গলায় কাঁটা নামানোর দোয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন

গলায় কাঁটা নামানোর দোয়া সম্পর্কে আপনার যদি না জানা থাকে। তাহলে আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন। আপনাদের সবার প্রায় গলাতে কাঁটা আটকে যায়। কিন্তু এই গলার কাঁটা নামানোর উপায় সম্পর্কে আপনাদের হইত তেমন কোনো ধারণা নেই। সেজন্য আমি আজকে একটি সঠিক ধারণা দেয়ার চেষ্টা করবো। তাই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
গলায় কাঁটা নামানোর দোয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন
আপনি যদি শেষ পর্যন্ত আমাদের আর্টিকেলটি পড়ে থাকেন। গলায় কাঁটা নামানোর উপায়, গলায় মাছের কাঁটা ফুটলে ঔষধ, গলায় কাটা নামানোর দোয়া, গলায় কাটা কতদিন থাকে, গলায় কাটা বিঁধলে করণীয় কি, এই সকল বিষয়ে সঠিক ধারণা পেয়ে যাবেন।

ভূমিকা | গলায় কাঁটা নামানোর দোয়া 

আমাদের অনেকের খাবার খাওয়ার সময় গলায় মাছের কাঁটা আটকে যাই এই মাছের কাঁটা আটকে যাওয়ার ফলে অনেক পরিমাণ ব্যথা হয় এবং মনের মধ্যে অনেক ভয় ধরে আসে তবে আপনার যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আজকে আমরা গলায় কাটানো মানুষ দোয়া এবং গলায় কাটা বাঁধলে করণীয় কি এই সকল বিষয়ে আলোচনা করতে চলেছি যদি আপনার এই বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ুন।

গলায় কাটা বিঁধলে করণীয় কি

অনেক মানুষ রয়েছে আরাম-আয়েশে খাবার খাওয়ার সময় গলায় মাছের কাঁটা আটকে যায়। এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না যে গলায় মাছের কাঁটা ফোটেনি। আমাদের সে খাবার খাওয়ার সময় হুট করে গলায় কাঁটা ফুটে গেলে করণীয় কি? 

তৎক্ষণিক কিছু উপায় রয়েছে যেটা মানলে আপনি খুব সহজেই গলার কাঁটা নামিয়ে ফেলতে পারবেন। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। চলুন তাহলে জেনে নেয়া যাক গলায় কাটা বিঁধলে করণীয় কি।
জোরে কাশুনঃ বেশিরভাগ সময় দেখা যায় যে গলায় কাঁটা আটকে যাওয়ার কারণে অনেক ব্যথা সৃষ্টি হয়। এই ব্যথা খুব নিমিষেই দূর হয়ে যাবে। জোরে জোরে কাশি দিতে হবে। জোরে কাশি দিলে সেই গলার কাঁটা ভেতর থেকে বের হয়ে যেতে পারে। 

সাদা ভাত গিলতে পারেনঃ অনেক আগে থেকে মানুষ মাছের কাঁটা নামানোর জন্য প্রচলিত যে পদ্ধতির করে আসছে তার মধ্যে একটি হচ্ছে সাদা ভাত গেলা। বিশেষ করে ছোটবেলায় যখন মাছের কাঁটা গলায় আটকাতো তখন বাবা-মা সাদা ভাত গিলতে বলতো। 

আর এই ভাত গিলার সাথে সাথে মাছের কাঁটা নেমে যেত। যেহেতু অনেক মানুষের খেতে বসলেই গলায় কাঁটা বেড়ে যায়। তাই হাতের কাছে সাদা ভাত একটু দলা করে একবারে গিলে ফেলার চেষ্টা করুন। এতে করে কাটা বাঁধা থেকে মুক্তি পাবেন। দুই থেকে তিন দলা ভাত খাওয়ার পর দেখবেন যে গলা থেকে কাটা নেমে গেছে।   

পানি পান করুনঃ যদি গলায় কাটা আটকে যায় তাহলে যত দ্রুত সম্ভব পানি পান করবেন। ভাত দিয়ে কাজ না হলে যতটুক পারবেন পানি পান করতে থাকবেন। এতে করে কাটা নেমে যেতে পারে।

ভিনেগার গিলুনঃ এই ভিনেগার গলায় আটকানো কাঁটা নামাতে বেশ সাহায্য করে। এই ভিনেগার এসিড জাতীয় বলে গলার কাঁটা নরম করে ফেলে। ফলে গলার কাটা নেমে যেতে পারে। তবে সরাসরি ভিনেগার পান করবেন না। 

যদি পারেন পানির সঙ্গে একটু পরিমাণে ভিনেগার নিয়ে মিশ্রণ করে গিলে ফেললে খুব দ্রুত কাটা নেমে যেতে সহায়তা করবে। গলায় কাটা বিঁধলে করণীয় কি নিচে আরো জেনে নিন। 

কলা খেতে পারেনঃ গলায় ফুটে থাকা কাটা গিলতে এই কলা অতান্ত উপকারী একটি ফল। বড় দুই থেকে তিনটি কলা নিবেন। তারপর সে কলা খেয়ে নিবেন। এতে করে গলার কাঁটা আটকে থাকলে খুব সহজেই নেমে যাবে। 

দ্রুত চিকিৎসকের পরামর্শ নিনঃ বাড়িতে যে পদ্ধতি গুলো রয়েছে সেগুলো যদি বিফলে যায়। তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। কারণ বেশিক্ষণ যদি কাঁটা গলায় আটকে থাকে তাহলে মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। তাই অবশ্যই দ্রুত চিকিৎসা নেয়া উচিত।

বিড়ালের পা ধরে লাভ নেইঃ অনেক মানুষ রয়েছে গলায় কাটা বেঁধে গেলে বিড়ালের পা ধরে। কিন্তু এটা কুসংস্কার। এটা অনেক পুরনো মানুষ করে থাকতো। তবে এটা বাস্তবে কোন উপকার নেই বরং উল্টো আপনার ক্ষতি হতে পারে। যদি আপনি বিড়ালের কাছে যান হঠাৎ করে যদি খামচি খেয়ে নেন।
তাহলে অন্যান্য রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে। তাই গলায় কাটা বাধলে বিড়াল খুঁজে সময় নষ্ট না করে সঠিক যে নিয়ম রয়েছে সেটা মেনে চলুন। আশা করি গলায় কাটা বিঁধলে করণীয় কি এই সম্পর্কে একটি সঠিক ধারণা পেয়ে গেছেন।

গলায় কাটা কতদিন থাকে

পূর্বে আমরা জেনেছি যে গলায় কাটা বিঁধলে করণীয় কি এই সম্পর্কে। এখন আমরা জেনে নিবো গলায় কাটা কতদিন থাকে এই সম্পর্কে। গলায় কাটা ফুটে থাকলে বেশি দিন থাকে না। যদি আপনার গলায় কাটা ফুটে থাকে তাহলে আপনি সাথে সাথে কাটা নামানোর চেষ্টা করেন। কিছু ঘরোয়া উপায় রয়েছে সেই উপায়গুলো আপনি অবলম্বন করে থাকেন। 

তবে যদি আপনার ঘরোয়া উপায় গুলো অবলম্বন করেও কাটা গলা থেকে না নামে। তাহলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিবেন। কারণ বেশি দিন গলায় কাঁটা বেঁধে থাকলে আপনার বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই যত দ্রুত পারবেন অভিজ্ঞ ডাক্তারের কাছে যেয়ে কাঁটা বের করে নিবেন। আশা করি গলায় কাটা কতদিন থাকে এই সম্পর্কে বুঝতে পেরেছেন।

গলায় কাটা নামানোর দোয়া 

আপনার যদি গলায় কাঁটা বেঁধে থাকে তাহলে আপনি অনেক উপায়ে গলার কাঁটা নামাতে পারবেন। অনেকগুলো ঘরোয়া উপায়ে রয়েছে যে উপায়গুলো আপনি অবলম্বন করলে গলার কাঁটা খুব দ্রুত নেমে যাবে। এছাড়াও আপনি ডাক্তারি উপায়েও গলার কাঁটা নামাতে পারবেন। 
তবে এই সকল উপায় যদি আপনার কাজ না হয়। তাহলে আপনি গলার কাঁটা নামানোর দোয়া পড়ার মাধ্যমে গলার কাঁটা নামাতে পারেন। পবিত্র কোরআন শরীফে গলার কাঁটা নামানোর একটি দোয়া রয়েছে যেটা আপনি পড়ে ফু দিলে ইনশাআল্লাহ আপনার গলার কাঁটা নেমে যাবে। 

  • সর্বপ্রথম আপনাকে গলার কাঁটা নামানোর জন্য যে পবিত্র দোয়া রয়েছে এইটা পড়ার আগে আপনাকে পবিত্র হতে হবে।
  • পবিত্র হবার পর আপনাকে বিসমিল্লাহ বলতে হবে।
  • তিনবার সূরা ইখলাস এবং তিনবার দুরুদ শরীফ পাঠ করে নিতে হবে। 
  • তারপর গলায় কাটা নামানোর দোয়াটি পড়বেন। 
চলুন তাহলে জেনে নিন গলায় কাঁটা নামানোর দোয়াঃ 

দোয়াঃ 
  • ফালাওলা--ইযা--বালাগাতিল--হুলকুম। (সূরাঃ ওয়াকিয়াহ--আয়াত--নং--৮৩)
অর্থঃ 
  •  অতঃপর--যখন--কারো--প্রাণ--কন্ঠাগত--হয়।
প্রিয় বন্ধুরা উপরে যে দোয়াটি বলা হয়েছে সেটি যদি আপনি পবিত্র হয়ে পড়তে পারেন। তাহলে আপনার গলার কাঁটা নেমে যাবে ইনশাআল্লাহ। আশা করি গলায় কাটানোর দোয়া সম্পর্কে আপনি সঠিকভাবে জানতে পেরেছেন।

মাছের কাটা বের করার উপায়

কমবেশি সকলেরই মাছ খুবই প্রিয় একটি খাবার। তবে এই প্রিয় খাবারটি খেতে গেলে অনেক সময় গলায় কাটা আটকে যায়। ফলে এই কাটা নামানোর জন্য অনেক কষ্ট করতে হয়। এর ভয়েই অনেকে প্রিয় খাবার মাছ খেতে চান না। ইলিশ মাছ খুবই সুস্বাদু হলেও শুধুমাত্র অতিরিক্ত কাটার ভয়ে অনেকেই দূরে সরিয়ে রাখেন।

যদি মাছ ভাত খাওয়ার সময় হঠাৎ করে গলায় কাঁটা বিঁধে যায় তাহলেই সর্বনাশ। তবে এই সমস্যারও সমাধান রয়েছে। যদি আপনার প্রিয় খাবার মাছ খেতে খেতে গলায় মাছের কাঁটা বিঁধে যায় তাহলে ৫টি উপায়ে মাছের কাঁটা দূর করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে সেই পাঁচটি উপায় জেনে নিন।
 
  • মাছের কাঁটা গলায় বিঁধে গেলে সবার প্রথমে দলা দলা ভাত খেতে পারেন। যদি মাছের ছোট নরম হয় তাহলে এতে অনেক সময় নেমেও যায়।
  • হালকা কুসুম গরম পানি ও লেবুর রস মিশ্রণ করে খেতে পারেন। কারণ লেবুর অ্যাসিডিক ক্ষমতা মাছের কাঁটা কে নরম করে দিতে সাহায্য করে। ফলে কাঁটা অনেক সময় নেমে যায়।
  • এছাড়াও আপনি চাইলে লবণ পানি মিশ্রণ করে খেয়েও মাছের কাঁটা দূর করতে পারেন। কারণ লবন পানি মাছের কাঁটা নরম করতে সাহায্য করে। ফলে খুব সহজেই গলায় মাছের কাঁটা বিঁধে থাকলে নেমে যায়। সে ক্ষেত্রে আপনাকে পানি হালকা কুসুম গরম করে নিতে হবে এবং বেশ খানিকটা লবণ দিয়ে একসঙ্গে মিশ্রণ করে খেতে হবে।
  • যদি আপনার গলায় মাছের কাঁটা বিঁধে যায়, তাহলে অলিভ অয়েল খেতে পারেন। কারণ অন্য তেলের তুলনায় অলিভ অয়েল অনেক বেশি পিচ্ছিল তাই মাছের কাঁটা খুব সহজেই গলা থেকে পিছলে নেমে যাবে।
  • সর্বশেষ, গলায় মাছের কাঁটা বিঁধে গেলে ভিনিগার ও পানি একসঙ্গে মিশ্রণ করে খেলে কাটা খুব সহজেই নেমে যায়। কারণ গলায় বিঁধে থাকা মাছের কাঁটাকে নরম করতে সাহায্য করে। ফলে মাছের কাঁটা দূর করতে সহজ হয়।
প্রিয় পাঠক উপরে উল্লেখিত এই পদ্ধতি গুলো অনুসরণ করলে আশা করি গলায় বিঁধে থাকা মাছের কাঁটা খুব সহজেই নেমে যাবে। এটি মূলত গলায় কাটা নামানোর ঘরোয়া উপায় বা মাছের কাটা বের করার উপায়।

গলায় কাটা নামানোর মন্ত্র

প্রচলিত কিছু কথাই মাছের কাঁটা নামানোর জন্য মন্ত্র পড়ে। কিন্তু এটা কতটা সত্য তা কখনোই বলা সম্ভব নয়। অনেক মানুষ গলায় কাটা নামানোর মন্ত্র জানতে চাই। তাই আসুন প্রচলিত একটি মন্ত্র জানিয়ে দিই। তবে এই মন্ত্র কতটুক কার্য করে তা বলা অসম্ভব।
 
গলায় কাটা নামানোর মন্ত্রঃ সমুদ্রের মধ্যে-অরমু সমুদ্রেরগাঙ্গ-সেই মাছ কুইরা-ধইরা যে খায়-খাইয়া কুইরা উইরা সে যায়-নাম-(গলার কাটা মাগে দিয়া চলে যায়)

গলায় মাছের কাঁটা ফুটলে ঔষধ

অনেক মানুষ রয়েছে আরাম-আয়েশে খাবার খেতে বসলে গলায় মাছের কাঁটা ফুটে যায়। এই মাছের কাঁটা ফুটে যাওয়ার কারণে গলা প্রচন্ড ব্যথা করে। বিভিন্ন ঘরোয়া উপায় অবলম্বন করার পরও এই মাছের কাঁটা বের হয় না। খুব দ্রুত এই কাঁটা যদি গিলতে না পারেন। 

তাহলে আপনার অনেক বড় ধরণের ক্ষতি হতে পারে। তবে গলায় মাছের কাটা ফুটলে একটি ওষুধ রয়েছে। যে ওষুধ খেলে খুব দ্রুত মাছের কাঁটা নেমে যাবে। চলুন তাহলে জেনে নিন গলায় মাছের কাঁটা ফুটলে ওষুধ সম্পর্কে। 
যদি আপনার গলায় মাছের কাঁটা ফুটে থাকে তাহলে আপনি সিলিসিয়া (SILICEA) 200 এই ওষুধটি খেতে পারেন। তবে এই ওষুধটি শুধু বড়দের জন্য। যদি ছোট বাচ্চাদের গলায় মাছের কাঁটা ফুটে থাকে তাহলে সিলিসিয়া (SILICEA) ৩০ এই ওষুধটি খাওয়াতে পারেন। 

এই ওষুধটি আপনি আপনার নিকটস্থ বাজারে যেকোনো ফার্মেসিতে ওষুধটি পেয়ে যাবেন। তবে এই ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ওষুধ সেবন করবেন। আশা করি গলায় মাছের কাঁটা ফুটলে ওষুধ সম্পর্কে আপনি জানতে পেরেছেন।

গলায় কাঁটা নামানোর উপায়

পূর্বে আমরা জেনেছি যে গলায় কাঁটা নামানোর দোয়া সম্পর্কে। এখন আমরা জেনে নিবো গলায় কাঁটা নামানোর উপায় সম্পর্কে। কিছু  উপায় রয়েছে যে উপায়গুলো আপনি যদি অবলম্বন করেন। তাহলে গলার কাটা নেমে যেতে পারে। চলুন সেই  উপায়গুলো জেনে নিন।

পাতি লেবু এবং লবণঃ যদি আপনি এই পাতি লেবু এবং লবণ খেতে পারেন। তাহলে আপনার গলার কাঁটা নেমে যেতে পারে। 
  • এজন্য যা করবেন প্রথমে পাতি লেবু একটি নিবেন। 
  • তারপর সেই পাতি লেবুর রস সম্পূর্ণ গ্লাসে নিবেন। 
  • তার সাথে সামান্য পরিমাণ লবণ মিশ্রণ করে নিবেন। 
  • এরপর লেবু এবং লবণ মিশ্রণ করা রস পান করবেন। 
  • এতে করে আপনার গলার কাঁটা নেমে যেতে পারে।
হোমিও ওষুধঃ গলা থেকে মাছের কাঁটা নামানোর জন্য কিছু হোমিও ওষুধ রয়েছে। যে ওষুধগুলো বেশ কার্যকারী। তাই যদি আপনার গলায় মাছের কাঁটা আটকে থাকে তাহলে হোমিও ওষুধ খেতে পারেন। এতে করে খুব সহজেই আপনার গলার কাঁটা নেমে যেতে পারে। এই হোমিও ওষুধগুলো আপনার নিকটস্থ বাজারে যে কোন ফার্মেসিতে পেয়ে যাবেন।

শেষ কথাঃ গলায় কাঁটা নামানোর দোয়া

প্রিয় পাঠক সম্পূর্ণ আর্টিকেল পড়ে আশা করি গলায় কাঁটা নামানোর দোয়া এবং গলায় কাটা বিঁধলে করণীয় কি এই সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিতে সক্ষম হয়েছি। আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই আর্টিকেলটি বন্ধুদের সাথে শেয়ার করলে আপনার বন্ধুরাও জানতে পারবে। তাই দেরি না করে আপনার বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করুন।
এই রকম আরো আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এই আর্টিকেলটি পড়ে যদি আপনার কোনো মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে যাবেন। (ধন্যবাদ) আসসালামু আলাইকুম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪