গর্ভাবস্থায় নাক দিয়ে রক্ত পড়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানুন
গর্ভাবস্থায় নাক দিয়ে রক্ত পড়ার কারণ সম্পর্কে আপনার যদি না জানা থাকে। তাহলে
আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন। অনেকেরই নাক দিয়ে রক্ত পড়ে। কিন্তু আর কারণ কি
সেই বিষয়ে হইত তেমন কোনো ধারণা রাখেন নাই। তাই আজকে আমি এই সম্পর্কে সঠিকভাবে
ধারণা দেয়ার চেষ্টা করবো। তাই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
আপনি যদি শেষ পর্যন্ত আমাদের আর্টিকেলটি পড়ে থাকেন। তাহলে নাক দিয়ে রক্ত পড়া
রোগের নাম, গরমে নাক দিয়ে রক্ত পড়ার কারণ, হঠাৎ নাক মুখ দিয়ে রক্ত পড়ার কারণ,
নাক দিয়ে রক্ত পড়ার কারণ, এই সকল বিষয়ে সঠিক ধারণা পেয়ে যাবেন।
ভূমিকা
সাধারণত অনেক মানুষেরই নাক ও মুখ দিয়ে রক্ত পড়ে। কিন্তু তারা জানেন না কেন পড়ে।
এছাড়াও বিভিন্ন কারণে নাক দিয়ে রক্ত পড়ে। যদি হঠাৎ করে অনেক বেশি আঘাত পড়ে
তাহলে নাক দিয়ে রক্ত পড়ে। এছাড়াও নাকে বেশি ঘষাঘষি করলে নাকের যে পর্দা রয়েছে
সেটা ফেটে রক্ত বের হবে। এছাড়াও গর্ভাবস্থায় নাক দিয়ে রক্ত পড়ার কারণ এবং
গরমের নাক দিয়ে রক্ত পড়ার কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা যদি
এই সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। এটি মনোযোগ
সহকারে পড়তে পারলে আশা করি অনেক উপকৃত হবেন। চলুন তাহলে আর দেরি না করে এই
বিষয়গুলো জেনে নিন।
নাক দিয়ে রক্ত পড়ার কারণ
সাধারণত শতকরা
৬০ থেকে ৭০ শতাংশ মানুষেরই জীবনের কোন না কোন সময়ে নাক দিয়ে রক্ত পড়ার
সম্মুখীন হয়েছে এটি এমন একটি সমস্যা যা সকল মানুষেরই হয়ে থাকে নাক কান গলার
ছাড়াও শরীরের আরো অন্যান্য রোগের কারণেও না গিয়ে রক্ত পড়তে পারে নাক দিয়ে
রক্ত পড়া এটি যে কোন বয়সেই হতে পারে তবে অবশ্যই আপনাকে এর কারণ জেনে নিতে হবে
নাকের যেকোনো এক পাশ দিয়ে বিভিন্ন কারণে রক্ত পড়তে পারে। তো চলুন এর কারণগুলো
জেনে নিন।
বিশেষজ্ঞরা বলেছেন যে নাক দিয়ে রক্ত বিভিন্ন কারণে পড়তে পারে যেমনঃ
- নাকে যদি কোন ভাবে আঘাত লাগে তাহলে রক্ত পড়তে পারে।
- অপারেশন জনিত বিভিন্ন সমস্যার কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
- এছাড়াও নাকে অনেক বেশি সর্দি সাইনোসাইটিস এই সমস্যাগুলো দেখা দিলে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
- নাকের বিভিন্ন ধরনের ইনফেকশন হলে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
- যদি নাকের ভেতরে টিউমার হয় তাহলে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
- নাকের মাঝখানে যে পর্দা রয়েছে সে পর্দা যদি ছিদ্র হয় তাহলে রক্ত পড়তে পারে।
- নাকের মাঝখানে যে হাড় রয়েছে সেটি অতিরিক্ত বাঁকা হলে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
- এছাড়াও গর্ভাবস্থায় কিংবা পিরিয়ডের সময় নাকের রক্ত বের হতে পারে ইত্যাদি।
যদি আপনার উপরে কারণগুলো হয়ে থাকে তাহলে দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করে
চিকিৎসা করে নেয়া উচিত।
হঠাৎ নাক মুখ দিয়ে রক্ত পড়ার কারণ
আজকে আমরা আলোচনা করব হঠাৎ নাক মুখ দিয়ে রক্ত পড়ার কারণ সম্পর্কে। অনেকেই
রয়েছে যাদের বিভিন্ন কারণে নাক মুখ দিয়ে রক্ত পড়ে। কিন্তু তারা জানে না যে
এর সমাধান কোনগুলো। তো আজকে আমি এই আর্টিকেলের অংশটুকুতে এই বিষয়টি সম্পর্কে
সঠিক একটি ধারণা দেয়ার চেষ্টা করব। তাই আপনারা যদি আর্টিকেলের অংশটুকু মনোযোগ
সহকারে পড়তে পারেন আশা করি অনেক উপকৃত হবেন। চলুন তাহলে আর দেরি না করে জেনে
নিন।
আমরা সাধারণত জেনে থাকি যে নাক দিয়ে রক্ত পড়ে কিন্তু অনেকেরই মুখ দিয়ে রক্ত
পড়ে। তবে, এটা মুখের রক্ত নয় এটা সরাসরি নাকের রক্ত মুখ দিয়ে পাস হয়।
এছাড়াও বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় নাকের দুই সাইট দিয়ে রক্ত বের হয়।
এগুলো হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে নাকে অতিরিক্ত আঘাত লাগা। অতিরিক্ত আঘাত
লাগলে অনেক বেশি রক্ত পড়বে। এছাড়াও নাক খোঁটানো নাকের ঝিল্লির রক্তনালীগুলোকে
বিরক্ত করে ফেলতে পারে, যার ফলে রক্তপাত হতে পারে।
আরো পড়ুনঃ ঘাড়ের রগ টেনে ধরার কারণ কি জেনে নিন
উচ্চ রক্তচাপ নাকের রক্তনালীগুলোর উপর চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে রক্তপাত
হতে পারে। এছাড়াও আপনার বিভিন্ন সমস্যার কারণে নাক দিয়ে কিংবা মুখ দিয়ে রক্ত
পড়তে পারে। যদি নাকের ভেতরে আঘাত লাগে যেমন খেলাধুলার সময় আঘাত বা অন্য কাজের
ক্ষেত্রে আঘাত তাহলে নাক দিয়ে রক্ত পড়তে পারে কিংবা মুখ দিয়ে। যদি আপনার নাক
দিয়ে প্রায়শই রক্ত পড়ে বা রক্তপাত বন্ধ হতে দীর্ঘ সময় লাগে, তাহলে একজন
ডাক্তারের সাথে দেখা করা উচিত। ডাক্তার রক্তপাতের কারণ নির্ণয় করতে এবং
প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করতে পারবেন।
গর্ভাবস্থায় নাক দিয়ে রক্ত পড়ার কারণ
গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের শরীরে কয়েক ধরণের পরিবর্তন আসে। যে পরিবর্তন
গর্ভবতী মায়েদের নাক দিয়ে রক্ত বের হওয়ার সম্ভাবনা অনেক বেশি বাড়িয়ে তুলে।
নাক থেকে রক্ত বের হলে অনেকেই অনেক আতঙ্কিত হয়ে যায়। তবে গর্ভাবস্থায় নাক
দিয়ে রক্ত পড়াটা এটা একটি কমন বিষয়। এটা তেমন কোন দুশ্চিন্তার কারণ নয়। তাই
আজকে আমি এই আর্টিকেলে গর্ভাবস্থায় নাক দিয়ে রক্ত পড়ার কারণ গুলো তুলে ধরার
চেষ্টা করব। তাই আপনারা যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা আর্টিকেলটি অবশ্যই
মনোযোগ সহকারে পড়ুন।
গর্ভাবস্থায় বিভিন্ন সময়ে নাক দিয়ে রক্ত পড়তে পারে এটা তেমন কোন নির্দিষ্ট
সময় নেই। গর্ভাবস্থায় নাক দিয়ে রক্ত পড়ার সমস্যাটি শুরু হয় সাধারণত মাসের
শুরুর দিকে। তবে এটি চলতে পারে গর্ভকাল পর্যন্ত। গর্ভাবস্থায় এই সমস্যাটি
কতদিন ধরে থাকবে এটা তেমন কোন নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই। এটা গর্ভবতী নারীর
শারীরিক অবস্থা ও জীবনধারার ওপর নির্ভর করবে। তবে গর্ভাবস্থায় নাক দিয়ে কেন
রক্ত পড়ে সেটা অনিকেরই মনে প্রশ্ন থেকেই যাই। তো চলুন এই প্রশ্নের সঠিক উত্তর
দেওয়া যাক।
গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের শরীরে অনেক পরিবর্তন ঘটে এর ফলে গর্ভবতীদের নাক
দিয়ে রক্ত পড়ার সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় নাক দিয়ে রক্ত পড়ার
কারণ গুলোর মধ্যে রয়েছেঃ
পানি শূন্যতা গর্ভাবস্থায়ঃ গর্ভবতী মায়েদের শরীরে পানির চাহিদা অনেক
বেশি বেড়ে যায়। যদি গর্ভবতী মায়ের শরীরে পর্যাপ্ত পানি পরিমাণ না থাকে তাহলে
পানি শূন্যতা তৈরি হতে পারে। এমন অবস্থায় গর্ভবতী মায়েদের নাকের ভেতরে আবরণ
অনেক শুষ্ক হয়ে ফেটে যেতে পারে। যার ফলে নাক থেকে রক্ত বের হতে পারে।
শরীরের রক্তের পরিমাণ বেড়ে যাওয়াঃ গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের
শরীরে রক্তের যে পরিমাণ রয়েছে সেটা অনেক বেশি গুণ বেড়ে যায়। আর এই রক্ত অনেক
বেশি বেড়ে যাওয়ার কারণে নাকের ভেতরের যে আবরণ রয়েছে সেটা ফুলে যায়। এছাড়াও
নাকের ভেতরে যে পাতলা রক্তনালী থাকে সেটার সংখ্যা অনেক বেড়ে যায় এবং আবরণ
অনেক চিকন চিকন হয়ে যায় এর ফলে নাকের ভেতরের আবরণ শুকিয়ে যেয়ে পরবর্তীতে
রক্তক্ষরণ হতে পারে।
এলার্জি অথবা ঠান্ডা সর্দিঃ যদি আপনার সর্দি অথবা এলার্জি হয়। তাহলে
নাকের ভেতরের আবরণ অনেক প্রদাহ হয়ে নাকের ভেতর থেকে রক্ত পড়তে পারে।
হরমোনের মাত্রা বেড়ে যাওয়াঃ গর্ভাবস্থায় কিছু হরমোনের মাত্রা বেড়ে
গেলে আপনার শরীরে বিভিন্ন অঙ্গের মতো নাকের অনেক পরিবর্তন আসে আর এই সময় নাকের
ভেতরের যে আবরণী রয়েছে সেটা পুরু হয়ে ওঠে এবং শুকিয়ে যায়। যার ফলে সেই নাক
দিয়ে রক্ত বের হয়।
গরমে নাক দিয়ে রক্ত পড়ার কারণ
আজকে আমরা আলোচনা করব গরমে নাক দিয়ে রক্ত পড়ার কারণ সম্পর্কে অনেকের
বিভিন্ন কারণে নাক দিয়ে রক্ত পড়ে তবে কেন গরমে রক্ত পড়ে সেটা অনেকেই
জানে না। তাই আপনারা যারা এ বিষয়টি সম্পর্কে জানেন না তারা অবশ্যই
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। তো চলুন আজকের এই আর্টিকেলের অংশটুকু থেকে
গরমে নাক দিয়ে রক্ত পড়ার কারণ জেনে নিন।
নাক দিয়ে রক্ত পড়ার অনেক কারণ থাকে। সাধারণত আমরা সকলেই জানি নাকে আঘাত
লাগলে রক্ত বের হতে পারে। এছাড়াও বারবার হাত দিয়ে নাক ঘষলে কিংবা
সাইনাসের সমস্যা থাকলে নাক দিয়ে রক্ত বের হতে পারে। এছাড়াও আপনার প্রেসার
বেড়ে যায় কিংবা আপনার রক্তের কোন সমস্যা থাকে তাহলে আপনার নাক দিয়ে রক্ত
পড়া শুরু হতে পারে।
এছাড়া আরও বিশেষ কোন কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে। এছাড়াও অতিরিক্ত
গরমে নাক দিয়ে রক্ত পড়া সমস্যা অনেকেরই দেখা যায় যখন আবহাওয়া অনেক গরম
থাকে ঠিক তখন আবার বাতাস অনেক গরম হয় আর এই গরম বাতাস নাকে ঢুকলে ভেতরকার
যে মিউকাস মেমব্রেন রয়েছে সেটা অনেক বেশি গরম হয়ে যায় যার ফলে নাক দিয়ে
রক্ত পড়তে পারে।
নাক দিয়ে রক্ত পড়া রোগের নাম
অনেকেই রয়েছেন যারা নাক দিয়ে রক্ত পড়ার রোগের নাম সম্পর্কে জানেন না।
তাই যারা জানেন না তারা আজকের এই আর্টিকেলের অংশটুকু থেকে জেনে নিতে পারেন।
এটি জানলে আপনি আশা করি অনেক উপকৃত হবেন। এই বিষয়টি সম্পর্কে অনেকেই
বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন। তাহলে চলুন এটা আসলেই রোগের নাম কিনা
জেনে নিন।
নাক দিয়ে রক্ত পড়া কোন রোগ নয়, বরং এটি অন্যান্য অনেক রোগের লক্ষণ। নাক
দিয়ে রক্ত পড়ার চিকিৎসাগত পরিভাষা হল এপিসট্যাক্সিস। এটি যেকোনো বয়সে
হতে পারে এবং এটি ঘটার অনেক কারণ রয়েছে। যদি আপনার নাক থেকে প্রায়শই
রক্তপাত হয় বা রক্তপাত বন্ধ করতে আপনার 10 মিনিটের বেশি সময় লাগে তবে
ডাক্তারের সাথে দেখা করা গুরুত্বপূর্ণ। কারণ নাক দিয়ে রক্ত পড়া একটি
অন্তর্নিহিত চিকিৎসা অবস্থার লক্ষণ হতে পারে। তাই যত দ্রুত সম্ভব চিকিৎসা
করে ভালো করা প্রয়োজন।
শেষ কথা
প্রিয় পাঠক সম্পূর্ণ আর্টিকেল পড়ে আশা করি গর্ভাবস্থায় নাক দিয়ে রক্ত পড়ার কারণ এবং গরমে নাক দিয়ে রক্ত পড়ার কারণ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিতে সক্ষম হয়েছি। আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই আর্টিকেলটি বন্ধুদের সাথে শেয়ার করলে আপনার বন্ধুরাও জানতে পারবে। তাই দেরি না করে আপনার বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করুন।এই রকম আরো আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এই আর্টিকেলটি পড়ে যদি আপনার কোনো মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে যাবেন। (ধন্যবাদ) আসসালামু আলাইকুম।
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url