ফ্রিজ থেকে তেলাপোকা দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন
ফ্রিজ থেকে তেলাপোকা দূর করার উপায় সম্পর্কে আপনার যদি না জানা থাকে। তাহলে
আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন। অনেক মানুষের বাসা বাড়িতে ফ্রিজে তেলাপোকা
থাকে। কিন্তু এই তেলাপোকা ঘর থেকে বের করার উপায় সম্পর্কে অনেকেই জানেন না। তাই আজকে আমি এই বিষয়টি সম্পর্কে সঠিকভাবে জানিয়ে দেয়ার চেষ্টা করবো।
তাই অনুরোধ করবো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
আপনি যদি শেষ পর্যন্ত আমাদের আর্টিকেলটি পড়ে থাকেন। তাহলে ২ মিনিটে বাসা বাসা থেকে তেলাপোকা দূর করার উপায়,তেলাপোকা মারার স্প্রে
দাম, তেলাপোকা দূর করার দোয়া, তেলাপোকা মাঝে মাঝে উড়ে কেন? এই সকল বিষয়ে
সঠিকভাবে জেনে যাবেন।
ভূমিকা
অনেকে রয়েছে যাদের বাসা বাড়িতে ফ্রিজ রয়েছে। ফ্রিজ এমন একটি জিনিস যেখানে
আমাদের দৈনন্দিন জীবনের খাবার সংরক্ষণ করা হয়। তবে এখানে যদি তেলাপোকার দেখা
মিলে তাহলে বিষয়টা অনেক বিভ্রান্তিকর দেখায়। ফ্রিজের মধ্যে তেলাপোকা ঢুকলে সে
খাবারগুলো নষ্ট করে দেয়। তবে অবশ্যই আপনাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে যে ফ্রিজে
কোন বাসি খাবার রাখা যাবে না। ফ্রিজ থেকে তেলাপোকা দূর করার জন্য অনেকেই বিভিন্ন
পদ্ধতি অবলম্বন করেন। তবে কিছু কিছু উপায় রয়েছে যেগুলো অনেকেই জানে না। তাই
আজকে আমি এই আর্টিকেলে ফ্রিজ থেকে তেলাপোকা দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত
আলোচনা করব। তাই আপনারা যারা এ বিষয়গুলো সম্পর্কে জানেন না তারা অবশ্যই
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
২ মিনিটে বাসা বাসা থেকে তেলাপোকা দূর করার উপায়
আজকে আমি আলোচনা করব বাসা থেকে তেলাপোকা দূর করার উপায় সম্পর্কে। কমবেশি সকল
বাসা বাড়িতে তেলাপোকার অনেক বেশি জ্বালা। যার কারণে তেলাপোকা দূর করার জন্য
অনেকেই বিভিন্ন উপায় খুঁজে দেখেন। অনেকে আবার বাজার থেকে তেলাপোকা মারার বিষ
কিনে নিয়ে আসে এবং সে বিষগুলো বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিয়ে রাখে।
সেগুলো খেয়েও অনেক তেলাপোকা মারা যায়। তবে আজকে আমি কিছু বিকল্প পদ্ধতি নিয়ে
আলোচনা করব। যে পদ্ধতি অবলম্বন করলে আপনি খুব সহজে বাসায় বসে তেলাপোকা মারতে
পারবেন। তো চলুন প্রিয় বন্ধুরা আজকে আমরা সেই পদ্ধতিগুলো জেনে নেই।
বাসা থেকে তেলাপোকা দূর করার জন্য যে পদ্ধতি অবলম্বন করবেনঃ
প্রথমে যে কাজটি করবেন একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিবেন। তারপর একটি পরিষ্কার
পাত্রে সেই পেঁয়াজ গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিন। সম্পূর্ণ পেঁয়াজ গ্রেট
করা হয়ে গেলে ২ চামচ ব্রেকিং সোডা পিয়াজের সাথে মিশ্রণ করুন। এরপরে একটি লেবু
নিন। লেবুর সম্পূর্ণ রস পিঁয়াজে মিশ্রণ করুন।
এরপর ২ চামচ স্যাভ্লন (Savlon) নিন। তারপর সবগুলো একসাথে ভালো করে মিশ্রণ করে
নিন। এরপর একটি বড় পাত্রে মিশ্রণটি ঢেলে নিন। এরপর এক গ্লাস পানি যোগ করুন। এরপর
ছাকনির সাহায্যে ছেকে নিন। এরপরে একটি স্প্রে বোতলে ভরে নিন। তারপর রাতে ঘুমানোর
আগে ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। এতে করে আপনার ২ মিনিটে বাসা বাড়ি থেকে
তেলাপোকা, টিকটিকি দূর হয়ে যাবে।
যেসব জায়গায় তেলাপোকা টিকটিকির আনাগোনা বেশি সে সব জায়গায় বেশি করে স্প্রে
করে রাখুন। সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে তেলাপোকা মরে পড়ে আছে। এটি একটি বিশেষ
কার্যকরী প্রক্রিয়া চাইলে আপনিও এটি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন। বাসায়
তেলাপোকার উপদ্রব থাকলে অবশ্যই এটি ব্যবহার করবেন।
তেলাপোকা মাঝে মাঝে উড়ে কেন?
আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তেলাপোকা মাঝেমাঝে উড়ে কেন এই
বিষয়ে। অনেকের মনে এই প্রশ্নগুলো থাকে তাই আজকে আমি এর সঠিক তথ্য জানিয়ে
দেওয়ার চেষ্টা করব। তেলাপোকা মাঝেমাঝে উড়ে কারণ তাদের এটি প্রতিরক্ষামূলক একটি
কৌশল। যখন তারা খুব ঝুঁকির মধ্যে থাকে ঠিক তখনই তারা উড়ে পালিয়ে যায়।
তেলাপোকা উড়তে পারে কারণ তাদের দুটি জোড়া পাখনা রয়েছে। আর এই পাখনা ব্যবহার
করে তারা ঝুঁকির মধ্য থেকে পালিয়ে যায়। তেলাপোকার সামনের যে পাখনা গুলো রয়েছে
সেগুলো শক্ত এবং পাতলা হয় এবং এগুলো তাদের শরীরকে অনেক আবরণে রাখে। আর তাদের
পিছনে যে পাখনা গুলো রয়েছে সেগুলো পাতলা এবং বড় হয় আর এগুলোই তাদের উড়তে
সাহায্য করে।
তেলাপোকা উঠতে পারে এমন কয়েকটি কারণ নিচে দেওয়া হলঃ
নতুন বাসস্থান খুঁজে পেতেঃ যখন তেলাপোকা বর্তমান বাসস্থান অসন্তুষ্টবধ
করেন। ঠিক তখনই তারা উড়ে অন্য জায়গায় নতুন বাসস্থান খুঁজেন।
সঙ্গীর সন্ধানেঃ তেলাপোকার বেশ কিছু কারণে উড়ে। তার মধ্যে প্রধান কারণ
হচ্ছে সঙ্গী খোঁজা। পুরুষ তেলাপোকা অনেক উচ্চস্তর স্থানে উড়ে বেড়ায় এবং মেয়ে
সঙ্গী খুঁজে। আবার মেয়েরাও অনেক সময় এভাবে সঙ্গী খুঁজে থাকে।
শিকারী থেকে বাঁচার জন্যঃ তেলাপোকা যখন শিকারের দ্বারা আক্রান্ত হয় ঠিক
তখনই তারা উড়ে পালিয়ে যায়। এটি শিকারীকে ধরা অনেক কঠিন করে তোলে।
রাতের বেলা উড়েঃ তেলাপোকা সাধারণত রাতের বেলা অনেক বেশি উড়ে থাকেন। কারণ
রাতের বেলা তাদের শিকারিদের কম ঝুঁকি থাকে।
তেলাপোকা উঠতে পারে এমন কয়েকটি লক্ষণ নিচে দেওয়া হলঃ
- তেলাপোকা হঠাৎ করে খুব দ্রুত গতিতে দৌড়াতে শুরু করে।
- তেলাপোকার যে পাখনা গুলো রয়েছে সেগুলো নড়াচড়া করে।
- হঠাৎ করেই তেলাপোকা উড়ে যায়।
যদি আপনি আপনার বাড়িতে কিংবা আশেপাশে কোথাও তেলাপোকা উড়তে দেখতে পান তাহলে
হতবাক হবেন না। এটা আপনি স্বাভাবিক আচরণের একটি অংশ হিসেবে দেখবেন। আশা করি এই
সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।
তেলাপোকা দূর করার দোয়া
অনেকেই রয়েছে যারা তেলাপোকা দূর করার দোয়া খুঁজে থাকেন। তাই আজকে আমি এই
আর্টিকেলের অংশটুকুতে এই বিষয়টি সম্পর্কে আলোচনা করবঃ
বিষাক্ত প্রাণীর কামড়, আক্রমণ ও ক্ষতি থেকে বাঁচতে অবশ্যই এই দোয়াটি আপনাদের
প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য গুরুত্বপূর্ণ
সবকিছুর মতোই সাপ-বিচ্ছু, বিষাক্ত কিট পতঙ্গ অথবা হিংস্র প্রাণীর আক্রমণ থেকে
বাঁচার দোয়া শিখিয়েছেন।
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি
যারা নিয়মিত সকালে এবং বিকালে আমল করবে আল্লাহ তা'আলা তাদের বিষাক্ত পোকামাকড় ও
যাবতীয় হিংসা প্রাণীর আক্রমণ থেকে হেফাজত করবেন চলুন তাহলে আর দেরি না করে
তেলাপোকা দূর করার দোয়া জেনে নিন।
দোয়াটি হলো (বাংলায়) :
আউজু-বিকালি-মাতিল্লাহিত-তাম্মাতি-মিন-শাররি-মা-খলাক।
বাংলা অর্থঃ আমি আল্লাহর পরিপূর্ণ
কলেমার-দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত-প্রাণী, এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট
থেকে আশ্রয় চাইছি।
তেলাপোকা মারার স্প্রে দাম
বর্তমান সময়ে তেলাপোকা প্রতিটা বাড়িতে এত বেশি রয়েছে যা বলার মত নয়। এই
তেলাপোকা বাড়ির খাবার গুলো নষ্ট করে এবং বিভিন্নভাবে মানুষকে বিপদে রাখে।দূর
করার জন্য আজকে আমি তেলাপোকা মারার স্প্রেদাম কত টাকা সে বিষয়ে আলোচনা করব। তো
চলুন আর দেরি না করে এ বিষয়টি সম্পর্কে সঠিকভাবে জেনে নিন।
১। নামঃ গোদরেজ নিউ হিট তেলাপোকা স্প্রে - ৪০০ মিলি
দামঃ ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে।
২। নামঃ Supper Hit Liquid Spray For Cockroach- 100ml
দামঃ ১৫০ টাকা।
**তেলাপোকা, পিঁপড়া, মশা, মাছি, ছাড়পোকা, ও উইপোকা ধ্বংস করে।
তেলাপোকা দূর করার উপায়
আপনার ঘর যতই পরিষ্কার থাকুক না কেন বাড়ি থেকে তেলাপোকা যেন কিছুতেই তাড়াতে
পারছেন না। রান্নাঘর, রুম, পোশাকের আলমারি সহ বিভিন্ন জায়গায় যন্ত্রণার কারণে
অনেকেই খুব খারাপ পরিস্থিতিতে থাকে। তবে এটি কিভাবে আপনি উপদ্রবমুক্ত রাখবেন তা
নিয়ে আজকের এই বিশেষ আর্টিকেল।
তেলাপোকা অথবা আরশোলা এগুলো অনেক পূর্বের পোকা। তাই এই পোকাগুলো দূর করার জন্য
বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করার পরেও বিভিন্ন জায়গায় থেকে যায়। বিশেষ করে
গরমের সময়ে তেলাপোকা দূর করতে পারবেন খুব সহজেই। এর জন্য আপনি ব্যবহার করতে
পারেন রান্নাঘরের কিছু গুরুত্বপূর্ণ মসলা। হয়তো অনেকেই এই মশাগুলো নাম জানেন
কিন্তু এর কাজ অনেকেই জানেন না। তো চলুন আজকের এই আর্টিকেলের অংশটুকু থেকে জেনে
নিন।
তেলাপোকা দূর করতে আপনাকে প্রথমে যেটা করতে হবে একটি মাঝারি সাইজের পেঁয়াজ ও
একটি মাঝারি সাইজের রসুন দিয়ে পেস্ট তৈরি করে এক লিটার পানিতে সেটি পানীয় তৈরি
করতে হবে। এরপর সেই পানীয় স্প্রে মেশিনে ভরে যেখানে যেখানে তেলাপোকার আনাগোনা
অনেক বেশি সেখানে সেখানে স্প্রে করে দিতে হবে। বিশেষ করে রান্নাঘর, বিছানা, খাট
ইত্যাদিতে বেশি করে স্প্রে করতে হবে।
- এছাড়াও তেলাপোকা বাড়ি থেকে দূর করার জন্য গোলমরিচের গোড়া বা কালোজিরা অনেক ক্ষেত্রে ভালো কাজ করে।
- আলমারিতে তেলাপোকা উপদ্রব এড়াতে আপনি নিমপাতা ও তেজপাতা কাজে লাগাতে পারেন। এটি তেলাপোকা দূর করতে অনেক বেশি কাজে দিবে। এর যে গন্ধে তেলাপোকা ওই স্থানের আশেপাশে আনাগোনা বন্ধ করে দিবে।
- আপনার বাড়ির প্রতিটি স্থানে তেলাপোকা মুক্ত রাখতে বরিক পাউডার এবং তার সাথে ময়দা বা আটা মিশ্রণ করে ছড়িয়ে দিয়ে রাখতে পারেন। এতে করেও কাজে দিবে।
- এছাড়া আপনি চাইলে তেলাপোকা দূর করার জন্য তেলাপোকা মারার চক স্প্রে এর মাধ্যমে ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ঘরের তেলাপোকা খুব সহজেই দূর হয়ে যাবে।
- আপনি যদি চান তাহলে বরিক পাউডারের পরিবর্তে ব্রেকিং সোডা ব্যবহার করতে পারেন। এটি অনেক ভালো কাজে আসে। এটি আপনি খাবারের সঙ্গে মিশ্রণ করে রাখলে তেলাপোকা সেই খাবারে আকৃষ্ট হয়ে খাবার খাওয়ার পর মারা যাবে।
ফ্রিজ থেকে তেলাপোকা দূর করার উপায়
ফ্রিজ হলো এমন একটি স্থান যেখানে আমাদের দৈনন্দিন জীবনের যে খাবারগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করা হয়। বাজার থেকে যেকোন জিনিস কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দেওয়া হয়। কারণ ফ্রিজে রাখলে সেটি অনেকদিন পর্যন্ত খাওয়া যায়। কিন্তু যদি এই ফ্রিজে তেলাপোকা ঢুকে যায় তাহলে সেটি হয়ে ওঠে একটি বিশাল সমস্যা।তেলাপোকা শুধু নোংরা ও জঘন্য নয় তা স্বাস্থ্যহানিকরও বটে। তাই আমাদের দৈনন্দিন জীবনে যে খাবারগুলো সংরক্ষণ করে ফ্রিজে রাখি সেটা অবশ্যই খুব যত্ন করে রেখে দিতে হবে। ফ্রিজে তেলাপোকার সমস্যা খুবই বিরক্ত কর এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে আপনি যদি সঠিক পদ্ধতি অনুসরণ করতে পারেন তাহলে এই তেলাপোকা দূর করা সম্ভব।
তাই আজকে আমি এই আর্টিকেল এর অংশটুকুতে ফ্রিজ থেকে তেলাপোকা দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জানেন না তারা অবশ্যই এই আর্টিকেলের অংশটুকু ধৈর্য সহকারে পড়ুন। আসুন তাহলে আর দেরি না করে বিস্তারিত তথ্য সঠিকভাবে জেনে নিন।
ফ্রিজ থেকে তেলাপোকা দূর করার জন্য কিছু কার্যকরী পদ্ধতি নিচের অংশে দেওয়া হলোঃ
- আপনাকে ফ্রিজের ভেতরে ও বাইরে নিয়মিত পরিষ্কার করতে হবে। লক্ষ্য রাখতে হবে খাবারের ছিটে বা টুকরো যাতে জমা না থাকে। সুন্দর করে ভেজা কাপড় দিয়ে ফ্রিজের শেলফ ও ড্রয়ারগুলো মুছে নিতে হবে।
- খাবার ঠিকমতো সংরক্ষণ করে রাখতে হবে। যাতে করে তেলাপোকা খাবারের গন্ধ না পায়। কারণ তেলাপোকা খাবারের গন্ধ পেলে অনেক আকৃষ্ট হয় আর তখন সেই খাবারগুলো নষ্ট করে। তাই সেদিকেও একটু খেয়াল রাখবেন।
- ফ্রিজের দরজার যে রাবার সিলটি রয়েছে সেটা ভালোভাবে চেক করে রাখতে হবে। যদি কোন ছিদ্র বা ফাঁক থাকে তাহলে সেখান দিয়ে তেলাপোকা ঢুকতে পারে। প্রয়োজনে সিল পরিবর্তন করতে হবে।
- ফ্রিজে পুরনো ও পচা খাবার জমতে দেওয়া যাবে না। ফলে ব্যাকটেরিয়া জমা হবে। এ ধরনের খাবার তেলাপোকা অনেক বেশি আকৃষ্ট হয় যার কারণে তেলাপোকা ফ্রিজের মধ্যে যাওয়ার সম্ভাবনা থাকে।
- ফ্রিজের যে ড্রেনেজ সিস্টেম রয়েছে সেটা নিয়মিত পরিষ্কার করুন। এখানে ময়লা জমে থাকলে তেলাপোকার জন্য অনেক আকর্ষণীয় হতে পারে যা একটি খারাপ লক্ষণ।
- এছাড়াও ফ্রিজের চারিপাশে ময়লা কিংবা খাবারের টুকরো জমতে দিবেন না। চারপাশ সুন্দর করে পরিষ্কার রাখুন। ময়লা থাকলে তেলাপোকা বাসা বাধতে পারে।
- ফ্রিজের আশেপাশে থেকে তেলাপোকা দূর করার জন্য বরিক এসিড ব্যবহার করতে পারেন। এটি ফ্রিজের আশেপাশে সুন্দর করে ছিটিয়ে রাখুন। এতে করে তেলাপোকা দূরে রাখতে সাহায্য করবে।
- তেলাপোকা দূর করার জন্য ব্রেকিং সোডা ও চিনি একসাথে মিশ্রণ করে জায়গায় জায়গায় রাখুন। এটি খেলে তেলাপোকা খুব দ্রুত মারা যাবে।
- ফ্রিজ পরিষ্কার করার জন্য পানীয় ভিনেগার ব্যবহার করতে পারেন। এতে করে ফ্রিজ সব সময় পরিষ্কার থাকবে এছাড়াও তেলাপোকা দূরে রাখতে সাহায্য করবে।
- যদি আপনার এই সমস্ত চেষ্টা ব্যর্থ হয় তাহলে আপনি পেশাদার পেস্ট কন্ট্রোলের সাহায্য নিতে পারেন। তারা কার্যকর ভাবে তেলাপোকা দূর করতে পারে।
উপরে যে পদক্ষেপ গুলো দেওয়া হয়েছে সেগুলো আপনি সঠিক ভাবে পালন করতে পারলে আপনার
ফ্রিজ তেলাপোকা মুক্ত রাখতে সক্ষম হবেন। তাই আশা করি উপরের পদক্ষেপগুলো আপনার
অনেক উপকারে আসবে।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক সম্পূর্ণ আর্টিকেল পড়ে আশা করি ফ্রিজ থেকে তেলাপোকা দূর করার উপায় সঠিকভাবে জানতে পেরেছেন। আপনারা যদি আর্টিকেলটি পড়ে
একটুও উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনারা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন
না। এই আর্টিকেলটি বন্ধুদের সাথে শেয়ার করলে আপনার বন্ধুরা সহ আরও অনেকেই জানতে
পারবে। তাই আর দেরি না করে আপনার বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করুন।
এই রকম আরো আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এই আর্টিকেলটি পড়ে
যদি আপনার কোনো মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে যাবেন।
(ধন্যবাদ) আসসালামু আলাইকুম।
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url