আতরের নামের তালিকা - বাংলাদেশের সেরা আতর কোনটি জেনে নিন
আতরের নামের তালিকা গুলো আপনার যদি না জানা থাকে। তাহলে আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন। অনেকেই আতর পছন্দ করেন। কিন্তু কোন আতরগুলো অনেক ভালো সেই সম্পর্কে হইত তেমন কোনো ধারণা নেই। তাই আজকে আমি এই আর্টিকেলে সঠিকভাবে জানিয়ে দেয়ার চেষ্টা করবো। তাই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
আপনি যদি শেষ পর্যন্ত আমাদের আর্টিকেলটি পড়ে থাকেন। তাহলে সবচেয়ে সুগন্ধি আতর কোনটি, বাংলাদেশের সেরা আতর, আতর ব্যবহারের নিয়ম, আতর ব্যবহারের উপকারিতা, এই সকল বিষয়ে সঠিক ধারণা পেয়ে যাবেন।
ভূমিকা
অনেকেই রয়েছে যারা আতর পছন্দ করেন। তাই তাদের জন্য আজকে আমি এই আর্টিকেলে আতরের নামের তালিকা ও দাম সম্পর্কে আলোচনা করেছি। তাই আপনারা যারা আতরের নাম কি কি ও দাম কেমন জানেন না তারা অবশ্যই আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন। এছাড়াও এই আর্টিকেলে আরো অনেক কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে। তাই আপনারা যদি এই আর্টিকেল সম্পূর্ণ পড়তে পারেন তাহলে আশা করি সমস্ত বিষয়ে সঠিকভাবে জেনে নিতে পারবেন। তো চলুন আর দেরি না করে জেনে নিন।
আতর ব্যবহারের উপকারিতা
আজকে আমরা এই আর্টিকেলে অংশটুকুতে আতর ব্যবহারের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জানেন না তারা আজকের এই আর্টিকেলের অংশটুকু থেকে জেনে নিতে পারেন। আতর এমন একটি জিনিস যেটা শরীরে দিলে শরীরের সুন্দর একটি সুগন্ধি পাওয়া যায় এবং দুর্গন্ধ দূর হয়। এছাড়াও এর আরো বিভিন্ন উপকারে রয়েছে চলুন জেনে।
সুন্দর পোশাক যেমন মানুষের আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখে ঠিক তেমনি ভালো সুগন্ধময় আতর ব্যবহার করলেও মানুষের আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যায়। সুগন্ধময় আতর ব্যবহার করলে শরীরের দুর্গন্ধ নিয়ে চিন্তা করতে হয় না। অনেক সময় বিভিন্ন জায়গায় গেলে শরীরের দুর্গন্ধের কারণে অনেক খারাপ লাগে। তবে সুগন্ধময় আতর শরীরে ব্যবহার করলে এরকম অবস্থায় আপনি পড়বেন না। আতর ব্যবহারের প্রধান কারণ হচ্ছে শরীরের দুর্গন্ধ দূর করা।
শরীরকে অনেক সুবাসিত করে রাখা। অনেক আগে থেকেই মানুষেরা ঘামসহ শরীরে বিভিন্ন দুর্গন্ধ দূর করতে এই সুগন্ধযুক্ত আতর ব্যবহার করে আসছে। এছাড়াও এই আতর মানুষকে সতেজ থাকতে অনেক বেশি সহায়তা করত। আদিমকাল থেকেই এই সুগন্ধময় আতর ব্যবহার হয়ে আসছে। এছাড়াও আল্লাহ তাআলা নিজেই আতর ব্যবহারকারীদের অনেক বেশি পছন্দ করেন। তাহলে বুঝতেই পারছেন আতর ব্যবহারের উপকারিতা কতোটুকু রয়েছে।
আতর ব্যবহারের নিয়ম
প্রিয় বন্ধুরা আজকে আমি এই আর্টিকেলে আতর ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই আতর ব্যবহার করেন কিন্তু সঠিকভাবে ব্যবহার না করার কারণে বেশিক্ষণ আতরের সুগন্ধ থাকে না। তাই আপনি কিভাবে সঠিকভাবে আতর ব্যবহার করবেন তা আজকে আর্টিকেলের অংশটুকু থেকে জেনে নিতে পারেন। তো চলুন বন্ধুরা আজকে আতর ব্যবহার করার সঠিক নিয়ম সম্পর্কে জেনে নিন।
বাংলাদেশের যে আতরগুলো পাওয়া যায় সে আতরগুলো আসল আতর নয়। এই আতরগুলোতে কেমিক্যাল মিশ্রিত থাকে। আর আপনি যদি অরজিনাল আতর নিতে চান তাহলে সে আতরের দাম অনেক বেশি। তাই অনেকেই এই আতর নিতে চান না। তাই বাংলাদেশের যে আতরগুলো পাওয়া যায় সেটাই অনেকে ব্যবহার করেন। কিন্তু আপনারা যেভাবে আতর ব্যবহার করছেন সেটা কি সঠিকভাবে ব্যবহার করছেন? হয়তো অনেকেই করছেন আবার করছেন না।
আপনারা অনেকেই আতর ডান হাতে কিংবা বাম হাতে তালুতে নিয়ে একটু ঘষে সারা শরীর দিয়ে থাকেন। কিন্তু এটা আতর ব্যবহার করার সঠিক নিয়ম নয়। এইভাবে আতর ব্যবহার করলে আপনি ভুলবশত কোন জিনিস হাতে নিয়ে খেলে পরবর্তীতে আপনার পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই সঠিক ভাবে আতর ব্যবহার করতে হবে। আতর ব্যবহারের নিয়ম হচ্ছে দুই হাতের তালুর নিচে নিয়ে হালকা একটু ঘোষে ডান কানের নিচে এবং বাম কানের নিচে ঘোষে দিতে পারেন।
এছাড়াও আপনি হাতের উপরের অংশে মোটামুটি পরিমাণে আতর নিবেন। নেওয়ার পরে হালকা করে দুই হাতের সাথে একটু ঘষাঘষি করে নিবেন বেশি করার দরকার নেই। এরপরে দাড়িতে ব্যবহার করতে পারেন। এর বেশি যারা অনেকক্ষণ পর্যন্ত আতরের সুগন্ধ চাচ্ছেন যে আপনার আতরের ঘ্রাণ আরও অনেক বেশি ছড়াই এবং দূরের মানুষ যেন সেই আতরের ঘ্রাণটি পাই তাহলে আপনাকে যেটা করতে হবে।
প্রথমে হাতের ওপরে ভেজা ভেজা করে আতর নিতে হবে। এরপরে হালকা ভাবে সারা শরীরে দিতে হবে। কোনভাবেই জামাতে আতর ব্যবহার করবেন না। কারণ জামাতে আতর ব্যবহার করলে দাগ পড়তে পারে। আপনারা যদি এইভাবে আতর ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আপনার আতরের ঘ্রাণ অনেকক্ষণ পর্যন্ত থাকবে। আশা করি আতর ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। এবার আমরা জেনে নিবো আতরের নামের তালিকা।
আতরের নামের তালিকা ও দাম
আপনারা কি ভালো আতর খুঁজছেন? যে আতরগুলো অনেক সুগন্ধি ছড়াবে এবং অনেকদিন পর্যন্ত থাকবে। তাহলে আর দেরি না করে আজকের এই আর্টিকেলের অংশটুকু থেকে আতরের নামের তালিকা ও দাম জেনে নিতে পারেন। এখানে সুগন্ধময় আতরের নাম এবং দাম উল্লেখ করা হয়েছে। আপনারা যদি সঠিক দামও না জানেন তাহলে জেনে নিতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে নাম ও দাম জেনে নিন।
আমরা সকলেই জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন। তিনি নিজেই সুগন্ধি ব্যবহার করতেন। সুতরাং আমরা সবাই এটা বলতে পারি যে সুগন্ধি ব্যবহার করা আমাদের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি যদি সুগন্ধি উপহার দিতেন তাহলে তিনি সংগ্রহ করে রেখে দিতেন ফিরিয়ে দিতেন না। তাহলে বুঝতেই পারছেন আতর ব্যবহার করা কতটা ভালো।
বাংলাদেশের সেরা আতর
আজকে আমরা বাংলাদেশের সেরা আতরগুলো নিয়ে আলোচনা করব। অনেকেই বিভিন্ন আতর ব্যবহার করেন। কিন্তু অনেকেই চাই ভালো আতর ব্যবহার করতে। তাই আমি আজকে এই আর্টিকেলের অংশটুকুতে বাংলাদেশের সেরা আতর যেগুলো সেগুলো নিয়ে কথা বলব। তো চলুন আর দেরি না করে কোনগুলো ভালো আতর জেনে নিন।
- জান্নাতুল ফেরদাউস - আতর
- ব্লু ডি চ্যানেল - আতর
- মেশ্ক আম্বার - আতর
- হোয়াইট উদ - আতর
- আমির উল উদ - আতর
- ব্লু লাভানি - আতর
- এক্স টুইস্ট - আতর
- দানহিল ব্লাক - আতর
- মাস্ক আত তাহরা - আতর
- কুল ওয়াটার - আতর
- আল-খালিজ - আতর
- হোয়াইট মাস্ক - আতর
- স্পার্কলিং একুয়া - আতর
- কস্তুরি - আতর
- পিং মাস্ক আত-তাহরা - আতর
- ব্লু স্টার - আতর
- শাহী দরবার - আতর
- স্ট্রংগার - আতর
- রোমান্স - আতর
- সিগার - আতর
- সিকে-১০১ - আতর
- জুপি - আতর
- কুল ওমেন - আতর
- ডাজ্জলিং গোল্ড - আতর
এই আতরগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখানে কয়েকটি আতরের নাম দেয়া হয়েছে যে আতরগুলো মোটামুটি দামের মধ্যে অনেক ভালো। এই আতরগুলো প্রায় কমবেশি সকলেই পছন্দ করেন। এতগুলো অনেক সুগন্ধিময় হয় এবং অনেকদিন পর্যন্ত সুগন্ধি থাকে। তাই আপনারা চাইলে উপরে যে আতর গুলোর নাম দেয়া হলো তার মধ্যে যে কোন একটি ব্যবহার করতে পারেন।
সবচেয়ে সুগন্ধি আতর কোনটি
অনেকেই জানতে চান সবচেয়ে সুগন্ধি আতর কোনটি? অনেক মানুষ রয়েছে যাদের কাছে অনেক বেশি সুগন্ধযুক্ত আতর সহ্য হয় না। যার ফলে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। আবার অনেকের কাছে আতরের সুগন্ধি খুবই ভালো লাগে। সবচেয়ে সুগন্ধি আতর তৈরি করে নাবিল আতর এই নাবিলা তোর নারী-পুরুষ উভয়ের জন্যই তৈরি হয়ে থাকে আপনি যদি সুগন্ধি আতর খুজে থাকেন তাহলে অবশ্যই নাবিল আতর ব্যবহার করতে পারেন এটি খুবই ভালো এটি ব্যবহার করলে অনেক সুগন্ধি পাবেন।
শেষ কথা
প্রিয় পাঠক সম্পূর্ণ আর্টিকেল পড়ে আশা করি আতরের নামের তালিকা এবং বাংলাদেশের সেরা আতর এই সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিতে সক্ষম হয়েছি। আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই আর্টিকেলটি বন্ধুদের সাথে শেয়ার করলে আপনার বন্ধুরাও জানতে পারবে। তাই দেরি না করে আপনার বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করুন।
এই রকম আরো আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এই আর্টিকেলটি পড়ে যদি আপনার কোনো মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে যাবেন। (ধন্যবাদ) আসসালামু আলাইকুম।
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url