স্ক্রিনশটস টেকনিকস - গ্রামাটিক্যাল এরর চেকার - কপিরাইটিং বিশ্লেষণ - প্লেইজারিজম কি?

স্ক্রিনশটস টেকনিকস - গ্রামাটিক্যাল এরর চেকার - কপিরাইটিং বিশ্লেষণ - প্লেইজারিজম কি? সম্পর্কে আপনার যদি না জানা থাকে। তাহলে আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন। এইগুলো বিষয়ে যদি ধারণা না থাকে। তাহলে আজকের এই আর্টিকেল থেকে সঠিক ধারণা নিয়ে যান। 
স্ক্রিনশটস টেকনিকস - গ্রামাটিক্যাল এরর চেকার - কপিরাইটিং বিশ্লেষণ - প্লেইজারিজম কি?
আপনি যদি শেষ পর্যন্ত আমাদের আর্টিকেলটি পড়ে থাকেন। তাহলে কপিরাইটিং বিশ্লেষণ - প্লেইজারিজম কি? সঠিক ধারণা পেয়ে যাবেন। এইগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখা প্রয়োজন। তাই দেরি না করে চলুন জেনে নেয়া যাক বিষয়গুলো।

ভূমিকা 

আমরা প্রায় অনেকেই জানিনা যে স্ক্রিনশটস টেকনিকস - গ্রামাটিক্যাল এরর চেকার - কপিরাইটিং বিশ্লেষণ - প্লেইজারিজম কি? এই বিষয় আসলে কি? এগুলো বিষয়ে অবশ্যই ধারণা রাখা প্রয়োজন। কারণ এইগুলো বিষয় আপনার সব সময় কাজে লাগবে। আপনি ওয়েবসাইট চালানোর সময় এইগুলো যদি সকল বিষয় জানা থাকে তাহলে আপনার ওয়েবসাইট নিয়ন্ত্রণ করতে অনেক ভালো হবে। এছাড়াও আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তাই আজকে আমি এই আর্টিকেলে এই সকল বিষয় খুব সুন্দর করে আলোচনা করেছি। আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন তাহলে বুঝতে পারবেন। 

গ্রামাটিক্যাল এরর চেকার সম্পর্কে জেনে নিন

গ্রামাটিক্যাল এরর চেকার সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা নেই। তাই আজকে আমরা এই আর্টিকেলের মধ্যে গ্রামাটিক্যাল এরর চেকার কিভাবে করতে হয় এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনার যদি এর ব্যবহার জানা না থাকে। তাহলে আজকের এই আর্টিকেল থেকে এর ব্যবহার  জেনে নিন। 

আমরা লেখালেখি করার সময় অনেক সময় দেখা যায় যে লেখার মধ্যে ভুল করে বসে থাকি। আর সেই লেখার ভুল চেক করার জন্য এই গ্রামাটিক্যাল এরর চেকার ব্যবহার করা হয়ে থাকে। আমরা অনেক সময় বাংলা অথবা ইংরেজি আর্টিকেল লিখে থাকি। ইংরেজি যে গ্রামাটিক্যাল এররর চেক গুলো রয়েছে সেগুলো আমরা ব্রাউজারে ইন্টারফেস করতে পারব। অনেকেই রয়েছে ইংরেজি বানান ভুল করে থাকে। 
 
এই বানানগুলো ঠিক করার জন্য লেখার উপরে রাইট বাটনে যদি আপনি ক্লিক করেন। তাহলে ইংরেজি যে সঠিক বানান রয়েছে সেটা চলে আসবে। এছাড়াও বাংলা যে বানানগুলো রয়েছে সেগুলো বানান বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ঠিক করতে পারবেন। এছাড়াও এক্সটেনশন ব্যবহার করেও সমস্ত ভুল বাংলা বানান গুলো ঠিক করতে পারেন। 

আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে যদি অভ্র--কিবোর্ড (Avro--keyboard) থেকে থাকে। সেক্ষেত্রে আপনি Avro--Spell--Checker--D দিয়ে বাংলা ভুল বানানগুলো ঠিক করতে পারেন। এছাড়াও বাংলা লেখার অনেক রকমের নিয়ম রয়েছে সেগুলো যদি আপনি খুব ভালোভাবে শিখে নেন। তাহলে বাংলা বানান আর কখনো ভুল হবে না। আশা করি গ্রামাটিক্যাল এরর চেকার সম্পর্কে একটি সঠিক ধারণা পেয়েছেন।

স্ক্রিনশট নেয়ার টেকনিকস জেনে নিন

আজকে আমরা স্ক্রিনশট নেয়ার টেকনিকস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই টেকনিক যদি আপনার জানা না থাকে তাহলে আজকের এই আর্টিকেলে মধ্যে থেকে জেনে নিন। কারণ আপনি যদি একজন আর্টিকেল রাইটার হয়ে থাকেন তাহলে আপনার স্ক্রিনশট অত্যন্ত প্রয়োজন পড়বে। তাই কিভাবে স্ক্রিনশট নিবেন সে ব্যাপারে অবশ্যই ধারণা রাখা দরকার। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে পোষ্টের ভেতরে স্ক্রিনশট সুন্দর করে যুক্ত করবেন।  
 
আপনি যদি কোন পোস্ট লিখে থাকেন তাহলে আপনার পোষ্টের বিষয়ের উপর কতটুকু স্ক্রিনশট নিবেন সেটা নির্ধারণ করা হয়। আপনি যে বিষয়ে লিখছেন সেটার স্ক্রিনশট যতটুক প্রয়োজন ঠিক ততটুকুই নিতে হবে। যদি আপনি মোবাইল ফোন থেকে স্ক্রিনশট নেন তাহলে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন একসাথে চেপে ধরলেই মোবাইল ফোন থেকে স্ক্রিনশট হয়ে যাবে। তবে আরো অনেক ফোন রয়েছে যে ফোনগুলোতে বিভিন্ন উপায়ে স্ক্রিনশট নেওয়া যায়। 

কিছু কিছু ফোন রয়েছে তিন আঙ্গুল ফোনের ডিসপ্লের উপরে রেখে দিয়ে। তারপর তিন আঙ্গুল নিচের দিকে একসাতে টান দিলে স্ক্রিনশট হয়ে যাবে। আবার কিছু কিছু ফোন রয়েছে ভলিউম বাটন দুইটা এবং পাওয়ার বাটন একসাথে চাপ দিলেও স্ক্রিনশট হয়ে যাবে। আপনার স্ক্রিনশট নেওয়ার যতটুক প্রয়োজন। ঠিক ততটুকুই আপনি স্ক্রিনশট নিবেন। নিচে একটি স্ক্রিনশট দেয়া হলোঃ
এই স্ক্রিনশটসে আমরা দেখাতে চেয়েছি যে জাম গাছের জাম গাছের ছালের উপকারিতা সম্পর্কে আমাদের ওয়েবসাইটি কততম অবস্থানে রয়েছে। এই বিষয়টি দেখানোর জন্য স্ক্রিনশটটি নেওয়া হয়েছে।

কপিরাইটিং বিশ্লেষণ 

আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব যে কপিরাইটিং বিশ্লেষণ আসলে কি। কপিরাইটিং বিশ্লেষণের ব্যবহার হয়তো অনেকেই জানেনা। এই বিষয়ে যদি না জানা  থাকে তাহলে আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন। এই আর্টিকেল যদি আপনি ধৈর্য সহকারে পড়েন। তাহলে আপনি সমস্ত কিছু খুব ভালোভাবে জানতে পারবেন।   

আপনারা কি জানেন যে কপিরাইটিং কি এবং এই কপিরাইটিং করার ফলে আপনার কোন ধরনের অপরাধ হতে পারে এগুলো অবশ্যই জানা আপনার প্রয়োজন। কপিরাইট করা হচ্ছে কোন কিছুর মালিকাধীন। আবার অন্যদিকে কপি পেস্ট মানে হচ্ছে আপনি অন্যদের পোষ্ট চুরি করে আপনার ওয়েবসাইটে ছাড়লে সেটাকে চুরি করা বলা হয়। আর এই চুরি করার কারণে আপনার জেল পর্যন্ত হতে পারে। 

যদি আপনি নিজের মনের মত করে কোন কিছু প্রকাশ করেন এবং সেটা যদি অন্য কারো সাথে না মিলে তাহলে তাকে কপিরাইটিং বলে। প্রথম যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে কাস্টমারের সাথে একটি মনোযোগ তৈরি করতে হবে । যদি এই মনোযোগটা আমি ধরতে পারি তাহলে সকল সেবা, পণ্য, এইগুলোগুলো পৌঁছে দিতে অনেক সহজ হয়ে যাবে। 

আর যদি মনোযোগটা না ধরে রাখতে পারেন তাহলে কোনো কিছুই আপনি আপনার কাস্টমারের কাছে বিক্রয় করতে পারবেন না। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে কি করতে হবে। বিজ্ঞাপনের মধ্যে অথবা কোনো কিছুর সেবার মধ্যে যে ওয়াদা থাকতে হবে।  তাহলে আপনার ওপর বিশ্বাস চলে আসবে সেই কাস্টমারের। 

প্লেইজারিজম (Plagiarism) কি? 

আজকে আমরা প্লেইজারিজম সম্পর্কে আলোচনা করব। প্লেইজারিজম কি এবং কেন করবেন না এটা অবশ্যই অনেকের মনেই প্রশ্ন আসতে পারে। প্লেইজারিজম হচ্ছে মনে করেন যে আপনার পুরো ওয়েবসাইটের পোস্ট কপি করে অন্য একজন তার ওয়েবসাইটে পাবলিশ করেছে। অথবা আপনার পুরো পোস্ট না নিয়ে অর্ধেক পোস্ট নিয়ে তার ওয়েবসাইটে পাবলিশ করছে। অথবা আপনার ওয়েবসাইটের পুরো পোষ্টের মধ্যে থেকে কিছু অংশ কপি করে তার ওয়েবসাইটে পাবলিশ করেছে। 

কিন্তু আপনার ওয়েবসাইটের কোন রকম নাম উল্লেখ করেনি। এই যে সকল উদাহরণগুলোকে প্লেইজারিজম বলা হয়। যারা এই কপি করে লেখা চুরি করে নিজের ওয়েবসাইটে ছাড়ে তাদের এইটা দণ্ডনীয় অপরাধ। আপনি যার কাছ থেকে তথ্য চুরি করে আপনার ওয়েবসাইটে ছেড়েছেন সেই ব্যক্তি আপনার ওয়েবসাইটের নামে অভিযোগ দিতে পারে গুগলের কাছে। আপনার ওয়েবসাইটের তথ্য চুরি হয়েছে কিনা সেটা চেক করার একটি উপায় রয়েছে সেটি হচ্ছে Copyscape। 

এই Copyscape বেশি লিংক চেক করা যায় না। কারণ এটা ফ্রি ভার্সন। যদি আপনি প্রিমিয়াম ভার্সন নিয়ে থাকেন তাহলে অনেকগুলো লিংক চেক করতে পারবেন। এছাড়াও আপনার ওয়েবসাইটের কিছু অংশ কপি করছে কিনা সেটাও আপনি জানতে পারবেন। আপনার ওয়েবসাইটের কিছু অংশ কপি করে গুগলে পেস্ট করে সার্চ দিলে আপনি দেখতে পাবেন যে আপনার লেখা কপি করছে কিনা। যদি কপি করে থাকে তাহলে মোটা অক্ষরে লেখা দেখানো হবে। প্লেইজারিজম কি আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন।  

আর্টিকেল স্পিনিং ও স্ক্র্যাপিং বিশ্লেষণ

আর্টিকেল স্পিনিং হচ্ছে কোনো একটি আর্টিকেলকে অন্য একটি আর্টিকেলে তৈরি করা অর্থাৎ একটি আর্টিকেল থেকে ভিন্ন রকম ভাবে আরেকটি আর্টিকেল তৈরি করাকে বোঝায়। সহজ ভাষায় বললে একটি আর্টিকেল ১৫০০ ওয়ার্ড লেখা রয়েছে কিন্তু সে আর্টিকেল অন্য অর্থবোধক শব্দ দিয়ে আলাদা করে লেখা বোঝায় একে বলা হয় আর্টিকেল স্পিনিং। আপনারা এই আর্টিকেল স্পিনিং কিভাবে করবেন। 

কোনো ওয়েবসাইটের কিছু লেখা কপি করে তারপর গুগলে যেয়ে free-article-spinner.com এইটা লিখে সার্চ দেয়ার পর একটি ওয়েবসাইট চলে আসবে। তারপর সেখানে input text এবং output text লেখা থাকবে। সেই কপি করা শব্দগুলো ইনপুট টেক্সট (input text) পেস্ট করে spin text করতে হবে, এতে করে আউটপুট টেক্সট (output text) চলে আসবে। তখন বুঝতে পারবেন যে একটি আর্টিকেল থেকে আরেকটি ভিন্ন আর্টিকেল কিভাবে তৈরি করা হয় এটাকেই বলা হয় আর্টিকেল স্পিনিং। 

তবে অনেক জন রয়েছে এই ভাবেই আর্টিকেল লিখে থাকে কিন্তু এভাবে আর্টিকেল লিখলে আপনার ওয়েবসাইটের পরবর্তীতে ক্ষতি হতে পারে। তাই এভাবে আর্টিকেল না লেখায় ভালো। 

আর্টিকেল স্ক্র্যাপিং বিশ্লেষণ

আপনি যেকোনো একটি ওয়েবসাইটের নাম অথবা যে যেকোনো কি ওয়ার্ড যদি আপনি ইনপুট টেক্সটে দিয়ে দেন তাহলে আপনাকে একটি সম্পূর্ণ আর্টিকেল অটোমেটিক লিখে দিয়ে দিবে ফ্রি আর্টিকেল স্পিনার (free-article-spinner.com) এটাকেই বলা হয় আর্টিকেল স্ক্র্যাপিং ।  

Buying কিওয়ার্ড র‍্যাংক করে টাকা ইনকাম করা

Buying কিওয়ার্ড এইটা আসলে কি এই Buying কিওয়ার্ড করে কিভাবে টাকা ইনকাম করা যায় এই সম্পর্কে অবশ্যই অনেকেই অনেক প্রশ্ন করে থাকতে পারেন। Buying কিওয়ার্ড হচ্ছে এমন কোন কিছু যা গুগলে সার্চ দেয় মানুষ। কোন প্রোডাক্ট হতে পারে অথবা অন্য কিছু হতে পারে তবে এটা সার্চ দিয়ে মানুষ জানতে চায় যে আসলে এটা ভালো না খারাপ বা এটার উপকারিতা কি বা এটা আসল নাকি নকল।

এই সম্পর্কে মানুষ জানতে চাই। আপনি ওই সকল ব্যক্তিদের জন্যই এমন কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন। যাতে করে ওই সকল ব্যক্তি এগুলো বিষয় নিয়েই সার্চ করে দেখে থাকে। এই সংক্ষিপ্ত উদাহরণ বা কথাবার্তা শুনে আপনি হয়তো পুরো ব্যাপারটা বুঝতে পারেননি। আমি এই পুরো জিনিসটার একটু বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করছি। আপনি যে বেচা বিক্রি করবেন ঠিক এরকম নয়। আপনি চাইলে অন্য কারো প্রোডাক্টও বিক্রি করতে পারেন। যেমন দারাজ, আলিবাবা, এগুলো থেকেও আপনি ইনকাম পেতে পারেন। এটাকে বলা হয় এফিলেট মার্কেটিং।

লেখকের মন্তব্য 

প্রিয় পাঠক সম্পূর্ণ আর্টিকেল পড়ে আশা করি স্ক্রিনশটস টেকনিকস - গ্রামাটিক্যাল এরর চেকার - কপিরাইটিং বিশ্লেষণ - প্লেইজারিজম কি? এই সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিতে সক্ষম হয়েছি। আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই আর্টিকেলটি বন্ধুদের সাথে শেয়ার করলে আপনার বন্ধুরাও জানতে পারবে। তাই দেরি না করে আপনার বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করুন।     

এই রকম আরো আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এই আর্টিকেলটি পড়ে যদি আপনার কোনো মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে যাবেন। (ধন্যবাদ) আসসালামু আলাইকুম। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪