেকে আয় করতে পারেন।
Dream 11: ড্রিম 11 একটি জনপ্রিয় ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম যেখানে
আপনি বিভিন্ন স্পোর্টসের ভার্চুয়াল টিম তৈরি করে এবং সেই টিমের পারফরম্যান্সের
উপর ভিত্তি করে টাকা জিততে পারেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কিভাবে ড্রিম
১১-এ থেকে ইনকাম করা যায়? প্রথমে আপনাকে ভার্চুয়াল টিম তৈরি করতে হবে যেমন- যে
কোনো ম্যাচের আগে আপনি একটি নির্দিষ্ট বাজেটের মধ্যে খেলোয়াড়দের কিনে একটি
ভার্চুয়াল টিম তৈরি করবেন।
এরপর পয়েন্ট স্কোর করতে হবে যেমন- আপনার দলের খেলোয়াড়রা যত ভালো পারফর্ম করবে,
আপনি তত বেশি পয়েন্ট পাবেন। সর্বশেষ সবচেয়ে বেশি যে দলগুলো পয়েন্ট পাবে সেই
দলগুলো টুর্নামেন্ট জিতে যাবে এবং প্রাইজ মনি পাবে।
InboxDollars: InboxDollars: একটি জনপ্রিয় রিওয়ার্ড সাইট যা আপনাকে
বিভিন্ন কাজ করে টাকা উপার্জন করার সুযোগ দেয়। এই কাজগুলোর মধ্যে গেম খেলাও
অন্যতম। তবে, এটা মনে রাখা জরুরি যে InboxDollars-এ গেম খেলে আপনি যে টাকা ইনকাম
করবেন, তা খুব বেশি হবে না। এটি মূলত একটি অতিরিক্ত আয়ের উৎস হতে পারে। এই গেমের
মধ্যে আরো অনেক গেম রয়েছে যেমন- পাজল, ক্যাসিনো গেমস, এবং স্ট্র্যাটেজি গেমস।
এগুলো গেম খেলেও আপনি টাকা আয় করতে পারবেন।
Mobile Legends: মোবাইল লজেন্ডস একটি জনপ্রিয় মোবাইল মোবা (MOBA) গেম,
যেখানে লক্ষ লক্ষ খেলোয়াড় প্রতিদিন খেলে। অনেকের মনেই প্রশ্ন জাগে, এই গেম খেলে
কিভাবে টাকা ইনকাম করা যায়? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। যদি আপনি এই গেমে
অনেক দক্ষ হয়ে থাকেন তাহলে বিভিন্ন টুর্নামেন্টের অংশগ্রহণ করে অনেক টাকা
পুরস্কার জিতে নিতে পারবেন। এছাড়াও আপনার ভিডিওগুলো সামাজিক মিডিয়ায় শেয়ার করে
আপনার ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার বাড়াতে পারেন যা থেকে আপনার টাকা ইনকাম হবে।
উপরে উল্লেখিত যে গেমগুলোর নাম দেওয়া হয়েছে এগুলো খেলে আপনি খুব সহজেই টাকা
ইনকাম করতে পারবেন। তবে এখানে আপনাকে পরিশ্রম সময়ও ধৈর্য দিয়ে কাজ করতে হবে
তাহলে আপনি এগুলো গেম খেলে ভালো কিছু ইনকাম করতে পারবেন। এখানে যে ২০টি গেম
সম্পর্কে আলোচনা করা হয়েছে এগুলোর মধ্যে অনেক গেম রয়েছে যেগুলো সাধারণ
দক্ষতা হলেই খেলা যায়।
আবার এর মধ্যে এমন কিছু গেম রয়েছে যেগুলো ভালো দক্ষতা ছাড়া খেলা সম্ভব নয়। তাই
এই আর্টিকেলটি আপনি সম্পূর্ণ পড়লে বুঝতে পারবেন কোনটা সাধারণ দক্ষতা হলেই খেলা
যায় এবং কোনটা অনেক ভালো দক্ষতা প্রয়োজন হয়। আশা করি কোন ধরনের গেম খেলে টাকা
ইনকাম করা যায় ২০টি উপায় সম্পর্কে জানতে পেরেছেন।
টাকা ইনকাম করা গেম পেমেন্ট বিকাশ বাংলাদেশ
পূর্বে আমরা আলোচনা করেছি কোন ধরনের গেম খেলে টাকা ইনকাম করা যায় ২০টি উপায়
সম্পর্কে। এখন আমরা আলোচনা করব টাকা ইনকাম করা গেম পেমেন্ট বিকাশ বাংলাদেশ কিভাবে
নিবেন এই সম্পর্কে। দেশের মধ্যে টাকা ইনকাম করা গেম অনেক রয়েছে। এ গেমগুলো খেলে
আপনি খুব সহজেই টাকা বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
কিন্তু আপনাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা এ গেমগুলো সম্পর্কে জানেন না। তাই
আপনারা যারা এই গেমগুলো সম্পর্কে জানেন না তার অবশ্যই এই আর্টিকেলের অংশটুকু
মনোযোগ সহকারে পড়ুন। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক।
যেগুলো গেম খেলে টাকা ইনকাম করে বিকাশ পেমেন্ট নিবেন সেগুলো হলোঃ
- MPL
- Hago
- Qureka
- Candy Crush Saga
- Bitcoin Pop – Get Bitcoin!
- teenpattigo
- Khelolegend
- Money Bingo Clash
- Yatzy Dice
- mCrypto: Play to Earn Crypto
উপরে উল্লেখিত যে গেমগুলো রয়েছে এগুলো আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে খেলতে
পারবেন। তবে এই গেমগুলোর মধ্যে কিছু কিছু গেম থেকে আপনি টাকা ইনকাম করে সরাসরি
বিকাশ পেমেন্ট নিতে পারবেন। আবার এর মধ্যে কিছু গেম রয়েছে যেগুলো অন্যান্য
উপায়ে পেমেন্ট নিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
লেখকের শেষ কথা | কোন ধরনের গেম খেলে টাকা ইনকাম করা যায় ২০টি উপায়
(আসসালামু আলাইকুম) প্রিয় পাঠক সম্পূর্ণ আর্টিকেল পড়ে আশা করি কোন ধরনের গেম খেলে টাকা ইনকাম করা যায় ২০টি উপায় এবং টাকা ইনকাম করা গেম পেমেন্ট বিকাশ বাংলাদেশ কীভাবে নিবেন এই সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছেন। আপনারা যদি আর্টিকেলটি পড়ে একটুও উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনারা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই আর্টিকেলটি বন্ধুদের সাথে শেয়ার করলে আপনার বন্ধুরা সহ আরও অনেকেই জানতে পারবে।তাই আর দেরি না করে আপনার বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করুন। এই রকম আরো আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এই আর্টিকেলটি পড়ে যদি আপনার কোনো মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে যাবেন। (ধন্যবাদ)
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url